অনলাইনে বিধবা ভাতা আবেদন করার নিয়ম ২০২৪

আপনি বা আপনার পরিবারের কোন বিধবা বা স্বামী নিগৃহীতা মহিলার জন্য বিধবা ভাতার আবেদন অনলাইনে করতে পারেন। দেখুন কিভাবে আবেদন করবেন ও কি কি লাগবে।

Advertisement

আমি হলো অর্থাৎ বিধবা মহিলাদের পরিবারকে আর্থিকভাবে সচ্ছল করার জন্য বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বিধবা ভাতা দেওয়া হয়ে থাকে।

আগে এই বিধবা ভাতার আবেদন এবং ভাতা আবেদনকারীর নিজ নিজ জেলার ইউনিয়ন থেকে সংগ্রহ করতে হতো কিন্তু বর্তমানে অনলাইনেই বিধবা ভাতার আবেদন করা সম্ভব।

আসুন প্রথমে সংক্ষেপে জেনে নিই, বিধবা ভাতা কি এবং বিধবা ভাতা কবে চালু হয়।

Advertisement

বিধবা ভাতা আবেদন করার নিয়ম

বিধবা ভাতা আবেদন করতে প্রথমে https://mis.bhata.gov.bd/onlineApplication লিংকে গিয়ে সকল ব্যক্তিগত তথ্য দিয়ে আবেদন করতে হবে। এরপর আবেদনের প্রিন্ট কপিতে ওয়ার্ড মেম্বার/ কাউন্সিল বা ইউনিয়ন চেয়ারম্যানের স্বাক্ষর নিয়ে উপজেলা সমাজসেবা অফিসে জমা দিতে হবে।

বিধবা ভাতা কর্মসূচিতে বিধবা মহিলার জন্য স্বামীর মৃত্যু সনদ এবং বার্ষিক গড় আয় অনধিক ১০,০০০/- টাকা হতে হবে।

আবেদন করা যাবে ১০ আগস্ট তারিখ হতে ১০ সেপ্টেম্বর ২০২৩ খ্রিঃ তারিখ পর্যন্ত। নতুন আবেদনকারীর তথ্য যারা ভাতা পাচ্ছেন তাদের আবেদন করার প্রয়োজন নেই।

Advertisement

আরও পড়ুন:

বিধবা ভাতা আবেদন করতে কি কি লাগে

বিধবা ভাতার জন্য অনলাইনে আবেদন যে সকল প্রয়োজনীয় কাগজপত্র লাগে তা হলো:

  • জাতীয় পরিচয় পত্রের কপি;
  • স্বামীর মৃত্যুর সনদ বা প্রমানপত্র (Death Certificate)
  • আবেদনকারীর ২ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি;
  • সচল মোবাইল নাম্বার;
  • মোবাইল ব্যাংকিং (বিকাশ, নগদ, রকেট, উপায় ইত্যাদি);
  • বিধবা ভাতার পূরন করা আবেদন ফরম।

বিধবা ভাতা পাওয়ার জন্য উপরোক্ত কাগজপত্র গুলো ছাড়াও আরো কিছু কাগজপত্রের প্রয়োজন হতে পারে এবং অতিরিক্ত কাগজপত্র প্রয়োজন হলে অবশ্যই তা প্রদান করতে হবে।

বিধবা ভাতা আবেদন ফরম অনলাইনে পূরণ করার নিয়ম

বিধবা ভাতা অনলাইন আবেদন করার জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন:

Advertisement
  1. ভিজিট করুন https://mis.bhata.gov.bd/onlineApplication;
  2. NID নম্বর ও জন্ম তারিখ দিয়ে যাচাই করুন;
  3. ব্যক্তিগত তথ্য পূরণ করুন;
  4. ঠিকানা ও মোবাইল ব্যাংকিং একাউন্ট নম্বার দিন;
  5. অন্যান্য তথ্যসমূহ দিন;
  6. তথ্য সংরক্ষণ করে আবেদনের প্রিন্ট কপি সংগ্রহ করুন।

বিধবা ভাতার অনলাইন আবেদন করার প্রক্রিয়াটি নিচে ছবিসহ ধাপে ধাপে দেখানো হলো।

ধাপ ১: ভাতা আবেদন ওয়েবসাইটে ভিজিট করুন

অনলাইনে বিধবা ভাতা পাওয়ার আবেদন করতে সমাজসেবা অধিদপ্তরের https://mis.bhata.gov.bd/onlineApplication লিংকে প্রবেশ করুন।

