পাসপোর্ট হয়েছে কিনা চেক করুন 4122 000075823

অনলাইনে ই পাসপোর্ট স্ট্যাটাস চেক এবং বিভিন্ন স্ট্যাটাস এর অর্থ ও ব্যাখ্যা। কিভাবে জানবেন আপনার পাসপোর্ট হয়েছে কিনা এবং বর্তমান অবস্থা কি।

ADVERTISEMENT

পাসপোর্ট হয়েছে কিনা কিভাবে জানবেন এবং পাসপোর্টের বিভিন্ন স্ট্যাটাসের অর্থ ও পাসপোর্ট স্ট্যাটাস ডিটেলস নিয়ে আজকের পোস্ট। আশাকরি আপনার উপকারে আসবে।

আপনার পাসপোর্ট আবেদনটি কোন পর্যায়ে আছে, পাসপোর্ট প্রিন্ট হয়েছে কিনা বা পাসপোর্ট আবেদনে কোন গরমিল হয়েছে কিনা তা অনলাইনে জানতে পারবেন।

ADVERTISEMENT

তো জেনে নেয়া যাক কিভাবে আপনি অনলাইনে পাসপোর্ট আবেদন চেক করবেন।

পাসপোর্ট হয়েছে কিনা

পাসপোর্ট হয়েছে কিনা চেক করতে প্রথমে ভিজিট করুন www.epassport.gov.bd ওয়েবসাইটে। এরপর Check Status মেন্যুতে গিয়ে Application ID (4122 000075823) অথবা Online Registration ID ও আপনার জন্ম তারিখ দিন। সবশেষে I am human ক্যাপচা পূরণ করে Check বাটনে ক্লিক করে জানতে পারবেন পাসপোর্টের অবস্থা।

পাসপোর্টের অবস্থা এখনি জানতে একটু নিচে স্ক্রল করুন এবং আপনার Application ID বা Online Registration ID দিয়ে চেক করুন। তারপর পাসপোর্টের বর্তমান অবস্থা (Passport Status) এর ব্যাখ্যা জেনে প্রয়োজনীয় পদক্ষেপ নিন।

ADVERTISEMENT

পাসপোর্ট হয়েছে কিনা চেক করুন এখানে

অনলাইন পাসপোর্ট স্ট্যাটাস চেক

অনলাইনে পাসপোর্ট স্ট্যাটাস চেক করতে আমাদের এই ওয়েবসাইট থেকে ই পাসপোর্ট মেন্যু থেকে Check E Passport মেন্যুতে ক্লিক করুন বা Passport Status Check লিংকে ক্লিক করবেন। পরের পেইজে, আপনার এপ্লিকেশন আইডি বা অনলাইনে রেজিস্ট্রেশন আইডি (OID1000001234) ও আপনার জন্ম তারিখ দিবেন। এরপর I am a human Captcha টিতে ক্লিক করে পূরণ করুন এবং Check বাটনে ক্লিক করুন।

ADVERTISEMENT

বিভিন্ন পাসপোর্ট স্ট্যাটাস এর অর্থ ও ব্যাখ্যা | Passport Status Details BD

1. Payment Verification Result- Name Mismatch

ব্যাংক বা চালানের মাধ্যমে টাকা জমা দেয়ার নামের বানান এবং পাসপোর্ট আবেদনের নামের বানানে কোন অমিল বা অসামঞ্জস্যতা পাওয়া গেছে। 

দ্রুত পাসপোর্ট অফিসে আপনার পাসপোর্ট প্রাপ্তির রসিদ, জাতীয় পরিচয়পত্র বা জন্মনিবন্ধনের ফটোকপি সহ যোগাযোগ করুন।

2. Your Application is pending on payment investigation (Amount mismatch or Reference number mismatch)

আপনার চালানে জমা টাকার পরিমাণ অথবা চালানের কপিতে টাকার পরিমাণ এবং পাসপোর্ট আবেদনের ফি এর পরিমাণে গড়মিল পাওয়া গেছে।

