আজকের বিকাশ শুক্রবার অফার ১২৫ টাকা | bKash Friday Offer
ব্যাংক থেকে ৪৫০০ টাকা অ্যাড মানি করেই পাবেন ১২৫ টাকা বোনাস ও কুপন। জানুন কিভাবে বিকাশ শুক্রবারের এই বোনাস পাবেন।
বাংলাদেশের বহুল ব্যবহৃত মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান বিকাশ সবসময় কিছু না কিছু অফার চালু রাখে। প্রতি শুক্রবারেই বিকাশের অ্যাড মানি বোনাস ও কুপন অফার থাকে।
২৬ আগস্ট শুক্রবারের জন্য বিকাশে বোনাস এবং শপিংয়ে বিশেষ একটি কুপন দিচ্ছে বিকাশ। আসুন দেখি, কিভাবে ১২৫ টাকা বোনাস ও কুপন গ্রহণ করবেন।
বিকাশ প্রায় সবসময়ই কোন না কোন অফার চালু রাখে যেমন, ব্যাংক টু বিকাশে অ্যাড মানি বোনাস, কার্ড টু বিকাশে অ্যাড মানি ক্যাশব্যাক, শপিং ডিসকাউন্ট অফার, বিল পেমেন্টে ক্যাশ ব্যাক ইত্যাদি এবং বিকাশে নতুন ব্যবহারকারীদের জন্য রেজিস্ট্রেশন বোনাস।
কিভাবে নিবেন বিকাশ শুক্রবার অফার (২৬ আগস্ট)
১৯ আগস্ট বিকাশে আবারও ফিরে এসেছে বহুল আলোচিত বিকাশ শুক্রবার অফার। আজকে একই ব্যাংক থেকে বিকাশ কার্ড থেকে বিকাশ -এ ৪৫০০ টাকা অ্যাড মানি করলে পাবেন ২৫ টাকা ইনস্ট্যান্ট নগদ বোনাস এবং Agora, Meena Bazar, Amana Big Bazar ও Prince Bazar সুপার শপ আউটলেট থেকে কেনাকাটায় ১০০ টাকা কুপন।
বিকাশ ১০০ টাকা কুপন যেসব সুপারশপ আউটলেটে ব্যবহার করতে পারবেন – বিকাশ কুপন সুপার শপ লিস্ট।
তাহলে, বিকাশ ৪৫০০ টাকা অ্যাড মানিতে ২৫ টাকা এবং সুপার শপ আউটলেট থেকে ১০০ টাকার শপিং ডিসকাউন্ট, মোট ১২৫ টাকা বোনাস পাবেন।
অফারের মেয়াদ শুধুমাত্র ২৬ আগস্ট ২০২২ শুক্রবার সারাদিন।
বিকাশ শুক্রবার অফারের শর্ত
এবার জানি, আজকের বিকাশ অফার উপভোগ করার শর্ত কি। বিকাশের অফারটি উপভোগ করার জন্য কিছু শর্ত রয়েছে,
- যেকোনো বিকাশ গ্রাহক ৪,৫০০ টাকা ব্যাংক টু বিকাশ অ্যাড মানি করলেই পাচ্ছেন ২৫ টাকা ইনস্ট্যান্ট বোনাস সাথে ১০০ টাকা সুপার স্টোর কুপন।
- বোনাস ও কুপন পেতে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট এমাউন্ট (৪,৫০০ টাকা) ব্যাংক টু বিকাশ অ্যাড মানি করতে হবে।
- শুধুমাত্র ব্যাংক টু বিকাশ অ্যাড মানি’র ক্ষেত্রে এই অফারটি প্রযোজ্য।
- যে বিকাশ একাউন্টে অ্যাড মানি করা হবে, সেই একাউন্টে বোনাস ও কুপন প্রদান করা হবে।
- অ্যাড মানি সম্পন্ন হওয়ার ২-৩ কার্যদিবসের মধ্যে কুপন পাওয়া যাবে।
- কুপন পাওয়ার ৭ দিন পর্যন্ত কুপনটি ব্যবহারের মেয়াদ থাকবে।
- কুপন ব্যবহার করতে হলে গ্রাহককে সর্বনিম্ন ৩০০ টাকার কেনাকাটা করতে হবে।
- একজন বিকাশ গ্রাহক অফার চলাকালীন ১বার ইনস্ট্যান্ট বোনাস ও কুপন অফার উপভোগ করতে পারবেন।
আজকের বিকাশ অফার সম্পর্কে আরো জানতে দেখুন বিকাশে অফিসিয়াল ওয়েবসাইটে অফার সম্পর্কে বিস্তারিত- বিকাশ শুক্রবার অফার