জন্ম নিবন্ধন ফি কত টাকা ২০২৩
জানুন সরকারিভাবে জন্ম নিবন্ধন ফি কত টাকা, অনলাইন জন্ম নিবন্ধন ও সংশোধন ফি কত বিস্তারিত।
ADVERTISEMENT
জন্ম নিবন্ধন ফি আসলে কত টাকা এ ব্যপারে সাধারণ মানুষের কোন ধারণা না থাকার কারণে বিভিন্ন ইউনিয়ন পরিষদে অতিরিক্ত ফি দাবি করে। সামান্য বাড়তি কিছু টাকা দিতে খুব সমস্যা না হলেও গলা কাটা ফি সাধারণ মানুষের জন্য “মরার উপর খাঁড়ার ঘা” অবস্থা।
তাই, এখানে নতুন অনলাইন জন্ম নিবন্ধন ফি কত টাকা, সংশোধন ফি কত ইত্যাদি বিস্তারিত জানানো হলো।
ADVERTISEMENT
নতুন জন্ম নিবন্ধন ফি কত টাকা ২০২২
নতুন জন্ম নিবন্ধন ফি ২৫ টাকা (শিশুর বয়স ৪৫ দিন থেকে ৫ বছর হলে) এবং ৫০ টাকা (যদি বয়স ৫ বছরের বেশি হলে)।
আসুন জানি অনলাইন জন্ম নিবন্ধনের বিভিন্ন ফি সম্পর্কে।
ADVERTISEMENT
জন্ম নিবন্ধন ফি কত টাকা
জন্ম নিবন্ধন সেবা | ফি’র পরিমাণ |
---|---|
নতুন জন্ম নিবন্ধন ফি | ৪৫ দিন পর্যন্ত – প্রযোজ্য নয় ৪৫ থেকে ৫ বছর পর্যন্ত- ২৫ টাকা ৫ বছরের বেশি- ৫০ টাকা |
জন্ম তারিখ সংশোধন ফি | ১০০ টাকা |
নাম, পিতা-মাতার নাম, ঠিকানা ও অন্যান্য তথ্য সংশোধন | ৫০ টাকা |
তথ্য সংশোধনের পর বাংলা ও ইংরেজিতে জন্ম নিবন্ধন সনদের কপি | বিনা ফিসে |
বাংলা ও ইংরেজিতে জন্ম নিবন্ধন সনদের কপি | ৫০ টাকা |
মৃত্যু নিবন্ধনের জন্য জন্ম নিবন্ধন ফি | প্রযোজ্য নয় |
বিদেশে অবস্থানরত বাংলাদেশ মিশন থেকে জন্ম নিবন্ধন ফি কত
জন্ম নিবন্ধন সেবা | ফি’র পরিমাণ |
---|---|
নতুন জন্ম নিবন্ধন ফি | ৪৫ দিন পর্যন্ত – প্রযোজ্য নয় ৪৫ থেকে ৫ বছর পর্যন্ত- ১ ইউএস ডলার ৫ বছরের বেশি- ১ ইউএস ডলার |
জন্ম তারিখ সংশোধন ফি | ২ ইউএস ডলার |
নাম, পিতা-মাতার নাম, ঠিকানা ও অন্যান্য তথ্য সংশোধন | ১ ইউএস ডলার |
তথ্য সংশোধনের পর বাংলা ও ইংরেজিতে জন্ম নিবন্ধন সনদের কপি | বিনা ফিসে |
বাংলা ও ইংরেজিতে জন্ম নিবন্ধন সনদের কপি | ১ ইউএস ডলার |
মৃত্যু নিবন্ধনের জন্য জন্ম নিবন্ধন ফি | প্রযোজ্য নয় |
ডিজিটাল/অনলাইন জন্ম নিবন্ধন ফি কত টাকা ২০২২
হাতে লেখা জন্ম নিবন্ধন অনলাইনে না থাকলে আপনাকে নতুনভাবে জন্ম নিবন্ধনের আবেদন করতে হবে। এক্ষেত্রে অনলাইন জন্ম নিবন্ধন ফি হচ্ছে ১০০ টাকা। তবে অনলাইনে আবেদন যদি নিজে না করে কোন কম্পিউটার সেবার প্রতিষ্ঠান থেকে করেন তাদের ফি বাবদ আরো ৫০-১০০ টাকা খরচ হতে পারে।
যদি আপনার জন্ম নিবন্ধন তথ্য অনলাইনে আছে কিন্তু ইংরেজি তথ্য নেই, এক্ষেত্রে ইংরেজি তথ্যসমূহ যুক্ত করার জন্য জন্ম নিবন্ধন সংশোধন আবেদন করতে হবে। আবেদন অনুমোদিত হলে, বাংলার পাশাপাশি ইংরেজি জন্ম নিবন্ধন সনদ পাবেন।
বর্তমানে ডিজিটাল জন্ম নিবন্ধন হিসেবে বাংলা তথ্যের পাশাপাশি ইংরেজি তথ্য থাকা বাধ্যতামূলক করা হয়েছে।
ADVERTISEMENT
জন্ম নিবন্ধন ফি গেজেট 2022
মার্চ ৮, ২০১৮ তারিখে প্রকাশিত, বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীন স্থানীয় সরকার বিভাগের একটি প্রজ্ঞাপনে জন্ম নিবন্ধন ফি’র পরিমাণ নির্ধারণ করা হয়েছে।
