জার্মানিতে কোন কাজের চাহিদা বেশি ও সর্বনিম্ন বেতন কত?
ইউরোপের দেশ জার্মানিতে চাকরি করার কথা ভাবছেন? জেনে নিন জার্মানিতে কোন কাজের চাহিদা বেশি এবং বেতন কত।

ADVERTISEMENT
ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ জার্মানিতে কাজের বেতন ও চাহিদা তুলনামূলক বেশি। জার্মানি একটি শিল্পোন্নত দেশ। এখানে ইন্জিনিয়ারিং, কম্পিউটার প্রযুক্তি, স্বাস্থ্যসেবা ও বিভিন্ন সেবাখাতে প্রচুর কাজের চাহিদা রয়েছে। জার্মানিতে মাসে সর্বনিম্ন বেতন প্রায় ২ লক্ষ টাকার উপরে।
জার্মানিতে কোন কাজের চাহিদা বেশি
জার্মানিতে এখনো বিভিন্ন পেশায় কাজের অনেক চাহিদা রয়েছে। বিশেষ করে, জার্মানিতে নিচের কাজগুলোর চাহিদা সবচেয়ে বেশি:
ADVERTISEMENT
- প্রকৌশলী: সিভিল, মেকানিক্যাল, ইলেক্ট্রিক্যাল সহ বিভিন্ন ধরণের প্রকৌশলী।
- স্বাস্থ্যসেবা: নার্স, ডাক্তারের সহকারী, ফিজিওথেরাপিস্ট;
- কম্পিউটার ও প্রযুক্তি: প্রোগ্রামিং, সফটওয়্যার ডেভেলপমেন্ট, ওয়েব ডেভেলপমেন্ট;
- পরিবহন: ট্রাক, লরি, বাস, ট্রেন চালানোর মতো কাজ;
- কারখানার কাজ: মেশিন চালানো, পণ্য তৈরি করা, ইলেকট্রিক কাজ;
- নির্মাণ কাজ: বাড়ি ঘর তৈরি, ডেকোরেশন, পেইন্টি ইত্যাদি।
ইউরোপের অন্যান্য দেশের কাজের চাহিদা:
জার্মানিতে স্বাস্থ্যসেবা এবং নার্সিং কাজের চাহিদা
জার্মানির স্বাস্থ্যসেবা ব্যবস্থা ভালো মানের সেবা দেওয়ার জন্য দক্ষ এবং যোগ্য স্বাস্থ্যকর্মীদের খুঁজছে। জার্মানিতে ডাক্তার, নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মীর প্রচুর চাহিদা রয়েছে। জার্মানিতে একজন স্বাস্থ্যকর্মী বছরে প্রায় ৩৯,০০০ ইউরো আয় করেন।
বিভিন্ন জটিল অপারেশনের অভিজ্ঞ ডাক্তার ছাড়াও, সাধারণ ডাক্তারদের অনেক চাহিদা রয়েছে।
ADVERTISEMENT
হাসপাতাল, নার্সিং হোমের রোগীদের দেখাশোনার জন্য অনেক নার্স দরকার। জার্মানিতে অনেক বৃদ্ধ মানুষ থাকায় তাদের দেখাশোনার জন্য বিশেষভাবে প্রশিক্ষিত লোকের প্রয়োজন।
ইঞ্জিনিয়ারিং কাজের চাহিদা
জার্মানিতে ইঞ্জিনিয়ারদের চাহিদা অনেক বেশি। এখানে ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করে অনেক ভালো চাকরি পাওয়া যায়। যেমন-
- Mechanical Engineer;
- Electrical Engineer;
- Civil Engineers;
