প্রাইম ব্যাংক একাউন্ট খোলার নিয়ম | How to Open Prime Bank Account

ঘরে বসেই অনলাইনে ব্যাংক একাউন্ট খোলা এবং ব্যাংকিং লেনদেন শুরু করা এখন কোন ব্যাপারই নয়। জানু প্রাইম ব্যাংক একাউন্ট খোলার নিয়ম ও কি কি লাগে।

প্রাইম ব্যাংক একাউন্ট খোলার নিয়ম
  • Save

ADVERTISEMENT

আপনি প্রাইম ব্যাংকে একাউন্ট খুলতে চান? জেনে নিন প্রাইম ব্যাংক একাউন্ট খোলার নিয়ম ও প্রাইম ব্যাংক একাউন্ট খুলতে কি কি লাগে?

অনলাইনে প্রাইম ব্যাংক একাউন্ট খুলতে প্রথমে ভিজিট করুন primeplus.primebank.com.bd। তারপর আপনার মোবাইল নাম্বার ভেরিফাই করে, জাতীয় পরিচয়পত্র ও ছবি আপলোড করুন। ব্যক্তিগত তথ্য, ঠিকানা, ব্যাংকিং লেনদেনের তথ্য ও নমিনির যাবতীয় তথ্য দিয়ে একাউন্ট খোলার আবেদন সাবমিট করুন।

ADVERTISEMENT

আপনার নিকটস্ত প্রাইম ব্যাংকের শাখা অথবা অনলাইনে ঘরে বসেই মোবাইল দিয়ে প্রাইম ব্যাংক একাউন্ট খুলতে পারবেন।

প্রাইম ব্যাংক লিমিটেড বাংলাদেশের একটি নেতৃস্থানীয় বেসরকারি বাণিজ্যিক ব্যাংক।  ১৯৯৫ সালে এটি প্রতিষ্ঠিত হয়। প্রাইম ব্যাংক মূল ব্যাংকিংয়ের পাশাপাশি এসএমই ব্যাংকিং, কর্পোরেট ব্যাংকিং, খুচরা ব্যাংকিং, ট্রেজারি পরিষেবা এবং ইসলামিক ব্যাংকিং সহ বিশেষায়িত পরিষেবাগুলো দিয়ে থাকে। সারাদেশে ১৪৬ টি শাখা রয়েছে প্রাইম ব্যাংকের।

আরও পড়ুন – ইসলামী ব্যাংক একাউন্ট খোলার নিয়ম

ADVERTISEMENT

প্রাইম ব্যাংক একাউন্টের ধরণ

  • সেভিংস একাউন্ট 
  • কারেন্ট একাউন্ট
  • স্টুডেন্ট একাউন্ট খুলতে পারবেন।

তবে অনলাইনে প্রাইম ব্যাংকে শুধু সেভিংস একাউন্ট ও কারেন্ট একাউন্ট খুলতে পারবেন।

প্রাইম ব্যাংক একাউন্ট খুলতে কি কি লাগে

প্রাইম ব্যাংক একাউন্ট খুলতে প্রয়োজন হবে:

ADVERTISEMENT

  • NID Card / জন্ম নিবন্ধন / পাসপোর্টের ফটোকপি 
  • দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি। 
  • নমিনির জাতীয় পরিচয়পত্র 
  • নমিনির পাসপোর্ট সাইজের ছবি 
  • আবেদন কারীর আয়ের উৎসের প্রমানপত্র।
  • আবেদনকারী ব্যবসায়ী হলে ই-টিন সার্টিফিকেট (যদি থাকে)
  • বাড়ির ইউটিলিটি বিলের কাগজ
  • মোবাইল নাম্বার
  • আবেদনকারী ও নমিনির স্বাক্ষর।

তবে অনলাইনে আবেদন করার ক্ষেত্রে ইউটিলিটি বিল ও ছবি প্রদানের ঝামেলা পোহাতে হয় না।

প্রাইম ব্যাংক একাউন্ট খোলার নিয়ম
  • Save

প্রাইম ব্যাংক একাউন্ট খোলার নিয়ম

প্রাইম ব্যাংক একাউন্ট খুলতে অনলাইনে অথবা সরাসরি ব্যাংকের শাখায় গিয়ে ফরম পূরণ করে আবেদন করতে হবে। সরাসরি শাখায় গিয়ে একাউন্ট খুলতে, প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে ব্যাংকের নিকটস্থ শাখায় যান। একটি Account Opening Form নিয়ে তা পুরণ করে প্রয়োজনীয় কাগজপত্রসহ জমা দিন। একাউন্ট তৈরি হলে প্রাথমিক নুন্যতম জমা দিয়ে একাউন্ট চালু করুন।

