সিঙ্গাপুর কাজের ভিসা ২০২৩ | সিঙ্গাপুর ভিসা কত টাকা ও আবেদনের নিয়ম
সিঙ্গাপুর যেতে যান? জানুন সিঙ্গাপুর কাজের ভিসা কত টাকা, কি কি ভিসা পাওয়া যায়, বেতন কত, কিভাবে আবেদন করবেন ও অনুমোদিত এজেন্টের তালিকা সহ বিস্তারিত তথ্য।
ADVERTISEMENT
সিঙ্গাপুরে গিয়ে কি কি কাজ করা যায়, কি ভিসা পাওয়া যায় এবং সিঙ্গাপুর যেতে কত টাকা লাগে বিস্তারিত আলোচনা করা হলো।
বাংলাদেশ থেকে বিপুল সংখ্যক মানুষ কর্মরত রয়েছেন সিঙ্গাপুরে। এছাড়াও অনেকেই রয়েছে যারা সিঙ্গাপুরে যেতে আগ্রহী। এজন্য তারা সিঙ্গাপুর কাজের ভিসা সম্পর্কে ও সিঙ্গাপুর যাওয়ার খরচ সম্পর্কে জানতে চান। তাদের জন্য এই তথ্যগুলো উপকারী হবে।
ADVERTISEMENT
তাছাড়া কেউ কাজের ভিসা নিয়ে সিঙ্গাপুর যাওয়ার আগে অবশ্যই অনলাইনে আপনার সিঙ্গাপুর ভিসা চেক করে নিবেন। বিভিন্ন দেশের ভিসা চেক করার নিয়ম দেখতে দেখুন- পাসপোর্ট নাম্বার দিয়ে ভিসা চেক।
সিঙ্গাপুর কাজের ভিসা
সিঙ্গাপুরে যে ধরণের কাজের ভিসা পাওয়া যায় তার একটি তালিকা নিচে দেয়া হল। এছাড়া এসব ভিসার জন্য কারা আবেদন করতে পারবেন তাও উল্লেখ করা হলো।
ADVERTISEMENT
ভিসার ধরন | যারা আবেদন করতে পারবেন |
---|---|
ব্যক্তিগতকৃত কর্মসংস্থান পাস | উচ্চ উপার্জনকারী পেশাদার যাদের ইতিমধ্যেই একটি বিদ্যমান কর্মসংস্থান পাস রয়েছে বা তারা বিদেশী পেশাদার। |
এস পাস | মিড-লেভেলের দক্ষ কর্মী যারা প্রতি মাসে কমপক্ষে 2,200 মার্কিন ডলার উপার্জন করে এবং মূল্যায়নের মানদন্ড পূরণ করে। |
কর্মসংস্থান পাস | বিদেশী পেশাদার, ব্যবস্থাপক এবং নির্বাহী যারা প্রতি মাসে কমপক্ষে 3,600 মার্কিন ডলার উপার্জন করেন এবং তাদের গ্রহণযোগ্য যোগ্যতা রয়েছে। |
ওয়ার্ক পারমিট (বিদেশী গৃহকর্মী) | বিদেশী গৃহকর্মী যারা সিঙ্গাপুরে কাজ করে। |
ওয়ার্ক পারমিট (বিদেশী কর্মী) | আধা-দক্ষ বিদেশী কর্মী যারা সিঙ্গাপুরে নির্মাণ, উত্পাদন, সামুদ্রিক, শিপইয়ার্ড, প্রক্রিয়া বা পরিষেবা খাতে নিযুক্ত। |
Entry Pass | বিদেশী উদ্যোক্তা যারা সিঙ্গাপুরে একটি নতুন ব্যবসা শুরু করতে এবং পরিচালনা করতে চান। |
প্রশিক্ষণ কর্মসংস্থান পাস | বিদেশী পেশাদারদের ব্যবহারিক প্রশিক্ষণ চলছে এবং প্রতি মাসে কমপক্ষে 3,000 মার্কিন ডলার উপার্জন করছে। |
