দুবাই আইডি ফাইন চেক করবেন যেভাবে | UAE Fine Check and Payment
আরব আমিরাত বা দুবাই আইডিতে ফাইন বা জরিমানা আছে কিনা, কত টাকা জরিমানা এবং কিভাবে তা মোবাইলের মাধ্যমে পরিশোধ করবেন বিস্তারিত জানতে দেখুন UAE Fine Check নিয়ে এই ব্লগটি।

ADVERTISEMENT
দুবাই অর্থাৎ সংযুক্ত আরব আমিরাতে (UAE) বসবাসের জন্য “Emirates ID” একটি বাধ্যতামূলক পরিচয়পত্র। এটি শুধুমাত্র পরিচয়পত্র নয়, বরং নাগরিক কিংবা প্রবাসী হিসেবে আপনার দুবাইতে অবস্থান, বৈধতা ও অধিকারের প্রমাণ।
কিন্তু মেয়াদ শেষে এমিরেটস আইডি বা দুবাই আইডি রিনিউ না করলে, বা আইনকানুন না মানার কারণে আর্থিক জরিমানা বা ফাইন (Fine) ধার্য হয়।
নির্দিষ্ট সময়ের মধ্যে এই জরিমানা পরিশোধ না করলে আপনার Emirates ID বাতিল হওয়া এবং আরব আমিরাতে আপনার অবস্থান অবৈধ হয়ে যেতে পারে।
এই ব্লগে আলোচনা করবো, কেন দুবাই আইডি ফাইন ধার্য হয়, কিভাবে দুবাই ফাইন চেক চেক করবেন ইত্যাদি বিস্তারিত।
ADVERTISEMENT
দুবাই আইডি ফাইন চেক করার নিয়ম (Emirates ID fine check)
Emirates id fine check বা দুবাই আইডি ফাইন চেক করার জন্য ভিজিট করতে হবে দুবাইয়ের সরকারি ওয়েবসাইট htps://gdrfad.gov.ae/en লিংকে। তারপর Fines Inquiry অপশনে ক্লিক করে File Number, Emirates ID অথবা Passport Number অপশন সিলেক্ট করুন। সবশেষে ID/Passport নাম্বার ও Date of Birth দিয়ে Fine চেক করতে পারবেন।
দুবাই ফাইন চেক করার নিয়ম ও বিস্তারিত তথ্য নিচে দেখানো হলো।
ADVERTISEMENT
দুবাই আইডি ফাইন চেক
ধাপ ১: প্রথমে ভিজিট করুন Dubai Fine Inquiry Service লিংকে।

ধাপ ২: কি দিয়ে সার্চ করবেন তা সিলেক্ট করুন। File Number, UDB number, Emirates ID অথবা Passport Number অপশন সিলেক্ট করুন।
ধাপ ৩: তারপর আপনার ID number বা Passport Number ইংরেজিতে লিখুন, Date of Birth সিলেক্ট করুন, Male/ Female সিলেক্ট করুন।
ADVERTISEMENT
ধাপ ৪: Security Check হিসেবে, I’m not a robot চেকবক্সে ক্লিক করুন। সবশেষে Submit বাটনে ক্লিক করে Dubai Fine Check করতে পারবেন।
আরও দেখুন: ইমারত আইডি চেক করার নিয়ম
ট্রাফিক ফাইন চেক ও পেমেন্ট (UAE Traffic Fine Check)
আরব আমিরাত বা UAE Traffic Fine চেক করার জন্য ব্যবহার করতে হবে MOI UAE অথবা, Dubai Police App বা Abu Dhabi Police App। UAE Pass দিয়ে লগইন করার পর, Traffic Fines অপশনে গিয়ে TC Number, License Number, Plate Number এবং Emirates ID দিয়ে Fine Check করতে পারবেন।
ADVERTISEMENT
UAE Trafic Fine Check Links:
- MOI UAE Website অথবা MOI UAE App
- RTA Fine Check (UAE Roads and Transport Authority)
- Abu Dhabi Police Website অথবা Abu Dhabi Police App
- Dubai Police Website অথবা Dubai Police App
- DubaiNow App
আইডি ফাইন চেক ও পরিশোধ করার অন্যান্য মাধ্যম
Sahl Kiosk মেশিনের মাধ্যমে
Sahl Kiosks হলো এমন কিছু সেলফ সার্ভিস মেশিন যা আবুধাবির বিভিন্ন জায়গায় স্থাপন করা আছে। Sahl Kiosk মেশিনে Emirates ID ইনসার্ট করুন, স্ক্রিনে আপনার ফাইন সংক্রান্ত তথ্য দেখাবে। মেশিনে ব্যাংক কার্ড দিয়ে সরাসরি পেমেন্ট করা যায়।

