পাসপোর্ট নাম্বার দিয়ে সৌদি মেডিকেল রিপোর্ট চেক অনলাইন ২০২৫
বিদেশ যাওয়ার ক্ষেত্রে মেডিকেল পরীক্ষার রিপোর্ট অনলাইনেই চেক করা যায়। জানুন পাসপোর্ট নাম্বার দিয়ে মেডিকেল রিপোর্ট চেক করার নিয়ম ও বিস্তারিত।
ADVERTISEMENT
বিদেশ যাওয়ার জন্য যে মেডিকেল টেস্ট করা হয় তার রিপোর্ট ২ উপায়ে চেক করতে পারবেন। প্রথমটি হলো, যেই দেশে যাচ্ছেন সেই দেশের ইমিগ্রেশন ওয়েবসাইট থেকে এবং ২য়টি হচ্ছে ডায়াগনস্টিক সেন্টারের ওয়েবসাইট থেকে।
নিচে বিভিন্ন দেশের Medical Report Check করার নিয়ম নিয়ে বিস্তারিত প্রক্রিয়া ছবিসহ দেখানো হলো।
ADVERTISEMENT
মেডিকেল রিপোর্ট কি?
মেডিকেল রিপোর্ট হচ্ছে বিভিন্ন ধরনের Physical Fitness বা স্বাস্থ্য পরীক্ষা; যেমন নাক, কান, গলা, দৃষ্টি শক্তি সহ শরীরের বিভিন্ন রোগ ব্যাধি সম্পর্কিত পরীক্ষার রিপোর্ট যেটি কোন দেশে ভিসা পেতে প্রয়োজন হয়।
পাসপোর্ট নাম্বার দিয়ে মেডিকেল রিপোর্ট চেক
পাসপোর্ট নাম্বার দিয়ে মেডিকেল রিপোর্ট চেক করতে ভিজিট করুন wafid.com এবং Medical Examinations > View Medical Reports ক্লিক করুন। By Passport Number সিলেক্ট করে Passport No দিন, Nationality সিলেক্ট করুন। এরপর ক্যাপচা কোড লিখে Check বাটনে ক্লিক করলে আপনার Medical Report Check করতে পারবেন।
ADVERTISEMENT
আরব দেশগুলোতে যাওয়ার জন্য এই উপায়ে চেক করবেন। এছাড়া অন্যান্য দেশে যাওয়ার মেডিকেল পরীক্ষার রিপোর্ট চেক করতে সেই দেশের Immigration Website ভিজিট করে পাসপোর্ট নাম্বার দিয়ে চেক করতে পারবেন।
আরও পড়তে পারেন: বিদেশ যাওয়ার জন্য যেসব মেডিকেল টেস্ট করতে হয়।
গামকা মেডিকেল রিপোর্ট চেক
গামকা (GAMCA) বা জিসিসি মেডিকেল রিপোর্ট চেক করার জন্য প্রথমে ভিজিট করুন wafid.com এবং Medical Examinations অপশন থেকে View Medical Reports ক্লিক করুন। এখানে Passport Number অথবা GCC Slip Number দিয়ে রিপোর্ট চেক করতে পারবেন।
ADVERTISEMENT
এই পদ্ধতিতে আপনি মধ্যপ্রাচ্যের ৬টি দেশে বাহরাইন, ওমান, কাতার, সৌদি আরব, আরব আমিরাত ও কুয়েত মেডিকেল রিপোর্ট চেক করতে পারবেন।
সৌদি মেডিকেল রিপোর্ট চেক
সৌদি আরবের মেডিকেল রিপোর্ট চেক করার জন্য আপনাকে ভিজিট করতে হবে wafid.com ওয়েবসাইটে। এরপর View Medical Reports বাটনে ক্লিক করে, Passport Number অথবা Wafid Slip Number দিয়ে মেডিকেল রিপোর্ট চেক করতে পারবেন।
সৌদি মেডিকেল রিপোর্ট চেক করার ধাপ:
- প্রথমে ভিজিট করুন: wafid.com/medical-status-search/;
- By Passport Number অথবা Wafid Slip Number আপনি যেটি দিয়ে চেক করবেন তা সিলেক্ট করুন;
- পাসপোর্ট নম্বর বা স্লিপ নম্বর টাইপ করুন;
- জাতীয়তা Bangladeshi সিলেক্ট করে Check বাটনে ক্লিক করুন।
