বাংলাদেশ থেকে যেসব দেশে ভিসা ছাড়া যাওয়া যায় ২০২৪

বাংলাদেশ থেকে যেসব দেশে ভিসা ছাড়া যাওয়া যায়, কোন কোন দেশে On Arrival Visa প্রয়োজন, কত দিনের জন্য ভ্রমণ করা যাবে, বাংলাদেশ পাসপোর্টের র‌্যাংক বিস্তারিত

বাংলাদেশ থেকে যেসব দেশে ভিসা ছাড়া যাওয়া যায়
  • Save

ADVERTISEMENT

আজকে জানাব, বাংলাদেশ ই পাসপোর্টের Global Rank, বাংলাদেশ থেকে ভিসা ছাড়া কোন দেশে যাওয়া যায়, কোন কোন দেশের জন্য অন অ্যারাইভাল (On Arrival Visa) প্রয়োজন, কত দিনের জন্য ভ্রমণ করতে পারবেন ইত্যাদি।

যে কোনো আন্তর্জাতিক ভ্রমণের জন্য অবশ্যই সরকার কর্তৃক প্রদত্ত পাসপোর্ট ও যে দেশে ভ্রমণ করবেন সেই দেশের সরকারি অনুমতিপত্র বা ভিসা প্রয়োজন হয়। ভিসা নামের এই অনুমতি পত্রটি একটি দেশ কোনো বিদেশি নাগরিককে দেয়, সেই দেশে প্রবেশ ও একটি নির্দিষ্ট সময় ধরে অবস্থান করার জন্য।

ADVERTISEMENT

একটি দেশে প্রবেশ ও অবস্থানের সময়সীমা সহ যাবতীয় নিয়ম-কানুন নির্ভর করে পাসপোর্টধারীর দেশটির ওপর। কখনও এই নিয়মে খুবই কড়াকড়ি, আবার কোনো কোনো ক্ষেত্রে একদম শিথিল।

বাংলাদেশের পাসপোর্টধারীরা ভিসা ছাড়াই বিশ্বের যেসব দেশে যেতে পারবেন তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হলো। আরও পড়ুন বাংলাদেশের জন্য কোন কোন দেশের ভিসা খোলা আছে

বাংলাদেশ থেকে কোন কোন দেশে যেতে ভিসা লাগে না

বিভিন্ন দেশ বাংলাদেশি নাগরিকদের ভিসা ছাড়াই ভ্রমণের সুযোগ দিচ্ছে। এর মধ্যে অন্যতম হচ্ছে, এর মধ্যে রয়েছে কুক দ্বীপপুঞ্জ, বাহামাস, ইন্দোনেশিয়া, ফিজি, ভানুয়াতু, অ্যান্টিগুয়া ও বারবুডা, বার্বাডোস, সেন্ট কিটস অ্যান্ড নেভিস, হাইতি ইত্যাদি।

বাংলাদেশ থেকে ভিসা ছাড়া কোন দেশে যাওয়া যায় তা নির্ভর করে পাসপোর্টের Rank এর উপর। ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অথোরিটির ডাটার ওপর ভিত্তি করে পাসপোর্ট ইন্ডেক্স – Passport Index প্রতিবছর পাসপোর্টের ভিসা প্রক্রিয়া যাচাই করে বিশ্বের দেশগুলোর র‍্যাংকিং প্রকাশ করে।

২০২৩ এর The Henley Passport Index এর তালিকা অনুযায়ী বাংলাদেশ ই পাসপোর্ট -এর র‍্যাংকিং ১০১। এই Rank অনুযায়ী বাংলাদেশি বৈধ পাসপোর্টধারীরা বিশ্বের মোট ৪১ টি দেশে ভিসা ছাড়াই যাতায়াত করতে পারবেন। নিচে দেশগুলোর তালিকা দেয়া হল।

ADVERTISEMENT

বাংলাদেশ পাসপোর্ট ভিসা ফ্রি কান্ট্রি ২০২৩

নিম্মোক্ত ২১টি দেশে বাংলাদেশি পাসপোর্টধারীরা কোন রকম ভিসা বা অন অ্যারাইভাল ভিসা ছাড়াই ভ্রমণ করতে পারবেন। নিন্মোক্ত দেশগুলো বাংলাদেশ পাসপোর্টধারীদের জন্য ভিসা ফ্রি কান্ট্রি।

