আয়কর নির্দেশিকা ২০২২-২০২৩ PDF – নতুন যা পরিবর্তন হয়েছে

শেয়ার করা হলো আয়কর নির্দেশিকা ২০২২-২০২৩ এর বিষয়বস্তু ও রিটার্ন দাখিলে নতুন পরিবর্তিত বিধানসমূহ।

আয়কর নির্দেশিকা ২০২২-২০২৩
  • Save

ADVERTISEMENT

প্রতিবছরই এনবিআর (NBR) আয়কর আইনের আপডেটেড তথ্য অনুযায়ী আয়কর নির্ধারণ ও রিটার্ণ সংক্রান্ত বিভিন্ন তথ্য ও নির্দেশনা দিয়ে আয়কর নির্দেশিকা প্রকাশ করে থাকে।

আয়কর রিটার্ণ দালিখের জন্য প্রথমে আয়কর নির্ণয় বা নির্ধারণ করতে হয়। আপনার আয়কর রিটার্ণ দিতে হবে কিনা, কখন দিবেন, কিভাবে দিবেন এবং কিভাবে আয়কর নির্ধারণ করবেন, কোন কোন আয় আয়কর নির্ণয়ে প্রভাব ফেলে বিস্তারিত তথ্য দেয়া আছে নির্দেশিকাতে।

ADVERTISEMENT

আপনি যদি একজন করদাতা হয়ে থাকেন বা টিন সার্টিফিকেট নিয়ে থাকেন আপনার অবশ্যই আয়কর নির্দেশিকা ২০২২-২০২৩ দেখা উচিত।

২০২২-২০২৩ সালের আয়কর নির্দেশিকায় উল্লেখিত বিষয়গুলো নিচে দেয়া হল। আয়কর নির্দেশিকা ডাউনলোড করে এসব তথ্য বিস্তারিত দেখতে পারবেন।

প্রথম ভাগ: সাধারণ জ্ঞাতব্য বিষয়

দ্বিতীয় ভাগ: ব্যক্তি করদাতার আয়কর রিটার্ন

  • কর নির্ধারণ পদ্ধতি ও রিটার্নের প্রকারভেদ;
  • স্বাভাবিক ব্যক্তি করদাতার আয়কর রিটার্ন ফরম, এক পাতার আয়কর রিটার্ন ফরম;
  • স্বাভাবিক ব্যক্তি-করদাতার আয়কর রিটার্ন ফরম পূরণে জ্ঞাতব্য;
  • ১২ ডিজিট টিআইএন;
  • রিটার্নের সাথে যেসব প্রমাণাদি/তথ্য,দলিলাদি দাখিল করতে হবে।

তৃতীয় ভাগ: বিভিন্ন খাতে আয় নিরূপণ

  • বেতনাদি
  • সরকারি বেতন আদেশভূক্ত কর্মচারীদের বেতনখাতে আয় নিরূপণ
  • নিরাপত্তা জামানতের উপর সুদ
  • গৃহ সম্পত্তি আয়
  • কৃষি আয়
  • ব্যবসা বা পেশার আয়
  • মূলধনী মুনাফা
  • অন্যান্য উৎস হতে আয়
  • ফার্ম বা ব্যক্তি-সংঘের আয়ের অংশ
  • স্বামী/স্ত্রী বা অপ্রাপ্তবয়স্ক সন্তানদের আয়

চতুর্থ ভাগ: করদায় পরিগণনা

  • মোট আয়ের উপর আরোপযোগ্য আয়কর
  • করদাতার অবস্থানভেদে নূন্যতম কর
  • বিনিয়ােগজনিত কর রেয়াত
  • স্বাভাবিক ব্যক্তি-করদাতার সারচার্জ
  • নির্ধারিত সময়ের মধ্যে আয়কর রিটার্ন দাখিলে ব্যর্থতার ক্ষেত্রে বিলম্ব সুদ আরােপ
  • উৎসে এবং অগ্রিম হিসেবে পরিশােধিত করের ক্রেডিট। সমন্বয়