ওয়ার্ক হলিডে পাস (কাজ এবং ছুটির ভিসা প্রোগ্রামের অধীনে) | অস্ট্রেলিয়ান ছাত্র এবং 18 থেকে 30 বছর বয়সী স্নাতক যারা 1 বছরের জন্য সিঙ্গাপুর দেশে কাজ করতে এবং ছুটিতে থাকতে চান। |
ওয়ার্ক পারমিট (পারফর্মিং আর্টিস্ট) | বিদেশী পারফর্মার যারা পাবলিক এন্টারটেইনমেন্ট আউটলেট যেমন বার, হোটেল এবং নাইট ক্লাব গুলোতে কাজ করে। |
প্রশিক্ষণ ওয়ার্ক পারমিট | আধা-দক্ষ বিদেশী প্রশিক্ষণার্থী বা ছাত্র যারা সিঙ্গাপুরে 6 মাস পর্যন্ত ব্যবহারিক প্রশিক্ষণ নিচ্ছে। |
ওয়ার্ক হলিডে পাস (ওয়ার্ক হলিডে প্রোগ্রামের অধীনে) | 18 থেকে 25 বছর বয়সী ছাত্র এবং স্নাতক যারা 6 মাসের জন্য দেশে কাজ করতে এবং ছুটিতে থাকতে চান। |
ওয়ার্ক পারমিট (কনফাইনমেন্ট ন্যানি) | মালয়েশিয়ান কনফাইনমেন্ট ন্যানি যারা 16 সপ্তাহ পর্যন্ত দেশে কাজ করতে চান যা নিয়োগকর্তার সন্তানের জন্মের সাথে শুরু হয়। |
এর পূর্ব-অনুমোদিত | ইমিগ্রেশন এবং চেকপয়েন্ট অথরিটি (ICA) দ্বারা জারি করা দীর্ঘমেয়াদী ভিজিট পাস/দীর্ঘমেয়াদী ভিজিট পাস ধারণকারী সিঙ্গাপুরের নাগরিকদের যোগ্য স্বামী/স্ত্রী বা সন্তান বা PR- দ্রষ্টব্য: দীর্ঘমেয়াদী ভিজিট পাস/দীর্ঘমেয়াদী ভিজিট পাস |
ওয়ার্ক পাসের জন্য আবেদন বা নবায়ন করার সময় তারা পূর্ব-অনুমোদিত সম্মতি পত্রের জন্য আবেদন করতে পারে (ICA দ্বারা জারি করা দীর্ঘমেয়াদী ভিজিট পাসের ধারক) | বিদেশীরা যারা বিবাহিত সিঙ্গাপুর বা স্থায়ী বাসিন্দা। অথবা বাবা-মা যারা সিঙ্গাপুরে অধ্যয়নরত একটি শিশুর সাথে যান। |
বিবিধ ওয়ার্ক পাস | বিদেশী যারা সিঙ্গাপুরে 60 দিন পর্যন্ত স্বল্পমেয়াদী কাজের অ্যাসাইনমেন্ট নিতে চান। |
দীর্ঘমেয়াদী ভিজিট পাস | পিতামাতা, সাধারণ আইনজীবী, সৎ সন্তান বা যোগ্য কর্মসংস্থান পাস বা এস পাস ধারকদের প্রতিবন্ধী সন্তান। |
অনুমতিপত্র | ইমিগ্রেশন এবং চেকপয়েন্ট অথরিটি (ICA) দ্বারা জারি করা ডিপেন্ডেন্ট পাস বা দীর্ঘমেয়াদী ভিজিট পাস/দীর্ঘমেয়াদী ভিজিট পাস ধারক যোগ্য স্বামী/স্ত্রী বা কর্মসংস্থান পাস ধারীদের সন্তানদের সম্মতিপত্র দ্রষ্টব্য: সম্মতিপত্র নিয়োগকর্তা দ্বারা আবেদন করতে হবে। |
ডিপেন্ডেন্ট পাস | স্বামী/স্ত্রী এবং যোগ্য কর্মসংস্থান পাস ধারক বা এস পাস ধারকদের সন্তান। |
