অনলাইন শিক্ষক বদলি ২০২৪ – আবেদনের নিয়ম ও শর্ত
অনলাইন শিক্ষক বদলি ২০২৪ এর আবেদন ২২ এপ্রিল থেকে ২৫ এপ্রিল ২০২৪ পর্যন্ত চলবে।
ADVERTISEMENT
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক এবং প্রধান শিক্ষক অনলাইন বদলি প্রক্রিয়ার জন্য প্রয়োজনীয় সকল তথ্য এবং অনলাইনে আবেদনের সঠিক নিয়ম জানতে আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়ুন।
অনলাইন শিক্ষক বদলি আবেদনের শর্ত সমূহ
- পছন্দের ক্রমানুসারে শিক্ষকগণ সর্বোচ্চ ৩টি বিদ্যালয় পছন্দ করতে পারবেন।
- তবে কোন কারণে ৩টি পছন্দ না থাকলে ১টি বা ২টি প্রতিষ্ঠানও পছন্দ করতে পারেন।
- একজন সহকারী শিক্ষকের চাকরির মেয়াদ যদি নূন্যতম ২ বছর পূর্ণ হয় তাহলে বদলির জন্য আবেদন করতে পারবেন। তবে এই দুই বছরের মধ্যে যদি একই থানা বা উপজেলায় পদ শূন্য থাকে তাহলে বদলির জন্য আবেদন করতে পারবেন।
- বদলির জন্য আবেদন করার পর তা যদি অনুমোদন পায় অর্থাৎ নতুন প্রতিষ্ঠানে বদলির আদেশ জারি হয়ে যায় তবে তা বাতিল করার জন্য আবেদন গ্রহণযোগ্য হবে না। তবে তিন বছর পর পুনরায় আবেদন করতে পারবেন।
- শিক্ষকগণের পছন্দক্রম অনুযায়ী বদলি হওয়ার কোনো নিশ্চয়তা নেই। কেননা একই বিদ্যালয়ে একই পদে একাধিক শিক্ষক যদি বদলির জন্য আবেদন করেন। তাহলে তাদের মধ্যে সবচেয়ে যোগ্য আবেদনকারীকে সফটওয়্যার এর সাহায্যে স্বয়ংক্রিয়ভাবে নির্বাচিত করা হয়।
অনলাইনে শিক্ষক বদলির আবেদনের নিয়ম
ধাপ ১: শিক্ষক বদলির আবেদন করার জন্য প্রথমেই আবেদন করার ওয়েবসাইটের লিংক https://login.ipemis.dpe.gov.bd/login ভিজিট করে সাইন আপ করে নিন। সাইন আপ করার জন্য ইমেইল আইডি অথবা মোবাইল নাম্বার এবং একটি পাসওয়ার্ড দিয়ে সাইন আপ বাটনে ক্লিক করতে হবে।
ওয়েবসাইটে প্রবেশ করে আপনি একটি লেখা দেখতে পারেন যে আন্তঃ উপজেলা বা থানা বদলির আবেদন জমা দেওয়ার সময় শুরু হয়েছে।
ধাপ ২: ওয়েব সাইটে বাম দিকে মেনু থেকে বদলির আবেদন অপশনে যান। এরপর নতুন আবেদন লেখা বাটনে ক্লিক করুন।
ADVERTISEMENT
ধাপ ৩: নিচে তিনটি অপশন আসবে, বিভাগের নাম, জেলার নাম এবং উপজেলা বা থানার নাম। ড্রপ ডাউন অপশন থেকে এগুলো সিলেক্ট করে এগিয়ে যান বাটন ক্লিক করুন।
ধাপ ৪: আপনি যে উপজেলা সিলেক্ট করেছেন সে উপজেলায় যে সকল বিদ্যালয়ের শূন্য পদ রয়েছে অর্থাৎ যেসকল বিদ্যালয়ে আপনি আবেদন করতে পারবেন তার একটি তালিকা আসবে।
তালিকা থেকে আপনার পছন্দমত প্রতিষ্ঠান বাছাই করতে হবে। বাছাই করার জন্য প্রতিষ্ঠানের ডান পাশের যোগ করুন বাটনে ক্লিক করুন।
ADVERTISEMENT
মোট ৩টি প্রতিষ্ঠান আপনার পছন্দের তালিকায় যোগ করতে পারবেন। যোগ করা হয়ে গেলে, সেভ করে এগিয়ে যান বাটনে ক্লিক করুন।
