সৌদি আরবের নাগরিকত্ব পাওয়ার উপায় ও শর্ত ২০২৫

সৌদি নাগরিকত্ব পাওয়ার জন্য বিশেষ কিছু যোগ্যতা ও শর্ত পূরণ করতে হবে। জানুন সৌদি আরবের নাগরিকত্ব পাওয়ার উপায় ও আবেদনের নিয়ম।

সৌদি আরবের নাগরিকত্ব পাওয়ার উপায়
  • Save

ADVERTISEMENT

সৌদি আরবের নাগরিকত্ব পাওয়া অনেকের জন্য একটি স্বপ্ন হলেও এটি একটি জটিল প্রক্রিয়া। কঠোর নীতিমালা, সীমিত কোটা এবং বিশেষ যোগ্যতার বাধ্যবাধকতা সৌদি আরবের নাগরিকত্ব পাওয়াকে অনেক চ্যালেঞ্জিং করে তুলেছে।

যারা দীর্ঘদিন সৌদি আরবে বসবাস করে আসছেন, তারা অন্যান্য যোগ্যতা পূরণ সাপেক্ষে সৌদি আরবের রেসিডেন্সি পাওয়ার চেষ্টা করতে পারেন। তাদের জন্য এই ব্লগে আর্টিকেলটি সৌদি আরবে নাগরিকত্ব পাওয়ার উপায় ও আবেদনের নিয়ম নিয়ে ধারণা দিব।

ADVERTISEMENT

সৌদি আরব, মধ্যপ্রাচ্যের একটি সমৃদ্ধ দেশ যেখানে লক্ষ লক্ষ প্রবাসী বাংলাদেশি কাজ করে। এই দেশে স্থায়ীভাবে বসবাস করার ইচ্ছা অনেকেরই থাকে।

সৌদি আরবের নাগরিকত্ব পাওয়ার উপায়

সৌদি আরবের নাগরিকত্ব পাওয়ার উপায় হচ্ছে, আবেদনকারীর সৌদি আরবে প্রবেশ বৈধ হতে হবে, বৈধ পাসপোর্ট, রেসিডেন্সি পারমিটের অধীনে ১০ বছরের নিয়মিত বসবাস, এবং সৌদিতে কোনো পেশায় কর্মরত থাকতে হবে।

ADVERTISEMENT

এছাড়া, ধর্মীয়, আইন, চিকিৎসা, বিজ্ঞান, সংস্কৃতি, খেলাধুলা ও প্রযুক্তিবিদ্যায় উচ্চদক্ষতাসম্পন্ন ও মেধাবী বিদেশী নাগরিকও সৌদি আরবের নাগরিকত্ব পেতে পারেন। ২০২১ সালের ১১ নভেম্বর বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ এই অনুমোদন দেন।

সৌদি আরবে কিভাবে নাগরিকত্ব পাওয়া যায়?

সৌদি আরবে নাগরিকত্ব পাওয়ার জন্য একজন আবেদনকারীর অবশ্যই নিম্মোক্ত যোগ্যতা পূরণ করতে হবে:

  • অবশ্যই বৈধ উপায়ে সৌদি আরবে প্রবেশ করতে হবে।
  • আবেদনকারীর কাছে একটি বৈধ পাসপোর্ট থাকতে হবে যা তাকে বিধিনিষেধ বা শর্ত ছাড়াই তার দেশে ফিরে যেতে দিতে পারে।
  • আবেদনকারীকে তার নিজস্ব ব্যবস্থার বিধান সহ সৌদি আরবে একটি নিয়মিত রেসিডেন্সি পারমিট এর অধীনে টানা ১০ বছরের কম সময়ের জন্য বসবাস করতে হবে।
  • সৌদি আরবে চাহিদাপূর্ণ কোনো একটি পেশায় কাজ করতে হবে।
  • আবেদনের ৩৩ পয়েন্টের মধ্যে কমপক্ষে ২৩ পয়েন্ট থাকতে হবে। পয়েন্ট বরাদ্দ নিয়ে বিস্তারিত দেখুন।

সৌদি নাগরিকত্ব পাওয়ার শর্তাবলী

  • ১৮ বছর বয়সী হতে হবে;
  • মানসিকভাবে সুস্থ হতে হবে;
  • সৌদি আরবে কমপক্ষে ১০ বছর বৈধ ভাবে বসবাস করতে হবে, একটানা ৫ বছরের কম নয়;
  • ভালো আচরণের অধিকারী হতে হবে;
  • আয়ের উৎস বৈধ হতে হবে।

তিনজন সদস্য নিয়ে একটি কমিটি গঠিত হয়। তাদের মধ্যে একজন আবেদনকারীর নাগরিকত্ব পাওয়ার যোগ্যতা  যাচাই করে থাকে।

ADVERTISEMENT

সৌদি নাগরিকত্বের জন্য আবেদনের নিয়ম

আবেদনকারী বা তার আইনি প্রতিনিধি সৌদি আরবের সিভিল অ্যাফেয়ার্স বিভাগ বা বিদেশে রাজ্যের প্রতিনিধির কাছে আবেদন করতে পারেন। সিভিল অ্যাফেয়ার্স এর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এজেন্সি আবেদনগুলি গ্রহণ করে এবং নিবন্ধন করে।

ধাপ ১: আবেদনপত্র পূরণ

আবেদনকারীকে প্রশাসনের কাছ থেকে একটি নাগরিকত্বের আবেদন পত্র দেওয়া হয়। এই আবেদনপত্রটি আবেদনকারীর স্বাক্ষর, ছবি এবং স্ট্যাম্প দিয়ে পূরণ করতে হয়।

আবেদনকারীকে ফর্মের তিনটি কপি পূরণ করতে হয়। এবং তার ডকুমেন্টের কপি জমা দিতে হয়।

ADVERTISEMENT

ধাপ ২: মেডিকেল রিপোর্ট

আবেদনকারীকে একটি মেডিকেল টেস্টের রিপোর্ট জমা দিতে হয় যা তার মানসিক এবং শারীরিক স্বাস্থ্যের স্বাভাবিকতা প্রমাণ করে। দেখুন বিদেশ যাওয়ার জন্য কি কি মেডিকেল টেস্ট করতে হয়?

