পাসপোর্ট রিনিউ করার পর পুরাতন পাসপোর্ট কি করবেন
পাসপোর্ট রিনিউ করেছেন এখন পুরাতন পাসপোর্ট কি করবেন? সঙ্গে বহন করবেন না ফেলে দিবেন? কতগুলো পুরাতন পাসপোর্ট বহন করবেন এবং কিভাবে বহন করবেন বিস্তারিত তথ্য।

ADVERTISEMENT
আপনার আগের একটি পাসপোর্ট ছিল যা আপনি রিনিউ করে নতুন পাসপোর্ট পেয়েছেন। এখন পুরাতন পাসপোর্টটি কি করবেন, ঘরে রাখবেন না সংগে রাখবেন তা নিয়ে বিস্তারিত বলব।
হয়তো আপনার ১টি বা একাধিক পাসপোর্ট আছে, হতে পারে ৮/১০ টি পাসপোর্ট এসব পাসপোর্ট কি করবেন, কতগুলো পাসপোর্ট আপনার সঙ্গে বহন করবেন, কোনগুলো বহন করবেন, কিভাবে বহন করবেন সব প্রশ্নের উত্তর থাকবে এই ব্লগে। আশা করি এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনার কাজে লাগবে।
পুরাতন পাসপোর্ট কি করবেন
আপনার যদি পুরাতন কোন পাসপোর্ট থাকে আপনি অবশ্যই তা নতুন পাসপোর্টের সাথে বহন করবেন। একজন ব্যক্তির পূর্ববর্তী পাসপোর্টে তিনি কোন কেন দেশে ভ্রমন করেছেন, কোন দেশের ভিসা আছে, ভিসার মেয়াদ এসব তথ্য থাকে। কোন দেশে ভ্রমণের ক্ষেত্রে এসব তথ্য গুরুত্বপূর্ণ, তাই অবশ্যই পুরাতন পাসপোর্ট সঙ্গে রাখতে হবে।
বাংলাদশী পাসপোর্টধারীদের ইউরোপ আমেরিকায় সাধারণত একদম নতুন বা ফ্রেশ পাসপোর্টে ভিসা দিতে চায় না। তাছাড়া অন্যান্য দেশেও সম্পূর্ণ নতুন পাসপোর্টধারীদের ভিসা পেতে জটিলতা বেশ ও অনেক কাগজপত্র দেখাতে হয়।
ADVERTISEMENT
এক্ষেত্রে ভিসা আবেদনের ক্ষেত্রে আপনার পূর্ববর্তী পাসপোর্টে থাকা ভিসা ও ভ্রমণের তথ্য যদি দিতে পারেন আপনার ভিসা পাওয়া সহজ হবে।
এ সম্পর্কিত আরও ব্লগ:
কতগুলো পাসপোর্ট সংগে বহন করবেন
আপনার যদি অনেকগুলো পুরাতন পাসপোর্ট থেকে থাকে, তার মধ্যে কতগুলো পাসপোর্ট এবং কোন পাসপোর্টগুলো সঙ্গে বহন করবেন? এমন প্রশ্ন অনেকের থাকে।
ADVERTISEMENT
এর উত্তর হচ্ছে, যতগুলো পাসপোর্ট আপনি সহজেই বহন করতে পারেন ততগুলো পাসপোর্ট আপনি অবশ্যই সঙ্গে বহন করবেন। ৩/৪ টি পাসপোর্ট সহজেই আমরা আমাদের সাথে বহন করতে পারি।
আপনি যখন কোন দেশে ভ্রমণের জন্য যাচ্ছেন, যে দেশে পূর্বে ভ্রমণের যেসব ভিসা ও পাসপোর্টে সিল ছিল সেসব পাসপোর্ট অবশ্যই বহন করা আপনার জন্য জরুরী।
ধরুন আপনি দুবাই যাচ্ছেন, এখন যে পাসপোর্ট গুলোতে আপনার দুবাই ভিসা সংযুক্ত আছে বা পূর্বের কোন সময় দুবাইয়ের ভিসা ছিল (হোক সেটি ১০/১৫ বছর পূরোনো), বিভিন্ন সময় ভ্রমণের ক্ষেত্রে ইমিগ্রেশনের সীল রয়েছে, এসব পাসপোর্টগুলো আপনার পরবর্তীতে দুবােই ভ্রমণের ক্ষেত্রে ও ভিসা আবেদনের ক্ষেত্রে কাজে লাগবে।