আরও পড়ুন- সিঙ্গাপুরে কোন কাজের চাহিদা বেশি
সিঙ্গাপুর যেতে কত টাকা লাগে
অনেকের মনে প্রশ্ন থাকতে পারে সিঙ্গাপুর যেতে কত টাকা লাগে। আসলে এই প্রশ্নের উত্তর নির্ভর করে আপনি কোন ধরণের ভিসা নিচ্ছেন তার উপর।
সাধারণত বাংলাদেশ থেকে শ্রমিক ভিসায় সিঙ্গাপুর যেতে ৫-৬ লক্ষ টাকা লাগতে পারে। অবশ্যই এক্ষেত্রে কাজের প্রশিক্ষণ থাকতে হবে।
ADVERTISEMENT
আধা দক্ষ শ্রমিক হিসেবে হোটেল ক্লিনার, কনস্ট্রাকশন, মেশিনারিজ, সেবামূলক কাজ ও গৃহকর্মীর জন্য ওয়ার্ক পারমিট ভিসা নেয়া যায়।
সিঙ্গাপুর কাজের বেতন
আপনি যদি একটি ভাল মাধ্যমের এজেন্সির মাধ্যমে কাজ করতে চলে যান, সেক্ষেত্রে হতে পারে আপনি তারাতারি কাজ পেয়ে যাবেন এবং আপনার কাজের বেতন যা বলা হয়েছিল তাই পাবেন।
আপনি যখন প্রাথমিকভাবে সেখানে কাজ করতে যাবেন অথবা সর্বনিম্ন বেতন কত টাকা হবে তা জানতে চান, সেক্ষেত্রে হতে পারে আপনার সর্বনিম্ন বেতন ৪২৯ মার্কিন ডলার।
ADVERTISEMENT
অনেক ক্ষেত্রে প্রাথমিকভাবে আপনাকে বেতন কম দেয়া হলেও প্রতিশ্রুতি দেয়া হয় যে আপনার দক্ষতা বৃদ্ধি পেলে আপনাকে বেতন বৃদ্ধি করে ৫০০ ডলার বা ১০০ ডলার দেয়া হবে। সেক্ষেত্রে ভবিষ্যতে আপনার কাজের বেতন বাড়বে।
তারপরও এক্ষেত্রে যদি বিশ্বস্ত মাধ্যম অথবা এজেন্সি না থাকে তাহলে আপনারা সেই পরিমাণ টাকা পাবেন না। তাই সেখানে কাজের ক্ষেত্রে অবশ্যই আপনারা মাধ্যমটা শক্তপোক্ত করে কাজ শুরু করবেন।
আরও পড়ুন- সৌদি আরবে কোন কাজের চাহিদা বেশি
সিঙ্গাপুর কাজের বেতন বৃদ্ধি
১ সেপ্টেম্বর, সিঙ্গাপুরে এমপ্লয়মেন্ট পাস (EP) আবেদনকারীদের জন্য প্রতি মাসে ন্যূনতম বেতন 4,500 সিঙ্গাপুরিয়ান ডলার থেকে বাড়িয়ে 5,000 SGD করা হবে৷
S পাস আবেদনকারীদের জন্য সিঙ্গাপুরের ন্যূনতম বেতন 2,500 SGD থেকে 3,000 SGD হবে৷
আর্থিক খাতে এস পাস আবেদনকারীদের জন্য, নতুন ন্যূনতম মাসিক বেতন 3,000 SGD থেকে 3,500 SGD করা হবে৷
নিউজ লিংক- Minimum monthly salary to be increased
সিঙ্গাপুর যেতে কত বছর বয়স লাগে
নতুনভাবে ভিসা/আইপিএ করে বাংলাদেশ থেকে সিঙ্গাপুর যেতে হলে আপনার বয়স অবশ্যই সর্বনিম্ন 18 এবং সর্বোচ্চ 50 বছর হতে হবে।
সিঙ্গাপুর যেতে কি কি লাগে
সিঙ্গাপুর যেতে আপনার যেসব কাজপত্র লাগবে তা হচ্ছে,