ধাপ ৫:আপনি যে কারণে বদলি হতে চাচ্ছেন তা নির্বাচন করতে হবে এবং নির্বাচন করার পর সেই কারণ অনুযায়ী প্রয়োজনীয় ডকুমেন্ট স্ক্যান করে আপলোড করতে হবে।
উদাহরণ : যদি স্বামী বা স্ত্রীর কর্মক্ষেত্রে বদলি হয়। তাহলে অপর জনের চাকরির বদলির প্রয়োজন হতে পারে। সে ক্ষেত্রে স্বামীর বা স্ত্রীর নতুন কর্মক্ষেত্রে যোগদানের প্রত্যয়ন পত্র এবং বিবাহের কাবিননামা কপি স্ক্যান করে সাবমিট করতে হয়।
ADVERTISEMENT
আপনার ডকুমেন্ট আপলোড করার জন্য ওয়েবসাইটের পেজটি নিচের দেখানো ছবির মত হবে।
আবার আপনি যদি আপনার স্থায়ী পরিবর্তন জনিত কারণে চাকরির বদলি নিতে চান তাহলে আপনার প্রয়োজনীয় কাগজ পত্র আপলোডের জন্য নিম্নোক্ত ছবির মত একটি ফ্রম আসবে।
আপনার স্থায়ী ঠিকানার পরিবর্তন হয়েছে বলে যদি আপনি বদলির জন্য আবেদন করেন তাহলে আপনাকে নিম্নোক্ত কাগজপত্র গুলো স্ক্যান করে সাবমিট করতে হবে।
- বিয়ের প্রত্যয়ন পত্র (স্বামী অথবা স্ত্রীর স্থায়ী ঠিকানায় বদলির ক্ষেত্রে) অথবা নিয়োগপত্র (নিজ উপজেলার বাইরে পদায়নকৃত শিক্ষকের ক্ষেত্রে)।
- স্বামী অথবা স্ত্রীর স্থায়ী ঠিকানার জমির দলিল (কাবিন নামায় উল্লিখিত স্থায়ী ঠিকানা ও দলিলে উল্লিখিত স্থায়ী ঠিকানা একই হতে হবে) ও খতিয়ান।
- পৌর মেয়র অথবা ইউপি চেয়ারম্যান অথবা ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রত্যয়ন পত্র।
- ভূমি উন্নয়ন কর পরিশোধের রশিদ।
ধাপ ৬: সকল তথ্য পূরণ করার পর সেভ করে নিতে হবে এরপর আপনার অ্যাপ্লিকেশনের একটি প্রিভিউ দেখানো হবে যে আপনি কি কি তথ্য পূরণ করেছেন এবং সবকিছু ঠিকঠাক থাকলে আপনি সাবমিট করে দেন। আর যদি কোন তথ্য ভুল হয়ে থাকে তাহলে পূর্ববর্তী পেজে গিয়ে আবার সবকিছু সঠিকভাবে পূরণ করুন।তারপর সাবমিট করবেন।
এরপর আপনার মোবাইল ফোনে SMS এর মাধ্যমিক ৪ ডিজিটের একটি OTP নাম্বার আসবে এবং সেটা দিয়ে পূরণ করলে আবেদন সাবমিট হয়ে যাবে।
এরপর নিচের চিত্রের মত একটি নোটিফিকেশন আসবে।
আমার বদলির আবেদন অপশনটিতে ক্লিক করলে আপনি আপনার আবেদনটি বিস্তারিত দেখতে পারবেন এবং আবেদনের ট্রাকিং নম্বর ডাউনলোড করার মাধ্যমে আপনার আবেদনটি কখন কি অবস্থায় রয়েছে পরে ট্র্যাকিং নাম্বার দিয়ে তা দেখতে পারবেন।
অনলাইন শিক্ষক বদলি ২০২৪ এর সময়সূচি
তারিখ | কার্যক্রম |
২২/৪/২৪ থেকে ২৪/৪/২৪ | শিক্ষকগণের অনলাইনে আবেদন |
২৫/৪/২৪ | প্রধান শিক্ষক কর্তৃক আবেদন যাচাই |
২৬/৪/২৪ থেকে ২৭/৪/২৪ | সহকারী উপজেলা/থানা শিক্ষা অফিসার কর্তৃক যাচাই |
২৮/৪/২৪ থেকে ৩০/৪/২৪ | উপজেলা/থানা শিক্ষা অফিসার কর্তৃক আবেদন যাচাই ও অগ্রায়ন সম্পন্নকরণ; |
০১/৫/২৪ হতে ০২/৫/২৪ | জেলা প্রাথমিক শিক্ষা অফিসার কর্তৃক যাচাই |
