পাসপোর্ট করতে কত টাকা লাগে | ই পাসপোর্ট ফি কত ২০২৪

জানুন বাংলাদেশ সহ বিভিন্ন দেশ থেকে বাংলাদেশ ই পাসপোর্ট ফি কত। পাসপোর্টের পাতা, মেয়াদ ও ডেলিভারীর ধরণের উপর ফি’র পরিমাণ নির্ভর করে।

পাসপোর্ট করতে কত টাকা লাগে
  • Save

ADVERTISEMENT

আপনি যদি নতুন পাসপোর্ট করতে চান অথবা, পুরাতন পাসপোর্ট রিনিউ করতে চান, আপনার জানা দরকার ই পাসপোর্ট ফি কত। এখানে বলব বাংলাদেশ থেকে বিভিন্ন মেয়াদের ও পৃষ্ঠা সংখ্যার পাসপোর্ট করতে কট টাকা লাগবে এবং বাড়তি কোন টাকা লাগবে কি না।

বর্তমানে বাংলাদেশের  প্রায় সব জেলাতেই ই পাসপোর্ট সুবিধা রয়েছে। আপনি অনলাইন থেকেই নিজেই নির্ভূলভাবে ই-পাসপোর্টের আবেদন করতে পারবেন।

ADVERTISEMENT

পাসপোর্ট করতে কত টাকা লাগে

ই পাসপোর্ট করতে সর্বনিম্ন ৪০২৫ টাকা থেকে সর্বোচ্চ ১৩,৮০০ টাকা পর্যন্ত খরচ হতে পারে। তাছাড়া নিজে অনলাইনে আবেদন করতে না পারলে কোন অনলাইন সেবার দোকানে করালে বাড়তি ২০০ টাকা খরচ হতে পারে। এই খরচ ব্যতীত পাসপোর্ট অফিসে কোন অতিরিক্ত ফি নেই।

পাসপোর্টের পৃষ্ঠা সংখ্যা ও ডেলিভারীর ধরণ সাধারণ বা জরুরী অনুসারে ফি ভিন্ন হয়। নিচে দেখুন ই পাসপোর্ট ফি কত।

ADVERTISEMENT

ই-পাসপোর্ট ফি কত

Delivery48 Pages48 Pages64 Pages64 Pages
5 Years10 Years5 Years 10 Years
রেগুলার৪,০২৫ টাঃ৫,৭৫০ টাঃ ৬,৩২৫ টা ৮,০৫০ টা
এক্সপ্রেস৬,৩২৫ টাঃ৮,০৫০ টাঃ ৮,৬২৫ টা ১০,৩৫০ টা
সুপার এক্সপ্রেস৮,৬২৫ টাঃ১০,৩৫০ টাঃ ১২,০৭৫ টা ১৩,৮০০ টা
ই পাসপোর্ট ফি চার্ট ২০২৪

বিশেষ দ্রষ্টব্যঃ

  • উপরোক্ত সকল ফি’র মধ্যে ১৫% ভ্যাট অর্ন্তভূক্ত আছে
  • সরকারি চাকরিজীবিদের যাদের NOC আছে বা অবসর সনদ আছে, তারা রেগুলার ফি দিয়ে জরুরী সুবিধা পাবেন। সরকারী চাকরীজীবিদের জন্য জরুরী আবেদন প্রযোজ্য নয়।

All fees are Including 15% VAT and those who have NOC/Retired doc (Govt employees) will get Express facility with submitting regular fee.

১০ বছর মেয়াদি পাসপোর্ট করতে কত টাকা লাগে?

