হটলাইনে ফোন করেই জমির মৌজা ম্যাপ সংগ্রহ করুন
ঘরে বসেই ভূমিসেবা হটলাইনে ফোন করে পর্চা ও মৌজা ম্যাপের জন্য আবেদন করে পোস্ট অফিসের মাধ্যমেই আপনার বাড়িতে পেয়ে যান ডেলিভারী। দেখুন কিভাবে করবেন বিস্তারিত।
![হটলাইনে ফোন করে মৌজা ম্যাপ সংগ্রহ করার নিয়ম](https://eservicesbd.com/wp-content/uploads/2025/02/collect-mouja-map-dialing-hotline.webp)
ADVERTISEMENT
জমির পর্চা (খতিয়ান) বা মৌজা ম্যাপ পেতে এখন আর অফিসে দৌড়াদৌড়ি করতে হবে না! ভূমি মন্ত্রণালয়ের হটলাইন ১৬১২২ নম্বরে কল করলেই ঘরে বসে এই সেবা নিতে পারবেন।
কেমন হয় যদি মাত্র ৫ মিনিটে আবেদন করে প্রয়োজনীয় কাগজপত্র আপনার বাসায় পেয়ে যান? চলুন, জেনে নিই বিস্তারিত!
হটলাইনে কল করার পূর্বপ্রস্তুতি
হটলাইনে কল করার আগে কিছু তথ্য ও জিনিস আপনার হাতের কাছে রাখতে হবে যাতে আবেদন প্রক্রিয়া সহজ হয়।
- জাতীয় পরিচয়পত্র (NID) কপি রাখুন: আপনার NID নম্বরটি হাতের কাছে রাখুন, কারণ এটি প্রয়োজন হবে।
- জমির তথ্য: জমির খতিয়ান নম্বর, দাগ নম্বর, মৌজা নং ও মৌজার নাম সংগ্রহ করে রাখুন।
এ সম্পর্কিত আরও পোস্ট:
হটলাইনে পর্চা ও মৌজা ম্যাপের আবেদন করার নিয়ম
হটলাইন ১৬১২২ নম্বরে কল করে পর্চা বা মৌজা ম্যাপের জন্য আবেদন করার ধাপগুলো নিচে বিস্তারিতভাবে দেওয়া হলো:
ADVERTISEMENT
- ধাপ ১: হটলাইনে কল করুন: আপনার মোবাইল ফোন থেকে সরাসরি ১৬১২২ নম্বরে ডায়াল করুন।
- ধাপ ২: সেবা নির্বাচন করুন: কল রিসিভ হওয়ার পর, মেনু থেকে আপনার প্রয়োজনীয় সেবা (পর্চা বা মৌজা ম্যাপ) নির্বাচন করুন। প্রয়োজনে অপারেটরের সাথে কথা বলুন।
- ধাপ ৩: প্রয়োজনীয় তথ্য দিন: অপারেটর আপনার কাছ থেকে আপনার নাম, পিতার নাম, ঠিকানা, এবং জাতীয় পরিচয়পত্র নম্বর এবং জমির তথ্য যেমন, জমির খতিয়ান নম্বর, দাগ নম্বর, মৌজা নাম, জমির পরিমাণ ইত্যাদি জানতে চাইবে।
- ধাপ ৪: আবেদনের নিশ্চিত করুন: অপারেটর আপনার দেওয়া তথ্যগুলো পুনরায় পড়ে শোনাবেন। সঠিক থাকলে নিশ্চিত করুন।
- ধাপ ৫: টোকেন নম্বর সংগ্রহ করুন: আবেদন প্রক্রিয়া সম্পন্ন হলে, আপনার মোবাইলে একটি টোকেন নম্বর SMS এর মাধ্যমে পাঠানো হবে।
- ধাপ ৬: ফি পরিশোধ করুন: প্রাপ্ত টোকেন নম্বর ব্যবহার করে, মোবাইল ব্যাংকিং বা ডেবিট/ক্রেডিট কার্ডের মাধ্যমে নির্ধারিত ফি পরিশোধ করুন।
