ব্যক্তি শ্রেণীর আয়কর ২০২১-২০২২
জানুন ব্যক্তি করদাতার ক্ষেত্রে পুরুষ, মহিলা, ৩য় লিঙ্গ, মুক্তিযোদ্ধা ও প্রতিবন্ধী করদাতার আয়করের হার, নূন্যতম আয়করে হার সম্পর্কে।
ADVERTISEMENT
বাংলাদেশ এনবিআর ব্যক্তি করদাতাদের কর নির্ধারণ, রিটার্ণ দাখিল সংক্রান্ত তথ্য ও দিকনির্দেশনা দিয়ে প্রতি বছর একটি আয়কর নির্দেশিকা প্রকাশ করে থাকে।
আয়কর নির্দেশিকা অনুযায়ী ব্যক্তি করদাতাদের আয়করের হার, নূন্যতম আয়কর ও কর রেয়াত নিয়ে সংক্ষেপে আলোচনা করা হল।
ADVERTISEMENT
ব্যক্তি শ্রেণীর আয়কর হার
অর্থ আইন, ২০২১ এর বলা হয়েছে প্রত্যেক নিবাসী ব্যক্তি করদাতা(অনিবাসী বাংলাদেশীসহ), হিন্দু অবিভক্ত পরিবার, অংশিদারী ফার্মের মোট আয়ের উপর আয়করের হার নিম্নরুপ হবে।
পুরুষ করদাতা
মোট আয় | কর হার |
---|---|
আয়ের প্রথম ৩,০০,০০০ টাকা পর্যন্ত (করমুক্ত) | ০% |
পরবর্তী ১,০০,০০০ টাকা পর্যন্ত | ৫% |
পরবর্তী ৩,০০,০০০ টাকা পর্যন্ত | ১০% |
পরবর্তী ৪,০০,০০০ টাকা পর্যন্ত | ১৫% |
পরবর্তী ৫,০০,০০০ টাকা পর্যন্ত | ২০% |
অবশিস্ট মোট আয়ের উপর | ২৫% |
তবে উক্ত হার করদাতার মর্যাদা নির্বিশেষে সিগারেট, বিড়ি, জর্দা, গুলসহ সকলপ্রকার তামাকজাত পন্য প্রস্তুতকারকের ক্ষেতে প্রযোজ্য হবে না।
ADVERTISEMENT
মহিলা, ৩য় লিঙ্গ, ৬৫ উর্দ্ধে ব্যক্তি করদাতা
মহিলা, ৩য় লিঙ্গ, ৬৫ উর্দ্ধে ব্যক্তি, প্রতিবন্ধী ও গেজেটভূক্ত যুদ্ধাহত মুক্তিযোদ্ধা করদাতার ক্ষেত্রে করমুক্ত আয়ের সীমা হচ্ছে- ৩,৫০,০০০ টাকা।
প্রতিবন্ধী করদাতা
একজন প্রতিবন্ধী পুরুষ বা মহিলা বা তৃতীয় লিংগের করদাতার করমুক্ত আয়ের সীমা- ৪,৫০,০০০ টাকা।
গেজেটভূক্ত যুদ্ধাহত মুক্তিযোদ্ধা করদাতা
গেজেটভুক্ত যুদ্ধাহত মুক্তিযোদ্ধা করদাতার করমুক্ত আয়ের সীমা- ৪,৭৫,০০০ টাকা।
ADVERTISEMENT
নূন্যতম আয়করের হার
কোন করদাতার মোট আয়ের পরিমাণ করমুক্ত আয়সীমার অধিক হলে তাকে আয়ের পরিমাণ অনুযায়ী কর প্রদান করতে হবে। তবে, এক্ষেত্রে একটি নূন্যতম প্রদেয় আয়কর রয়েছে। অর্থাৎ আপনার আয়করের পরিমাণ নূন্যতম আয়করের কম হতে পারবে না।
মোট করযোগ্য আয় আয়সীমা অতিক্রম করলে প্রদেয় নূন্যতম আয়কেরর পরিমাণ হচ্ছে-
এলাকা | নূন্যতম আয়কর |
---|---|
ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন চট্টগ্রাম সিটি কর্পোরেশন | ৫,০০০ টাকা |
অন্যান্য সিটি কর্পোরেশন | ৪,০০০ টাকা |
সিটি কর্পোরেশন ব্যতীত অন্যান্য এলাকা | ৩,০০০ টাকা |
নুন্যতম আয়কর নির্ধারণে বিবেচ্য বিষয়সমূহ
নুন্যতম আয়কর গণনার ক্ষেত্রে কিছু বিষয় বিবেচিত হবে। যেমন,