০৩/৫/২৪ হতে ০৫/৫/২৪ | জেলা প্রাথমিক শিক্ষা অফিসার কর্তৃক সহকারী শিক্ষকের যাচাই ও অনুমোদন এবং বিভাগীয়উপ পরিচালক কর্তৃক প্রধান শিক্ষকের যাচাই ও অনুমোদন সম্পন্নকরণ |
শিক্ষক বদলির সাধারণ শর্তাবলী
- বদলির পর তিন বছর না হলে পুনরায় বদলির জন্য আবেদন করতে পারবেন না।
- পূর্বে ৫ কি:মি: দুরত্বের কম হলে আবেদন করতে পারত না, এখন করা যাবে।
- একই উপজেলায় বদলির ক্ষেত্রে দূরত্ব, জেন্ডার,যোগদানের তারিখ ইত্যাদি বিষয় গুরুত্ব পাবে ও সে অনুযায়ী নম্বর বিভাজন হবে।
- নিয়োগপত্রের স্থায়ী ঠিকানা থেকে বিদ্যালয়ের দূরত্ব হিসাব করতে হবে।
- স্থায়ী ঠিকানা থেকে বিদ্যালয়ে যাওয়ার দূরত্ব দিতে হবে। আসার সহ দিলে হবে না।
- পরিবারের স্বামী, সন্তান পঙ্গু থাকলে সমাজসেবা কর্তৃক প্রত্যয়নপত্র আপলোড করতে হবে।
- বিধবা বা তালাকপ্রাপ্তা হলে মৃত্যু সনদ বা তালাকনামা দাখিল করতে হবে।
- মাতৃত্ব ছুটি/ডিপিএড/বিএড/এমএড বা দীর্ঘকালীন ছুটিতে থাকলে বদলির আবেদন করা যাবে না। তবে ডাক্তারের ফিটনেস সার্টিফিকেট দেখাতে পারলে আবেদন করা যাবে।
- দূরত্ব প্রমাণের ক্ষেত্রে গুগল ম্যাপ সংযুক্ত থাকবে সফটওয়্যারে। দূরত্ব বেশি দিলে বিপদে পড়ার সম্ভাবনা আছে।
- প্রধান শিক্ষক, এইউইও, টিইও স্যারদের আবেদন ফেরত দেয়ায় সুযোগ থাকবে না। বাতিলও করতে পারবে না। বাতিল করলেও ডিপিইও স্যার ইচ্ছে করলে বাতিলকৃত শিক্ষকের আবেদন যথাযথ হলে বদলি করতে পারবে।
- প্রধান শিক্ষক, এইউইও, টিইও স্যার আবেদন অগ্রায়ন না করলে সফটওয়্যার থেকে স্বয়ংক্রিয়ভাবে কারণ দর্শানোর নোটিশ চলে আসবে।
অনলাইনে শিক্ষক বদলির ক্ষেত্রে এই শর্তাবলী গুলো ছাড়াও আরো অনেক শর্তাবলী ও নিয়ম কানুন রয়েছে। বিস্তারিত নিয়ম কানুন জানতে নিচের পিডিএফটি ডাউনলোড করতে পারেন।
সমন্বিত অনলাইনে বদলি নির্দেশিকা ২০২৩ সংশোধিত পিডিএফ
আপনি যদি একজন প্রাথমিক বিদ্যালয় শিক্ষক হয়ে থাকেন এবং বদলির জন্য আবেদন করতে চান ।তাহলে অবশ্যই অভিজ্ঞ কারো পরামর্শ নিবেন কেননা তার অভিজ্ঞতা থেকে আপনি অনেক শিক্ষা পেতে পারেন।
২০২৪ সালে শিক্ষক বদলি করার ওয়েবসাইটিতে আপডেট করা হয়েছে তাই ২০২৩ সালে শিক্ষকগণ বদলির আবেদন যেভাবে করেছিলেন তার থেকে একটু অন্যরকম ভাবে করতে হবে। কেননা ওয়েবসাইটটি নতুন ভাবে সাজানো হয়েছে।
আপনার যদি বদলির আবেদন করার অভিজ্ঞতা না থাকে তাহলে ভালো কোনো কম্পিউটার অপারেটরের দোকানে আবেদনটি করে নিতে পারেন অথবা ইউটিউব থেকে বিভিন্ন ধরনের ভিডিও বারবার দেখে আগে ভালোভাবে শিখে নিবেন তারপর আবেদন করবেন।
আশা করি আর্টিকেলটির মাধ্যমে আপনারা অনলাইনে শিক্ষক বদলি ২০২৪ প্রক্রিয়া সম্পর্কে একটি সার্বিক ধারণা পেয়েছেন।
ADVERTISEMENT