জন্ম নিবন্ধন আবেদন ও সংশোধন ফি জমা দেওয়ার নিয়ম
জন্ম নিবন্ধন সংশোধনের আবেদন করার পর আপনাকে চালানের মাধ্যমে ৫০ টাকা সরকারি ফি জমা দিতে হবে। দেখুন কিভাবে অনলাইনে জন্ম নিবন্ধন সংশোধন ফি জমা দিবেন, বিস্তারিত প্রক্রিয়া।
ADVERTISEMENT
সরকারিভাবে জন্ম নিবন্ধনের সংশোধন ফি ৫০ টাকা ধার্য্য করা হয়েছে, এবং অনলাইনেই এই ফি A Challan এর মাধ্যমে পরিশোধ করা যায়।
তবে কেউ অনলাইনে এই সংশোধন ফি পরিশোধ না করে, ইউনিয়ন পরিষদে নগদ টাকা জমা দিতে গেলে দেখা যায় বাড়তি টাকা দিতে হচ্ছে। অনেক সময় বিভিন্ন ইউনিয়ন পরিষদে এই ফি বাবদ ২০০ থেকে ৩০০ টাকাও আদায় করে নেয়।
ADVERTISEMENT
তাই, আপনার ভাল হবে অনলাইনে যে কোন ব্যাংক অথবা বিকাশ, নগদ, রকেট থেকে জন্ম নিবন্ধনের সংশোধন ফি জমা দেয়া।
জন্ম নিবন্ধন সম্পর্কিত আরও তথ্য:
আসুন জেনে নিই, কিভাবে অনলাইনে জন্ম নিবন্ধন সংশোধন ফি জমা দিবেন ও কি কি লাগবে।
ADVERTISEMENT
জন্ম নিবন্ধন ফি জমা দেওয়ার নিয়ম
অনলাইনে জন্ম নিবন্ধন আবেন ও সংশোধন ফি জমা দিতে আপনার প্রয়োজন হবে সংশোধন আবেদনের আইডি ও ব্যক্তির জন্ম তারিখ।
জন্ম নিবন্ধন ফি জমা দিতে নিচের ধাপগুলো অনুসরণ করুন:
ADVERTISEMENT
- ভিজিট করুন Birth Registration E-payment লিংকে;
- আবেদনের প্রকৃতি অপশনে আবেদন অথবা তথ্য সংশোধন বাছাই করুন;
- জন্ম তারিখ ও ক্যাপচা কোড লিখে Search করুন;
- আবেদনের তথ্য ঠিক থাকলে Next বাটনে ক্লিক করুন;
- পেমেন্ট মেথড মোবাইল ব্যাংকিং বা অনলাইন ব্যাংকিং সিলেক্ট করে Save করুন;
- একাউন্ট নম্বর ও পিন দিয়ে পেমেন্ট সম্পন্ন করুন;
- চালান কপি ডাউনলোড ও প্রিন্ট করে নিন;
ফি জমা দেয়ার প্রক্রিয়াটি নিচে বিস্তারিত ছবিসহ দেখানো হলো।
ধাপ ১: জন্ম নিবন্ধন সেবার ওয়েবসাইট https://eservices.bdris.gov.bd/ লিংকে যান এবং এখানে ই পেমেন্ট অপশনে ক্লিক করুন। অথবা, সরাসরি ভিজিট করতে পারেন Birth Registration E-payment এই লিংকে।
ধাপ ২: ই পেমেন্ট অপশনে আপনার আবেদনের প্রকৃতি অপশনে কোন ধরণের আবেদন তা সিলেক্ট করুন। যেমন, জন্ম নিবন্ধন আবেদন নাকি জন্ম তথ্য সংশোধন আবেদন তা বাছাই করুন।
ADVERTISEMENT
তারপর আবেদনের আইডি নম্বরটি লিখুন এবং জন্ম তারিখটি লিখুন এই ফরমেটে DD/MM/YEAR, অর্থাৎ দিন/মাস/বছর। অথবা চাইলে সিলেক্ট করেও দিতে পারেন।
সবশেষে, নিচে একটি Captcha কোড দেয়া থাকবে, এই কোডটি নিচের বক্সে লিখে Search বাটনে ক্লিক করুন।
আবেদনের তথ্য দেখানো হবে। সঠিক থাকলে NEXT বাটনে ক্লিক করুন। আপনাকে A Challan এর ওয়েবসাইটে (Redirect) পাঠানো হবে।
