ই পাসপোর্ট আবেদনে ভুল হলে করণীয় – সর্বশেষ আপডেট
পাসপোর্ট আবেদন জমা দিতে গিয়ে দেখলেন আবেদনে ভুল? পাসপোর্ট অফিস আবেদন জমা নিচ্ছে না? জানুন ই পাসপোর্ট আবেদনে ভুল হলে করণীয় কি।
ADVERTISEMENT
পাসপোর্ট অফিসে গিয়ে দেখতে পেলেন যে, আবেদনে কোন ভুল হয়েছে। অথবা পাসপোর্ট অফিসের লোক কোন ভুল ধরিয়ে বলছে সংশোধন করে নিয়ে আসতে। কিভাবে সংশোধন করবেন? এমন সমস্যায় আপনার সহযোগিতায় আসবে এই ব্লগটি।
পাসপোর্ট আবেদনে কোন ভুল বা তথ্যের পরিবর্তন সংক্রান্ত সমস্যা থাকলে পাসপোর্ট অফিস তা গ্রহণ করতে চাইবে না। তারা এমনিতেই মানুষকে হয়রানিতে ব্যস্ত। তার উপর এমন সমস্যা পেলে তাদের জন্য আরও সুবিধা।
ADVERTISEMENT
পাসপোর্ট আবেদনে ভুল হলে আপনার ২টি করণীয় থাকতে পারে:
- আবেদনটি সংশোধন করা
- আবেদনটি বাতিল করা।
জানুন পাসপোর্ট আবেদন ভুল সমস্যা সমাধানে আপনার কি করণীয়।
ই পাসপোর্ট আবেদনে ভুল হলে করণীয়
পাসপোর্ট আবেদনে ভুল হলে করণীয় হচ্ছে পাসপোর্ট আবেদন এনরোলমেন্টের সময় দায়িত্বরত অফিসারকে অনুরোধ করে প্রয়োজনীয় তথ্য সংশোধন করে নেয়া। এছাড়া, আবেদনটি বাতিল করার আবেদন ও করতে পারেন। তবে পাসপোর্ট আবেদন বাতিল করা একটি সময়সাপেক্ষ ব্যাপার এবং Online Payment করলে Payment বাতিল হয়ে যাবে।
পাসপোর্টের আবেদন সাবমিট করার পর আপনার পক্ষে আবেদনটি আর সংশোধন করা সম্ভব নয়। আবার একই NID দিয়ে নতুন আবেদনও করা যাবে না। তাই, পাসপোর্ট অফিস থেকেই আবেদনটির প্রয়োজনীয় সংশোধন করতে হবে।
এছাড়া আবেদনটি বাতিল করার অসুবিধা হচ্ছে, বাতিল হওয়া এবং আবার নতুন আবেদন করতে কয়েকদিন সময় লাগবে। যারা পাসপোর্ট আবেদন করার সময় পাসপোর্ট ফি Online Payment করেছেন তারা পূর্বের আবেদন বাদ দিয়ে নতুন আবেদন করলে আগের Payment Challan টি আর ব্যবহার করতে পারবেন না।
ADVERTISEMENT
ছোট-খাট ভুল যেমন, নামের বানান, ঠিকানা, NID নম্বর, মোবাইল নম্বর এসব তথ্যের ভুল বায়োমেট্রিক তথ্য প্রদানের সময় অনুরোধ করে আবেদনটি সংশোধন করে নিতে পারেন।
এসব ক্ষেত্রে আপনার ই পাসপোর্ট আবেদন বাতিল করা সময় সাপেক্ষে ব্যাপার। তাই বাতিল না করে সংশোধন করা সম্ভব হলে তাই করুন। আসুন এ নিয়ে বিস্তারিত তথ্য জানি।
Offline Payment
পাসপোর্ট আবেদনের সময় ২ ভাবে ফি পরিশোধ করা যায়, ১) Online এবং ২) Offline। আপনি যদি Bank থেকে A Challan বা A Challan ওয়েবসাইট থেকে পাসপোর্ট ফি জমা দেন, এটি Offline পদ্ধতি।
ADVERTISEMENT
Offline পদ্ধতিতে পাসপোর্ট ফি পরিশোধ করলে সেই আবেদনটি বাতিল করে নতুন আরেকটি আবেদন করতে পারবেন। নতুন এই আবেদনের সাথে আগের পাসপোর্ট ফির চালান ব্যবহার করা যাবে।
