ভোটার স্লিপ দিয়ে আইডি কার্ড ডাউনলোড ২০২৪
নতুন ভোটার হয়েছেন? অনলাইনে ভোটার স্লিপ দিয়ে আইডি কার্ড ডাউনলোড করতে পারবেন। দেখুন কিভাবে করবেন।
ADVERTISEMENT
নতুন ভোটার নিবন্ধনের পর ফরম নম্বর বা নিবন্ধন স্লিপ নম্বর দিয়ে অনলাইনে আইডি কার্ড ডাউনলোড করা যাবে। কিভাবে ভোটার স্লিপ দিয়ে আইডি কার্ড অনলাইন কপি ডাউনলোড করবেন তা নিচে দেখানো হলো।
ভোটার স্লিপ দিয়ে আইডি কার্ড বের করতে আপনার লাগবে ভোটার নিবন্ধন স্লিপ নম্বর, মোবাইল নম্বর, বর্তমান ও স্থায়ী ঠিকানা। এছাড়া এনআইডি একাউন্ট রেজিস্ট্রেশনের জন্য Face Verification করতে Android মোবাইলে NID Wallet অ্যাপ ইনস্টল করতে হবে।
ADVERTISEMENT
ভোটার স্লিপ দিয়ে আইডি কার্ড ডাউনলোড
ভোটার স্লিপ দিয়ে আইডি কার্ড ডাউনলোড করতে প্রথমে https://services.nidw.gov.bd/nid-pub/claim-account লিংকে যান। এখানে ভোটার স্লিপ নম্বরের শুরুতে NIDFN যোগ করে লিখুন, যেমন NIDFNXXXXXX। জন্ম তারিখ ও ক্যাপচা লিখে সাবমিট করুন। সবশেষে Face Verification করে লগইন করার পর আইডি কার্ড ডাউনলোড করতে পারবেন।
ভোটার স্লিপ দিয়ে আইডি কার্ড ডাউনলোড করার জন্য নিচের সহজ ধাপগুলো অনুসরণ করুন:
ADVERTISEMENT
- প্রথমে ভিজিট করুন Bangladesh NID Application System;
- ভোটার স্লিপ নম্বর (NIDFNXXXXXX) ও জন্ম তারিখ লিখুন;
- ক্যাপচা পূরণ করে সাবমিট করুন;
- বর্তমান ও স্থায়ী ঠিকানা সিলেক্ট করুন;
- মোবাইল নাম্বার দিন এবং OTP ভেরিফিকেশন করুন;
- অন্য একটি মোবাইলে NID Wallet App ইনস্টল করুন;
- QR কোড Scan করে করে Face Verification করুন;
- NID Account এ পরবর্তীতে লগইন করার জন্য একটি Password দিন;
- একাউন্টে লগইন করে ডাউনলোড লিংকে ক্লিক করে আইডি কার্ড ডাউনলোড করুন।
এছাড়া মোবাইলে SMS এর মাধ্যমেও স্লিপ নাম্বার দিয়ে এনআইডি নম্বর বের করতে পারেন এবং NID নম্বর দিয়েও একইভাবে NID Card Download করতে পারবেন।
স্লিপ নাম্বার দিয়ে ভোটার আইডি কার্ড বের করার নিয়ম নিচে ধাপে ধাপে দেখানো হলো।
১. NID একাউন্ট রেজিস্ট্রেশন করুন
জাতীয় পরিচয়পত্রের ওয়েবসাইটে আপনাকে Account Register বা Sign up করতে হবে। নিচের ধাপগুলো অনুসরণ করুন। NID Account Registration এই লিংকে যান। নিচের মত একটি পেইজ আসবে।
ADVERTISEMENT
এখানে আপনার ভোটার স্লিপ নম্বরটি লিখুন। স্লিপ নম্বর লেখার ক্ষেত্রে শুরুতে NIDFN যুক্ত করুন। অর্থাৎ আপনার স্লিপ নম্বরটি হবে NIDFNXXXXXX এমন। তারপর জন্ম তারিখ ও ছবিতে দেখানো Code টি Type করে সাবমিট বাটনে ক্লিক করুন।
৪. স্থায়ী ও বর্তমান ঠিকানা সিলেক্ট করুন
এবার নিচের মত একটি পেইজে আপনার বর্তমান ও স্থায়ী ঠিকানার বিভাগ, জেলা ও উপজেলা বাছাই করতে বলা হবে। আপনার বর্তমান ও স্থায়ী ঠিকানা (বিভাগ, জেলা, উপজেলা) বাছাই করুন।
৫. Mobile Number Verification করুন
উপরের তথ্য ঠিক থাকলে আপনার Mobile Number দেখানো হবে। অথবা আপনি নতুন একটি সচল মোবাইল নম্বর দিয়ে আপনার Account Verify করতে হবে। এই নম্বরের একটি Verification OTP পাঠানো হবে।
ADVERTISEMENT
মোবাইল নম্বরটি সঠিকভাবে লিখে বার্তা পাঠান বাটনে ক্লিক করুন। আপনার মোবাইলে ৬ ডিজিটের একটি Verification Code পাঠানো হবে। কোডটি উপরের ছবিতে দেখানো ঘরে লিখুন এবং বহাল বাটনে ক্লিক করুন।