বিধবা ভাতা আবেদন ফরম অনলাইন
বিধবা ভাতা আবেদন ফরম অনলাইন

ওয়েবসাইটে প্রবেশ করার পর ‘কার্যক্রম’ অপশন থেকে ‘বিধবা ও স্বামী নিগৃহীতা মহিলা ভাতা’ সিলেক্ট করুন।

ধাপ ২: এনআইডি নম্বর ও জন্ম তারিখ যাচাই করুন

ব্যক্তিগত তথ্য অংশে প্রথমে আপনার ১৭ ডিজিট বা ১০ ডিজিটের ‍Smart NID কার্ড নম্বর ইংরেজিতে লিখুন এবং জন্ম তারিখ সিলেক্ট করে যাচাই করুন বাটনে ক্লিক করুন।

Advertisement

ভাতার জন্য আপনার বয়স উপযুক্ত বাকি তথ্য পূরণ করতে পারবেন। বাকি তথ্যগুলোর মধ্যে, শিক্ষাগত যোগ্যতা, বৈবাহিক অবস্থা, পেশা, বার্ষিক আয় ও বাসস্থান সংক্রান্ত তথ্য দিতে হবে।

ধাপ ৩: ঠিকানা ও মোবাইল ব্যাংকিং একাউন্ট নম্বর দিন

এই ধাপে আপনাকে যোগাযোগের ঠিকানা, অর্থাৎ বর্তমান ও স্থায়ী ঠিকানা সিলেক্ট করতে হবে। প্রথমে বিভাগ, জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড এভাবে সিলেক্ট করে আসতে হবে।

ওয়ার্ড সিলেক্ট করার পর যে Mobile Banking এর মাধ্যমে আপনার এলাকায় ভাতা দেয়া হবে, তা দেখানো হবে, যেমন, Bkash, Nagad Settlement Account, Rocket ইত্যাদি। আপনাকে সেই মোবাইল ব্যাংকিং একাউন্ট আছে এমন একটি মোবাইল নম্বর দিতে হবে।

আপনি বা আপনার পরিবারের কোন বিধবা বা স্বামী নিগৃহীতা মহিলার জন্য বিধবা ভাতার আবেদন অনলাইনে করতে পারেন। দেখুন কিভাবে আবেদন করবেন ও কি কি লাগবে।
বিধবা ভাতা আবেদন অনলাইন

উদাহরণসরূপ, আপনার এখানে Bkash একাউন্ট আসলো, তাহলে আপনার যে মোবাইল বিকাশ একাউন্ট আছে সেই মোবাইল নম্বরটিই দিতে হবে। না থাকলে তৎক্ষণাত বিকাশ একাউন্ট খুলে তারপর নম্বরটি দিতে পারেন।

ধাপ ৪: অন্যান্য তথ্য পূরণ ও আবেদন সংরক্ষণ করুন

সবশেষে বিধবা ভাতা আবেদনের যোগ্যতা ও শর্ত সম্পর্কিত কিছু তথ্য দিতে হবে। এই তথ্যগুলো দেয়ার পর নিচের ডান দিকে সংরক্ষণ বাটনে ক্লিক করে আবেদনটি সংরক্ষণ করুন।

ধাপ ৪: বিধবা ভাতা আবেদন ফরম pdf download ও প্রিন্ট কপি নিন

এবার আবেদন প্রিন্ট করুন বাটনে ক্লিক করে আবেদনটির প্রিন্ট কপি নিতে হবে।

ধাপ ৫: আবেদন জমা দিন

আবেদনের প্রিন্ট কপিতে আপনার ওয়ার্ড মেম্বার, বা কাউন্সিলর, অথবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের স্বাক্ষর ও সুপারিশ নিয়ে উপজেলা সমাজসেবা অফিসে জমা দিতে হবে।

আবেদনের সাথে অবশ্যই ছবি ও অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র জমা দিবেন।

এভাবে উপরোক্ত ধাপগুলো অনুসরণ করে খুব সহজেই আপনি অনলাইনে বিধবা ভাতার জন্য আবেদন করতে পারবেন।

