বাংলাদেশের জন্য কোন কোন দেশের ভিসা খোলা আছে 2025
ভ্রমণ বা কাজের জন্য বিদেশ যেতে চান? জেনে নিন বর্তমানে বাংলাদেশের জন্য কোন কোন দেশের ভিসা খোলা আছে এবং ভিসা আবেদনে সর্তকতাসমূহ।
ADVERTISEMENT
জীবিকা নির্বাহের জন্য বেড়ানোর জন্য আমরা বিভিন্ন সময় বিভিন্ন দেশ ভ্রমণের পরিকল্পনা করি। আজকের ব্লগে বর্তমানে বাংলাদেশের জন্য কোন কোন দেশের ভিসা খোলা আছে অর্থাৎ বাংলাদেশ থেকে কোন কোন দেশের ভিসা পাওয়া যায় তা নিয়ে বিস্তারিত জানাব।
এক দেশ থেকে অন্য দেশে ভ্রমণের জন্য অবশ্যই আমাদের ভিসার প্রয়োজন। কেউ যদি ভিসা ব্যতীত অন্য কোনভাবে নিজ দেশ থেকে অন্য দেশে ভ্রমণ করেন সেক্ষেত্রে এটা অবৈধ হিসেবে গণ্য করা হবে এবং আপনার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।
ADVERTISEMENT
যারা বিদেশ ভ্রমণ করতে যাচ্ছেন তাদের জন্য গুরুত্বপূর্ণ হলো ভ্রমণের আগে জেনে নেওয়া কোন কোন দেশের ভিসা চালু আছে। আবার বিভিন্ন দেশে সরকারিভাবেও ভিসার আবেদন করতে পারেন। জানুন- সরকারিভাবে কোন কোন দেশে যাওয়া যায়।
বাংলাদেশের জন্য কোন কোন দেশের ভিসা খোলা আছে
বর্তমানে বাংলাদেশের জন্য সৌদি আরব, ইতালি, ভারত, কানাডা, ভুটান, জর্ডান, সার্বিয়া, উজবেকিস্তান, সিঙ্গাপুর, মালয়েশিয়া, আয়ারল্যান্ড, আর্জেন্টিনা ও রোমানিয়া সহ প্রায় ৫০টি দেশের ভিসা খোলা আছে। এছাড়াও বাংলাদেশ থেকে ৪১টি দেশে বিনা ভিসায় ভ্রমণ করতে পারবেন।
অর্থাৎ, বাংলাদেশ থেকে উপরোক্ত এসকল দেশের ভিসা পাওয়া যায়। যেসব দেশে ভিসা ছাড়া ভ্রমণ করতে পারবেন তা দেখুন এই লিংকে বাংলাদেশ থেকে যেসব দেশে ভিসা ছাড়া যাওয়া যায়।
ADVERTISEMENT
আপনারা অবশ্যই জানতে ইচ্ছুক বাংলাদেশের জন্য বিদেশী কোন কোন দেশের ভিসা খোলা আছে। কোন দেশে ভ্রমণের সিদ্ধান্ত নেয়ার আগে অবশ্যই ওই দেশের জন্য বাংলাদেশ থেকে ভিসা খোলা আছে কিনা এ সম্পর্কে অবগত থাকা উচিত। অন্যথায় ভিসার আবেদন করতে গিয়ে মতামত চেঞ্জ করতে হবে।
এছাড়া ফ্যামেলি বা কোম্পানী ভিসায় যেসব দেশে যেতে পারবেন তার তালিকা নিচে দেয়া হলো। এবং কোন দেশে কাজের ভিসা পাবেন তা নিয়ে সংক্ষেপে আলোচনা করলাম।
বাংলাদেশ থেকে কোন কোন দেশের কাজের ভিসা পাওয়া যায়
বাংলাদেশ থেকে যেসকল দেশের ভিসা পাওয়া যায় আছে সেগুলো হলো:
ADVERTISEMENT
SL No | দেশ | ভিসা আবেদনের নিয়ম |
---|---|---|
1 | সৌদি আরব | |
2 | কানাডা | কানাডা ভিসা আবেদন ফরম পূরণের নিয়ম |
3 | সুইডেন | |
4 | মারিশাস | |
5 | রোমানিয়া | |
6 | বাহরাইন | |
7 | ব্রুনাই | |
8 | কেনিয়া | |
9 | জর্জিয়া | |
10 | বেলারুশ | |
11 | জর্ডান | |
12 | ফিলিপাইন | |
13 | অস্ট্রেলিয়া | |
14 | তাওয়ান | |
15 | মরক্কো | |
16 | বুলগেরিয়া | |
17 | অস্ট্রিয়া | |
18 | কাতার | |
19 | লিবিয়া | |
20 | পোল্যান্ড | পোল্যান্ড ভিসা আবেদন করার নিয়ম |
21 | মালয়েশিয়া (কলিং ভিসা সাময়িক বন্ধ) | মালয়েশিয়া যাওয়ার উপায় |
22 | সিঙ্গাপুর | সিঙ্গাপুর কাজের ভিসা |
23 | দুবাই | |
24 | আলজেরিয়া | |
25 | মেক্সিকো | |
26 | জার্মানি | |
27 | মালটা | |
28 | হাঙ্গেরি | |
29 | ফিজি | |
30 | ফিনল্যান্ড | |
31 | নিউজিল্যান্ড | |
32 | লিথুনিয়া | |
33 | কোরিয়া | |
34 | কুয়েত | |