৬. NID Wallet অ্যাপটি ইনস্টল করুন
মোবাইল ভেরিফিকেশনের পর আপনার ফেইস ভেরিফিকেশন করতে হবে। এজন্য আপনি এখন যে মোবাইল বা কম্পিউটারে আছেন, সেটি ছাড়া অন্য একটি মোবাইলে Google Play Store থেকে NID Wallet অ্যাপটি ইনস্টল ও চালু করুন।
তারপর Face Verification QR কোডটি NID Wallet App দিয়ে Scan করুন।
৭. Face Verification করুন
QR কোড স্ক্যান করার পর আপনার Face Verification করার অপশন আসবে। এখানে দেখানো হবে কিভাবে প্রথমে আপনার সোজাসুজি ছবি তুলবেন, তারপর চোখ ক্যামেরার দিকে রেখে মাথা একটু বামে ও ডানে ঘুরাবেন। ফেইস স্ক্যান চালু করার জন্য Start Face Scan বাটনে ক্লিক করুন।
৮. পাসওয়ার্ড সেট করুন
Face Verification সফল হলে একটি Password সেট করতে বলা হবে। ভবিষ্যতে ফেইস ভেরিফিকেশনের ঝামেলা ছাড়া একাউন্টে লগ ইন করতে পাসওয়ার্ড সেট করতে পারেন। ভবিষ্যতে জাতীয় পরিচয়পত্র সংশোধন বা পুনরায় ডাউনলোড করার জন্য আপনার অনেক সুবিধা হবে।
৯. ভোটার স্লিপ দিয়ে অনলাইন কপি ডাউনলোড করুন
পাসওয়ার্ড সেট করার পর NID একাউন্টে লগইন হয়ে যাবে। এখানে আপনার ছবি, নাম ও এনআইডি নম্বর দেখতে পাবেন। ডান পাশ থেকে ডাউনলোড লিংকে ক্লিক করে আইডি কার্ড ডাউনলোড করুন।
ডাউনলোড লিংকে ক্লিক করার সাথে সাথে একটি PDF File ডাউনলোড হবে। এখানে আপনার আইডি কার্ডের সামনের ও পিছনের দিক পাশাপাশি দেয়া থাকবে।
পেইজটি ভাল কালার প্রিন্ট হয় এমন প্রিন্টার দিয়ে প্রিন্ট করে লেমিনেট করে এনআইডি কার্ডের অনলাইন কপি হিসেবে সবক্ষেত্রেই ব্যবহার করা যাবে।
মোবাইলে SMS দিয়ে আইডি কার্ড নম্বর বের করুন
এসএমএস দিয়ে এনআইডি কার্ড নম্বর বের করতে মোবাইল থেকে SMS অপশনে গিয়ে লিখুন NID স্পেস Form Number স্পেস DD-MM-YYYY লিখে 105 নম্বরে Send করুন। ফিরতি মেসেজে আপনার এনআইডি প্রস্তুত হলে তা জানিয়ে দেয়া হবে এবং NID নম্বর পাঠানো হবে।
SMS Format: NID<Space>FORM NO<Space>DD-MM-YYYY এবং 105 নম্বরে পাঠিয়ে দিন।
ভোটার স্লিপ হারিয়ে গেলে করণীয়
ভোটার স্লিপ হারিয়ে গেলে করণীয় হচ্ছে নিকটস্থ থানায় জিডি করা এবং এ বিষয়ে উপজেলা নির্বাচন অফিসে যোগাযোগ করে ফরম নম্বর বা এনআইডি নম্বর জেনে নিতে পারেন।
আইডি সংক্রান্ত আরো তথ্য
হোমপেইজে যান | Eservicesbd |
জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত সকল তথ্য | জাতীয় পরিচয় পত্র |
ভোটার নিবন্ধন | নতুন ভোটার আইডি কার্ড করার নিয়ম |
এনআইডি ডাউনলোড | ভোটার আইডি কার্ড ডাউনলোড |
তথ্য যাচাই | ফেইস ভেরিফিকেশন ছাড়া জাতীয় পরিচয়পত্রের তথ্য যাচাই |
রিইস্যু | হারানো জাতীয় পরিচয়পত্র ডাউনলোড |
সংশোধন | জাতীয় পরিচয়পত্র সংশোধন করার নিয়ম |
জাতীয় পরিচয় পত্র ডাউনলোড সংক্রান্ত প্রশ্নসমূহ
আপনার ভোটার নিবন্ধন ফরম স্লিপ হারিয়ে গেলে নিকটস্থ থানায় জিডি করে সঠিক ভোটার আইডি নাম্বার দিয়ে হারানো কার্ডের জন্য আবেদন পত্র আপনার উপজেলার নির্বাচন অফিসে জমা দিতে হবে।
স্লিপ হারিয়ে গেলে নিকটস্থ থানায় জিডি করে সঠিক ভোটার আইডি নাম্বার দিয়ে হারানো কার্ডের জন্য আবেদন পত্র আপনার উপজেলার নির্বাচন অফিসে জমা দিতে হবে। উপজেলা অফিস থেকেই আপনার ভোটার আইডি নম্বর জানতে পারবেন।
ADVERTISEMENT