ঘরে বসেই অনলাইনে থানায় জিডি করার নিয়ম | How to File GD Online

কোন গুরুত্বপূর্ণ জিনিস হারালে বা পেলে থানায় জিডি (GD) বা General Diary করতে হয়। জেনে নিন অনলাইনে জিডি করার নিয়ম ও কি কি লাগে।

Advertisement

ঘরে বসেই পুলিশি সেবা পেতে অনলাইনে জিডি (Online GD) করার নিয়ম চালু রয়েছে বাংলাদেশ পুলিশ। প্রয়োজনীয় ডকুমেন্টস, যেমন- এনআইডি কার্ড, পাসপোর্ট, দলিল, ব্যাংক একাউন্ট চেক কিংবা কোন মূল্যবান সম্পদ হারানোর জিডি করতে পারবেন। বাংলাদেশের প্রায় সকল থানাগুলো এই অনলাইন সেবার আওতায় রয়েছে।

জিডি কি, অনলাইনে জিডি করার নিয়ম, কি কি বিষয়ে জিডি করা যায়, অনলাইনে জিডি করতে কি কি লাগে, জিডির পরবর্তী পদক্ষেপ সম্পর্কিত সকল তথ্য থাকছে এই আলোচনায়।

জিডি কি?

জিডি হলো একটি থানায় অপরাধ ও অন্যান্য সংবাদ বিষয়ক সাধারণ ডায়েরি/ রেজিস্টার। এটি একটি বিনামূল্য সরকারি সেবা।

পুলিশ স্টেশন/ থানা হলো ফৌজদারি জুরিসডিকশনের সর্বনিম্ন ইউনিট। এখানে সংশ্লিষ্ট এলাকার লোকজন তাদের জীবনে ঘটে যাওয়া বা ঘটতে যাচ্ছে এমন বিষয় সম্পর্কে আইনানুগ ব্যবস্থা গ্রহণ নিতে পারে। সে সম্পর্কে থানার নির্বাহী কর্মকর্তাদের কাছে সাধারণ ডায়রিতে আপনার প্রয়োজনীয় সেবার বিষয়াবলী উল্লেখ করে রেজিস্টার করাই জিডি।

আসুন এবার জেনে নিই অনলাইনে জিডি করার নিয়ম।

অনলাইনে জিডি করার নিয়ম

শুধুমাত্র হারানো ও প্রাপ্তির জন্য অনলাইনে জিডি করা যায়। অনলাইনে জিডি করার জন্য প্রথমে Online GD এপ্সটি ডাউনলোড করে নিবন্ধন করুন। নিবন্ধন করার পর, মোবাইল অ্যাপ বা ওয়েবসাইটে পুনরায় লগইন করুন। এবার প্রয়োজন অনুযায়ী তথ্য এন্ট্রি অপশনে ক্লিক করুন। এখান থেকে হারানো বা প্রাপ্তি বিষয়ে অনলাইনে জিডির আবেদন করুন।

Advertisement

জিডির সকল তথ্য ও উল্লেখিত ঘটনার স্থানের বিস্তারিত তথ্য দিয়ে Final Submit করুন। আপনার মোবাইলে OTP কোড আসলে তা লিখে সামিট বাটনে ক্লিক করলেই জিডির তথ্য প্রণয়ন সম্পন্ন হবে। ‘আবেদন প্রিন্ট‘ – এ ক্লিক করে সংরক্ষণ করুন।

অনলাইনে জিডি করার নিয়ম
অনলাইনে জিডি করার নিয়ম, Image Source: gd.police.gov.bd

বিষয়টি জিডির যোগ্য হলে, সংশ্লিষ্ট থানা থেকে অভিযোগের ধরন অনুসারে ব্যবস্থা নিবে। এছাড়াও জিডি নং ও তদন্তকারী অফিসারের বিবরণী সহ আপনাকে ডিজিটাল জিডির কপি দেওয়া হবে। বিস্তারিত প্রক্রিয়াটি থাকছে সম্পূর্ণ আলোচনায়।

আরও পড়ুন: অনলাইনে পুলিশ ক্লিয়ারেন্স আবেদন

অনলাইনে কি কি বিষয়ে জিডি করা যায়?

