বাংলাদেশ থেকে যেসব দেশে ভিসা ছাড়া যাওয়া যায় ২০২৪
বাংলাদেশ থেকে যেসব দেশে ভিসা ছাড়া যাওয়া যায়, কোন কোন দেশে On Arrival Visa প্রয়োজন, কত দিনের জন্য ভ্রমণ করা যাবে, বাংলাদেশ পাসপোর্টের র্যাংক বিস্তারিত
ADVERTISEMENT
আজকে জানাব, বাংলাদেশ ই পাসপোর্টের Global Rank, বাংলাদেশ থেকে ভিসা ছাড়া কোন দেশে যাওয়া যায়, কোন কোন দেশের জন্য অন অ্যারাইভাল (On Arrival Visa) প্রয়োজন, কত দিনের জন্য ভ্রমণ করতে পারবেন ইত্যাদি।
যে কোনো আন্তর্জাতিক ভ্রমণের জন্য অবশ্যই সরকার কর্তৃক প্রদত্ত পাসপোর্ট ও যে দেশে ভ্রমণ করবেন সেই দেশের সরকারি অনুমতিপত্র বা ভিসা প্রয়োজন হয়। ভিসা নামের এই অনুমতি পত্রটি একটি দেশ কোনো বিদেশি নাগরিককে দেয়, সেই দেশে প্রবেশ ও একটি নির্দিষ্ট সময় ধরে অবস্থান করার জন্য।
ADVERTISEMENT
একটি দেশে প্রবেশ ও অবস্থানের সময়সীমা সহ যাবতীয় নিয়ম-কানুন নির্ভর করে পাসপোর্টধারীর দেশটির ওপর। কখনও এই নিয়মে খুবই কড়াকড়ি, আবার কোনো কোনো ক্ষেত্রে একদম শিথিল।
বাংলাদেশের পাসপোর্টধারীরা ভিসা ছাড়াই বিশ্বের যেসব দেশে যেতে পারবেন তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হলো। আরও পড়ুন বাংলাদেশের জন্য কোন কোন দেশের ভিসা খোলা আছে।
বাংলাদেশ থেকে কোন কোন দেশে যেতে ভিসা লাগে না
বিভিন্ন দেশ বাংলাদেশি নাগরিকদের ভিসা ছাড়াই ভ্রমণের সুযোগ দিচ্ছে। এর মধ্যে অন্যতম হচ্ছে, এর মধ্যে রয়েছে কুক দ্বীপপুঞ্জ, বাহামাস, ইন্দোনেশিয়া, ফিজি, ভানুয়াতু, অ্যান্টিগুয়া ও বারবুডা, বার্বাডোস, সেন্ট কিটস অ্যান্ড নেভিস, হাইতি ইত্যাদি।
বাংলাদেশ থেকে ভিসা ছাড়া কোন দেশে যাওয়া যায় তা নির্ভর করে পাসপোর্টের Rank এর উপর। ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অথোরিটির ডাটার ওপর ভিত্তি করে পাসপোর্ট ইন্ডেক্স – Passport Index প্রতিবছর পাসপোর্টের ভিসা প্রক্রিয়া যাচাই করে বিশ্বের দেশগুলোর র্যাংকিং প্রকাশ করে।
২০২৩ এর The Henley Passport Index এর তালিকা অনুযায়ী বাংলাদেশ ই পাসপোর্ট -এর র্যাংকিং ১০১। এই Rank অনুযায়ী বাংলাদেশি বৈধ পাসপোর্টধারীরা বিশ্বের মোট ৪১ টি দেশে ভিসা ছাড়াই যাতায়াত করতে পারবেন। নিচে দেশগুলোর তালিকা দেয়া হল।
ADVERTISEMENT
বাংলাদেশ পাসপোর্ট ভিসা ফ্রি কান্ট্রি ২০২৩
নিম্মোক্ত ২১টি দেশে বাংলাদেশি পাসপোর্টধারীরা কোন রকম ভিসা বা অন অ্যারাইভাল ভিসা ছাড়াই ভ্রমণ করতে পারবেন। নিন্মোক্ত দেশগুলো বাংলাদেশ পাসপোর্টধারীদের জন্য ভিসা ফ্রি কান্ট্রি।
1 | Bahamas | visa-free/90 days |
2 | Barbados | visa-free/180 days |
3 | British Virgin Island | visa-free |
4 | Bhutan | visa-free/14 days |
5 | Cook Islands | visa-free |
6 | Cape Verde Island | visa-free |
7 | Dominica | visa-free/180 days |
8 | Fiji | visa-free/120 days |
9 | The Gambia | visa-free/90 days |
10 | Grenada | visa-free/90 days |
11 | Haiti | visa-free/90 days |
12 | Indonesia | visa-free |
13 | Jamaica | visa-free |
14 | Lesotho | visa-free |
15 | Micronesia | visa-free |
16 | Montserrat | visa-free |