- সিঙ্গাপুরে অবস্থানরত কারো থেকে আমন্ত্রণপত্র।
- ভিসা ফি বাবদ ৩০০ সিঙ্গাপুর ডলার।
- ফ্লাইটের তারিখ থেকে আরো কমপক্ষে ৬ মাস মেয়াদ আছে এমন পাসপোর্ট
- পাসপোর্টে কমপক্ষে ১টি খালি পাতা আছে।
- ৩ মাসের মধ্যে তোলা ২ কপি পাসপোর্ট সাইজের রঙ্গিন ছবি যার ব্যাকগ্রাউন্ড সাদা এবং ছবির সাইজ হবে। ২৫:৩৫ মিলিমিটার।
সিঙ্গাপুর ভিসা আবেদন করার নিয়ম
সিঙ্গাপুর ভিসার আবেদন ঢাকাস্থ কনস্যুলেটের অনুমোদিত ভিসা এজেন্টের মাধ্যমে অনলাইনে আবেদন জমা দিতে হবে। আবেদন করতে যা যা লাগবে,
- ভিসা আবেদনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র সিঙ্গাপুরে আগমনের তারিখ থেকে কমপক্ষে ছয় মাসের বৈধতা সহ বৈধ পাসপোর্ট।
- আবেদনপত্রের 1 সেট, যথাযথভাবে সম্পূর্ণ (ফর্ম 14A)
- সিঙ্গাপুরের একটি স্থানীয় কোন ব্যাক্তি/প্রতিষ্ঠান দ্বারা ইস্যু করা পরিচিতি পত্র (LOI- Letter of Introduction): সামাজিক ভিজিটরের জন্য, যেকোনো সিঙ্গাপুরের নাগরিক বা সিঙ্গাপুরের স্থায়ী বাসিন্দা, যার বয়স কমপক্ষে 21 বছর, স্থানীয় পরিচিতি হিসেবে কাজ করতে পারে। ব্যবসায়িক ভিজিটরের জন্য, একটি সিঙ্গাপুর নিবন্ধিত কোম্পানি/সংস্থা স্থানীয় পরিচিতি হিসেবে কাজ করতে পারে। LOI অবশ্যই একজন সিঙ্গাপুরের নাগরিক বা সিঙ্গাপুরের স্থায়ী বাসিন্দা দ্বারা স্বাক্ষরিত হতে হবে, যার বয়স কমপক্ষে 21 বছর হতে হবে।
- একটি সাম্প্রতিক পাসপোর্ট আকারের ছবি: ছবিটি গত ৩ মাসের মধ্যে তুলতে হবে ফটোগ্রাফ রঙিন হওয়া উচিত, একটি ম্যাট বা আধা-ম্যাট ফিনিশ সহ একটি সাদা ব্যাকগ্রাউন্ডের বিপরীতে তোলা উচিত ছবিতে অবশ্যই সম্পূর্ণ মুখ এবং হেডগিয়ার ছাড়াই দেখাতে হবে (ধর্মীয় বা জাতিগত রীতিনীতি অনুসারে পরা হেডগিয়ার গ্রহণযোগ্য তবে মুখের বৈশিষ্ট্যগুলি লুকানো উচিত নয়) মুখের চিত্রটি চিবুক থেকে মুকুট পর্যন্ত 25 মিমি এবং 35 মিমি হতে হবে। আবেদনকারীর পাসপোর্টের বায়োডাটা পৃষ্ঠার ফটোকপি।
বাংলাদেশে সিঙ্গাপুর ভিসা এজেন্টদের লিস্ট
Serial | Agent | Contact |
---|---|---|
1 | ডিসকভারি ট্যুরস অ্যান্ড লজিস্টিক | বনানী, টেলিফোন: 9821820, 9863340, 9863341, 9863343 |
2 | আন্তর্জাতিক ভ্রমণ কর্পোরেশন | গুলশান, টেলিফোন: 9885479-80, 9862788, 9850940, 9855647, 9842645 |
