বাংলাদেশ হাইকমিশন মালয়েশিয়া পাসপোর্ট ডেলিভারি চেক
মালয়েশিয়ায় অবস্থানরত প্রবাসীরা অনলাইনেই বাংলাদেশ হাই কমিশন মালয়েশিয়া থেকে পাসপোর্ট রিইস্যুর ডেলিভারী স্লিপ নম্বর জানা এবং পাসপোর্ট চেক করতে পারবেন।
ADVERTISEMENT
করোনাভাইরাস সংক্রমণের পর থেকে বাংলাদেশ হাই কমিশন কুয়ালালামপুর মালয়েশিয়া পাসপোর্ট সংগ্রহের জন্য এপয়েন্টমেন্ট নেওয়া, পোস্ট অফিসের মাধ্যমে পাসপোর্ট ডেলিভারীরর ব্যবস্থা নিয়েছে।
পাসপোর্ট রিইস্যু আবেদনের পর অনেকে জানতে চান, তার পাসপোর্ট কোথায় আছে। আপনার পাসপোর্ট ঢাকা থেকে মালেয়শিয়ায় বাংলাদেশ হাই কমিশন কুয়ালালামপুর এসেছে কিনা এবং ডেলিভারী স্ট্যাটাস অনলাইনে চেক করতে পারবেন।
ADVERTISEMENT
আসুন দেখে নিই, কিভাবে আপনার মোবাইল থেকেই পাসপোর্ট ডেলিভারী চেক করবেন।
বাংলাদেশ হাইকমিশন মালয়েশিয়া পাসপোর্ট চেক
বাংলাদেশ হাইকমিশন মালয়েশিয়া পাসপোর্ট চেক করার জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন:
- বাংলাদেশ হাইকমিশন মালয়েশিয়ারওয়েবসাইট https://appointment.bdhckl.gov.bd/ যান;
- “Delivery Slip Number” লিখে Search ক্লিক করুন।
- নিচের বক্সে আপনার নাম দেখালে বুঝতে পারবেন আপনার পাসপোর্ট Ready।
ডেলিভারী স্লিপ নম্বর দিয়ে সার্চ করার পর যদি নিচের আপনার নাম স্বয়ংক্রীয়ভাবে দেখানো হয়, আপনার পাসপোর্ট বাংলাদেশ হাই কমিশনে এসেছে এবং ডেলিভারীর জন্য প্রস্তুত।
ADVERTISEMENT
এবার পাসপোর্টটি পোস্ট অফিসের মাধ্যমে সংগ্রহের জন্য আপনাকে Appointment নিতে হবে। পাসপোর্ট সংগ্রহ করার এপয়েন্টমেন্ট কিভাবে নিবেন তা দেখতে পড়ুন – মালয়েশিয়ায় পাসপোর্ট সংগ্রহের জন্য এপয়েন্টমেন্ট।
ডেলিভারী স্লিপ নম্বর দিয়ে সার্চ করার পর আপনার নাম দেখা না গেলে, বুঝতে পারবেন আপনার পাসপোর্ট এখনো ঢাকা থেকে এসে পৌঁছায়নি। এক্ষেত্রে আপনি অনলাইনে পাসপোর্ট আবেদনের OID নাম্বার দিয়ে বাংলাদেশে পাসপোর্ট হয়েছে কিনা চেক করতে পারেন।
আরও পড়তে পারেন:
ADVERTISEMENT
কিভাবে ডেলিভারী স্লিপ নম্বর পাবেন
যদি আপনার পাসপোর্ট রিইস্যু আবেদনটি ডাকযোগে পাঠিয়ে থাকেন, তাহলে রিইস্যু আবেদনটি অফিসিয়াল এনরোলমেন্ট (Enrollment) হওয়ার পর অনলাইনে ডেলিভারী স্লিপ নম্বর সংগ্রহ করতে পারবেন।
বাংলাদেশ হাইকমিশন মালয়েশিয়ায় পাসপোর্ট রিইস্যুর ডেলিভারী স্লিপ সংগ্রহ করার জন্য, নিচের ধাপগুলো অনুসরণ করুন:
- ভিজিট করুন Bangladesh High Commission Malaysia ওয়েবসাইট;
- Passport Menu থেকে Passport Deliver Slip Number অপশনে যান;
- Passport Number লিখে সার্চ করুন;
- Passport Enrollment সম্পন্ন হলে ডেলিভারী স্লিপ নম্বর পাবেন।
আশা করি পোস্টটি আপনার কাজে লেগেছে। যদি আপনার কাজে লেগে থাকে, দয়া করে পোস্টটি মালয়েশিয়া প্রবাসী অন্যান্য ভাইদের কাছে শেয়ার করে দিবেন। যাতে তারাও উপকৃত হয়।
ADVERTISEMENT
এই ধরণের পাসপোর্ট, ভিসা ও সরকারি বিভিন্ন সেবা সংক্রান্ত বিভিন্ন তথ্য ও টিউটোরিয়াল পেতে নিয়মিত ভিজিট করুন Eservicesbd.com এবং আমাদের ফেসবুক পেইজ Eservicesbd ফলো করুন।
ADVERTISEMENT