ব্যাংক একাউন্ট খোলার জন্য প্রাথমিক জমা হিসেবে ৫০০ টাকা জমা করে একাউন্ট খুলতে হবে। এটা কোন ব্যাংক ফি নয় বরং এই টাকা আপনার একাউন্টে জমা থাকবে।

ADVERTISEMENT

আরও পড়ুন – সোনালী ব্যাংক একাউন্ট খোলার নিয়ম

অনলাইনে প্রাইম ব্যাংক একাউন্ট খোলার নিয়ম

অনলাইনে প্রাইম ব্যাংক একাউন্ট খুলতে প্রথমে ভিজিট করুন primeplus.primebank.com.bd। তারপর আপনার মোবাইল নাম্বার ভেরিফাই করে, আইডি কার্ডের ছবি আপলোড করুন। ব্যক্তিগত তথ্য, ঠিকানা, ব্যাংকিং লেনদেনের তথ্য ও নমিনির যাবতীয় তথ্য দিয়ে একাউন্ট খোলার আবেদন সাবমিট করুন।

প্রাইম ব্যাংকে eKYC Prime Bank ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে একাউন্ট খোলা যায়। এক্ষেত্রে কোন সাইন বা আলাদা ছবি প্রদানের ঝামেলা নেই। ঘরে বসে মোবাইল দিয়ে প্রাইম ব্যাংক একাউন্ট খোলার নিয়ম ধাপে ধাপে দেখানো হলো-

ধাপ ১: মোবাইল নাম্বার ভেরিফাই করুন

প্রথমেই, সরাসরি এই লিংকে প্রবেশ করুন – https://primeplus.primebank.com.bd/।  আপনার সামনে মূল পেইজটি ওপেন হয়ে যাবে। এখানে আপনার একাউন্ট খুলতে কি কি লাগবে তা বলা আছে। এখান থেকে Apply Now – তে ক্লিক করুন।

একাউন্ট খুলতে হলে প্রথমেই আপনার একটি মোবাইল নাম্বার দিয়ে ভেরিফাই তে ক্লিক করুন। এবার আপনার মোবাইল নাম্বারে একটি ৬ ডিজিটের  OTP Code আসবে তা ওয়েবসাইটে সাবমিট করুন।

ধাপ ২: NID ও আবেদনকারীর ছবি আপলোড

এবার আপনার NID Card এর সামনের ও পিছনের পাশের ছবি আপলোড করতে করুন।আপনার মোবাইলে ছবি থাকলে Browse এ ক্লিক করে তা সিলেক্ট করুন। অথবা Capture এ ক্লিক করে NID Card এর ছবি তুলুন। এবার Upload করে পরবর্তী ধাপে যান। 

আবার Capture এ ক্লিক করে আপনার একটি ছবি তুলুন। ছবি অবশ্যই স্পষ্ট হতে হবে। ছবি তোলা হলে Upload এ ক্লিক করে পরবর্তী ধাপে যান।

আরও পড়ুন – ডাচ বাংলা ব্যাংক একাউন্ট খোলার নিয়ম

ধাপ ৩: আবেদন কারীর তথ্য দিন

এই ধাপে আবেদন কারীর আইডি কার্ড স্ক্যান করে সকল তথ্য দেখাবে এবং আরও কিছু তথ্য প্রদান করতে হয়। যেমন- আবেদন কারীর পিতা-মাতা, ইনকাম সোর্স, ম্যারিটাল স্ট্যাটাস ইত্যাদি। আবেদনকারীর কোন ই-টিন সার্টিফিকেট থাকলে তা এড করতে পারেন। সকল তথ্য ফিলাপ করে Next এ ক্লিক করুন।

ধাপ ৪: বর্তমান ঠিকানা ও স্থায়ী ঠিকানা দিন

এই স্টেপে আবেদন কারীর বর্তমান ঠিকানা, যেমন- গ্রাম, ইউনিয়ন, উপজেলা, জেলা, পোস্ট কোড ইত্যাদি পূরন করতে হবে। এবং স্থায়ী ঠিকানার ক্ষেত্রেও একইভাবে প্রয়োজনীয় তথ্য ফিলাপ করে পরবর্তী ধাপে যেতে হবে।

ধাপ ৫: ব্যাংকিং তথ্য দিন

আপনি প্রাইম ব্যাংকে কোন ধরনের একাউন্ট খুলতে চান তা সিলেক্ট করুন। এবার আপনি ব্যাংক থেকে কি ধরনের সুবিধা নিতে চান? ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, চেক ইত্যাদি প্রয়োজন অনুসারে পূরন করবেন। আপনি যদি মাসিক ১,০০,০০০ টাকার উপরে লেনদেন করেন তাহলে আপনার আয়ের উৎসের প্রমানপত্র প্রদান করতে হবে।

তারপর নিচের কিছু প্রশ্নোত্তর ডিফল্ট ভাবে দেওয়া থাকবে, প্রয়োজন আনুসারে সেখানে সিলেক্ট করে নিন