1Bahamasvisa-free/90 days
2Barbadosvisa-free/180 days
3British Virgin Islandvisa-free
4Bhutanvisa-free/14 days
5Cook Islandsvisa-free
6Cape Verde Islandvisa-free
7Dominicavisa-free/180 days
8Fijivisa-free/120 days
9The Gambiavisa-free/90 days
10Grenadavisa-free/90 days
11Haitivisa-free/90 days
12Indonesiavisa-free
13Jamaicavisa-free
14Lesothovisa-free
15Micronesiavisa-free
16Montserratvisa-free
17Niuevisa-free
18Saint Kitts and Nevisvisa-free/90 days
19St. Vincent and the Grenadinesvisa-free/30 days
20Trinidad and Tobagovisa-free
21Vanuatuvisa-free
Visa Free Countries for Bangladeshis
Advertisement

যেসব দেশে অন অ্যারাইভাল ভিসা নিয়ে ভ্রমণ করতে পারবেন

নিম্মোক্ত ১৯টি দেশে বাংলাদেশিরা অন অ্যারাইভাল ভিসা পাবেন। বাংলাদেশি পাসপোর্টধারীরা এসব দেশে পূর্ববর্তী ভিসা ছাড়াই ভ্রমণ করতে পারবেন।

1Boliviavisa on arrival / eVisa/90 days
2Burundivisa on arrival/30 days
3Comoro Islandvisa on arrival/45 days
4Guinea-Bissauvisa on arrival / eVisa/90 days
5Madagascarvisa on arrival / eVisa/90 days
6Maldivesvisa on arrival/30 days
7Mauritaniavisa on arrival
8Mozambiquevisa on arrival
9Nepalvisa on arrival/90 days
10Rwandavisa on arrival / eVisa/30 days
11Samoavisa on arrival/60 days
12Senegalvisa on arrival
13Seychellestourist registration/90 days
14Sierra Leonevisa on arrival/30 days
15Somaliavisa on arrival/30 days
16Timor-Lestevisa on arrival/30 days
17Togovisa on arrival/7 days
18Tuvaluvisa on arrival/30 days
19UgandaeVisa
Countries require on arrival visa
Advertisement

List of Countries Require eTA Visa (Electronic Travel Authorization)

বাংলাদেশী পাসপোর্টধারীরা Sri Lanka তে eTA visa নিয়ে ভ্রমণ করতে পারবেন। eTA এর অর্থ হচ্ছে Electronic Travel Authorization.

ADVERTISEMENT

1Sri LankaeTA/30 days
Countries require eTA

উপরোক্ত মোট ৪১ টি দেশে অন অ্যারাইভাল ভিসা নিয়ে/ ভিসা ছাড়া বাংলাদেশের পাসপোর্টধারীরা ভ্রমণ করতে পারবেন। আশা করি তথ্যগুলো আপনার কাজে লাগবে।

বাংলাদেশ থেকে কোন কোন দেশে যাওয়া যায় না

বাংলাদেশ থেকে কোন কোন দেশে যেতে ভিসা লাগে না?

বাংলাদেশ পাসপোর্টের Global Rank অনুযায়ী ৪১ টি দেশে বিনা ভিসায় ভ্রমণ করা যায়। তবে এদের মধ্যে ২১ টি ভিসা ফ্রি দেশ রয়েছে। বাকিগুলোতে অন অ্যারাইভাল ভিসা ও ইটিএ (eTA) প্রয়োজন হয়। পড়ুন কোন কোন দেশে ভিসা ছাড়া যাওয়া যায়

বাংলাদেশের পাসপোর্ট দিয়ে কোন কোন দেশে যাওয়া যায়?

বাংলাদেশের পাসপোর্ট দিয়ে মোট ২১টি দেশে বিনা ভিসায় যাওয়া যায়। এর মধ্যে রয়েছে কুক দ্বীপপুঞ্জ, বাহামাস, ইন্দোনেশিয়া, ফিজি, ভানুয়াতু, বারবুডা, বার্বাডোস, সেন্ট কিটস অ্যান্ড নেভিস, হাইতি সহ আরও কিছু দেশ। এছাড়া আরও ২০টি দেশে On Arrival Visa নিয়ে ভ্রমণ করা যায়।

ই পাসপোর্ট, ভিসা, জন্ম নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্রসহ বিভিন্ন আপডেট তথ্যের জন্য নিয়মিত ভিজিট করুন- eservicesbd.com ।

বাংলাদেশ ই পাসপোর্ট সম্পর্কিত আরও তথ্য

ADVERTISEMENT

Similar Posts

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।