জন্ম নিবন্ধন দিয়ে পাসপোর্ট করা যাবে কি না?

হ্যাঁ, জন্ম নিবন্ধন দিয়ে পাসপোর্ট করা যাবে। তবে এজন্য আবেদনকারীর বয়স অবশ্যই ২০ বছরের কম হতে হবে। ২০ বছরের বেশি বয়স্ক ব্যক্তির ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র প্রযোজ্য হবে। জন্ম নিবন্ধন দিয়ে পাসপোর্ট করার জন্য অবশ্যই জন্ম নিবন্ধনটি ইংরেজি তথ্য সহ অনলাইনে থাকতে হবে। বর্তমানে ই পাসপোর্ট প্রদানের ক্ষেত্রে শুধুমাত্র ২টি ডকুমেন্টের উপর ভিত্তি করে পাসপোর্ট ইস্যু…

Advertisement

হ্যাঁ, জন্ম নিবন্ধন দিয়ে পাসপোর্ট করা যাবে। তবে এজন্য আবেদনকারীর বয়স অবশ্যই ২০ বছরের কম হতে হবে। ২০ বছরের বেশি বয়স্ক ব্যক্তির ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র প্রযোজ্য হবে। জন্ম নিবন্ধন দিয়ে পাসপোর্ট করার জন্য অবশ্যই জন্ম নিবন্ধনটি ইংরেজি তথ্য সহ অনলাইনে থাকতে হবে।

বর্তমানে ই পাসপোর্ট প্রদানের ক্ষেত্রে শুধুমাত্র ২টি ডকুমেন্টের উপর ভিত্তি করে পাসপোর্ট ইস্যু করা হচ্ছে, ১) জাতীয় পরিচয়পত্র ২) জন্ম নিবন্ধন সনদ।

কিভাবে জন্ম নিবন্ধনের মাধ্যমে পাসপোর্টের আবেদন করবেন তার প্রক্রিয়া বিস্তারিত দেয়া হলো।

Advertisement

জন্ম নিবন্ধন দিয়ে পাসপোর্ট করার নিয়ম

জন্ম নিবন্ধন দিয়ে পাসপোর্ট করার জন্য প্রথমেই নিশ্চিত হন যে, আপনার বয়স ২০ বছরের কম এবং জন্ম নিবন্ধনটি বাংলা ও ইংরেজি তথ্য সহ অনলাইনে রয়েছে। তারপর ভিজিট করুন- www.epassport.gov.bd এবং অনলাইন সকল তথ্য সঠিকভাবে দিয়ে পাসপোর্ট আবেদন সম্পন্ন করুন।

পাসপোর্ট আবেদনের বিস্তারিত প্রক্রিয়াটি নিচে ধাপে ধাপে দেখানো হলো:

ধাপ ১: আঞ্চলিক অফিস ও থানা নির্বাচন

প্রথমে ভিজিট করুন- E-passport application লিংকে আপনি নিচের মত একটি পেইজ দেখবেন। এখানে আপনার জেলা ও পুলিশ থানার নাম সিলেক্ট করুন।

Advertisement
জন্ম নিবন্ধন দিয়ে পাসপোর্টের আবেদন

এবার আপনাকে আপনার ইমেইল ভেরিফিকেশন করতে হবে। এখানে আপনি যে ইমেইল এড্রেসটি লিখবেন সেটির পাসওয়াড যেন আপনার জানা থাকে। কারণ পাসওয়াড না জানলে আপনি সেটি ভেরিফাই করতে পারবেন না।

আপনার ইমেইল টি লিখুন ও নিচের রোবট ভেরিফিকেশন টিক দিয়ে Continue বাটন ক্লিক করুন।

how to apply for e passport

ধাপ ২: Email ভেরিফিকেশন

এখন পাসপোর্ট ওয়েবসাইট থেকে আপনার ইমেইলে একটি ভেরিফিকেশন লিংক পাঠাবে। আপনাকে সেই লিংকে ক্লিক করে আপনার ইমেইলটি ভেরিফাই করতে হবে।