17 | Niue | visa-free |
18 | Saint Kitts and Nevis | visa-free/90 days |
19 | St. Vincent and the Grenadines | visa-free/30 days |
20 | Trinidad and Tobago | visa-free |
21 | Vanuatu | visa-free |
যেসব দেশে অন অ্যারাইভাল ভিসা নিয়ে ভ্রমণ করতে পারবেন
নিম্মোক্ত ১৯টি দেশে বাংলাদেশিরা অন অ্যারাইভাল ভিসা পাবেন। বাংলাদেশি পাসপোর্টধারীরা এসব দেশে পূর্ববর্তী ভিসা ছাড়াই ভ্রমণ করতে পারবেন।
1 | Bolivia | visa on arrival / eVisa/90 days |
2 | Burundi | visa on arrival/30 days |
3 | Comoro Island | visa on arrival/45 days |
4 | Guinea-Bissau | visa on arrival / eVisa/90 days |
5 | Madagascar | visa on arrival / eVisa/90 days |
6 | Maldives | visa on arrival/30 days |
7 | Mauritania | visa on arrival |
8 | Mozambique | visa on arrival |
9 | Nepal | visa on arrival/90 days |
10 | Rwanda | visa on arrival / eVisa/30 days |
11 | Samoa | visa on arrival/60 days |
12 | Senegal | visa on arrival |
13 | Seychelles | tourist registration/90 days |
14 | Sierra Leone | visa on arrival/30 days |
15 | Somalia | visa on arrival/30 days |
16 | Timor-Leste | visa on arrival/30 days |
17 | Togo | visa on arrival/7 days |
18 | Tuvalu | visa on arrival/30 days |
19 | Uganda | eVisa |
List of Countries Require eTA Visa (Electronic Travel Authorization)
বাংলাদেশী পাসপোর্টধারীরা Sri Lanka তে eTA visa নিয়ে ভ্রমণ করতে পারবেন। eTA এর অর্থ হচ্ছে Electronic Travel Authorization.
ADVERTISEMENT
1 | Sri Lanka | eTA/30 days |
উপরোক্ত মোট ৪১ টি দেশে অন অ্যারাইভাল ভিসা নিয়ে/ ভিসা ছাড়া বাংলাদেশের পাসপোর্টধারীরা ভ্রমণ করতে পারবেন। আশা করি তথ্যগুলো আপনার কাজে লাগবে।
বাংলাদেশ থেকে কোন কোন দেশে যাওয়া যায় না
বাংলাদেশ পাসপোর্টের Global Rank অনুযায়ী ৪১ টি দেশে বিনা ভিসায় ভ্রমণ করা যায়। তবে এদের মধ্যে ২১ টি ভিসা ফ্রি দেশ রয়েছে। বাকিগুলোতে অন অ্যারাইভাল ভিসা ও ইটিএ (eTA) প্রয়োজন হয়। পড়ুন কোন কোন দেশে ভিসা ছাড়া যাওয়া যায়।
বাংলাদেশের পাসপোর্ট দিয়ে মোট ২১টি দেশে বিনা ভিসায় যাওয়া যায়। এর মধ্যে রয়েছে কুক দ্বীপপুঞ্জ, বাহামাস, ইন্দোনেশিয়া, ফিজি, ভানুয়াতু, বারবুডা, বার্বাডোস, সেন্ট কিটস অ্যান্ড নেভিস, হাইতি সহ আরও কিছু দেশ। এছাড়া আরও ২০টি দেশে On Arrival Visa নিয়ে ভ্রমণ করা যায়।
ই পাসপোর্ট, ভিসা, জন্ম নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্রসহ বিভিন্ন আপডেট তথ্যের জন্য নিয়মিত ভিজিট করুন- eservicesbd.com ।
বাংলাদেশ ই পাসপোর্ট সম্পর্কিত আরও তথ্য
- বাচ্চাদের পাসপোর্ট করার নিয়ম
- পাসপোর্ট আবেদন
- ই পাসপোর্ট ফি কত
- ই পাসপোর্ট চেক করার নিয়ম
- পাসপোর্ট নাম্বার দিয়ে ভিসা চেক
- পাসপোর্ট রেনু করার নিয়ম
- সরকারি চাকরিজীবিদের ই পাসপোর্ট করার নিয়ম
- পাসপোর্ট ডেলিভারি স্লিপ হারিয়ে গেলে করণীয়
- ১০ বছর মেয়াদি ই-পাসপোর্ট কারা পাবেন এবং কারা পাবেন না
ADVERTISEMENT