মৃত্যু সনদ কিভাবে করব? মৃত্যু নিবন্ধন আবেদন ফরম পূরণ করার নিয়ম

জানুন কিভাবে মৃত্যু সনদ করবেন, অনলাইনে মৃত্যু নিবন্ধন আবেদন করবেন এবং মৃত্যু নিবন্ধন করতে কি কি লাগে।

Advertisement

একজন নাগরিকের জন্ম ও মৃত্যু নিবন্ধন বাধ্যতামূলক। মৃত্যু নিবন্ধন জন্ম নিবন্ধনের মতই গুরুত্বপূর্ণ একটি ডকুমেন্ট। তাই পরিবারের কারো মৃত্যুর পর অবশ্যই তার মৃত্যু নিবন্ধন করে মৃত্যু সনদ সংগ্রহ করে নিতে হবে। এখানে জানাবো, কিভাবে মৃত্যু নিবন্ধন আবেদন করবেন।

বিভিন্ন জরুরী কাজে আমাদের পিতা-মাতার মৃত্যু সনদ প্রয়োজন হয়ে থাকে। বিশেষ করে পিতা-মাতার ওয়ারিশ হিসেবে কোন সম্পত্তির মালিকানা পেতে তাদের মৃত্যু সনদের প্রয়োজন হয়।

এখন প্রশ্ন যে, মৃত্যু সনদ কিভাবে করব? খুব সহজেই অনলাইনে আবেদন করে ২ থেকে ৩ কার্যদিবসের মধ্যেই পেয়ে যাবেন মৃত্যু সনদ।

Advertisement

আসুন জেনে নিই মৃত্যু নিবন্ধন করতে কি কি কাগজপত্র লাগবে এবং কিভাবে অনলাইনে আবেদন করবেন ও মৃত্যু সনদ সংগ্রহ করবেন।


মৃত্যু সনদ করতে কি কি লাগে

মৃত্যু সনদ করতে যেসব কাগজপত্র লাগে, এগুলো হল:

  1. মৃত ব্যক্তির ডিজিটাল বা অনলাইন জন্ম নিবন্ধন সনদ
  2. মৃত্যুর তারিখ ও স্থান সংক্রান্ত প্রমাণপত্র
  3. মৃত্যু স্থানের ঠিকানা ও মৃত্যুর সময় বসবাসের ঠিকানা
  4. স্থায়ী ঠিকানা ও বর্তমান ঠিকানা
  5. আবেদনকারীর জন্ম নিবন্ধন নম্বর অথবা জাতীয় পরিচয়পত্র নম্বর (পিতা, মাতা, স্বামী/স্ত্রী, পুত্র, কন্যা বা অন্য কেউ)
  6. তথ্য প্রদানকারীর জন্ম নিবন্ধন নম্বর ও জাতীয় পরিচয় পত্র নম্বর (আবেদনকারী হলেও চলবে)

মৃত্যুর তারিখ ও স্থান সংক্রান্ত প্রমাণপত্র

মৃত্যুর প্রমাণ হিসেবে সাধারণত হাসপাতাল, ডাক্তার বা স্বাস্থ্যকর্মীর প্রত্যয়ন দেয়া হয়। তাছাড়া উপযুক্ত অন্যান্য নিম্মোক্ত কাগজপত্রের যেকোন ১টি মৃত্যুর প্রমাণ হিসেবে দেয়া যাবে।

  • মৃত ব্যক্তির জানাযা সম্পন্নকারী ইমাম, অন্যান্য ধর্মের ক্ষেত্রে পুরোহিত বা সৎকার সম্পন্ন কারী কর্তৃক প্রত্যায়নপত্র।
  • মৃত ব্যক্তির ময়না তদন্ত প্রতিবেদনের সত্যায়িত অনুলিপি
  • সমাধি বা সৎকারস্থলের কেয়ারটেকার কর্তৃক প্রদত্ত দাফন বা সৎকার রসিদের অনুলিপি
  • সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ সদস্য বা পৌরসভা বা সিটি কর্পোরেশনের কাউন্সিলর বা ক্যান্টনমেন্ট বোর্ডের ক্ষেত্রে ক্যান্টনমেন্ট এক্সিকিউটিভ অফিসার কর্তৃক মৃত্যুর প্রত্যায়ন

অনলাইনে মৃত্যু নিবন্ধন আবেদন করার নিয়ম

অনলাইনে মৃত্যু নিবন্ধন আবেদন করার জন্য ভিজিট করুন https://bdris.gov.bd/dr/application এবং জন্ম নিবন্ধন নম্বর ও জন্ম তারিখ দিয়ে অনুসন্ধান করুন। এরপর নিবন্ধকের কার্যালয় বাছাই করুন। তারপর মৃত্যুর কারণ, মৃত্যু স্থানের ঠিকানা, স্থায়ী ও বর্তমান ঠিকানা, এবং আবেদনকারী ও তথ্য প্রদানকারীর তথ্য দিয়ে আবেদন করুন।