এই পদ্ধতিতে আপনি মধ্যপ্রাচ্যের ৬টি দেশে বাহরাইন, কুয়েত, ওমান, কাতার, সৌদি আরব ও আরব আমিরাতে যাওয়ার মেডিকেল টেস্ট রিপোর্ট চেক করতে পারবেন।
ADVERTISEMENT
আরও পড়ুন – পাসপোর্ট নাম্বার দিয়ে ভিসা চেক
পাসপোর্ট নাম্বার দিয়ে মালয়েশিয়া মেডিকেল রিপোর্ট চেক
পাসপোর্ট নাম্বার দিয়ে মালয়েশিয়া মেডিকেল রিপোর্ট চেক করতে প্রথমে ভিজিট করুন eservices.imi.gov.my/myimms/FomemaStatus। এরপর আপনার পাসপোর্ট নম্বর দিয়ে Citizen Country সিলেক্ট করুন। ডানপাশের Search বাটনে ক্লিক করার পর নিচে Medical Report Status দেখতে পাবেন। Status Fomema FIT অথবা UNFIT দেখাতে পারে।
পাসপোর্ট নম্বর ছাড়া আপনি চাইলে আপনার নাম ও দেশের নাম দিয়েও Fomema Status বা মেডিকেল পরীক্ষার রিপোর্ট চেক করতে পারবেন। এজন্য ডানপাশের Search-II অপশনটি ব্যবহার করুন।
পাসপোর্ট নাম্বার দিয়ে মেডিকেল রিপোর্ট চেক
মধ্যপ্রাচ্যের দেশগুলোর জন্য পাসপোর্ট নাম্বার দিয়ে মেডিকেল রিপোর্ট চেক করতে ভিজিট করুন wafid.com এবং View Medical Reports ক্লিক করুন। By Passport Number সিলেক্ট করে Passport No টাইপ করুন, Nationality সিলেক্ট করে Check বাটনে ক্লিক করলে আপনার Medical Report Check করতে পারবেন।
আরব দেশগুলোতে যাওয়ার জন্য এই উপায়ে চেক করবেন। এছাড়া অন্যান্য দেশে যাওয়ার মেডিকেল পরীক্ষার রিপোর্ট চেক করতে সেই দেশের Immigration Website ভিজিট করে পাসপোর্ট নাম্বার দিয়ে চেক করতে পারবেন।
আরও পড়তে পারেন: বিদেশ যাওয়ার জন্য যেসব মেডিকেল টেস্ট করতে হয়।
মেডিকেল রিপোর্ট দেখার বিকল্প পদ্ধতি
মেডিকের রিপোর্ট দেখার বিকল্প একটি উপায় হলো, আপনি যে মেডিকেল ডায়াগনস্টিক সেন্টার থেকে টেস্ট করছেন সেই সেন্টারের নিজস্ব ওয়েবসাইটে Test Report চেক করার অপশন থাকতে পারে। এজন্য আপনি সেই Diagonostic Center এর ওয়েবসাইটে ভিজিট করে Passport Number অথবা Slip Number দিয়ে রিপোর্ট চেক করতে পারবেন।
মেডিকেল রিপোর্ট UNFIT কেন হয়?
কিছু রোগ ও শারীরিক সমস্যার কারণে আপনার মেডিকেল রিপোর্ট Unfit আসতে পারে। এধরণের সাধারণ কিছু সমস্যা হচ্ছে,
- হেপাটািইটিস
- HIV
- Corona Positive
- চর্মরোগ
- জন্ডিস
- হৃদরোগ
- শ্বাসকষ্ট বা হাঁপানি
- গর্ভবতী মহিলা
- শরীরের অঙ্গ প্রত্যঙ্গের কোন ত্রুটি
FAQs
শেষকথা
এখানে শুধুমাত্র GAMCA এবং Malaysia Medical Report চেক নিয়ে বলা হয়েছে। এসব দেশ ছাড়াও পৃথীবির অন্য যে কোন দেশে যাওয়ার জন্য মেডিকেল পরীক্ষার রিপোর্ট চেক করার জন্য আপনি Google এ গিয়ে (Country Name + Medical Report Check) লিখে সার্চ করুন। রিপোর্ট চেক করার লিংক আপনি পেয়ে যাবেন।
প্রবাসী সেবা নিয়ে আর লিংক
ADVERTISEMENT