বিধবা ভাতা কি

বিধবা ভাতা হলো বাংলাদেশ সরকার কর্তৃক প্রধানকৃত একটি সামাজিক ভাতা যা বিধবা ও স্বামী নিগৃহীতা মহিলাদের প্রদান করা হয়। তবে স্বামী মারা যাওয়ার পরেও যাদের পরিবারের অবস্থা আর্থিকভাবে সচ্ছল তারা এই ভাতার জন্য আবেদন করতে পারবে না।

এই ভাতাকে বিধবা ও স্বামী নিগৃহীতা মহিলা ভাতা বলা হয়। এটি মূলত সমাজের দুর্বল, অবলা নারীদের, স্বামী হারা নারীদের আর্থিকভাবে সাহায্য করার জন্য দেওয়া হয়ে থাকে।

১৯৯৮-৯৯ অর্থবছরে সমাজসেবা অধিদফতররের মাধ্যমে বিধবা ও স্বামী নিগৃহীতা মহিলাদের ভাতা চালু করা হয়।

অনলাইনে সমাজসেবা অধিদপ্তর বিধবা ভাতা ফরম পূরণ করে প্রয়োজনীয় সকল কাগজপত্র ‍উপজেলা সমাজসেবা অফিসে জমা দিয়ে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে বিধবা ভাতা পাওয়া যায়।

বিধবা ভাতা কারা পাবে

মূলত বিধবা ভাতা পাবে এমন নারীরা যারা নিজেদের স্বামীকে হারিয়েছেন এবং তাদের পরিবারের অবস্থা আর্থিকভাবে অসচ্ছল ও শোচনীয়।

বিধবা, বিবাহিত, বর্বিত, বৈদিক ইত্যাদি শ্রেণীর নারীরা স্বামী মারা যাওয়ার পর পরিবারকে আর্থিকভাবে সচ্ছল করতে এই ভাতার জন্য আবেদন করতে পারবে।

কিন্তু স্বামী মারা যাওয়ার পরও যাদের পরিবারের অবস্থা আর্থিকভাবে বেশ সচ্ছল তারা এই ভাতার জন্য আবেদন করতে পারবে না।

বিধবা ভাতায় কত টাকা দেয়া হয় এবং কিভাবে পাবেন

বাংলাদেশে সাধারণত বিধবা ভাতার ক্ষেত্রে মাসিক ৫০০ টাকা করে দেওয়া হয় এবং ব্যাংক বা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে টাকা প্রদান করা হয়।

আগে বিধবা ভাতার টাকা তোলার জন্য সরাসরি ইউনিয়ন পরিষদে যেতে হতো যা ছিল খুবই সময়সাপেক্ষ বা দীর্ঘ সময়ের একটি ব্যাপার।

তবে বর্তমানে বিধবা ভাতার টাকা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে দেয়ার ফলে খুব কম সময়ে যেকোনো ঝামেলা ছাড়াই ঘরে বসে তা হাতে পাওয়া সম্ভব।

বিধবা ভাতা সম্পর্কিত- FAQ’s

বিধবা ভাতা হিসেবে কত টাকা দেয়া হয়?

বিধবা ভাতা হিসেবে প্রতিমাসে ৫৫০ টাকা হারে দেয়া হয়। ২০২৩-২৪ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেটে বিধবা ও স্বামী নিগৃহীতা নারীর ভাতা ৫০ টাকা বাড়ানো হয়েছে।

বিধবা ভাতা কিভাবে সংগ্রহ করতে হয়?

মোবাইল ব্যাংকিং একাউন্ট bKash, Rocket ও Nagad একাউন্টের মাধ্যমে বিধবা ভাতা সংগ্রহ করতে হয়।

বিধবা ভাতা কারা পাবে?

বিধবা ও স্বামী পরিত্যাক্তা নারীরা যাদের পরিবার আর্থিকভাবে অসচ্ছল তারা বিধবা ভাতা পেতে পারেন।

অনলাইনে বিধবা ভাতা আবেদনের ওয়েবসাইট কোনটি?

অনলাইনে বিধবা ভাতা আবেদনের ওয়েবসাইট হচ্ছে- https://mis.bhata.gov.bd/onlineApplication

বিধবা ভাতা চালু হয় কত সালে?

১৯৯৮-৯৯ অর্থবছরে সমাজসেবা অধিদফতররের মাধ্যমে বিধবা ও স্বামী নিগৃহীতা মহিলাদের ভাতা চালু করা হয়।

Advertisement

Similar Posts