ধাপ ৩: Personal Information

ইমেইল ভেরিফিকেশনের পর, পুনরায় ওয়েবসাইটে লগইন করুন। এখান থেকে Apply for New Passport বাটনে ক্লিক করুন।

Advertisement
পাসপোর্ট করার নিয়ম

Passport Type হিসেবে সাধারণ পাসপোর্ট হলে Ordinary এবং সরকারি আদেশে বা NOC এর মাধ্যমে পাসপোর্ট Official সিলেক্ট করুন। এরপর পাসপোর্ট আবেদনে ব্যক্তিগত তথ্যসমূহ সঠিকভাবে পূরণ করুন।

ধাপ ৪: ID Documents

ID Documents ধাপে আপনার আগের পাসপোর্ট আছে কিনা, অন্য কোন দেশের পাসপোর্ট আছে কিনা এবং জাতীয় পরিচয়পত্র ও জন্ম নিবন্ধনের তথ্য দিতে হবে।

জন্ম নিবন্ধন দিয়ে পাসপোর্ট করা যাবে

যারা নতুন পাসপোর্টের জন্য আবেদন করছেন তারা শেষ অপশন, No, I don’t have any previous passport/ handwritten passport সিলেক্ট করুন।

ধাপ ৫: Address ও অন্যান্য তথ্য

আপনার Present Address ও Permanent Address সঠিকভাবে লিখুন। যদি বর্তমান ও স্থায়ী ঠিকানা একই হয়, নিচের বক্সে টিক দিন।

Advertisement

এরপর আপনার পিতা মাতার নাম তাদের জাতীয় পত্র অনুসারে লিখুন। আপনার স্বামী বা স্ত্রীর নাম ও জাতীয় পরিচয়পত্র অনুসারে লিখুন।

Emergency Contact: জরুরী প্রয়োজনে যোগাযোগের জন্য আপনার পরিবারের বাবা, ভাই বা অন্য কারো নাম, ঠিকানা ও মোবাইল নম্বর দিন।

Passport Option: এবার আপনার পাসপোর্টের পৃষ্ঠা সংখ্যা ও মেয়াদ Select করুন।

Delivery Option: Passport Delivery সাধারণ না জরুরী তা সিলেক্ট করুন। সাধারণ হলে Ordinary এবং জরুরী হলে Express সিলেক্ট করুন।

সবশেষে আপনার সব তথ্য পূনরায় যাচাই করে আবেদন জমা দিতে  Submit বাটনে ক্লিক করুন। ব্যস, আপনার পাসপোর্ট আবেদন সম্পন্ন হল।

ধাপ ৬: পাসপোর্ট আবেদন প্রিন্ট করুন ও ফি পরিশোধ

আপনার আবেদন সফলভাবে Submit করা হলে প্রিন্ট করার জন্য আপনি ২টি পৃষ্ঠা পাবেন। 1) Application Summery, 2) Online Registration Form. এগুলো আপনি প্রিন্ট করে নিতে পারেন বা পিডিএফ ফাইল হিসেবে আপনার কম্পিউটারে সেইভ করতে পারেন।

পাসপোর্ট ফি পরিশোধ

পাসপোর্ট ফি পরিশোধ করার জন্য যে কোন ব্যাংক A Challan এর মাধ্যমে টাকা পরিশোধ করতে হবে। এজন্য, আপনার পাসপোর্ট আবেদনের Application Summery কপিটি নিয়ে ব্যাংকে যোগাযোগ করুন।

তাছাড়া আপনি নিজে মোবাইল থেকে অনলাইনে পাসপোর্ট ফি জমা দিতে পারেন।

FAQs

জন্ম নিবন্ধন দিয়ে কি পাসপোর্ট করা যায়?

হ্যাঁ, জন্ম নিবন্ধন দিয়ে পাসপোর্ট করা যায়। এজন্য পাসপোর্ট আবেদনকারীর বয়স ২০ বছরের কম হতে হবে।

জন্ম নিবন্ধন দিয়ে পাসপোর্ট করতে কি কি লাগে?