দেশের আইন-শৃঙ্খলা বাহিনীর সেবা প্রয়োজন এমন অপরাধমূলক কিংবা সাধারণ সংবাদ সকল বিষয়েই অনলাইনে জিডি করতে পারবেন। অনলাইনে নিম্মোক্ত বিষয়গুলো নিয়ে জিডি করা যায়:

Advertisement
  • মামলা যোগ্য কোন ঘটনা ঘটার পূর্ব সতর্কতা হিসেবে জিডি;
  • কেউ ভয়-ভীতি দেখালে/ হুমকি দিলে;
  • কোন ব্যক্তির বিরুদ্ধে অপরাধমূলক ঘটনা ঘটার আশঙ্কা থাকলে;
  • নিরাপত্তার অভাব বোধ করলে;
  • কোন বৃদ্ধ মানুষ, ছোট শিশু বা প্রাপ্তবয়স্ক যে কেউ হারিয়ে গেলে;
  • গুরুত্বপূর্ণ ডকুমেন্টস, যেমন- পাসপোর্ট, এনআইডি কার্ড, চেকবই, দলিল, কিংবা অন্য কোন বস্তু হারিয়ে গেলে;
  • আপনার বাড়ির আশেপাশে কিংবা নিকটস্থ এলাকায় মাদকসেবী, বখাটেদের আড্ডা সংক্রান্ত তথ্য;
  • গৃহকর্মী, দারোয়ান, নৈশপ্রহরী গুরুত্বপূর্ণ ঘটনাসহ পালিয়ে গেলে;

এছাড়াও কোন সমাবেশমূলক কর্মকান্ড ঘটলে এবং সেখানে বিশৃঙ্খলা হওয়ার আশঙ্কা থাকলেও থানায় জিডি করতে পারবেন। বাংলাদেশের সকল নাগরিকদের জন্য থানার জিডি করার অধিকার রয়েছে।

অনলাইনে জিডি করার জন্য কি কি লাগে

অনলাইনে জিডি করার জন্য বেশি ডকুমেন্টস প্রয়োজন হয় না। জিডির দরখাস্তও হাতে লিখিত আকারে জমা দিতে হয় না। জিডি করার জন্য নিম্নোক্ত তথ্যগুলো প্রয়োজন হয়:

  • জাতীয় পরিচয়পত্র নম্বর;
  • একটি সচল মোবাইল;
  • জিডিকারীর লাইভ ছবি;
  • জিডি করার জন্য আবেদনকারীর বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে;
  • যেই থানার অধীন এলাকাতে ঘটনা সংঘটিত হয়েছে সেই থানাতেই জিডি করতে হবে;

ঘটনা সংঘটিত হওয়ার পর যত দ্রুত সম্ভব জিডি করতে হবে। থানায় গিয়েই জিডি করতে হবে এমনটা নয়, ঘরে বসে অনলাইনেই জিডি করে নিতে পারেন।

অনলাইনে জিডির জন্য নিবন্ধন করার নিয়ম 

বর্তমানে অনলাইনে জিডি করার জন্য, প্রথমে গুগল প্লে স্টোর থেকে Online GD মোবাইল অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। মোবাইল অ্যাপ ও ওয়েবসাইটের রেজিস্ট্রেশন ও আবেদন প্রসেস আপডেট করা হয়েছে। রেজিস্ট্রেশন করতে নিম্নোক্ত ধাপগুলো অনুসরণ করুন:

Advertisement

ধাপ ১: নিবন্ধন অপশনে যান

Online GD মোবাইল এপ্লিকেশনে প্রবেশ করে নিবন্ধন অপশনে ক্লিক করলে পুনরায় গুগল প্লে-স্টোরে নিয়ে যাবে। সেখান থেকে লাইভ ছবি আপলোড করে নিবন্ধনের জন্য আরও একটি Online GD নামে অন্য আরেকটি মোবাইল অ্যাপ্লিকেশন ডাউনলোড করুন। এবার অ্যাপটিতে প্রবেশ করুন

ধাপ ২: পরিচয়পত্র যাচাই করুন

এখানে পুনরায় নিবন্ধন অপশনে যান। আপনার জাতীয় পরিচয়পত্র নম্বর ও জন্মতারিখ সঠিকভাবে লিখুন। তারপর পরিচয়পত্র যাচাই অপশনে ক্লিক করলে পরবর্তী পেজে নিয়ে যাবে। সেখানে আপনার এনআইডি কার্ড অনুযায়ী-

  • পরিচয়পত্র নং;
  • জন্ম তারিখ;
  • নাম;
  • পিতার নাম;
  • মাতার নাম দেখানো হবে।