পঞ্চম ভাগ: মােট আয় নিরূপণ ও কর পরিগণনার উদাহরণ

  • সরকারি বেতন আদেশভুক্ত কর্মচারীদের আয় এবং কর পরিগণনা
  • বেসরকারী প্রতিষ্ঠানে কর্মরত কর্মকর্তার আয় এবং কর পরিগণনা
  • একজন শিক্ষকের আয় এবং কর পরিগণনা
  • একজন শিল্পীর আয় এবং কর পরিগণনা
  • একজন চিকিৎসকের আয় এবং কর পরিগণনা
  • একজন ব্যবসায়ীর আয় ও কর পরিগণনা

ষষ্ঠ ভাগ: পরিসম্পদ, দায় ও ব্যয় বিবরণী এবং জীবনযাত্রা সংশ্লিষ্ট ব্যয়ের বিবরণী

  • পরিসম্পদ, দায় ও ব্যয় বিবরণী
  • জীবনযাত্রা সংশ্লিষ্ট ব্যয়ের বিবরণী

নতুন যা থাকছে ২০২২-২০২৩ করবর্ষের রিটার্ন দাখিলে

প্রতি বছরই রিটার্ন দাখিলে করদাতা বৃদ্ধি ও রিটার্ন দাখিলে উৎসাহিত করার জন্য কিছু নতুন নিয়ম আনা হয়। ঠিক একইরকম ২০২২-২০২৩ করবর্ষেও নতুন যে নিয়ম ও সুবিধা রয়েছে তা হলো,

ADVERTISEMENT

  • যেসব নতুন করদাতা টিন সার্টিফিকেট নেয়ার পরও কখনো রিটার্ন দাখিল করেন নি, তারা বিনা জরিমানায় রিটার্ন দাখিল করতে পারবেন ৩০ জুন ২০২৩ তারিখের আগে।
  • করদায় গণনায়, কর রেয়াতযোগ্য অংক পূর্বে ছিল ২৫% যা কমিয়ে ২০% করা হয়েছে। ফলে করদাতার করদায় বৃদ্ধি পাবে। দেখুন বিনিয়োগের উপর কর রেয়াত
  • বর্তমানে যে কোন করদাতার রেয়াতযোগ্য অংকের উপর ১৫% হারে কর রেয়াতের বিধান করা হয়েছে। যা পূর্বে করযোগ্য আয় ১৫ লক্ষ টাকার বেশি হলে ১০% ও ১৫ লক্ষ টাকার কম হলে ১৫% ছিল। এটি করদাতাদের জন্য সুবিধাজনক হয়েছে।
  • নির্ধারিত সময়ের মধ্যে রিটার্ন দাখিল করতে ব্যার্থ হলে, কর রেয়াতের হার ১৫% থেকে কমিয়ে তার অর্ধেক ৭.৫% করা হয়েছে। যেটি একটি শাস্তিমূলক বিধান।

আয়কর নির্দেশিকা ২০২২-২০২৩ pdf ডাউনলোড

নিচের লিংক হতে এনবিআর (NBR) প্রকাশিত আয়কর নির্দেশিকা ২০২২-২০২৩ PDF ফাইল ডাউনলোড করতে পারবেন- আয়কর নির্দেশিকা ২০২২-২০২৩ PDF

আয়কর সংক্রান্ত অন্যান্য তথ্য

টিন সার্টিফিকেট ডাউনলোড করার নিয়মই টিন সার্টিফিকেট ডাউনলোড
হারানো টিন সার্টিফিকেট বের করার নিয়মহারানো টিন সার্টিফিকেট
ই রিটার্ন দাখিল করার নিয়মঅনলাইনে ই রিটার্ন দাখিল
সঞ্চয়পত্রের আয়কর রিটার্নসঞ্চয়পত্র আয়কর রিটার্ন
টিন সার্টিফিকেটের তথ্য সংশোধন করার নিয়মটিন সার্টিফিকেট সংশোধন
টিন সার্টিফিকেট বাতিল করার নিয়মটিন সার্টিফিকেট বাতিল
আয়কর নির্দেশিকাআয়কর নির্দেশিকা ২০২১-২০২২
ক্যাটাগরিআয়কর
হোমপেইজইসার্ভিসেসবিডি

ADVERTISEMENT

Similar Posts

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।