Customer Happiness Center এ গিয়ে
যদি আপনি অনলাইন বা মোবাইল অ্যাপে স্বাচ্ছন্দ্য বোধ না করেন, তাহলে আবুধাবি বা দুবাইয়ের Customer Happiness Center বা Typing Center-এ গিয়ে সাহায্য নিতে পারেন। নিজের Emirates ID দেখান। তারা আপনাকে ফাইন দেখাবে ও আপনি চাইলে ক্যাশ বা কার্ডে পেমেন্ট করতে পারবেন।
Emirates ID ফাইন বা জরিমানার কারণ
আইডি ফাইন সাধারণত বিভিন্ন কারণে হয়ে থাকে, যেমন-
- মেয়াদ শেষ হয়ে যাওয়া ID রিনিউ না করা।
- ভিসা সংক্রান্ত সমস্যা (যেমন: ওভারস্টে বা স্পন্সরশিপ লঙ্ঘন)।
- ট্রাফিক আইন ভঙ্গ করে আইডি নম্বরের মাধ্যমে জরিমানা।
- জাল Emirates ID ব্যবহার বা তথ্য গোপন।
ধরা যাক আপনি একটি গাড়ি চালাচ্ছেন এবং আপনি কোনও ট্রাফিক নিয়ম ভেঙে ফেলেছেন—যেমন: স্পিডিং বা ভুল লেনে গাড়ি চালানো। যদি পুলিশ ক্যামেরায় এটি ক্যাপচার করে, তবে আপনার Emirates ID-এর সাথে সংশ্লিষ্ট করে ফাইন যুক্ত হয়ে যাবে। আপনি হয়তো জানতেও পারবেন না, যদি নিয়মিত চেক না করেন।
তাছাড়া, কেউ যদি ওয়ার্ক ভিসায় এসে বসবাস করে, কিন্তু তার ভিসা মেয়াদোত্তীর্ণ হয়ে যায়, তখনও একটি নির্দিষ্ট পরিমাণের দৈনিক ফাইন শুরু হয়। অনেকেই সময়মতো ভিসা বা ID রিনিউ করেন না বলে হাজার হাজার দিরহামের ফাইনে জড়িয়ে পড়েন।
সুতরাং, আইডি ফাইন কীভাবে হয়, কেন হয়, এবং তা চেক করা কেন জরুরি—এই বিষয়ে সচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধু নিজের না, পরিবারের সদস্যদের ID-ও নিয়মিত চেক করা দরকার।
কিভাবে ফাইন চ্যালেঞ্জ বা আপিল করবেন
সব ফাইন ন্যায্য হয় না, অনেক সময় ভুলেও আপনার আইডিতে ফাইন ধার্য্য হতে পারে — এই সত্য মানতেই হবে। অনেক সময় আপনি হয়তো কোনো নিয়ম ভাঙেননি, তবুও ভুল করে আপনার ID-তে একটি ফাইন যুক্ত হয়ে গেছে। এই অবস্থায় আপনি চাইলে ফাইন চ্যালেঞ্জ করতে পারবেন।
দুবাই আইডিতে ফাইন চ্যালেঞ্জ করার ধাপ:
- Dubai Police বা MOI Website/App-এ যান
- Dispute Fines / Objection অপশন নির্বাচন করুন
- প্রয়োজনীয় তথ্য যেমন Emirates ID, গাড়ির নম্বর, ফাইন নম্বর লিখুন
- আপিলের কারণ লিখুন এবং ডকুমেন্ট (যদি থাকে) সংযুক্ত করুন
- Submit করুন এবং রেফারেন্স নম্বর সংরক্ষণ করুন
চ্যালেঞ্জ সাবমিশনের পর সংশ্লিষ্ট বিভাগ তা পর্যালোচনা করে সিদ্ধান্ত জানাবে। এটি সাধারণত ৭ থেকে ১৫ কার্যদিবসের মধ্যে হয়ে থাকে।
আইডি ফাইন পরিশোধ না করার পরিণতি
অনেকেই ভাবেন, “আরে ছোট ফাইন, পরে দিচ্ছি।” কিন্তু আপনি যদি জানেন ফাইন জমে গিয়ে সেটা কেমন বিশাল পরিমাণ হতে পারে, তাহলে আজই ফাইন চেক করে দিতে দৌড়াতেন!
ফাইন না দেওয়ার কারণে যে ধরনের সমস্যা হয় তা নিম্নরূপ:
- ভিসা রিনিউয়াল আটকে যেতে পারে।
- বিমানবন্দরে বের হবার সময় ‘Exit Ban’ বা বাধা পেতে পারেন।
- ব্যাংকে অ্যাকাউন্ট খোলা কিংবা ট্রান্সফার করতে বাধা পেতে পারেন।
- কারণ ছাড়া ট্র্যাভেল ব্যান ও পুলিশ কেস হতে পারে।
আরেকটা ব্যাপার হলো—আপনার ID-তে যদি একটি ফাইন থাকে, তাহলে তা একটি সরকারি রেকর্ড হয়ে যায়। আপনি ভবিষ্যতে যদি সরকারি চাকরি, পারমিট, অথবা নতুন ভিসার জন্য আবেদন করতে চান, তখন সেই পুরনো ফাইন দাঁড়িয়ে যাবে আপনার পথে বাধা হয়ে।
সাধারণভাবে ট্রাফিক ফাইন বা ওভারস্টে ফাইন যদি নির্দিষ্ট সময়ের মধ্যে পরিশোধ করা না হয়, তাহলে সেটি ‘লেট ফাইন’ হিসেবে আবার অতিরিক্ত চার্জ নিয়ে বাড়তে থাকে। কিছু ক্ষেত্রে তো এমনও হয় যে, আপনি যেকোনো সরকারিভাবে প্রক্রিয়া শুরু করলে আগে ফাইন ক্লিয়ার করতে বাধ্য করা হয়।
সুতরাং, নিয়মিত ফাইন চেক করা এবং সময়মতো পেমেন্ট করা হচ্ছে একটি বুদ্ধিমানের কাজ। আপনি আপনার এবং আপনার পরিবারের ভবিষ্যৎ নিরাপদ করতে চান তো—এই বিষয়গুলো এড়িয়ে যাওয়া একেবারেই উচিত নয়।
ADVERTISEMENT