35 | ওমান | |
36 | মালদ্বীপ |
এই সকল দেশগুলোতে বর্তমানে কাজের জন্য বাঙালিরা ভ্রমণ করতে পারবে। এছাড়াও সম্প্রতি আরো অনেক দেশের সাথে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক গড়ে উঠেছে। নতুন কোন আপডেট পেলে অবশ্যই এই ওয়েবসাইটে পোস্ট এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।
আরও পড়ুন
বাংলাদেশ থেকে ই ভিসা নিয়ে যেসব দেশে যাওয়া যাবে
- আলবেনিয়া
- অ্যান্টিগুয়া ও বার্বুডা
- বেনিন
- বতসোয়ানা
- বুর্কিনা ফাসো
- ক্যামেরুন
- গণপ্রজাতান্ত্রিক কঙ্গো
- আইভরি কোস্ট
- জিবুতি
- নিরক্ষীয় গিনি
- পাপুয়া নিউ গিনি
- ইথিওপিয়া
- গ্যাবন
- গিনি
- ইন্দোনেশিয়া
- কাজাখস্তান
- কিরগিজস্তান
- মালাউই
- মালয়েশিয়া
- মোজাম্বিক
- মায়ানমার
- নাইজেরিয়া
- কাতার
- সাও টোমে এবং প্রিনসিপে
- দক্ষিণ সুদান
- সুরিনাম
- তাজিকিস্তান
- যাও
- উগান্ডা
- উজবেকিস্তান
- ভিয়েতনাম
- জাম্বিয়া
- জিম্বাবুয়ে
বাংলাদেশী নাগরিকদের জন্য প্রতিষ্ঠিত কিছু দেশ
এখানে প্রতিষ্ঠিত দেশ’ বলতে বুঝানো হয়েছে যেখানে বাংলাদেশের নাগরিকরা খুব বেশি ভ্রমণ করে এবং এই সকল দেশগুলোতে বেশিরভাগ ক্ষেত্রে কাজের উদ্দেশ্যে ভ্রমণ করে। বর্তমান সময়ে সব থেকে বেশি বাংলাদেশী প্রবাসী আছে এই সকল দেশগুলোতে, সেগুলো হলোঃ
ADVERTISEMENT
সৌদি আরব, কাতার, কানাডা, ইতালি, রোমানিয়া, উজবেকিস্তান, সার্বিয়া, অস্ট্রেলিয়া, রাশিয়া, সিঙ্গাপুর, ফ্রান্স, মালয়েশিয়া, দুবাই, ফিনল্যান্ড, মরক্কো, আয়ারল্যান্ড, জার্জিয়া, ফিজি, আবুধাবি, লিথুনিয়া ও সুইডেন ইত্যাদি। সাধারণত এই সকল দেশগুলোতে বাংলাদেশী নাগরিকরা বেশি প্রতিষ্ঠিত।
আরও পড়ুন- সৌদি আরব কোন ভিসা ভালো
ভিসা করার ক্ষেত্রে সর্তকতা
ভিসা করার পূর্বে অবশ্যই সে দেশের ভিসা আসলেই চালু আছে কিনা, ভিসার শর্ত কি কি, আবেদন ফি কত, এবং আপনার ভিসার ধরণ অনুযায়ী বিভিন্ন তথ্য জেনে নিবেন। আপনি সে ভিসার শর্ত অনুযায়ী যেতে পারবেন কিনা তা জেনে নিবেন।
এরপর অথরাইজড এজেন্টের মাধ্যমে ভিসার আবেদন করবেন। Authorized এজেন্ট ছাড়া অন্য কারো মাধ্যমে আবেদন, পাসপোর্ট দিবেন না বা টাকা পয়সা লেনদেন করবেন না।
ভিসার সম্পূর্ণ টাকা পরিশোধের আগে অবশ্যই অনলাইনে ভিসা চেক করে নিবেন। তা না পারলে অন্তত বিদেশ যাওয়ার আগে হলেও চেক করে নিবেন। এর ফলে সেদেশে গিয়ে আর বিপদে পড়বেন না। বাংলাদেশ ভিসা করার ক্ষেত্রে যেই সকল প্রতারণা গুলো বেশি হয়ে থাকে সেগুলো হলো কাজের ভিসা দেবার কথা বলে অন্য কোন ভিসা ধরিয়ে দেয়।
সাধারণত এই সকল প্রতারণা গুলো অনেক দালালচক্র করে থাকে তাই ভিসা করার আগে অবশ্যই একটু সর্তকতা অবলম্বন করবেন। এছাড়াও অনেক প্রতারক চক্র আছে যারা বিদেশ পাঠানোর কথা বলে টাকা নেয় পরবর্তীতে তাদের সাথে যোগাযোগ করা সম্ভব হয় না কেননা তারা টাকা নিয়ে অন্য কোথাও চলে যায়।
ADVERTISEMENT
ভাইয়া আমি লিবিয়াতে যাইতে চাই কথটাকা লাগবে ধয়াকরে জানায়বেন এবং কথধীনশময় লাগবে এবং লিবিয়াতে যাইতে কুন এজেন্সির মাধ্যমে গেলে প্রতারিত হব না দয়াকরে জানাবেন প্লিজ ভাই
আপনি বলছেন বাহারাইন এর ভিসা খোলা আছে বাংলাদেশের জন্য কাজের ভিসা বাহারাইনের দীর্ঘদিন থেকে বন্ধ আমরা জানি, সঠিক তথ্য টা দিলে উপকৃত হব।