ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের জন্ম নিবন্ধন সেবা যাচ্ছে ওয়ার্ডে
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের জন্ম নিবন্ধন সেবা শিঘ্রই পাওয়া যাবে ওয়ার্ড কার্যালয় থেকে। জানুন বিস্তারিত।
ADVERTISEMENT
জন্ম নিবন্ধনের জন্য রাজধানীর বালু নদীর তীরের কাছাকাছি বেরাইদ এলাকার বাসিন্দাদের বিভিন্ন কাজে কাওরান বাজারে এসে ঢাকা উত্তর সিটি করপোরেশনের আঞ্চলিক কার্যালয়ে আসতে হয়।
এরপর সেখান থেকে জন্ম নিবন্ধনের কোন সংশোধনের জন্য আবার যেতে হয় সদরঘাটে অবস্থিত ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ে। এ সমস্যা দূর করতে জন্ম নিবন্ধন সেবা নিজ নিজ এলাকার ওয়ার্ডে স্থানান্তর হতে যাচ্ছে।
ADVERTISEMENT
২৩ আগস্টে প্রকাশিত বাংলা ট্রিবিউনের একটি সংবাদ থেকে এসব তথ্য জানা যায়।
ঢাকা উত্তর সিটি কর্পোরেশন সূত্রে জানা যায়, নতুন নিয়মানুযায়ী ওয়ার্ড কাউন্সিলর হবে নিবন্ধক এবং ওয়ার্ডের সচিব হবেন সহকারী নিবন্ধক। যেখানে বর্তমানে আঞ্চলিক কার্যালয়ে সহকারী স্বাস্থ্য কর্মকর্তা নিবন্ধক ও একজন কর্মচারী সহকারী নিবন্ধক হিসেবে দায়িত্ব পালন করছেন।
এ বিষয়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল জোবায়দুর রহমান বলেন জন্ম নিবন্ধন সেবায় ভোগান্তি দূর করতে তিনি অধিদফতরে আবেদন করেছিলেন যাতে সেবাটি আঞ্চলিক কার্যালয় থেকে ওয়ার্ডে স্থানাস্তর করা হয়। পরে স্থানীয় সরকার মন্ত্রীও এ ব্যাপারে সম্মত হওয়ায় সেবাটি ওয়ার্ডে পাঠানোর সিদ্ধান্ত নেয়া হয়। সেবাটি শিগগিরই চালু হবে বলে বলেও তিনি জানান।
ADVERTISEMENT
তিনি আরও বলেন যে তারা মন্ত্রণালয়কে আরও প্রস্তাব করেছেন, জন্ম নিবন্ধনের সংশোধনী ও যাতে একই কার্যালয়ে করা যায়।
তবে, ঢাকা উত্তর সিটির জন্ম-মৃত্যু নিবন্ধন স্থায়ী কমিটির সভাপতি বলেন, পুরোনো পুরনো ৩৬টি ওয়ার্ডে এ সেবা পৌঁছানো সম্ভব হলেও দেরি হবে নতুন ১৮টি ওয়ার্ডে। এর কারণ, নতুন ওয়ার্ড গুলোতে এখনো সিটি কর্পোরেশন কর্তৃক সচিব নিয়োগ দেয়া হয় নি।
তাছাড়া, অনেক ওয়ার্ড সচিবদের সহকারী নিবন্ধক হিসেবে দায়িত্ব পালন করতে হলে তাদের কম্পিউটার প্রশিক্ষণেরও প্রয়োজন আছে।
ADVERTISEMENT
তবে যাই হোক, আমার মতে আপাতত কিছুদিন একটু কষ্ট হলেও ভবিষ্যতে এসব এলাকাবাসীর জন্য এটি সুবিধাজনকই হবে।
জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধন, পাসপোর্ট, আয়কর-ভ্যাট সহ বিভিন্ন সরকারি ই-সেবা সম্পর্কে জানতে নিয়মিত ভিজিট করুন- eservicesbd.com এবং আমাদের Facebook Page ফলো করুন- Eservicesbd
জন্ম নিবন্ধন সম্পর্কে আরো তথ্য
নতুন জন্ম নিবন্ধন | জন্ম নিবন্ধন আবেদন |
জন্ম নিবন্ধন যাচাই | জন্ম সনদ যাচাই |
সংশোধন | জন্ম নিবন্ধন সংশোধন |
ইংরেজি করুন | জন্ম নিবন্ধন ইংরেজি করার নিয়ম |
হারিয়ে গেলে | জন্ম নিবন্ধন হারিয়ে গেলে করণীয় |
অনলাইনে না থাকলে | জন্ম নিবন্ধন অনলাইনে না থাকলে কি করতে হবে |
১৬ ডিজিটের জন্ম নিবন্ধন | ১৬ ডিজিটের জন্ম নিবন্ধন যাচাই |
জন্ম নিবন্ধন সংক্রান্ত সকল তথ্য | জন্ম নিবন্ধন |
হোমপেইজে যান | Home |
ADVERTISEMENT