জন্ম নিবন্ধন দিয়ে পাসপোর্ট করতে প্রয়োজন হবে বাংলা ও ইংরেজি তথ্যসহ অনলাইন জন্ম নিবন্ধন। এছাড়া, পাসপোর্ট আবেদনকারীর বয়স ২০ বছরের কম হতে হবে এবং অনলাইনে ই পাসপোর্টের আবেদন করতে হবে।

শেষকথা

সংক্ষেপে বলতে গেলে জন্ম নিবন্ধন দিয়ে পাসপোর্ট করার প্রক্রিয়ায় কোন ভিন্নতা নেই। শুধুমাত্র আবেদনকারীর বয়স ২০ বছরের কম হলে এবং জাতীয় পরিচয় পত্র না পেয়ে থাকলে জন্ম নিবন্ধন দিয়ে পাসপোর্ট করা যাবে।

কমেন্ট করে জানান, আপনি জন্ম নিবন্ধন অনলাইন ও ইংরেজি করেছেন কিনা?

পাসপোর্ট সংক্রান্ত আরও তথ্য

আবেদনপাসপোর্ট আবেদন
সংশোধনপাসপোর্ট সংশোধন করার নিয়ম
পাসপোর্ট ফিই পাসপোর্ট ফি কত
ফি পরিশোধই পাসপোর্টের টাকা জমা দেওয়ার নিয়ম
পাসপোর্ট চেকPassport Check
ডেলিভারি স্লিপ হারালেপাসপোর্ট ডেলিভারি স্লিপ হারিয়ে গেলে করণীয়
ক্যাটাগরিই পাসপোর্ট
হোমপেইজে যানEservicesbd
Advertisement

Similar Posts

6 Comments

  1. আমার ছোট ভাইয়ের MRP পাসপোর্ট এর মেয়াদ শেষের দিকে যা করা ছিল জন্ম নিবন্ধন দিয়ে। যেটা অনলাইন বা ইংরেজিতে লিপিবদ্ধ আছে
    তার বতর্মানে উপলব্ধ পাসপোর্ট অনুযায়ী জন্ম নিবন্ধন দিয়ে আমাদের বর্তমান জেলা মাগুরা তে MRP পাসপোর্টের আবেদন জমা নিচ্ছেনা যেহেতু তার বয়স ২০ বছরের উপরে অর্থাৎ বর্তমানে তার বয়স ৩২ বছর চলমান
    সেক্ষেত্রে জন্ম নিবন্ধন অনুযায়ী (বর্তমান MRP পাসপোর্টের তথ‍্যের সহিত সম্পূর্ণ মিল আছে )
    পাসপোর্টের এর আবেদন কোথায় জমা দিব বা কিভাবে নতুন MRP বা E-Passport পেতে পারি জানালে উপকৃত হতাম।

    1. কারো ২০ বছর হয়ে গেলে তার জন্ম নিবন্ধন দিয়ে পাসপোর্ট হয় না। কোন জায়গায়ই হবে না। আর MRP সম্পূর্ণভাবে বন্ধ। পাসপোর্ট আর জন্ম নিবন্ধন অনুসারে এনআইডির তথ্য সংশোধন করে তারপর আবেদন করুন।

      1. আচ্ছা ভাই একজন যে বলতেছে ঢাকা থেকে MRP করে দিবে জন্ম-নিবন্ধন দিয়ে তাহল্ কি সে বোকা বানাতে চায়? নাকি টাকায় সব সম্ভব?
        জানাবেন প্লিজ।

        1. বিশেষ ক্ষেত্রে কারো এমআরপি করা যাবে। সেক্ষেত্রে কাউকে লাগবে না। আঁগারগাও অফিসে আপনি নিজেই যোগাযোগ করেন। দালাল লাগে কেন?

    1. আগে এনআইডি কার্ড করতে হবে। অথবা সরাসরি ঢাকা থেকে এমআরপি পাসপোর্ট করা যাবে কিনা দেখতে পারেন। জেলা পাসপোর্ট অফিসে থেকে এমআরপি আবেদন করা যাবে না।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।