ADVERTISEMENT
- ন্যূনতম আয়করের এ বিধানের ফলে একজন করদাতার আয় যে কোন স্থানেই অর্জিত হউক না কেন তিনি যেখানে অবস্থান করবেন তাঁর সে অবস্থানের ভিত্তিতেই ন্যূনতম করের হার নির্ধারণ হবে। তবে কোন করদাতা যদি একই আয় বছরে একাধিক স্থানে অবস্থান করে থাকেন তাহলে যে স্থানে তিনি সর্বাধিককাল অবস্থান করেছেন সে অবস্থানস্থলের জন্য প্রযোজ্য ন্যূনতম কর হার তাঁর জন্য প্রযোজ্য হবে।
- ব্যবসা আয়ের ক্ষেত্রে ব্যবসা পরিচালনার মুখ্য স্থানই ন্যূনতম করের জন্য একজন করদাতার অবস্থানস্থল হিসেবে বিবেচিত হবে।
- একজন চাকুরীজীবি করদাতা আয়বছরে একাধিক স্থানে কর্মরত থাকলে যে স্থানে তিনি অধিক কাল কর্মরত ছিলেন ন্যূনতম করের জন্য সে স্থানই তাঁর অবস্থানস্থল বলে বিবেচিত হবে।
- করদাতা অনিবাসী হলে বাংলাদেশে তিনি যে ঠিকানা ব্যবহার করেন সে ঠিকানাই তাঁর অবস্থানস্থল হিসেবে বিবেচিত হবে।
- করমুক্ত সীমার উর্দ্ধে আয় আছে এমন কোন করদাতার প্রদেয় আয়করের পরিমাণ (কর ধার্য ও কর রেয়াত বাদ দেয়ার পর) হিসাব অনুযায়ী ন্যূনতম আয়করের পরিমাণ অপেক্ষা কম হলেও তাঁতে ন্যূনতম আয়কর পরিশোধ করতে হবে।
বিনিয়োগজনিত কর রেয়াত
নির্দিষ্ট কয়েকটি খাতে করদাতার বিনিয়োগ/চাঁদা থাকলে করদাতা কর ছাড় বা কর রেয়াত পাবেন। করদাতার মোট আয়করের পরিমাণ থেকে কর রেয়াত/ছাড়ের পরিমাণ বাদ দিয়ে অবশিষ্ঠ টাকা কর পরিশোধ করতে হবে।
করদাতারা কর ছাড় পাওয়ার জন্য বিভিন্ন লাভজনক খাতে বিনিয়োগ করতে পারেন। তবে সরকার অনুমোদিত কিছু নির্দিষ্ট বিনিয়োগ খাত ও অনুদান খাতে বিনিয়োগ/দান করলেই এই কর রেয়াত পাওয়া যাবে। দেখুন সরকার অনুমোদিত কর রেয়াতের খাতসমূহ।
অনেকেই খোঁজেন কিভাবে আয়কর কম দেয়া যায়। আয়কর কম দেয়ার বৈধ একটি উপায় হচ্ছে কর রেয়াত। দেখুন কিভাবে কম আয়কর দেয়া যায়।
কর রেয়াতের হার
আপনার বার্ষিক আয় ১৫ লাখ টাকার কম হলে মোট বিনিয়োগ ও দানের পরিমাণের ১৫ শতাংশ কর রেয়াত পাওয়া যাবে। ১৫ লাখ টাকার বেশি হলে ১০ শতাংশ হারে কর ছাড় পাওয়া যাবে।
এ ছিল ব্যক্তি করদাতার ক্ষেত্রে ২০২১-২০২২ আয়বছরের কর নির্ধারণের হার। আশা করি তথ্যগুলো আপনাদের কাজে লাগবে।
আয়কর রিটার্ন দাখিলের আগে অবশ্যই দেখে নিন- আয়কর নির্দেশিকা ২০২১-২০২২।
আয়কর সংক্রান্ত সকল তথ্যের জন্য এখানে দেখুন- আয়কর।
আয়কর সংক্রান্ত অন্যান্য তথ্যের লিংক
- ই টিন সার্টিফিকেট ডাউনলোড
- আয়কর রিটার্ন দাখিলের নিয়ম ২০২১-২০২২
- হারানো টিন সার্টিফিকেট
- টিন সার্টিফিকেট যাচাই
- টিন সার্টিফিকেট বাতিল
ADVERTISEMENT