পূর্বের আবেদন বাতিল না করে নতুন আবেদনও করতে পারবেন সেক্ষেত্রে আপনার ১০ ডিজিটের NID নম্বরের আগে ৩টি অতিরিক্ত শুন্য দিয়ে আরেকটি আবেদন করতে পারেন। সেক্ষেত্রে পাসপোর্ট আবেদন এনরোলমেন্টের সময় অতিরিক্ত শুন্য বাদ দিতে হবে।
কিভাবে নতুনভাবে আবেদন করবেন? আপনি যদি কোন কম্পিউটার সেবার প্রতিষ্ঠান থেকে অনলাইনে আবেদন করে থাকেন, তাদেরকে বলুন আপনার আবেদনে ভুল আছে। তাই, সঠিক তথ্য দিয়ে নতুনভাবে আরেকটি আবেদন করে দিতে।
অথবা, আপনি যদি নিজে আবেদন করতে পারেন, তাদের থেকে আপনার পাসপোর্ট আবেদনের জন্য যে একাউন্ট ব্যবহার করা হয়েছে, তার email ID ও পাসওয়ার্ড সংগ্রহ করে আবার নতুন ফরম পূরণ করুন।
আর যদি নিজেই আবেদন করে থাকেন, তাহলে কোন সমস্যাই থাকল না। E Passport এর ওয়েবসাইটে Sign In করুন এবং Apply for a New e-Passport বাটনে ক্লিক করে নতুনভাবে আবেদন করুন।
Online Payment – আবেদন সংশোধনের জন্য লিখিত আবেদন করুন
পাসপোর্ট আবেদন সাবমিট করার সময় যদি অনলাইনে Ekpay এর মাধ্যমে ফি পরিশোধ করে থাকে, আবেদনটি বাতিল করলে আপনার পেমেন্ট করা চালান বাতিল হয়ে যাবে।
তাই আপনি সে আবেদনটি বাদ না দিয়ে, সংশোধন করার জন্য পাসপোর্ট অফিসের সহকারি পরিচালক বরাবর আবেদন করুন। পাসপোর্ট আবেদনটি Enrollment করার সময়, দ্বায়িত্বরত অফিসারকে অনুরোধ করেও ছোটখাট সংশোধন করে নিতে পারবেন (যদি তারা আন্তরিক হয়)।
FAQs
পাসপোর্ট আবেদন জমা দেয়ার আগে ভুল ধরা পড়লে, নতুনভাবে আবার অনলাইনে আবেদন করুন। তবে Online Method এ ফি পরিশোধ করলে, নতুন আবেদন করলে আবার ফি পরিশোধ করতে হবে। পূর্বের চালান কপি নতুন আবেদনের সাথে ব্যবহার করতে পারবেন না।
পাসপোর্ট আবেদন সাবমিট করার পর সে আবেদনের ভুল আপনি নিজে আর সংশোধন করতে পারবেন না। তবে সংশ্লিষ্ট পাসপোর্ট অফিসে লিখিত বা মৌখিক অনুরোধ করে আবেদনটি সংশোধন করাতে পারেন। যদি তারা গড়িমসি করে বা ঘুষ চায়, আপনি অনলাইনে সঠিকভাবে আরেকটি আবেদন করুন।
শেষকথা
উপরের সব কথার সংক্ষিপ্ত কথা হলো, যদি অফলাইন পেমেন্ট অর্থাৎ ব্যাংক থেকে অথবা A Challan এর মাধ্যমে পেমেন্ট করলে, নতুন করে সঠিক তথ্য দিয়ে আরেকটি আবেদন করুন।
আর যদি Ekpay এর মাধ্যমে Online Payment করেন, আপনি নতুন আবেদন করলে আগের পেমেন্ট করা চালানটি আর ব্যবহার করতে পারবেন না। এমতাবস্থায়, আবেদনটি সংশোধনের চেষ্ঠা করুন।
পাসপোর্ট আবেদন সংক্রান্ত আরও তথ্য
আবেদন | পাসপোর্ট আবেদন |
পাসপোর্ট ফি | ই পাসপোর্ট ফি কত |
আবেদন বাতিল | পাসপোর্ট আবেদন বাতিল করার নিয়ম |
সংশোধন | পাসপোর্ট সংশোধন |
চেক | পাসপোর্ট চেক |
ক্যাটাগরি | ই পাসপোর্ট |
হোমপেজ | Eservicesbd |
ADVERTISEMENT