- আবেদনের আইডি ও ডেলিভারির তারিখ সংগ্রহ: ফি পরিশোধের পর, আপনার মোবাইলে একটি SMS আসবে যেখানে আপনার আবেদনের আইডি এবং ডেলিভারির সম্ভাব্য তারিখ উল্লেখ থাকবে।
এরপর কয়েকদিনের মধ্যে পোস্ট অফিসে, আপনার ঠিকানায় পর্চা বা মৌজা ম্যাপ চলে যাবে। যদি ৭ দিনের মধ্যে কোন ডাক না পেয়ে থাকেন, আপনার পোস্ট অফিসে খোঁজ নিতে পারেন।
সরাসরি land gov bd ভুমি সেবা ওয়েবসাইট থেকে ম্যাপ ডাউনলোড করার জন্য দেখুন মৌজা ম্যাপ জমির নকশা ডাউনলোড এই ব্লগটি।
ভার্চুয়াল রেকর্ড রুম থেকে সার্টিফায়েড কপি সংগ্রহ
আপনি চাইলে ভূমি মন্ত্রণালয়ের উপজেলা ভার্চুয়াল রেকর্ড রুম থেকেও যেকোনো সময় পর্চা দেখতে পারবেন। তবে যদি সার্টিফায়েড কপি দরকার হয়, তাহলে ৫০ টাকা ফি পরিশোধ করতে হবে। আর ডাকযোগে পেতে চাইলে আরও অতিরিক্ত ৪০ টাকা ফি প্রয়োজন হবে।
ADVERTISEMENT
ভূমি উন্নয়ন করও দিতে পারবেন
হটলাইনে ফোন করে পর্চা বা মৌজা ম্যাপের পাশাপাশি, ভূমি উন্নয়ন কর পরিশোধ করা যাবে। কীভাবে করবেন? নিচে তার প্রক্রিয়া দেখুন।
![](https://eservicesbd.com/wp-content/uploads/2025/02/land-gov-bd-registration.webp)
হটলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধ করার নিয়ম
- ১৬১২২ নম্বরে কল করে আপনার জাতীয় পরিচয়পত্র ও জমির তথ্য দিয়ে land.gov.bd ওয়েবসাইটে নিবন্ধন করতে হবে। অথবা আপনি সরাসরি land.gov.bd ওয়েবসাইট থেকে নাম, মোবাইল ও জাতীয় পরিচয়পত্র ও জমির তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করুন।
- ইউনিয়ন ভূমি অফিস অনুমোদন দেওয়ার পর হোল্ডিং এন্ট্রি হবে এবং হোল্ডিং নম্বরের তথ্য আবেদনকারীর মোবাইলে SMS দিয়ে পাঠানো হবে।
- এরপর আবার ১৬১২২ নম্বরে কল করে ভূমি কর দিতে চান জানান। তারপর হোল্ডিং নম্বরের তথ্য দিন।
- ফি পরিশোধের জন্য এসএমএসে টোকেন নম্বর পাঠানো হবে।
- মোবাইল ব্যাংকিংয়ের পে-বিল অপশন ব্যবহার করে SMS এ পাওয়া টোকেন ব্যবহার করে ৭২ ঘণ্টার মধ্যে কর পরিশোধ করুন।
- কর পরিশোধের ৭২ ঘণ্টার মধ্যে ডিজিটাল দাখিলা আপনার অ্যাকাউন্টে সংরক্ষিত হবে।
সরাসরি ভূমিসেবা ওয়েবসাইটে লগইন করে অনলাইনে জমির খাজনা দেওয়ার নিয়ম দেখতে পারেন।
ADVERTISEMENT
যাইহোক, এখন থেকে আর অফিসে দৌড়াদৌড়ির কোনো ঝামেলা নেই। তাই জমি সংক্রান্ত যেকোনো জিজ্ঞাসা ও সেবা পেতে 16122 নম্বরে কল করে সহজেই সেবা নিতে পারবেন।
ADVERTISEMENT