সৌদি আরব যেতে কত টাকা লাগে ২০২৩ | সৌদি আরব ভিসার দাম কত

আপনি কি সৌদি আরব যেতে চাচ্ছেন? তাহলে এখানে জানুন সৌদি আরব যেতে কত টাকা লাগে ও সৌদি আরব ভিসার দাম কত সে সম্পর্কে।

সৌদি আরব যেতে কত টাকা লাগে
  • Save

ADVERTISEMENT

বাংলাদেশ থেকে সৌদি যেতে বেশিরভাগ ক্ষেত্রেই দালালের শরনাপন্ন হতে হয়। দালাল ভিসার মূল্য কয়েকগুন পর্যন্ত বেশি নিয়ে থাকে। তাই, ভিসা নেওয়ার পূর্বে সৌদি আরব যেতে কত টাকা লাগে ও সৌদি আরব ভিসার দাম কত তা জেনে নেওয়া উচিত।

সৌদি আরব যেতে কত টাকা লাগে?

বর্তমানে কাজের ভিসায় সৌদি আরব যেতে ৩,০০,০০০ লক্ষ থেকে ৪,৫০,০০০ টাকা লাগে। সৌদি আরব যেতে কত টাকা লাগে তা মূলত নির্ভর করে ভিসার ধরন, মেয়াদ ও কাজের উপর। সাধারনত সৌদি কাজের ভিসার মূল্য ৫০ থেকে ৬০ হাজার টাকা।

তবে বিভিন্ন দালাল/এজেন্সি ১ থেকে ৩ লক্ষ পর্যন্ত ভিসার দাম নিয়ে থাকে।

এছাড়াও মেডিকেল খরচ, ভ্যাকসিনেশন, বিএমইটি, বিমান টিকেট ও অন্যান্য আনুষাঙ্গিক খরচ মিলিয়ে সৌদি আরব যেতে ৪-৪.৫ লক্ষ টাকা লাগে।

ADVERTISEMENT

আরও পড়ুন:

সৌদি আরব ভিসার দাম কত

সৌদি আরবে একটি ভিসা সংগ্রহ করতে ১,৫০০ সর্বোচ্চ ২,৫০০ রিয়াল খরচ হয়। তবে বিভিন্ন এজেন্টরা ৭,০০০-১০,০০০ রিয়াল পর্যন্ত দামেও বিক্রি করে থাকে। বর্তমানে বাংলাদেশ থেকে সৌদি আরবে বিভিন্ন প্রকার ভিসায় যাওয়া যায়। যেমন- 

  • হজ ভিসা
  • ফ্যামিলি ভিজিট ভিসা
  • সৌদি আরব টুরিস্ট ই-ভিসা
  • ব্যবসা ভিসা
  • আমেল মঞ্জিল ভিসা
  • আমেল আইদি ভিসা
  • কোম্পানি ভিসা
  • চাওয়াক খাচ ভিসা, ও
  • মাজরার ভিসা

সৌদি আরব ব্যবসা ভিসা ছাড়া, প্রায় সকল ভিসা গুলোর প্রকৃত মূল্য ১,৫০০-২,৫০০ রিয়াল পর্যন্ত হয়। বিভিন্ন ভিসায় বাংলাদেশ থেকে ভিন্ন ভিন্ন প্রয়োজনে ও কাজে সৌদি আরব যাওয়া হয়। সেক্ষেত্রে সৌদি আরব ভিসার দাম কত তা ভিসার ধরনের উপর নির্ভর করে।

ADVERTISEMENT

আরও পড়ুন- সৌদি আরবে কোন কাজের চাহিদা বেশি

সৌদি আরবে কাজের ভিসার দাম কত

কাজের ভিসায় সৌদি আরব যেতে কত টাকা লাগে তা নিম্নে আলোচনা করা হলো-

আমেল মঞ্জিল ভিসা

একজন সৌদি নাগরিক তার ঘরোয়া কাজ যেমন- ঘরের দারোয়ান, ক্লিনার, মেইড ইত্যাদি কাজের জন্য ৮ জন পর্যন্ত কর্মচারী নিয়োগ দিতে পারে। আমেল মঞ্জিল ভিসাতেই এই কাজ করা যায়। আমেল মঞ্জিল ভিসার মূল্য ১,৫০০-২,০০০ রিয়াল হয় যা বাংলাদেশি টাকায় ৩৮,০০০-৬০,০০০ পর্যন্ত হতে পারে। তবে এ ভিসায় সৌদি যেতে প্রায় ৩-৪ লক্ষ টাকা খরচ হয়।

ADVERTISEMENT

আরও পড়ুন: সৌদি আরবের ফ্রি ভিসার দাম কত

আমেল আইদি ভিসা

আমেল আইদি ভিসায় সৌদি আরবে যে কোন কাজ করতে পারবেন। তবে অবশ্যই কফিলের অনুমতি নিতে হবে। একজন কফিল বা সৌদি নাগরিক আমেল নিয়োগকারী প্রতিষ্ঠান থেকে আমেল আইদি ভিসা সংগ্রহ করে ২,০০০-২,৫০০ রিয়াল দিয়ে। তারপর উচ্চ দামে সেই ভিসা প্রবাসীদের কাছে বিক্রি করে। সৌদি আরবে আমেল আইদি ভিসায় যেতে প্রায় ৪- ৪.৫ লক্ষ টাকা খরচ হয়।