১০ বছর মেয়াদি পাসপোর্ট করতে রেগুলার ডেলিভারীতে ৪৮ পাতার পাসপোর্ট ৫,৭৫০ টাকা ও ৬৪ পাতার পাসপোর্ট ৮,০৫০ টাকা ফি পরিশোধ করতে হয়। তাছাড়া জরুরী বা এক্সপ্রেস ডেলিভারিতে ৪৮ পাতা ৮,০৫০ টাকা ও ৬৪ পাতা ১০,৩৫০ টাকা লাগে।

ADVERTISEMENT

পাসপোর্ট ফি এ চালানের মাধ্যমে পরিশোধ করতে হয়। আপনি ব্যাংকের মাধ্যমেও এ চালান করতে পারবেন।

আমেরিকা থেকে ই পাসপোর্ট ফি কত ২০২৩

আমেরিকা থেকে ই পাসপোর্ট করতে কত টাকা লাগবে তা নিচের ছকে দেয়া হল।

৪৮ পাতা ৫ বছর মেয়াদীRegular- USD 110.00 (including all charges)
Express- USD 165.00 (including all charges)
৪৮ পাতা ১০ বছর মেয়াদী Regular- USD 137.50 (including all charges)
Express- USD 192.50 (including all charges)
৬৪ পাতা ৫ বছর মেয়াদী Regular- USD 165.00 (including all charges)
Express- USD 220.00 (including all charges)
৬৪ পাতা ১০ বছর মেয়াদী Regular- USD 192.50 (including all charges)
Express- USD 247.50 (including all charges)
আমেরিকা থেকে বাংলাদেশ ই পাসপোর্ট ফি

E-passport করার জন্য কোন দালাল ধরতে হবে না। আপনি নিজে অনলাইনে আবেদন করতে না পারলে স্থানীয় কোন অনলাইন সেবার প্রতিষ্ঠান বা দোকানে গিয়ে আবেদন করিয়ে নিন।

ADVERTISEMENT

এরপর ব্যাংকে পাসপোর্ট ফির চালান জমা দিয়ে সরাসরি পাসপোর্ট অফিসে যান। নিজের কাজ নিজে করতে শিখুন, এতে আপনার অভিজ্ঞতা বাড়বে এবং পরবর্তীতে কাজে লাগবে।

আপনি নিজেও ই পাসপোর্টের টাকা জমা দিতে পারবেন এ চালানের মাধ্যমে। দেখুন কিভাবে এ চালান কিভাবে করতে হয়

নিচের বাটনে ক্লিক করে দেখে নিন কিভাবে অনলাইনে ই পাসপোর্ট ফি জমা দিবেন।

ই-পাসপোর্ট ফি নিয়ে কিছু সচরাচর প্রশ্ন

ই-পাসপোর্টের মেয়াদ, পাতার সংখ্যা ও ডেলিভারী সময়ের উপর নির্ভর করে ফি ভিন্ন হয়ে থাকে। সাধারণ আবেদনে ৫ বছর মেয়াদী ই-পাসপোর্ট ফি ৪০২৫ টাকা। ই-পাসপোর্ট ফি (E-passport Fee) দেখুন।

“এ-চালান” সফটওয়্যার এর মাধ্যমে আপনি ঘরে বসেই, বিকাশ, রকেট, সোনালী ব্যাংক সহ অন্যান্য ব্যাংকের মাধ্যমে আপনার ই-পাসপোর্ট ফি জমা দিতে পারবেন। এজন্য আপনাকে ব্যাংকে ভিজিট করতে হবেনা। দেখুন কিভাবে নিজেই ই-পাসপোর্ট ফি জমা করবেন

পাসপোর্ট করতে এখন ব্যাংক ড্রাফট নয় বরং অটোমেডেট চালান প্রয়োজন হয়। পাসপোর্ট ও ডেলিভারীর ধরণ অনুসারে চালান পরিশোধ করতে হয়। ৫ বছর মেয়াদী ই-পাসপোর্ট সাধারণ ডেলিভারীতে ভ্যাটসহ ৪০২৫ টাকার চালান পরিশোধ করতে হয়।

পাসপোর্ট সংক্রান্ত আরো তথ্যের লিংক

ADVERTISEMENT

Similar Posts

12 Comments

  1. আমার পাসপোর্ট এর মেয়াদ চলেগেছে প্রায় ৭বছর ৯ মাস হয়, আমি কি ঐ পাসপোর্ট রিনিউ করতে পারবো? । আর রিনিউ হলে ৫ বছরের জন্য কতো টাকা খরচ হবে,দয়া করে জানালে উপক্রিত হব।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।