ধাপ ৬: নমিনির তথ্য

এখানে নমিনির নাম, জন্ম তারিখ, নমিনির সাথে আপনার সম্পর্ক ও নমিনিকে শনাক্তকরনের জন্য একটি ডকুমেন্ট (আইডি কার্ড/ পাসপোর্ট) এর ছবি দিতে হবে। পাশাপাশি নমিনির একটি ছবি ও স্থায়ী ঠিকানার বর্ননা দিতে হবে।

Nominee Percentage এর ক্ষেত্রে যদি একজন ব্যক্তিকে নমিনি দেন তাহলে ১০০% করে দিতে হবে।

আরও পড়ুন – জনতা ব্যাংক একাউন্ট খোলার নিয়ম

ধাপ ৭: স্বাক্ষর আপলোড

এই ধাপে আপনার স্বাক্ষরের ছবি আপলোড করতে হবে। আগে থেকেই একটি সাদা কাগজে আপনার স্বাক্ষর দিয়ে একটি ছবি তুলে রাখুন। তারপর ওয়েবসাইটে Browse এ ক্লিক করে ছবি সিলেক্ট করে আপলোড করে Next এ ক্লিক করুন।

ধাপ ৮: এপ্লিকেশন রিভিউ 

আপনার আবেদনের সকল তথ্য এখানে দেখানো হবে। প্রথমে আবেদন কারীর সকল তথ্য এবং Next এ ক্লিক করলে নমিনির সকল তথ্য দেখানো হবে। এখানে কোন ভূল থাকলে তা পুনরায় ঠিক করে নিন। এবং ভূল না থাকলে Submit এ ক্লিক করুন।

আপনার প্রাইম ব্যাংক একাউন্ট খোলার নিয়ম সম্পূর্ণ হয়েছে। এখান থেকে সাথে সাথে আপনার একাউন্টের Tracking ID প্রদান করা হবে। এবং পরবর্তীতে ৩ কার্যদিবসের মধ্যে আপনার মোবাইলে বা জিমেইলে এস এম এস এর মাধ্যমে আপনার একাউন্ট নাম্বার জানিয়ে দেওয়া হবে।

আরও পড়ুন – অগ্রণী ব্যাংক একাউন্ট খোলার নিয়ম

FAQ’s

অনলাইনে প্রাইম ব্যাংক একাউন্ট খোলার নিয়ম কি?

অনলাইনে প্রাইম ব্যাংকে একাউন্ট খোলার জন্য প্রাইম ব্যাংকের eKYC সাইটে primeplus.primebank.com.bd প্রবেশ করে Apply Now এ ক্লিক করে Mobile Verification করুন। এরপর NID ও ছবি আপলোড করে ব্যক্তিগত তথ্য, ব্যাংকিং তথ্য ও নমিনির তথ্য দিয়ে একাউন্ট খোলার আবেদন সাবমিট করুন।

প্রাইম ব্যাংক একাউন্ট খুলতে কি কি লাগে? 

প্রাইম ব্যাংক একাউন্ট খুলতে নিজের ও নমিনির জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট সাইজের ছবি, আয়ের উৎসের প্রমানপত্র, ইউটিলিটি বিলের কাগজ প্রয়োজন হয়।

প্রাইম ব্যাংকের শাখা কতটি?

বর্তমানে সারাদেশের বিভিন্ন স্থানে প্রাইম ব্যাংকের মোট ১৪৬ টি শাখা রয়েছে।

প্রাইম ব্যাংকে কি কি ব্যাংকিং সুবিধা পাওয়া যায়?

প্রাইম ব্যাংক মূল ব্যাংকিংয়ের পাশাপাশি এসএমই ব্যাংকিং, কর্পোরেট ব্যাংকিং, খুচরা ব্যাংকিং, ট্রেজারি পরিষেবা এবং ইসলামিক ব্যাংকিং সহ বিশেষায়িত পরিষেবাগুলো দিয়ে থাকে।

শেষকথা

ব্যাংক একাউন্ট খোলা একটি অর্থনৈতিক, তথ্যগত ও গুরুত্বপূর্ণ কাজ। তাই প্রাইম ব্যাংক একাউন্ট খোলার নিয়ম সম্পর্কে পূর্ব ধারনা অর্জন করেই একাউন্ট খোলা উচিৎ।

এই পোস্টের মূল বিষয় ছিলো প্রাইম ব্যাংক একাউন্ট খোলার নিয়ম। আশাকরি পোস্ট টি আপনাদের উপকারে আসবে। প্রয়োজনে পোস্টটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। পোস্টটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে ভূলবেন না, ধন্যবাদ।

ক্যাটাগরিব্যাংক একাউন্ট খোলার নিয়ম
হোমপেইজEservicesbd

ADVERTISEMENT

Similar Posts

One Comment

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।