অনলাইনে সিঙ্গাপুর ভিসা চেক করার নিয়ম

নতুন সিঙ্গাপুরের ভিসা বা ওয়ার্ক পারমিট পেয়েছেন? দেখুন অনলাইনে সিঙ্গাপুর ভিসা চেক করার নিয়ম।

Advertisement
  • Save

আপনি কি বাংলাদেশ থেকে সিঙ্গাপুরের ভিসা বা ওয়ার্ক পারমিট নিয়ে চাকরীর জন্য যাচ্ছেন? অনলাইনেই আপনার সিঙ্গাপুর ভিসা চেক করুন ও প্রিন্ট কপি সংগ্রহ করুন।

অনেকেই বিভিন্ন এজেন্ট বা আত্মীয়ের মাধ্যমে সিংগাপুরের ওয়ার্ক পারমিট বা ভিসা সংগ্রহ করেন। এই ওয়ার্ক পারমিট ঠিক আছে কিনা এর সত্যতা অনেকেই অজ্ঞতাবশত যাচাই করেন না।

Advertisement

এর ফলে দেখা যায়,  ভুল ভিসা বা অন্য ভিসায় ওই দেশ গিয়ে প্রতারিত হন। কিন্তু আপনি খুব সহজেই ভিসা চেক করে নিতে পারেন।

বাংলাদেশ থেকে সিঙ্গাপুর ভিসা আবেদন কিভাবে করবেন, কি কি লাগবে, সিঙ্গাপুরে কাজের বেতন কত বিস্তারিত জানতে দেখুন- সিঙ্গাপুর কাজের ভিসা

সিঙ্গাপুর ভিসা চেক করার নিয়ম
  • Save

অনলাইনে সিঙ্গাপুর ভিসা চেক করার নিয়ম বিস্তারিত আলোচনা করা হল। আশা করি আপনার উপকারে আসবে।

এক নজরে সম্পূর্ণ লেখা

Advertisement

সিঙ্গাপুর ভিসা চেক করার নিয়ম

ওয়ার্ক পারমিট বা ভিসা চেক করার জন্য আপনার যা যা দরকার;

  1. পাসপোর্ট নম্বর – Passport No
  2. আপনার পূর্ন নাম- Your Full Name
  3. ওয়ার্ক পারমিট নম্বর- Work Permit No
  4. ওয়ার্ক পারমিট আবেদনের তারিখ- Date of Application

আপনার ভিসা চেক করার জন্য নিচের ধাপগুলো সঠিকভাবে অনুসরণ করুন।

ধাপ ১ঃ প্রথমে এই লিংকে ভিজিট করুন- https://www.mom.gov.sg/check-wp

সিঙ্গাপুর ভিসা চেক করার নিয়ম
  • Save

এখানে I Agree বাটনে ক্লিক করুন।

Advertisement
সিঙ্গাপুর ভিসা চেক
  • Save

এই পৃষ্ঠা থেকে বাম পাশের Enquire তে ক্লিক করুন। এরপর, লাল বক্সে চিহ্নিত Work Permit (WP) Validity/ Application Status/ Salary (Approved and Valid WP) তে ‍ক্লিক করুন।

ধাপ ২ঃ এই ধাপে লাল বক্সে চিহ্নিত Passport No অপশনের পাশে রেডিও বাটনটি সিলেক্ট করুন।

সিঙ্গাপুর আইপি চেক
  • Save

এরপর বক্সে আপনার পাসপোর্ট নম্বরটি ও তার নিচে আপনার পুরো নাম ইংরেজিতে (Capital Letter) লিখুন যেভাবে পাসপোর্টে আছে। তারপর ডান পাশে নিচে Next বাটনে ক্লিক করুন।

ধাপ ৩ঃ এবার আপনার ওয়ার্ক পারমিট নম্বর ও আবেদনের তারিখ দিয়ে যাচাই করতে হবে।

Advertisement
সিঙ্গাপুর ভিসা চেক করার নিয়ম
  • Save

এখান থেকে Option 3 তে, আপনার ওয়ার্ক পারমিট নম্বরটি (Work Permit No) ও ওয়ার্ক পারমিটের আবেদনের তারিখ (Date of Application of Work Permit) দিন এবং Submit বাটনে ক্লিক করুন।

সব ঠিক থাকলে, আপনার ওয়ার্ক পারমিট বা ভিসার সব তথ্য স্ক্রীনে দেখানো হবে। আপনি চাইলে এর একটি প্রিন্ট কপি ও নিতে পারবেন।

এই ব্লগটি যদি আপনার উপকারে আসে, দয়া করে শেয়ার করে অন্যকেও সাহায্য করুন। ভাল থাকুন, ব্লগে নিয়মিত ভিজিট করার জন্য আমন্ত্রন রইলো।

ভিসা সংক্রান্ত আরো তথ্য

হোমপেইজে যানHome
ক্যাটাগরি পেইজে যানVisa
সকল দেশের ভিসা চেকভিসা চেক
Advertisement

Similar Posts

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।