পাসপোর্ট নাম্বার দিয়ে সৌদি ভিসা চেক করার নিয়ম- নতুন পদ্ধতি
খুব সহজেই শুধুমাত্র পাসপোর্ট নাম্বার দিয়ে সৌদি ভিসা চেক করতে পারবেন। যাচাই করতে পারবে ভিসা আসল না নকল।
ADVERTISEMENT
ইন্টারনেটের মাধ্যমে এখন প্রায় সব দেশের ভিসাই অনলাইনে চেক করা যাচ্ছে। প্রতারণা থেকে বাঁচতে অবশ্যই ভিসা অনলাইনে যাচাই করা প্রয়োজন।
তাছাড়া সৌদি ভিসা চেক করে এটাও জানতে পারবেন যে, ভিসাটির Sponsor কোম্পানীর নাম, ভিসার মেয়াদ কতদিন, কোন ধরণের ভিসা ইত্যাদি।
ADVERTISEMENT
তাহলে আসুন দেখে নিই, কিভাবে পাসপোর্ট নাম্বার দিয়ে সৌদি ভিসা চেক করবেন।
আপডেটঃ enjazit ভিসা চেক করার ওয়েবসাইট enjazit.com.sa পরিবর্তন হয়ে এখন visa.mofa.gov.sa. নতুন ওয়েবসাইটে কিভাবে ভিসা চেক করবেন বিস্তারিত নিচে দেখুন
পাসপোর্ট নাম্বার দিয়ে সৌদি ভিসা চেক
সৌদি আরবের ভিসা চেক করার জন্য ভিজিট করুন- visa.mofa.gov.sa/VisaPerson/GetApplicantData এই লিংকে। এখানে আপনার Passport Number, Nationality এবং Visa Issuing Authority- Dhaka সিলেক্ট করুন। তারপর Image Code লিখে সার্চ করুন। আপনার ছবি সহ ভিসার সকল তথ্য দেখতে পাবেন।
আরো পড়ুন- পাসপোর্ট রিনিউ করার নিয়ম
সৌদি আরব ভিসা চেক করার পুরাতন সাইট enjazit.gov.sa পরিবর্তন করে নতুন সাইট visa.mofa.gov.sa এ নেয়া হয়েছে। তাই অনেকে বুঝেতে পারছেন না। সৌদি ভিসা স্টাম্পিং চেক করার জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন,
ADVERTISEMENT
ধাপ ১ # ভিজিট করুন সৌদি ভিসা চেকিং ওয়েবসাইট- visa.mofa.gov.sa
ভিজিট করুন, MOFA Saudi visa check তারপর একদম উপরের বাম পাশের মেনু থেকে E তে সিলেক্ট করুন ইংরেজি ভাষার জন্য। তাছাড়া সরাসরি visa.mofa.gov.sa ওয়েবসাইট থেকে ভিসা চেক করার লিংক পাওয়া যাচ্ছে না।
ধাপ ২ # ভিসা চেক করুন
নিচের ছবির মত একটি পেইজ ওপেন হবে। এখান আপনার পাসপোর্ট নাম্বার লিখুন। Visa Type হিসেবে Work বা অন্য যে ক্যাটাগরি হয় তা সিলেক্ট করুন।
আপনার জাতীয়তা Current Nationality যেহেতু বাংলাদেশ, এটা সিলেক্ট করুন। Visa Issuing Authority যেহেতু Saudi Mission in Dhaka হবে তাই এখানে, Dhaka সিলেক্ট করুন।
ADVERTISEMENT
তারপর Image Code টি সঠিকভাবে লিখে Search করুন।
ধাপ ৩ # সৌদি ভিসার তথ্য যাচাই করুন
পাসপোর্ট নম্বর দ্বারা মোফা ভিসা চেক করার পর আপনার ভিসা আবেদনের স্ট্যাটাস দেখতে পাবেন। যদি ইতোমধ্যে ভিসা ইস্যু হয়ে যায় বা Approve হয়ে যায়। আপনি ভিসার সকল তথ্য যেমন, Visa Number, Application Number, Visa Sponsor বা কোম্পানীর নাম ও আপনার তথ্য দেখতে পাবেন।
এভাবেই আপনার সৌদি আরবে ওয়ার্ক ভিসা চেক করতে পারবেন। এবার জানি কিভাবে কোম্পানীর নাম ও আপনার পেশা সম্পর্কে জানবেন।
আরও পড়ুন- সৌদি আরব কোন ভিসা ভালো
সৌদি ভিসা বাংলা অনুবাদ যেভাবে করবেন
সৌদি ভিসা বাংলা অনুবাদ করার জন্য আপনি গুগল ট্রান্সলেটর ব্যবহার করুন। ভিসাতে কোম্পানীর নাম ও পেশা জানার জন্য, আরবী লেখা কপি করে, গুগল সার্চে পেস্ট করুন। তারপর আরবী লেখার পর লিখুন, ইংরেজি অনুবাদ। এবার Google Search করুন।
ভিসাতে Sponsor কে অর্থাৎ কোম্পানীর নাম এবং আপনার পেশা আরবীতে লেখা থাকে। আপনি আরবি না বুঝলে এটি Google Translator থেকে অনুবাদ করে বুঝে নিতে পারবেন।
শেষকথা
যারা বিদেশ যাচ্ছেন বা যাবেন, তাদের সবারই উচিত ভ্রমেণের পূর্বে ভিসা চেক করে নেয়া। ভিসা সঠিক কিনা, ভিসার ধরণ, পেশা ও কোম্পানীর নাম ঠিক আছে কিনা এসব এখন অনলাইনেই যাচাই করা যায়।
প্রতারণার হাত থেকে বাঁচতে অবশ্যই এটি করুন। সকল দেশের ভিসা চেক অনলাইনে কিভাবে করবেন তা জানতে দেখুন এই পেইজ – পাসপোর্ট নাম্বার দিয়ে ভিসা চেক।
সৌদি ভিসা চেক সম্পর্কে প্রশ্ন ও উত্তর
সৌদি আরবের ভিসা চেক করার জন্য, ভিজিট করুন- MOFA visa check এই সাইটে। এখানে আপনার পাসপোর্ট নাম্বার দিয়ে ভিসা চেক করতে পারবেন।
Enjaz ওয়েবসাইট থেকে সৌদি ভিসা চেক করার পর, আপনি ভিসার Sponsor এবং Occupation দেখতে পাবেন। এই আরবী লেখা কপি করে Google Translator থেকে অনুবাদ করে চেক করতে পারবেন।
ভিসা চেক সংক্রান্ত আরো তথ্য
- কাতার ভিসা চেক
- দুবাই ভিসা চেক
- সিঙ্গাপুর ভিসা চেক
- মালয়েশিয়া ভিসা চেক
- ওমান ভিসা চেক
- আমেরিকা ভিসা চেক
ADVERTISEMENT
Thank’s
Well Maintained Vehicles – Each of the cars in our rental inventory is routinely checked
to ensure its performance and the safety of its passengers.
শুধু পাসপোর্ট নাম্বার দিয়ে কিভাবে ভিসা চেক করব?
কোন দেশের? পারবেন তো।