3 | লেক্সাস ট্যুরস অ্যান্ড ট্রাভেলস | বাংলামোটর, টেলিফোন: 8613184, 8613126, 9632750-52 |
4 | নভোএয়ার লিমিটেড | বনানী, টেলিফোন: 55042385, হটলাইন: 01978443717 |
5 | পার্কওয়ে হসপিটালস সিঙ্গাপুর প্রাইভেট লিঃ | গুলশান টেলিফোন: 9850422, 01736000000 (24 ঘন্টা হেল্প লাইন) |
6 | রিজেন্সি ট্রাভেলস লিমিটেড | বনানী টেলিফোন: 9821982, 9888270, 9848057 উত্তরা টেলিফোন: 01720961740 |
7 | সাইমন ওভারসিজ | গুলশান টেলিফোন: 9882273-74, 9881408, 9885307-08 ext 124 |
8 | সিল্কওয়েজ কার্গো সার্ভিসেস লিমিটেড | গুলশান টেলিফোন: 9888211-20 ext 130, 131 |
9 | ইউনিয়ন ট্যুরস অ্যান্ড ট্রাভেলস লিমিটেড | গুলশান টেলিফোন: 9854566-77 ext 429 |
10 | ভ্যালেন্সিয়া এয়ার ট্রাভেলস অ্যান্ড ট্যুরস | মতিঝিল টেলিফোন: 7113703, 7118695, 7122343 গুলশান টেলিফোন: 8837344 |
11 | ভিক্টরি ট্রাভেলস লিমিটেড | মতিঝিল, টেলিফোন: 9550916, 9556129, 9561471, 9562397 বনানী, টেলিফোন: 9820146, 9820193, 9820179 |
12 | মেডিকনসাল্ট লিমিটেড | গুলশান, টেলিফোন: 029892828, 029840033 |
13 | ট্যালন কর্পোরেশন লিমিটেড | গুলশান, টেলিফোন: 9894028, 9896909 |
বাংলাদেশে অনুমোদিত সিঙ্গাপুর ভিসা লিস্টটি নেয়া হয়েছে Ministry of Foreign Affairs, Singapore থেকে। বাংলাদেশ থেকে সিঙ্গাপুর ভিসা আবেদনের জন্য প্রয়োজনীয় অন্যান্য তথ্যের জন্য দেখতে পারেন- Singapor Visa Application for Bangladesh Nationals
সিঙ্গাপুর ওয়ার্ক ভিসার জন্য প্রয়োজনীয় শর্তাবলী
বিদেশী কর্মী যারা সিঙ্গাপুরে কাজ করেন তাদের নিচে উল্লেখিত প্রয়োজনীয়তাগুলি পূরণ করতে হবে:
- আবেদনকারীর অবশ্যই একটি বৈধ পাসপোর্ট থাকতে হবে;
- আবেদনকারীর বয়স কমপক্ষে 18 বছর হতে হবে;
- আবেদনকারী শুধুমাত্র কর্তৃপক্ষ কর্তৃক জারিকৃত ওয়ার্ক পারমিটে উল্লিখিত কাজের সুযোগের মধ্যে কাজ করতে পারবেন;
- উপরে উল্লেখিত বিষয়গুলো ছাড়াও, সিঙ্গাপুরে কর্মরত বিদেশী কর্মীদের অবশ্যই মেনে চলতে হবে;
- অন্য কোনও ব্যবসায় অংশ নেবেন না বা তাদের নিজস্ব ব্যবসা শুরু করবেন না;
- শুধুমাত্র পেশায় এবং ওয়ার্ক পাস বা ওয়ার্ক পারমিট উল্লেখিত নিয়োগকর্তার জন্য কাজ করুন;