Advertisement

মৃত্যু নিবন্ধন আবেদন করার জন্য ইউনিয়ন পরিষদ, পৌরসভা বা সিটি কর্পোরেশন ওয়ার্ড কাউন্সিলর অফিসে (জন্ম ও মৃত্যু নিবন্ধকের কার্যালয়) অনলাইনে আবেদন করতে হবে। তারপর আবেদনের কপি প্রয়োজনীয় কাগজপত্র সহ সংশ্লিষ্ট অফিসে জমা দিয়ে মৃত্যু সনদ সংগ্রহ করতে পারবেন।

মৃত্যু নিবন্ধন সম্পন্ন হলে অনলাইনে মৃত্যু নিবন্ধন যাচাই করা যাবে।

অনলাইনে মৃত্যু নিবন্ধন আবেদন ফরম পূরণ করার প্রক্রিয়াটি ধাপে ধাপে দেখানো হলো।

ধাপ ১ – জন্ম নিবন্ধন নম্বর অনুসন্ধান করুন

জন্ম নিবন্ধন নম্বর ও জন্ম তারিখ দিয়ে নিবন্ধন এন্ট্রিটি সার্চ করে বের করুন। তারপর নির্বাচন করুন বাটনে ক্লিক করুন।

Advertisement
মৃত্যু নিবন্ধন আবেদন অনলাইন
মৃত্যু নিবন্ধন আবেদন

ধাপ ২ – নিবন্ধন কার্যালয় বাছাই করুন

যে ইউনিয়ন পরিষদের মৃত্যু সনদ আবেদন করতে চান অথবা পৌরসভা বা সিটি কর্পোরেশন কাউন্সিলরের কার্যালয়ে আবেদন করবেন তা বাছাই করুন।

মৃত্যু নিবন্ধন আবেদন অনলাইন
মৃত্যু নিবন্ধন আবেদন

ধাপ ৩ – মৃত্যুর তারিখ ও কারণ দিন

এবার মৃত্যুর তারিখ ও মৃত্যুর কারণ বাছাই করুন। চাইলে, মৃত ব্যক্তির স্বামী বা স্ত্রীর নাম জন্ম নিবন্ধন নম্বর ও জাতীয় পরিচয়পত্র নম্বর ও দিতে পারেন। এগুলো অপশনাল, না দিলেও চলবে।

মৃত্যু নিবন্ধন আবেদন ফরম
মৃত্যু নিবন্ধন আবেদন অনলাইন

ধাপ ৪ – মৃত্যুর স্থান ও মৃত্যুর সময় বসবাসের ঠিকানা লিখুন

যে ঠিকানায় ব্যক্তি মৃত্যুবরণ করেন এবং মৃত্যুর সময় উনি যে ঠিকানায় বসবাস করতে তা লিখুন। যদি নিজ ঠিকানায় মৃত্যুবরণ করে, তাহলে সে ঠিকানাই লিখুন।

মৃত্যু নিবন্ধন আবেদন ফরম
মৃত্যু নিবন্ধন আবেদন অনলাইন

ধাপ ৫ – আবেদনকারীর তথ্য দিন

এ ধাপে আবেদনকারীর জন্ম নিবন্ধন নম্বর, নাম, ঠিকানা, মোবাইল নম্বর ও মৃত ব্যক্তির সাথে আবেদনকারীর সম্পর্কের তথ্য দিতে হবে। এছাড়া তথ্য প্রদানকারী হিসেবে ২য় একজন ব্যক্তির জন্ম নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র নম্বর দিতে হয়। এক্ষেত্রে আবেদনকারীর একই তথ্যও দিতে পারেন।

Advertisement
মৃত্যু নিবন্ধন আবেদন ফরম
মৃত্যু নিবন্ধন আবেদন অনলাইন

ধাপ ৬ – মৃত্যু নিবন্ধন আবেদন পত্র প্রিন্ট

সবশেষে মৃত্যু নিবন্ধন আবেদন ফরমের তথ্যগুলো যাচাই করে দেখুন সঠিক আছে কিনা। সবকিছু ঠিক থাকলে আবেদনটি সাবমিট করুন।

আবেদন সাবমিট করার পর একটি অ্যাপ্লিকেশন আইডি স্ক্রীনে দেখানো হবে যেটি অবশ্যই নোট করে রাখবেন বা স্ক্রীনশট নিয়ে রাখবেন। এবার প্রিন্টার থাকলে আবেদন পত্র প্রিন্ট কপি নিতে পারেন অথবা PDF হিসেবে Save করে নিতে পারেন।