ADVERTISEMENT

দ্রুত পাসপোর্ট অফিসে পাসপোর্ট প্রাপ্তির রসিদ ও চালানের ফটোকপি নিয়ে যোগাযোগ করুন।

3. Pending for Police Approval

আপনার আবেদনটি পুলিশ ভেরিফিকেশন ও প্রতিবেদন প্রাপ্তির জন্য অপেক্ষমান রয়েছে। আবেদনকারীর বর্তমান ঠিকানা ও স্থায়ী ঠিকানা ভিন্ন হলে আলাদা আলাদা ঠিকানায় তদন্ত করার জন্য বেশি সময়ের প্রয়োজন হয়।

4. Pending of Assistant Director/ Deputy Director Approval

পাসপোর্ট আবেদনটি একজন Assistant Director/ Deputy Director পদমর্যাদার অফিসার চেক করবেন। তিনি অনুমোদন (Approve) না করা পর্যন্ত এমন স্ট্যাটাসে থাকবে।

এ ধাপ পার হতে সর্বোচ্চ ৫/৬ দিন লাগতে পারে। যদি ৩ সপ্তাহের বেশি সময় পার হয়ে যায়, তাহলে বুঝবেন পুলিশ ভেরিফিকেশন রিপোর্ট এখনো পাসপোর্ট অফিসে পৌছায়নি। এজন্য Assistant Director/ Deputy Director কর্তৃক অনুমোদন হতে দেরি হচ্ছে।

Check Your E Passport Application Status

5. Pending for Backend Verification

Pending for Backend Verification হচ্ছে, পাসপোর্ট আবেদনে আপনার দেয়া তথ্যসমূহ কেন্দ্রীয় পর্যায়ে চেক করা হচ্ছে। পাসপোর্ট আবেদনটি ঢাকায় প্রিন্টিং শাখায় পাঠানোর জন্য পুনরায় সকল তথ্য ঠিক আছে কিনা চেক করা হয়। এটি সাধারণত কোন সমস্যা নয়। ২-৩ দিনের মধ্যেই এটি হয়ে যায়।

আরও পড়ুন: Pending backend verification মানে কি

কেন Pending for Backend Verification সমস্যা হতে পারে

কয়েকটি কারণে এমন সমস্যা হতে পারে, এর মধ্যে সবচেয়ে বেশি যে কারণগুলো দেখা যায় তা হচ্ছে,

  • পাসপোর্ট আবেদনের সময় জাতীয় পরিচয়পত্র অনুসারে নাম না হওয়ায়, পিতা-মাতার নাম বা বানানে কোন গরমিল হলে এমন সমস্যা হতে পারে।
  • যাদের পূর্বের MRP পাসপোর্ট রয়েছে, এখন নতুনভাবে ই পাসপোর্ট আবেদন করেছেন।  ই পাসপোর্টের আবেদনে আপনার নাম, পিতা-মাতার নামে কোন বড় ধরণের পরিবর্তন থাকলে। যেমন, এমআরপি পাসপোর্টে মোঃ কামাল উদ্দিন কিন্তু আপনার জাতীয় পরিচয়পত্র অনুসারে যে ই পাসপোর্টের আবেদন করেছেন, সেখানে আপনি নাম দিয়েছেন, মোঃ কামাল হোসেন। এধরণের পুরো শব্দে পরিবর্তন থাকলে তার ভেরিফিকেশনে দেরি হতে পারে।

Pending for Backend Verification সমস্যায় করণীয়

সাধারণত Pending Backend Verification কোন সমস্যা নয়। এ ধাপে সাধারণত সর্বোচ্চ ২ দিন লাগতে পারে। এটি নিয়ে খুব চিন্তিত হওয়ার কোন কারণ নেই।

যদি আপনি নতুনভাবে আবেদন করে থাকেন, এ ধরণের সমস্যা হওয়ার কথা নয়। ২/৩ দিন অপেক্ষা করুন।