তথ্য সঠিক হলে পরবর্তী ধাপে যেতে নিচের লেখাতে ক্লিক করুন।

ধাপ ৩: লাইভ ছবি যাচাই

আপনার মোবাইল ফোনের ক্যামেরা পারমিশন নিয়ে অ্যাপস থেকে লাইভ ছবি যাচাই করা হবে। ছবি যাচাইয়ের জন্য আপনার মুখের অবস্থান মধ্যবর্তী স্থানে রাখুন। ছবি যাচাই হলে পরবর্তী ধাপে নিয়ে যাবে। 

ধাপ ৪: প্রি রেজিস্ট্রেশন সম্পন্ন করুন 

এই ধাপে, আপনার জাতীয় পরিচয়পত্রের ছবির সাথে বর্তমান ছবি দেখতে পাবেন। নিচের অপশন গুলোতে আপনার ১১ সংখ্যার মোবাইল নাম্বার দিন। একটি পাসওয়ার্ড লিখুন এবং নিচের ধাপে তা পুনরায় লিখে কনফার্ম করুন।

সর্বশেষ ‘এখানে ক্লিক করে একাউন্ট তৈরি করুন’ লেখাতে ক্লিক করলেই আপনার অনলাইন জিডি একাউন্টের প্রি রেজিস্ট্রেশন সম্পন্ন হবে।

ধাপ ৫: নিবন্ধন সম্পন্ন করুন 

এবার পুনরায় Online GD অ্যাপস ওপেন করে রেজিস্টারকৃত মোবাইল নাম্বার ও পাসওয়ার্ড দিয়ে লগইন করুন। এবার আরো কিছু তথ্য দিন। ধারাবাহিকভাবে-

  • আপনার ঠিকানার- জেলা, থানা, ইউনিয়ন, গ্রাম, পোস্ট কোড লিখুন;
  • ছবি সাবমিট করুন;
  • মোবাইল স্ক্রিনে আপনার স্বাক্ষর দিন;
  • আপনার মোবাইল নাম্বার দিয়ে সিম অপারেটর সিলেক্ট করুন। একটি ইমেইল এড্রেস দিন;

আপনার মোবাইলে ছয় সংখ্যার একটি ভেরিফিকেশন কোড আসবে। কোডটি সাবমিট করে আপডেট বাটনে ক্লিক করুন। আপনার রেজিস্ট্রেশন সফলভাবে সম্পন্ন হওয়ার একটি মেসেজ পাবেন।

এবার অ্যাপসে বা ওয়েবসাইটে লগইন করে অনলাইনে জিডি করার নিয়ম অনুসরণ করুন।

অনলাইনে জিডি করার নিয়ম

জিডি করার জন্য অ্যাপস বা gd.police.gov.bd ওয়েবসাইটে আপনার Online GD একাউন্টে লগইন করুন। ধরা যাক আপনার পাসপোর্ট হারিয়ে গেছে। পাসপোর্ট হারিয়ে গেলে জিডি করার নিয়ম নিয়ে একটি নমুনা দেখানো হলো:

ধাপ ১: তথ্য এন্ট্রি অপশনে যান

ওয়েবসাইটের ড্যাশবোর্ডে নিচের তথ্য এন্ট্রি অপশন পাবেন। এই অপশনে হারানো ও পাওয়া বিষয়ে নতুন জিডি করতে পারবেন। এখান থেকে হারানো সিলেক্ট করে পাসপোর্টে ক্লিক করুন।

ধাপ ২: বিস্তারিত তথ্য প্রদান

জিডির আবেদনে পাসপোর্ট সম্পর্কিত প্রয়োজনীয় তথ্য দিন। যেমন-

  • পাসপোর্ট নাম্বার;
  • পাসপোর্ট ইস্যুর ঠিকানা;
  • পাসপোর্ট ইস্যুর তারিখ;
  • পাসপোর্ট মেয়াদোত্তীর্নের তারিখ;

এছাড়াও পাসপোর্ট শনাক্তকরণের জন্য ছবি, হারানোর স্থান, সময় ও অন্যান্য বিবরণ। হারানোর ঘটনার বিবরণ ও আপনার বর্তমান ঠিকানা লিখুন। কোন থানায় জিডি করতে চান তা উল্লেখ করুন। এভাবে সকল প্রয়োজনীয় তথ্য পূরণ করুন।