- জনশক্তি মন্ত্রকের অনুমোদন ছাড়া সিঙ্গাপুরের নাগরিক বা সিঙ্গাপুরের মধ্যে বা বাইরে স্থায়ী বাসিন্দা বিয়ে করবেন না;
- চাকরির শুরুতে নিয়োগকর্তা যে ঠিকানায় সেট করেছেন শুধুমাত্র সেখানেই থাকুন।
- সর্বদা মূল ওয়ার্ক পারমিট বহন করতে হবে।
সিঙ্গাপুর ভিসা নিয়ে সাধারণ প্রশ্ন ও উত্তর
সিঙ্গাপুর Ministry of Foregin Affairs এর প্রকাশিত তালিকা অনুযায়ী ১৩টি ভিসা এজেন্ট রয়েছে। অনুমোদিত সিঙ্গাপুর ভিসা এজেন্টের লিস্ট।
নতুনভাবে ভিসা/আইপিএ করে বাংলাদেশ থেকে সিঙ্গাপুর যেতে হলে আপনার বয়স অবশ্যই সর্বনিম্ন 18 এবং সর্বোচ্চ 50 বছর হতে হবে।
ফাইজার, মডার্না, অস্ট্রাজেনেকা, সেরামের কোভিশিল্ড, সিনোফার্ম, সিনোভ্যাক টিকার যে কোন একটির ২ ডোজ এবং জনসনের টিকার ক্ষেত্রে ১ ডোজ নেয়ার কমপক্ষে ১৪ দিন পর সিঙ্গাপুর ভ্রমণ করা যাবে।
ননস্টপ ফ্লাইটে ঢাকা, বাংলাদেশ থেকে সিঙ্গাপুর যেতে ৪ ঘন্টা ৫ মিনিট সময় লাগে।
ভিসা সংক্রান্ত আরো তথ্য
হোমপেইজে যান | Eservicesbd |
এই ক্যাটাগরির অন্যান্য পোস্ট | Visa |
ADVERTISEMENT
আমি স্কিল করে এজেন্ট অফিসের মাধ্যমে সিঙ্গাপুর যেতে চাই,, কিভা্ে কি করবো এবং কি কি লাগতে পারে সব কিছু জানাবেন প্লিজ
আমি ইমরান নাজির …বয়স ২৩.উচ্চতা ৫’৮.আমি সিঙ্গাপুরে কাজের জন্য যেতে চাই।সেক্ষেত্রে আমার কি করতে হবে?দয়া করে একটু জানাবেন
আমি মোঃ শিহাব আলী আমাদের সবাই ব্রিটিশ সিঙ্গাপুরের এখন সবাই ইংলেন্ডে থাকেন আমার বাবা, চাচা ফুফু সবাই ইংলেন্ডের এপ্লাই করে সবার ইপ্লাই সফল হইছে কিন্তু আমার বাবা আর চাচা তাদের দু জনের হয় নি এখন আমার সিঙ্গাপুরের এজেন্সিতে গিয়ে আবেদন করতে হবে এখন আমি সিঙ্গাপুরের ভিসার এপ্লাই কোথায় করতে হবে
আমি এক ডোজ করোনা টিকা দিছি । আমি কি সিঙ্গাপুর যাওয়ার জন্য পাসপোর্ট ভিসা করতে পারবো
পাসপোর্ট করতে টিকা লাগে না। ভিসাও করতে পারবেন তবে সিঙ্গাপুর যেতে ২ ডোজ লাগবে।
আমি মোঃ হেলাল উদ্দিন আকাশ
আমি সিংগা পুর যেতে খুব আগ্রহী
কিন্তু আমার কোন নিজের কোন নাই,এবং কাউকে যে বিশ্বাস করবো সেটাও করতে পারতেছিনা কারন কিছু কিছু দালাল মানুষের বিশ্বাস নষ্ট করেছে,
তাই যদি কোন সৎ ব্যক্তি থাকেন আমাকে একটু হেল্প করতেন আমার সিংগা পুর যাওয়ার খুব ইচ্ছা
বিএমইটি রেজিস্ট্রেশন করুন নিজে নিজে।