জার্মানিতে একজন ইঞ্জিনিয়ার প্রায় ৬৭ হাজার ইউরো বছরে আয় করতে পারেন।
ADVERTISEMENT
জার্মানিতে সফটওয়্যার ইঞ্জিনিয়ার
জার্মানিতে কম্পিউটার সম্পর্কিত কাজ করতে পারে এমন মানুষের অনেক চাহিদা। যেমন- কম্পিউটার প্রোগ্রাম তৈরি করা, কোম্পানিকে ডিজিটাল কাজে সাহায্য করা এবং কম্পিউটার নেটওয়ার্ক পরিচালনা করা।
জার্মানিতে আইটি চাকরি পেতে, আপনার আগের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। জার্মানিতে, আপনি যদি এক ধরনের আইটি কাজ থেকে অন্য ধরনের কাজে যেতে চান, সেই সুযোগও পাওয়া যায়।
জার্মানিতে আইটি কর্মীরা বেশ ভালো বেতন পান। গড়ে একজন আইটি কর্মী বছরে প্রায় ৪৯, ৯৬৬ ইউরো এবং একজন সফটওয়্যার কর্মী বছরে প্রায় ৬০,০০০ ইউরো আয় করেন।
ADVERTISEMENT
জার্মানিতে শিক্ষকতা চাকরি
জার্মানিতে ইংরেজি শিখতে অনেকেই আগ্রহী। তাই, ইংরেজি ভাষা পড়াতে পারলে আপনার চাকরি পাওয়ার সম্ভাবনা বাড়বে।
জার্মানিতে শিক্ষকতা করতে হলে জার্মান ভাষা জানা খুবই জরুরি। জার্মানিতে একজন শিক্ষক গড়ে বছরে প্রায় ৩০,০০০ ইউরো আয় করতে পারেন।
জার্মানিতে দক্ষ শ্রমিকের চাহিদা
জার্মানিতে গাড়ি চালানো, রেস্তোরাঁয় কাজ করা, খাবার ডেলিভারি করা, বা যন্ত্রপাতি মেরামত করার মতো কাজগুলো করলে মাসে প্রায় ২ লক্ষ ৯৫ হাজার থেকে ৩ লক্ষ ৫৫ হাজার টাকা পর্যন্ত আয় করা যায়।
হাসপাতাল, শপিংমল, হোটেল পরিষ্কার করার কাজ,নিরাপত্তা রক্ষার কাজ। এই কাজগুলো করলে প্রতি মাসে কমপক্ষে ১ লাখ টাকা এবং সর্বোচ্চ ২ লাখ টাকা পর্যন্ত আয় করা যায়।
জার্মানিতে কাজের বেতন কত?
জুন ২০২৪ সাল থেকে, জার্মানিতে জাতীয় ন্যূনতম মজুরি প্রতি মাসে ২,০৫৪ ইউরো। যা বাংলাদেশী টাকায় প্রায় ২ লক্ষ ৬৬ হাজার টাকা। জার্মানিতে ঘন্টা প্রতি সর্বনিম্ন মজুরি ১২ ইউরো যা বাংলাদেশী টাকায় প্রায় ১৫৫০ টাকা।
তবে এ বেতন থেকে কয়েকশো ইউরো ট্যাক্স হিসেবে কেটে নেওয়া হয়। জার্মানিতে ট্যাক্স দেওয়ার পর সর্বনিম্ন মজুরি হল ১,৫৫৭ ইউরো। যা বাংলাদেশী টাকায় প্রায় ২ লাখ ১৭ হাজার টাকা।
কার্যকরের তারিখ | ন্যূনতম বেতন | Tax বাদে বেতন (EURO) | Tax বাদে বেতন (BDT) |
---|---|---|---|
১ লা জুলাই | ২,০৫৪ EUR | ১,৫৫০ EUR | ২ লাখ ১৭ হাজার টাকা |