ধাপ ৩: ফাইনাল আবেদন সাবমিট

এবার, ‘I have agree to accept terms & conditions and policy’ চেকবক্সে ক্লিক করুন। সর্বশেষ, Final Submit বাটনে ক্লিক করুন। আপনার মোবাইলে একটি OTP কোড আসবে। সেটি ওয়েবপেইজে লিখে সাবমিট করুন। 

আপনার মোবাইল নাম্বারে ‘Your Application Successfully Submitted’ মেসেজ আসবে। একইসাথে ওয়েবপেইজে ‘তথ্য প্রণয়ন সম্পন্ন হয়েছে’- এই মেসেজ পাবেন। 

ধাপ ৪: অনলাইনে জিডি কপি ডাউনলোড করুন

এখানে আবেদন প্রিন্ট লেখাতে ক্লিক করে জিডির অনলাইন কপি ডাউনলোড করতে পারবেন। পাশে থাকা বিস্তারিত রিপোর্ট অপশনে ক্লিক করে জিডির সকল তথ্য জানতে পারবেন।

এভাবে অনলাইনে জিডি করার নিয়মে খুব সহজেই জিডি করতে পারবেন।

জিডির আবেদনের পরবর্তী পদক্ষেপ

জিডি আবেদন করার পর অভিযোগের বিষয়টি যদি জিডির যোগ্য হয়, তাহলে সংশ্লিষ্ট থানা থেকে আপনার অভিযোগের ধরন অনুসারে ব্যবস্থা নেওয়া হবে। একই সাথে জিডি নং ও তদন্তকারী অফিসারের বিবরণী সহ আপনাকে ডিজিটাল জিডির কপি দেওয়া হবে।

অভিযোগের বিষয়টি মামলার যোগ্য হলে বা অপরাধমূলক কর্মকাণ্ড সংগঠিত হলে অভিযোগের প্রিন্ট কপি/ কোড নং সহ সংশ্লিষ্ট থানা উপস্থিত হন। থানা কর্তৃপক্ষ সে অনুযায়ী তাদের প্রশাসনিক ব্যবস্থা নিবে।

অনলাইন জিডি ওয়েব পোর্টালের সুবিধা

অনলাইনে জিডি ওয়েব পোর্টাল বর্তমানে প্রশাসনিক সেবাকে সহজ করে দিয়েছে। এর সুবিধাগুলো হলো:

  • ঘরে বসেই আপনার অভিযোগটি পুলিশকে জানাতে পারবেন;
  • আপনার জিডির সর্বশেষ অবস্থা অনলাইনে জানতে পারবেন;
  • অনলাইনে জিডির তদন্তকারী অফিসারের সাথে যোগাযোগ করতে পারেন;
  • অনলাইন থেকে আপনার জিডি কপি ডাউনলোড ও অন্য কারো সাথে শেয়ার করতে পারবেন।

শেষকথা

অনলাইনে ঘরে বসেই জিডি করা যায়। অনলাইনেই GD Application Tracking ও তদন্তকারী অফিসারের সাথে যোগাযোগ করতে পারবেন।

তবে Online GD রেজিস্ট্রেশনের ক্ষেত্রে বিভিন্ন সময়ে সার্ভারে সমস্যা হয়। সেক্ষেত্রে নিকটস্থ থানায় গিয়ে জিডি করুন। থানায় গিয়ে জিডি করতে আপনাকে A4 সাইজ কাগজে একটি জিডি আবেদন লিখতে হবে।

FAQ’s

জিডি আর মামলা কি এক?

জিডি ও মামলা দুটি ভিন্ন বিষয়। জিডি হচ্ছে থানায় কোনো ঘটনা সম্পর্কে অবগত করে সাধারণ রেজিস্টার করা মাত্র। জিডি কোনো অপরাধ সংঘটনের পূর্বেই তার বিরুদ্ধে আইনি সাহায্য পাওয়ার জন্য প্রথম পদক্ষেপ। অন্যদিকে, মামলা হচ্ছে সরাসরি পদক্ষেপ নেওয়ার আবেদন। তাই জিডি আর মামলা এক বিষয় নয়।

জিডি করতে কত টাকা লাগে?

জিডি একটি সরকারি প্রশাসনিক সেবা। যেকোনো থানা থেকে বিনামূল্য জিডি করতে পারবেন।

১৮ বছরের নিচে কেউ জিডি করতে পারবে কি?

না। জিডি করার জন্য একজন ব্যক্তিকে সর্বনিম্ন ১৮ বছর এবং দেশের নাগরিক হতে হবে।

Advertisement

Similar Posts

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।