মৃত্যু নিবন্ধন আবেদন
মৃত্যু নিবন্ধন আবেদন অনলাইন

মৃত্যু সনদ ফি

মৃত্যুর ৪৫ দিনের মধ্যে আবেদন করলে মৃত্যু সনদ ফি প্রযোজ্য নয়। তবে মৃত্যুর ৪৫ দিন থেকে ৫ বছর পর্যন্ত মৃত্যু সনদ ফি ২৫ টাকা এবং ৫ বছরের বেশি হলে ফি’র পরিমাণ ৫০ টাকা।

মৃত্যু নিবন্ধন আবেদন সংক্রান্ত প্রশ্নের উত্তর

মৃত্যু সনদ কিভাবে করব?

মৃত্যু সনদ করার জন্য মৃত ব্যক্তির জন্ম নিবন্ধন নম্বর, জন্ম তারিখ, মৃত্যুর তারিখ ও স্থান সংক্রান্ত তথ্য, আবেদনকারির তথ্য দিয়ে অনলাইনে মৃত্যু নিবন্ধন আবেদন করতে হবে। মৃত্যু নিবন্ধন আবেদনপত্রের প্রিন্ট কপি ও প্রয়োজনীয় কাগজপত্র ইউনিয়ন পরিষদ বা পৌরসভা অথবা কাউন্সিলর অফিসে জমা দিতে হবে।

মৃত্যু নিবন্ধন করতে কি কি লাগে?

মৃত্যু নিবন্ধন করতে মৃত ব্যক্তির অনলাইন জন্ম নিবন্ধন, মৃত্যুর তারিখ ও স্থান সংক্রান্ত প্রমাণপত্র, আবেদনকারীর জন্ম নিবন্ধন বা জাতীয় পরিচয়পত্র, ঠিকানা ও মোবাইল নম্বর প্রয়োজন হবে।

মৃত্যু নিবন্ধন ফি কত?

মৃত্যুর ৪৫ দিনের মধ্যে আবেদন করলে মৃত্যু নিবন্ধন ফি প্রযোজ্য নয়। তবে মৃত্যুর ৪৫ দিন থেকে ৫ বছর পর্যন্ত মৃত্যু নিবন্ধন ফি ২৫ টাকা এবং ৫ বছরের বেশি হলে ফি’র পরিমাণ ৫০ টাকা।

শেষ কথা

আপনি হয়তো আপনার পরিবার বা কারো মৃত্যু নিবন্ধন করতে চান। তাই, উপরের বর্ণিত প্রয়োজনীয় তথ্যগুলো সংগ্রহ করে অনলাইনে আবেদন সাবমিট করে ফেলুন।

মৃত্যু নিবন্ধন করার জন্য অবশ্যই মৃত্য ব্যক্তির অনলাইন জন্ম নিবন্ধন থাকতে হবে। যদি না থাকে, আপনাকে ইউনিয়ন পরিষদ/ পৌরসভার/ কাউন্সিলর অফিস থেকে আগে মৃত ব্যক্তির জন্ম নিবন্ধন করতে হবে। তারপর তাঁর মৃত্যু নিবন্ধন করতে পারবেন। মৃত্যু নিবন্ধনের জন্য জন্ম নিবন্ধন করতে কোন ফি প্রযোজ্য নয়।

যেহেতু মৃত্যু নিবন্ধন গুরুত্বপূর্ণ ও বাধ্যতামূলক, এটি নিয়ে অবহেলা করা উচিত নয়। কেউ মারা গেলে, অবশ্যই মৃত্যুর প্রমাণ সংক্রান্ত প্রত্যায়ন বা ডকুমেন্টগুলো সংগ্রহ ও সংরক্ষণ করবেন।

মৃত্যু নিবন্ধন সংক্রান্ত আরও তথ্য

মৃত্যু নিবন্ধন যাচাইমৃত্যু সনদ অনলাইন কপি
প্রতিলিপিমৃত্যু সনদের প্রতিলিপির জন্য আবেদন
হোমপেইজHome
Advertisement

Similar Posts

3 Comments

  1. আমার বাবা মারা গিয়েছেন,কিন্ত তার কোন অনলাইন জন্ম নিবন্ধন ছিল না, তাই মৃত্যু নিবন্ধন করতে পারছি না। এখন আমার করণীয় কি?

    1. ইউনিয়ন পরিষদে গিয়ে আগে, ওনার জন্ম নিবন্ধন করতে হবে। এটা মৃত্যূ নিবন্ধবন করার জন্য জন্ম নিবন্ধন।

  2. আমার বাবা মারা গেছে জানুয়ারি ২০০৫। ২০০৫ মারা জাওয়া বেক্তির নাকি অন লাইন সনদ হয় না? জানালে উপক্রিত হব।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।