ADVERTISEMENT
আরও পড়ুন:
কিভাবে পুরাতন পাসপোর্ট সঙ্গে বহন করবেন
আপনার যদি ২/৩টি পুরাতন Passport থাকে, আপনি পুরাতন পাসপোর্টগুলো নতুন পাসপোর্টে পিছনের কভার পৃষ্ঠার সাথে স্ট্যাপল করে যুক্ত করে রাখবেন। এভাবেই আপনি পাসপোর্টগুলো একসাথে বহন করতে পারবেন।
তাছাড়া কোন দেশের ভিসার আবেদন করার সময়, সে দেশের পূর্ববর্তী ভিসা, ভ্রমনের নথি যেসব পাসপোর্টে ছিল, সবগুলো পাসপোর্টের কপিই জমা দিবেন। তাছাড়া, কোন নির্দিষ্ঠ দেশে ভ্রমণের ক্ষেত্রে পূর্ববর্তী ভিসার তথ্য প্রয়োজন হয়। তাই সেই পাসপোর্টগুলো অবশ্যই সঙ্গে রাখতে পারেন।
ADVERTISEMENT
শেষ কথা
পাসপোর্ট রিনিউ করার পর নতুন পাসপোর্ট হাতে পেলে ভাববেন না যে এটাই আপনার এখন বৈধ পাসপোর্ট আগের পাসপোর্টটি আর কোন কাজে লাগবে না। এরকম মনে করে এসব পাসপোর্ট ফেলে দিবেন না বা নষ্ট করবেন না।
অবশ্যই লাগবে। কখন কোথায় কোন পাসপোর্টটি আপনার কাজে লাগবে, আপনি নিশ্চিতভাবে তা বলতে পারবেন না।
কাজেই, পুরাতন ২/৩টি পাসপোর্ট অবশ্যই নতুন পাসপোর্টের সাথে Staple করে যুক্ত করে রাখুন। আর তারও পুরাতন পাসপোর্টগুলো নিরাপদে এবং যত্নসহকারে সংরক্ষণ করুন।
FAQs
পাসপোর্ট সংক্রান্ত আরো তথ্য
আবেদন | ই পাসপোর্ট অনলাইন আবেদন |
সংশোধন | পাসপোর্ট সংশোধন |
ই পাসপোর্ট চেক | ই পাসপোর্ট চেক |
ফি’র পরিমাণ | ই পাসপোর্ট ফি কত |
পাসপোর্ট রিনিউ | ই পাসপোর্ট রিনিউ করার নিয়ম |
পাসপোর্ট হারিয়ে গেলে | পাসপোর্ট হারিয়ে গেলে করণীয় |
পাসপোর্টের সকল তথ্য | ই পাসপোর্ট |
হোমপোইজে যান | Home |
ADVERTISEMENT
জরুরী ভিত্তিতে পাসপোর্ট রিনিউ করতে ( মেসিন রিডেবল টু ই পাসপোর্ট ) কত দিন লাগে ? ধন্যবাদ ।
এড্রেসে সংশোধন না হলে, ৫ থেকে ৭ কর্মদিবসে পাওয়ার কথা।
ভাই, আমার MRP passport মেয়াদ থাকা অবস্থায় তথ্য সংশোধন মানে বয়স সংশোধন করেছি ১০ বছর। এখন পুরাতন পাসপোর্ট সাথে থাকলে সেটা ভিন্ন বয়স দেখাবে। আমি আগে দুবাই ছিলাম। এখন আবার দুবাই যেতে চাই, যেহেতু দুবাই ইমিগ্রেশন ডাটাবেইজ এ আমার আইরিশ, ফিংার এবং তথ্য, বয়স সবই থাকার কথা।
যেহেতু ই পাসপোর্ট এ corrected or সংশোধিত এরকম কিছু লেখা থাকবে না, তাহলে শুধু আমার মুখের কথায়, কিভাবে তারা accept করবে?
এটা আমার ভাবনা, আপনি কি কোনো ভাবে কোনো তথ্য দিতে পারেন?
আপনার ভিসা কি আগের পাসপোর্ট অনুযায়ী কিনা? যদি ভিসা আগের পাসপোর্টে হয়ে থাকে, সমস্যা হতে পারে।