ধাপ ৩: যোগ্যতার প্রমাণপত্র

সার্টিফিকেটের কপি জমা দিতে হয়। যদি সার্টিফিকেট অন্য ভাষায় থাকে তবে তা আরবিতে অনুবাদ করে জমা দিতে হয়।

ধাপ ৪: সম্পদ ও আয়ের বিবরণ

আবেদনকারীকে দেশের ভিতরে এবং বাইরে তার সম্পদ এবং আয়ের উৎস সম্পর্কে একটি বিবৃতি জমা দিতে হয়।

ধাপ ৫: ধর্মীয়, রাজনৈতিক ও সামরিক বিবরণ

তার ধর্মীয় সম্প্রদায়, রাজনৈতিক বা দলীয় কার্যকলাপ সম্পর্কে একটি বিবৃতি জমা দিতে হয়।

আবেদনকারীর সিরিয়াল এন্ট্রি রেকর্ডে আবেদনটি নিবন্ধন করা হয়। আবেদনকারীকে একটি ভাউচার দেওয়া হয় যেখানে আবেদনের নম্বর এবং তারিখ উল্লেখ করা থাকে।

সৌদি আরবের সরকারের নীতিমালা নিয়মিত পরিবর্তিত হওয়ায় এই বিষয়ে সর্বশেষ তথ্যের জন্য সরকারি ওয়েবসাইট বা সংশ্লিষ্ট দূতাবাসে যোগাযোগ করা উচিত।

আরও পড়ুন:

সৌদি নাগরিকত্বের আবেদন যেভাবে মূল্যায়ন করা হয়

একটি কমিটি আবেদনকারীর সকল তথ্য বিশ্লেষণ করে এবং নির্দিষ্ট ক্রাইটেরিয়ার ভিত্তিতে পয়েন্ট বরাদ্দ করে। যোগ্যতা, বসবাসের সময়কাল, পেশা, পারিবারিক সম্পর্ক ইত্যাদি বিষয়ের উপর ভিত্তি করে পয়েন্ট দেওয়া হয়।

নোট: মোট ৩৩ পয়েন্টের মধ্যে ন্যূনতম ২৩ পয়েন্ট অর্জন করলে আবেদন পরবর্তী পর্যায়ে যায়।

যে ৩ বিষয়ের উপর পয়েন্ট বরাদ্দ করা হয়

১. বসবাস

কমপক্ষে ১০ বছরের জন্য বসবাস করলে মোট ১০ পয়েন্ট। তবে একটানা ৫ বছরের কম বসবাস বিবেচনা করা হবে না।

২. পেশা

Profession and EducationPoint
মেডিসিন বা ইঞ্জিনিয়ারিং এ ডক্টরেট ডিগ্রি১৩ পয়েন্ট
অন্যান্য বিজ্ঞান ডক্টরেট ডিগ্রী১০ পয়েন্ট
মাস্টার্স ডিগ্রি৮ পয়েন্ট
ব্যাচেলর ডিগ্রী৫ পয়েন্ট

৩. পারিবারিক সম্পর্ক

ConditionsPoint
বাবা সৌদি হলে৩ পয়েন্ট
মা এবং নানা সৌদি হলে৩ পয়েন্ট
মা সৌদি হলে২ পয়েন্ট
স্ত্রী এবং শশুর সৌদি হলে৩ পয়েন্ট
স্ত্রী সৌদি হলে১ পয়েন্ট
আবেদনকারীর দুইজনের বেশি সৌদি সন্তান ও ভাই থাকলে২ পয়েন্ট
আবেদনকারীর দুইজন সৌদি সন্তান ও ভাই থাকলে১ পয়েন্ট

মূলত সৌদি আরবের নাগরিকত্ব পাওয়া তেমন কোন জটিল বিষয় নয়। প্রধানত চারটি জিনিস থাকলে আপনি সহজে নাগরিকত্ব পেয়ে যাবেন। এগুলো হলো- আপনার ভোটার আইডি কার্ড, পাসপোর্ট, দীর্ঘদিন সৌদিতে বসবাসের প্রমাণ এবং কাজে প্রমাণ পত্র।

আশা করি আর্টিকেলটি পড়ার মাধ্যমে সৌদি আরবের নাগরিকত্ব পাওয়ার উপায় সম্পর্কে সহজে জানতে ও বুঝতে পেরেছেন।

তথ্যসূত্র:

ADVERTISEMENT

Similar Posts

One Comment

  1. আপনার দেয়া বহুলপ্রচারিত তথ্যের ভিত্তিতে অনেকে হয়তো উপকৃত হবে। এতে করে আপনি অনেক পূন্যবান হবেন। দোয় রইল আপনার এত সুন্দর পোষ্ট করার জন্য।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।