আরও পড়ুন- পাসপোর্ট নাম্বার দিয়ে সৌদি আরব ভিসা চেক করার নিয়ম

কোম্পানি ভিসা 

বর্তমানে সৌদি যাওয়ার জন্য ভালো কোন কোম্পানির ভিসা পাওয়া সবচেয়ে উপযোগী। নির্দিষ্ট কাজে দক্ষ ব্যক্তিদের উচ্চ বেতনে কোম্পানিতে নিয়োগ দেওয়া হয়। কোম্পানি ভিসার মূল্যও ২,০০০-২,৫০০ রিয়াল হয়ে থাকে। তবে বাংলাদেশ থেকে এজেন্ট/ দালালের মাধ্যমে এ ভিসায় যেতে ৩.৫-৪ লক্ষ টাকা লাগে।

চাওয়াক খাছ ভিসা 

সৌদি নাগরিকের হোম ড্রাইভার হিসেবে এ ভিসায় যাওয়া যায়। এ ভিসার প্রকৃত মূল্য ১,৫০০-১,৭০০ রিয়াল হয়। তবে কফিল ছাড়া যাওয়া যায় না। তাই কফিল ভিসার দাম বাড়িয়ে দেয়। সম্পুর্ন প্রক্রিয়াকরন সহ এ ভিসায় যেতে ৩-৩.৫ লক্ষ টাকা লাগে।

মাজরার ভিসা

সৌদি বিভিন্ন বাগানে এবং কৃষি কাজে এ ভিসায় যেতে পারবেন। ভিসার প্রকৃত মূল্য ১,৫০০-২,০০ রিয়াল। তবে কফিল, এজেন্ট ও অন্যান্য খরচ মিলিয়ে ৩-৪ লক্ষ টাকা খরচ হয়।

উপরোক্ত আলোচনায় বুঝতে পারলেন সৌদি আরব যেতে কত টাকা লাগে ও সৌদি আরব ভিসার দাম কত। 

সৌদি আরবের অন্যান্য ভিসার দাম

সৌদি আরবের অন্যান্য ভিসাগুলোর মধ্যে বিজনেস ভিসা, হজ্জ ভিসা, ট্যুরিস্ট ভিসা, ফ্যামিলি ভিজিট ভিসা উল্লেখযোগ্য। বর্তমানে সৌদি আরব ভিসার দাম কত তা জেনে নিন-

বিজনেস ভিসা

সৌদি আরবে সরাসরি বিজনেস ভিসা পাওয়া অনেকটাই অর্থবহুল ব্যাপার। সৌদি আরবে বিজনেস ভিসা তৈরি  করতে প্রায় ৮০,০০০ রিয়াল খরচ হবে। যা বাংলাদেশি টাকায় প্রায় ২০-২৪ লক্ষ টাকা। যদিও ভিসার প্রকৃত মূল্য এতো বেশি নয়, তবে সরাসরি এ ভিসা সংগ্রহ করা যায় না।

হজ্জ ভিসা

২০২৩ সালে ওমরাহ হজ্জের ভিসার দাম নির্ধারন করা হয়েছে ৩০০ রিয়াল এবং আনুষাঙ্গিক খরচ আরও ২০০ রিয়াল। অর্থাৎ, সব মিলিয়ে ৫০০ রিয়াল, যা ১৩-১৫ হাজার টাকার মতো। তবে ওমরাহ হজ্জের জন্য একজন ব্যক্তির ৭৫ হাজার থেকে সর্বোচ্চ ২ লক্ষ টাকা খরচ হয়।

এছাড়াও হজ্জের জন্য সৌদি আরব যেতে কত টাকা লাগে এ প্রসঙ্গে বলা যায়, বড় হজ্জের জন্য ২০২৩ সালে এজেন্সির মাধ্যমে একজন ব্যক্তির খরচ নির্ধারন হয়েছে ৬ লক্ষ ৭২ হাজার ৬১৮ টাকা। তবে সরকারিভাবে খরচ কিছুটা কম হবে।

ট্যুরিস্ট ভিসা

বর্তমানে সৌদি আরব ট্যুরিস্ট ভিসার মূল্য ৩০০ রিয়াল নির্ধারন করা হয়েছে। বাংলাদেশি টাকায় ৮,০০০ টাকার মতো। তবে সব খরচ মিলিয়ে ৫০-৭০ হাজার টাকা খরচ হতে পারে।

ফ্যামিলি ভিজিট ভিসা

পূর্বে জনপ্রতি ফ্যামিলি ভিজিট ভিসার মূল্য ছিলো ২,০০০ রিয়াল। তবে বর্তমানে তা কমিয়ে ৩০০ রিয়াল করা হয়েছে। তবে ৩ মাসের ফ্যামিলি ভিজিট ভিসায় প্রায় ১,২০,০০০ টাকা খরচ হতে পারে।

উপরোক্ত আলোচনায় জানতে পারলাম সৌদি আরব যেতে কত টাকা লাগে ও সৌদি আরব ভিসার দাম কত।

FAQ’s

আমেল আইদি ভিসার দাম ২,০০০-২,৫০০ রিয়াল যারা টাকায় মূল্য ৬০ থেকে ৭০ হাজার টাকা। তবে এজেন্সির মাধ্যমে যেতে ৭-১০ হাজার রিয়াল বা ২,০০,০০০ থেকে ২,৮৫,০০০ টাকা ভিসার দাম নেওয়া হয়।

সৌদি ট্যুরিস্ট ভিসা ফি ৩০০ রিয়াল বা প্রায় ৮,০০০ টাকা।

ওমরাহ হজ্জের ভিসা ফি ৩০০ রিয়াল ও অন্যান্য খরচ ২০০ রিয়াল। সব মিলিয়ে প্রায় ১৩-১৫ হাজার টাকা। তবে ওমরাহ হজ্জের প্যাকেজে গেলে সর্বনিম্ন ৭৫,০০০ টাকা খরচ হবে।

সৌদি আরব ভিসা সংক্রান্ত আরও তথ্য

ADVERTISEMENT

Similar Posts

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।