জানুন কেন মালয়েশিয়া ভিসা আবেদন বন্ধ হল – সর্বশেষ আপডেট

ADVERTISEMENT বর্তমানে নতুন বিদেশী কর্মী নিয়োগের আবেদন বন্ধ করে দিয়েছ মালয়েশিয়া সরকার। তবে যারা পূর্বে আবেদন করেছে সে সকল ডাটাবেজ পূরণকারীরা মালয়েশিয়া যেতে পারবে সহজেই। গত ২০ মার্চ ২০২৩ তারিখে মালয়েশিয়ার সঙ্গে ওয়ার্কিং গ্রুপের মিটিংয়ে এ ঘোষণা করা হয়। তবে এর পূর্বেই ১৯ মার্চ ২০২৩ তারিখ শনিবার, নতুন কর্মী নেওয়ার আবেদন বন্ধের সিদ্ধান্তের কথা জানান…

মালয়েশিয়া ভিসা আবেদন বন্ধ
  • Save

ADVERTISEMENT

বর্তমানে নতুন বিদেশী কর্মী নিয়োগের আবেদন বন্ধ করে দিয়েছ মালয়েশিয়া সরকার। তবে যারা পূর্বে আবেদন করেছে সে সকল ডাটাবেজ পূরণকারীরা মালয়েশিয়া যেতে পারবে সহজেই।

গত ২০ মার্চ ২০২৩ তারিখে মালয়েশিয়ার সঙ্গে ওয়ার্কিং গ্রুপের মিটিংয়ে এ ঘোষণা করা হয়। তবে এর পূর্বেই ১৯ মার্চ ২০২৩ তারিখ শনিবার, নতুন কর্মী নেওয়ার আবেদন বন্ধের সিদ্ধান্তের কথা জানান মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রী ভি শিবকুমার। তার পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এটি বলবৎ থাকবে। তথ্যটি নিশ্চিত করেছে দেশটির সরকারি গণমাধ্যম BERNAMA.COM।

তবে যাদের আবেদন ইতোমধ্যে জমা হয়েছে, তারা নির্ঝঞ্ঝাট ভাবেই Malaysia যেতে পারবেন। আপনার আবেদন জমা হয়েছে কিনা তা চেক করুন এখানে- মালয়েশিয়া ভিসা চেক

বিবৃতিতে ভি শিবকুমার বলেছেন, ১৪ মার্চ পর্যন্ত বিভিন্ন খাতে মোট ৯ লাখ ৯৫ হাজার ৩৯৬ জন বিদেশি কর্মী নিয়োগের আবেদন অনুমোদন করা হয়েছে। মূলত পাঁচটি খাতের জন্য বিদেশি কর্মীর এ চাহিদা অনুমোদন করা হয়েছে। এগুলো হচ্ছে উৎপাদন, নির্মাণ অবকাঠামো, বৃক্ষরোপণ, কৃষি ও সেবা (রেস্তোরাঁ) খাত।

ADVERTISEMENT

ভি শিবকুমার বলেন, যে পরিমাণ কর্মীর আবেদন অনুমোদন করা হয়েছে, তা দিয়ে শিল্পসহ গুরুত্বপূর্ণ পাঁচ খাতের কর্মী চাহিদা পূরণ করা সম্ভব হবে। যাদের কর্মী নিয়োগের চাহিদা ইতিমধ্যে অনুমোদন হয়েছে, তাদের দ্রুততার সঙ্গে নিয়োগপ্রক্রিয়া শেষ করার অনুরোধ করেছেন তিনি। যে পরিমাণ কর্মী নিয়োগ অনুমোদন করা হয়েছে, সে তুলনায় আসার হার খুবই কম।

মালয়েশিয়া ভিসা সম্পর্কিত আরও তথ্য

বাংলাদেশ প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ডঃ আহমেদ মুনিরুছ সালেহীন এ বিষয়ে কোন উদ্বেগ দেখাচ্ছে না। কারণ, আগামী ১৫ এপ্রিল এর মধ্যে এর সমাধান বাস্তবায়ন হবে।

মূলত বাংলাদেশ থেকে কর্মী নেওয়া, Clearance and Recruitment এর সঙ্গে মালয়েশিয়া ডাটাবেজের সমন্বয় করাই এই সিদ্ধান্তের মূল উদ্দেশ্য।

ADVERTISEMENT

উল্লেখ্য, বর্তমানে প্রায় ১৫ লাখ বিদেশি কর্মী কাজ করেন মালয়েশিয়ায়। এর মধ্যে বাংলাদেশের প্রায় ৪ লাখ ৪৫ হাজার কর্মী কাজ করেন নির্মাণ, কৃষি, উৎপাদন ও বিভিন্ন সেবা খাতে। নতুন করে আরও ৫ লাখ কর্মী পাঠানোর সুযোগ ছিল।

তবে এবার শ্রমবাজার চালুর পর খুব বেশি কর্মী পাঠানো যায়নি। সব ভিসা এজেন্সির জন্য কর্মী পাঠানোর সুযোগ উন্মুক্ত করার দাবি থাকলেও তা করা হয়নি।

ADVERTISEMENT

ADVERTISEMENT

Similar Posts

মন্তব্য করুন