ভোটার তথ্য যাচাই ও ভোটার সিরিয়াল নাম্বার বের করার নিয়ম

অনলাইনে শুধুমাত্র জাতীয় পরিচয় পত্র নম্বর ও জন্ম তারিখ দিয়ে ভোটার তথ্য যাচাই ও ভোটার সিরিয়াল নাম্বার চেক করতে পারবেন। দেখুন বিস্তারিত।

ভোটার সিরিয়াল নাম্বার জানার উপায়
  • Save

ADVERTISEMENT

ভোট কেন্দ্রে ভোট দেওয়ার জন্য আমাদের জাতীয় পরিচয়পত্রের প্রয়োজন হয় না বরং প্রয়োজন হয় আমাদের ভোটার সিরিয়াল নাম্বার। অনলাইনে জাতীয় পরিচয় পত্র ও জন্ম তারিখ দিয়ে কিভাবে ভোটার সিরিয়াল নাম্বার বের করবেন তার উপায় নিয়ে বিস্তারিত বলব এই ব্লগে।

আপডেটঃ সম্ভবত ব্যক্তিগত তথ্যের নিরাপত্তার কারণে, অনলাইনে ভোটার তথ্য যাচাই করার সুযোগটি বন্ধ রাখা হয়েছে। এমতাবস্থায়, বিকল্প মাধ্যম ব্যবহার করে ভোটার নাম্বার চেক ও Serial Number Check করতে পারবেন।

ADVERTISEMENT

ভোটার সিরিয়াল নাম্বার কি

ভোটার সিরিয়াল নাম্বার হচ্ছে আপনার ভোটার এলাকার ভোটার তালিকায় আপনার নিবন্ধন যে সিরিয়াল (Serial Number) নাম্বারে রয়েছে।

ভোট কেন্দ্রে প্রবেশের পর দ্বায়িতরত ব্যক্তি আপনার পরিচয়ের জন্য এলাকা ভিত্তিক ভোটার তালিকায় আপনার ভোটার সিরিয়াল নাম্বার জিজ্ঞেস করবে। আপনার ভোটার সিরিয়াল নাম্বার চেক করে আপনাকে ভোট প্রদান করার অনুমতি দিবে।

ADVERTISEMENT

ভোটার সিরিয়াল নাম্বার বের করার নিয়ম

ভোটার সিরিয়াল নাম্বার বের করার জন্য প্রথমে মোবাইলে Google Play Store থেকে Smart Election Management অ্যাপটি ইনস্টল করে নিন। এরপর অ্যপে প্রবেশ করে বর্তমানে চালু কোন নির্বাচন অপশনে যান। ভোট কেন্দ্র খুঁজুন অপশনে এনআইডি নম্বর ও জন্ম তারিখ লিখে “সার্চ” বাটনে ট্যাপ করুন।

ভোটার নাম্বার, সিরিয়াল নাম্বার ও ভোট কেন্দ্র বের করার বিস্তারিত প্রক্রিয়াটি নিচে ছবিসহ দেখানো হলো।

1. Smart Election Management App

ধাপ ১: গুগল প্লে স্টোর থেকে Smart Election Management BD App টি আপনার এন্ড্রয়েড মোবাইলে ইনস্টল করুন। অ্যাপটি Open করে ভাষা সিলেক্ট করুন। বর্তমানে কোন নির্বাচন চালু থাকলে, তার উপর ট্যাপ করুন।

ADVERTISEMENT

ধাপ ২: এখানে নিচের দিকে “ভোট কেন্দ্র খুঁজুন” অপশন থেকে আপনার এনআইডি নম্বর ও জন্ম তারিখ দিয়ে ভোটার সিরিয়াল নাম্বার সার্চ করুন।

Smart Election Management অ্যাপের সুবিধাসমূহ:

  • NID দিয়ে ভোটার নাম্বার চেক
  • ভোটার সিরিয়াল নাম্বার চেক
  • ভোট কেন্দ্রের নাম
  • কেন্দ্রের ঠিকানা
  • নির্বাচনে প্রার্থীর তালিকা
  • নির্বাচনের ফলাফল

2. NID Server Copy

ভোটার সিরিয়াল নাম্বার বের করার জন্য আপনার NID নাম্বার ও জন্ম তারিখ দিয়ে এনআইডি সার্ভার কপি সংগ্রহ করতে পারেন। এখানে আপনার ভোটার নাম্বার ও ভোটার সিরিয়াল নাম্বার জানতে পারবেন।

ADVERTISEMENT

ভোটার সিরিয়াল নাম্বার বের করুন
  • Save

এনআইডি সার্ভার কপি আপনার উপজেলা নির্বাচন অফিস থেকে বের করতে পারবেন। অথবা, আমাদের ফেসবুক ইনবক্সে যোগাযোগ করেও আপনার জাতীয় পরিচয়পত্রের সার্ভার কপি সংগ্রহ করতে পারেন। আমাদের ফেসবুক পেইজ লিংক – NIDBD Facebook Page

3. NID Service ওয়েবসাইট ভিজিট করুন (বর্তমানে বন্ধ)

ভোটার সিরিয়াল নাম্বার চেক করার জন্য ভিজিট করুন বাংলাদেশ নির্বাচন কমিশনের জাতীয় পরিচয়পত্র সেবার ওয়েবসাইট- NID Services

  • Save

২. এনআইডি নম্বর অথবা ভোটার স্লিপ নম্বর দিন

ভোটার তথ্য জানার জন্য জাতীয় পরিচয় পত্র নম্বর অথবা জাতীয় পরিচয়পত্র রেজিস্ট্রেশনের স্লিপ নম্বর এবং জন্ম তারিখ লিখুন। এরপর, ছবিতে দেখানো কোডটি লিখে ভোটার তথ্য দেখুন বাটনে ক্লিক করুন।

  • Save

৩. ভোটার সিরিয়াল দেখুন

আপনার ভোটার নিবন্ধন সম্পন্ন হয়ে থাকলে এবং প্রদত্ত তথ্য সঠিক থাকলে ডান পাশে আপনার ভোটার তথ্য ও ভোটার সিরিয়াল নম্বর দেখতে পাবেন।

  • Save

উপরের ধাপগুলো অনসরন করে ভোটার তথ্য বের করার পাশাপাশি, আপনার ১০ ডিজিটের স্মার্ট কার্ড নম্বর ও ভোটার নম্বর ও জানতে পারবেন। তাছাড়া, কারো জাতীয় পরিচয়পত্র আসল না নকল যাচাই করতে পারবেন।

জাতীয় পরিচয় পত্র সংক্রান্ত বিভিন্ন তথ্য দেখতে ক্লিক করুন- জাতীয় পরিচয় পত্র

ভোটার আইডি কার্ড সম্পর্কিত আরো তথ্যের লিংক

ADVERTISEMENT

Similar Posts

6 Comments

Comments are closed.