আর যদি আপনার পূর্বের এমআরপি পাসপোর্ট থাকে এবং বর্তমান ই-পাসপোর্ট আবেদনের সাথে এমআরপি’র নাম/ পিতা-মাতার নাম/ বয়সে কোন অমিল থাকে, আপনাকে পাসপোর্ট অফিসে যেতে হতে পারে। এই Status ৪/৫ দিন পার হয়ে গেলেও সমাধান না হলে আপনি, আপনার যে তথ্যে পরিবর্তন আছে সে সম্পর্কিত প্রমাণপত্র বা আপনার সকল প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে পাসপোট অফিসে যোগাযোগ করুন।

6. Pending for Passport Personalization

এ ধাপে Laser Engraving, HD DOD Color Inject Printing, Security Lamination, Inline Quality Control (Optical and Electronic), RFID Encoding এ কাজগুলো সম্পন্ন করা হয়।

7. In Printer Queue

আপনার পাসপোর্ট প্রিন্টিং এর জন্য প্রিন্টিং শাখায় অপেক্ষমান আছে।

8. Printing Succeeded

পাসপোর্টটি সফলভাবে প্রিন্ট হয়েছে।  এরপর এটি Quality Control শাখায় পর্যবেক্ষণের জন্য পাঠানো হচ্ছে।

9. QC Succeed, Ready for Dispatch

পাসপোর্টটিতে কোন প্রকার ত্রুটি আছে কিনা তা Quality Control শাখায় পরীক্ষা করার পর, সব কিছু ঠিক থাকলে আপনার আবেদনকৃত পাসপোর্ট অফিসে পাঠানোর জন্য প্রস্তুত করা হয়।

10. Passport is Ready, Pending for Issuance

ঢাকা থেকে পাসপোর্টটি আবেদনকৃত পাসপোর্ট অফিসে আসতে ৪/৫ দিন সময় লাগতে পারে। পাসপোর্ট অফিসে এটি পৌছানোর পর বিতরণের জন্য প্রস্তুত হয়।

তখন আবেদনকারীর মোবাইলে পাসপোর্ট সংগ্রহ করার জন্য SMS পাঠানো হবে। SMS না পেলে ২ কর্মদিবস অপেক্ষা করুন।

পাসপোর্ট সংক্রান্ত আরো বিস্তারিত ও পূর্ণাঙ্গ তথ্য পেতে পড়ুন- পাসপোর্ট

FAQs

পাসপোর্ট বেকেন্ড বা Passport Backend Verification হচ্ছে পাসপোর্ট প্রিন্টিংয়ে পাঠানোর পূর্বে কেন্দ্রীয় পর্যায়ে সকল তথ্য চুড়ান্তভাবে চেক করা। এ স্টেপে আবেদনকারীর তথ্য ঠিক থাকলে তা ২-৩ দিনের মধ্যেই সম্পন্ন হয়ে যায়।

বিভিন্ন কারণেই পাসপোর্ট ইস্যু বা ডেলিভারিতে দেরি হতে পারে। এর কারণ জানতে আপনার পাসপোর্টের বর্তমান অবস্থা চেক করতে পারেন অনলাইনে।

ই পাসপোর্ট সংক্রান্ত আরো তথ্য

আবেদনই পাসপোর্ট অনলাইন আবেদন
ই পাসপোর্ট চেকই পাসপোর্ট চেক করার নিয়ম
ফি’র পরিমাণই পাসপোর্ট ফি কত
পাসপোর্ট রিনিউই পাসপোর্ট রিনিউ করার নিয়ম
পাসপোর্ট হারিয়ে গেলেপাসপোর্ট হারিয়ে গেলে করণীয়
পাসপোর্টের সকল তথ্যই পাসপোর্ট
হোমপোইজে যানEservicesbd

ADVERTISEMENT

Similar Posts

23 Comments

      1. e-Passport application is pending for final approval in local passport office. অনলাইনে চেক দিলে এটা আসে কেন ? জানাবেন ।
        পাসপোর্ট পেতে আর কতদিন লাগতে পারে?

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।