জার্মানিতে কর্মচারীদের মজুরি থেকে পেনশন বীমা, বেকারত্ব বীমা, স্বাস্থ্য বীমা, চার্চ ট্যাক্স, আয়কর হিসেবে কয়েকশো ইউরো কেটে নেওয়া হয়। যার ফলে মোট বেতনের পরিমাণ কমে যায়।
জার্মানিতে কাজের বেতন বৃদ্ধি
জার্মানিতে কাজের বেতন প্রতি বছরই বৃদ্ধি করা হয়। ২০২২ থেকে ২০২৪ সাল পর্যন্ত মোট মাসিক বেতনের তালিকাটি লক্ষ করুন।
সময় | মাসিক মোট বেতন ইউরোতে |
June 2024 | 2,054 |
January 2024 | 2,054 |
June 2023 | 1,997 |
January 2023 | 1,997 |
June 2022 | 1,739 |
জার্মানিতে একজন ফুল টাইম কর্মচারীর গড় বেতন প্রতি মাসে ৩,৮৩০ ইউরো যা বাংলাদেশী টাকায় ৪ লক্ষ ৯৬ হাজার ৩৩৮ টাকা।
জার্মানিতে প্রতি ঘন্টায় সর্বনিম্ন বেতন কত
২০২৪ সালের ১ জুন জার্মানিতে কাজের সর্বনিম্ন বেতন নির্ধারণ করা হয়েছিল ২০৫৪ ইউরো। যা বাংলাদেশী টাকায় ২ লক্ষ ৬১ হাজার ৮২৩ টাকা। ট্যাক্স দেওয়ার পর সর্বনিম্ন মজুরি ১,৫৫৭ ইউরো।
- ঘন্টা প্রতি বেতন: আনুমানিক ১২ ইউরো/ঘন্টা। যা বাংলাদেশি টাকায় প্রায় ১৫৫০ টাকা
- প্রতি সপ্তাহে কাজের মোট সময়: ৪০ ঘন্টা
- মাসিক মোট ন্যূনতম মজুরি: ২০৫৪ ইউরো
- ট্যাক্স বাদে মাসে ন্যূনতম মজুরি ১,৫৫৭ ইউরো
কাজের ধরন | গড় বার্ষিক বেতন (ইউরোতে) | সঠিক বাংলাদেশি টাকায় বেতন |
---|
ক্লিনার | €২৩,৪০০ | ২৯,৭৭,৩৫০ টাকা |
টিকিট এজেন্ট | €২৪,৯৬০ | ৩১,৭৫,৯১০ টাকা |
ক্যাশিয়ার | €২৬,০০০ | ৩৩,০৮,৫০০ টাকা |
প্যাকার | €২৬,৩২৫ | ৩৩,৫১,৩৫৬ টাকা |
ডেটা টাইপিস্ট | €২৬,৫৪০ | ৩৩,৮০,৯১৫ টাকা |
জার্মানিতে বার্ষিক গড় বেতন কত?
পেশা | প্রতি ঘণ্টায় গড় বেতন (ইউরোতে) | বাংলাদেশি টাকায় (প্রায়) |
---|
গৃহশিক্ষক | €১২ থেকে €১৫ | ১,৫২৭ থেকে ১,৯০৮ টাকা |
কুরিয়ার ডেলিভারি | €৯ থেকে €১২ | ১,১৪৫ থেকে ১,৫২৭ টাকা |
ওয়েটার/ওয়েট্রেস | €৭ থেকে €১০ | ৮৯০ থেকে ১,২৭২ টাকা |
অফিস সহকারী | প্রায় €১২ | প্রায় ১,৫২৭ টাকা |
উল্লেখ্য, বাংলাদেশি টাকার বিনিময় হার সময়ের সাথে পরিবর্তিত হতে পারে
এ সম্পর্কিত আরও পোস্ট:
FAQ
আজকের লেখায় আমরা জার্মানিতে কোন ধরনের চাকরির চাহিদা বেশি এবং সেখানে সর্বনিম্ন বেতন কত, সেই সম্পর্কে বিস্তারিত জানিয়েছি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, যে জার্মানিতে কোন কাজের জন্য বেশি লোক খোঁজা হয় এবং সেখানে কমপক্ষে কত টাকা বেতন পাওয়া যায়।
তথ্যসূত্র:
ADVERTISEMENT