সবশের্ষ প্রকাশিত এই গেজেটের লিংক ও ছবি নিচে দেয়া হল।
জন্ম নিবন্ধন ফি পেমেন্ট
জন্ম নিবন্ধনের বিভিন্ন ফি যেমন, নতুন জন্ম নিবন্ধন, জন্ম নিবন্ধন সংশোধন ও জন্ম নিবন্ধনের নকল সনদ সংগ্রহ এসব ফি ইউনিয়ন পরিষদ নগদে গ্রহণ করে থাকে। তারপর এসব ফি চালানের মাধ্যমে সরকারি কোষাগারে জমা দেয়া হয়।
ADVERTISEMENT
জন্ম ও মৃত্যু নিবন্ধন বিধিমালা অনুযায়ী, জন্ম নিবন্ধন ফি আদায় ও হিসাব-নিকাশের জন্য অনলাইনে ওয়েব বেইসড সিস্টেম ব্যবহার করা হয়।
শেষকথা
জন্ম নিবন্ধন ফি সরকারিভাবে যা থাকুক না কেন, সাধারণত দেখা যায় যে জনসাধারণকে অনেকটা বাড়তি ফি দিতে হয়। যেমন কোথাও ২০০ টাকা, কোথাও ৩০০-৪০০ টাকা নিতে দেখা যায়। আমাদের দেশের অবস্থা আপনাদের জানাই আছে, এটা নিয়ে ব্লগে বেশি কিছু লিখার প্রয়োজন নেই।
তারপরও একজন সচেতন নাগরিক হিসেবে জন্ম নিবন্ধনের ফি’র পরিমাণ আপনার জানা থাকা উচিত। তাহলে, আপনার থেকে খুব বেশি টাকা দাবি করতে পারবে না।
বিভিন্ন সরকারি নাগরিক সেবা, ব্যাংকিং সেবা ও আয়কর নিয়ে সঠিক তথ্য-পরামর্শের আমাদের ব্লগ নিয়মিত ভিজিট করুন- ইসার্ভিসেসবিডি।
সাধারন প্রশ্ন ও উত্তর
বয়স ৫ বছরের কম হলে নতুন জন্ম নিবন্ধন ফি ২৫ টাকা এবং বয়স ৫ বছরের বেশি হলে ফি ৫০ টাকা। বিদেশে অবস্থানরত মিশন থেকে নতুন জন্ম নিবন্ধন ফি ১ ইউএস ডলার।
জন্ম তারিখ ছাড়া জন্ম নিবন্ধন সংশোধন ফি ৫০ টাকা এবং বাংলাদেশ মিশন থেকে জন্ম নিবন্ধন সংশোধন ফি ১ ইউএস ডলার।
জন্ম নিবন্ধন সংশোধন বা জন্ম নিবন্ধন অনলাইন করতে সরকারি ফি’র পরিমাণ ৫০ টাকা মাত্র।
জন্ম নিবন্ধন ডিজিটাল করতে সরকারি ফি’র পরিমাণ ৫০ টাকা।
জন্ম নিবন্ধন নিয়ে আরো তথ্য
আবেদন | জন্ম নিবন্ধন আবেদন |
আবেদন প্রিন্ট | জন্ম নিবন্ধন আবেদনপত্র প্রিন্ট |
সংশোধন | জন্ম নিবন্ধন সংশোধন |
যাচাই | জন্ম নিবন্ধন যাচাই |
ইংরেজি জন্ম নিবন্ধন | জন্ম নিবন্ধন বাংলা থেকে ইংরেজি |
আবেদনের অবস্থা চেক | জন্ম নিবন্ধন আবেদনের বর্তমান অবস্থা |
হারানো জন্ম নিবন্ধন | জন্ম নিবন্ধন হারিয়ে গেলে করণীয় |
অনলাইনে তথ্য পাওয়া না গেলে | জন্ম নিবন্ধন অনলাইনে না থাকলে কি করতে হবে |
দ্বিনকল বা প্রতিলিপি | জন্ম নিবন্ধন প্রতিলিপির জন্য আবেদন |
হোমপেইজে যান | Home |
জন্ম নিবন্ধন সংক্রান্ত সকল তথ্য দেখুন | জন্ম নিবন্ধন |
ADVERTISEMENT
জর্ম্ম তারিখ ভুল হলে কিভাবে সংশোধন করবো।
জন্ম তারিখ সংশোধন করার নিয়ম
শিশুর জন্ম নিবন্ধনের আবেদন সম্পন্ন করার পরে একটি অনলাইন আবেদন পত্র জেনারেট হয়েছে, যাতে আবেদন পত্র নম্বর দেয়া আছে। এটি প্রিন্ট করে সংযুক্তি সহ কি কোথাও জমা দিতে হবে জন্ম নিবন্ধনপত্র লাভের জন্য?
যদি জমা না দেয়া লাগে সেক্ষেত্রে পরবর্তী পদক্ষেপসমূহ কি?
আপনি আবেদন করেছেন যে ইউনিয়ন বা পৌরসভায় সেখানে টিকা কার্ড ও বাবা মার আইডি, ঠিকানার জন্য বিদ্যুৎ বিলের কপি সহ জমা দিতে হবে ১৫ দিনের মধ্যে।