ধাপ ৩: এই ধাপে আপনি কোন পেমেন্ট মাধ্যমে পেমেন্ট করবেন তা সিলেক্ট করে পেমেন্ট করতে হবে।
আপনি মোবাইল ব্যাংকিং সেবা Bkash, Nagad, Rocket অথবা ব্যাংক বা কার্ডের মাধ্যমেও পেমেন্ট করতে পারেন।
সবচেয়ে সহজ বিকাশ, তাই এখানে আমি বিকাশের মাধ্যমে পেমেন্ট করার জন্য মোবাইল ব্যাংকিং অপশন থেকে বিকাশ সিলেক্ট করলাম।
অনলাইন ব্যাংকিং থেকে সোনালী ব্যাংক সিলেক্ট করেও সোনালী ব্যাংকের গেটওয়ে থেকে বিকাশের মাধ্যমে পেমেন্ট করা যাবে।
ধাপ ৪: পেমেন্ট গেটওয়ের পেমেন্ট পেইজ আসলে এখানে আপনার বিকাশ মোবাইল নাম্বার দিন। মোবাইলে আসা সিকিউরিটি কোডটি দিন এবং সবশেষে বিকাশের PIN নাম্বার দিয়ে পেমেন্ট সম্পন্ন করুন।
ধাপ ৫: পেমেন্ট সম্পন্ন হওয়ার পর, আপনি ফি জমা দেয়ার এ চালান কপি পাবেন। চালান কপিটি ডাউনলোড করে নিন এবং এটি প্রিন্ট করে জন্ম নিবন্ধন আবেদনের সাথে জমা দিতে হবে।
ফি জমা দেয়ার ক্ষেত্রে সতর্কতা
ফি জমা দেয়ার ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখবেন, যার জন্ম নিবন্ধন সংশোধন করা হচ্ছে তার নামেই ফি জমা হচ্ছে। এছাড়া, অনলাইনে Payment Processing এর সময় আপনার মোবাইল বা কম্পিউটারের ইন্টারনেট কানেকশন যেন অফ না হয় এবং পেইজটি Close না হয়ে যায়।
Internet Connection বন্ধ হয়ে যাওয়া বা পেইজ ক্লোজ হওয়ার মত সমস্যা হলে, আপনার পেমেন্ট কেটে নেয়ার পরও হয়তো চালান কপি ডাউনলোড করতে পারবেন না। তাই সতর্কতার সাথে পেমেন্ট করবেন।
জন্ম নিবন্ধন সংশোধন সংক্রান্ত আরও তথ্য
সংশোধন আবেদন | জন্ম নিবন্ধন সংশোধন আবেদন |
আবেদনের অবস্থা চেক | জন্ম নিবন্ধন সংশোধন হয়েছে কিনা যাচাই |
যাচাই | জন্ম নিবন্ধন যাচাই |
জন্ম নিবন্ধন সংক্রান্ত সকল তথ্য দেখুন | জন্ম নিবন্ধন |
হোমপেইজে যান | Eservicesbd |
ADVERTISEMENT
গুরুত্বপূর্ণ বিষয় গুলো তুলে ধরার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ, কিন্তু অনলাইনে টাকা পেমেন্ট করার পর,পেমেন্ট কপি ও সংশোধনের আবেদন কপি ইউনিয়নে জমা দিতে গেলে সাথে তাদের ধায্যকৃত অতিরিক্ত টাকাগুলোও পরিশোধ করতে হয়,যা সরকারি ফিসের বাইরে, এই সমস্যার কি কোনো সমাদান আছে?
এটা এই দেশের নিয়ম। এসব হারামখোরদের শিক্ষা দেয়ার উপায় হচ্ছে পাবলিকের গণপিটুনি।
ই পেমেন্টের মাধ্যমে পেমেন্ট করা যাচ্ছে না সার্ভার ডাউন সেক্ষেত্রে কি করা যেতে পারে??
জন্মনিবন্ধন এর জন্য অনলাইনে আবেদন করেছি এখন ৫০ টাকা জমা দিবো কীভাবে?
চালানের মাধ্যমে ব্যাংকে ও জমা দিতে পারবেন।