পাসপোর্ট সংশোধনের অঙ্গীকারনামা – কিভাবে পূরণ করবেন
পাসপোর্ট সংশোধনের জন্য অনলাইন আবেদনের সাথে একটি অঙ্গীকারনামা জমা দিতে হয়। দেখুন কিভাবে পাসপোর্ট সংশোধনের অঙ্গীকারনামা পূরণ করবেন।
ADVERTISEMENT
সম্প্রতি ১৩ ডিসেম্বর ২০২২ তারিখে প্রকাশিত পাসপোর্ট সংশোধন প্রজ্ঞাপন অনুযায়ী জাতীয় পরিচয় ও অপ্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রে জন্ম সনদ অনুসারে পাসপোর্ট সংশোধন করা যাবে।
পাসপোর্ট সংশোধনের জন্য অনলাইনে আবেদন করতে হবে। এছাড়া অনলাইন আবেদনের সাথে একটি লিখিত আবেদন ও অঙ্গীকারনামা জমা দিতে হবে।
ADVERTISEMENT
পাসপোর্ট অধিদপ্তর অঙ্গীকারনামার একটি নমুনা প্রকাশ করেছে। অঙ্গীকারনামা ফরমটি পাসপোর্ট অফিস বা তার আশে পাশে ফটোকপির দোকানে পেতে পারেন। এছাড়া ফরমটি ডাউনলোড করে নিতে পারেন লিংক থেকে-পাসপোর্ট সংশোধন অঙ্গীকারনামা।
পাসপোর্ট সংশোধনী অঙ্গীকারনামা ফরম
পাসপোর্ট অধিদপ্তর কর্তৃক প্রকাশিত অঙ্গীকারনামার নমুনাটি নিচে দেখুন।
ADVERTISEMENT
অঙ্গীকারনামা ফরমটি ডাউনলোড করুন:
কিভাবে পূরণ করবেন পাসপোর্ট সংশোধনী অঙ্গীকারনামা
অঙ্গীকারনামায় প্রথমে আপনার বর্তমানে শুদ্ধ নাম, পিতা-মাতার নাম ও জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন নম্বর লিখুন। এবার পাসপোর্ট নম্বর ও ইস্যুর তারিখ লিখুন। পাসপোর্টে কোন তথ্য ভুল লেখা হয়েছে তা উল্লেখ করুন। তারপর ছকের বাম পাশে পাসপোর্টের ভুল তথ্য ও ডান পাশ সঠিক তথ্য লিখে নিচে স্বাক্ষর প্রদান করুন।
পাসপোর্ট সংশোধন করার নিয়ম ভিডিও
অঙ্গীকারনামা পূরণের ক্ষেত্রে যে বিষয়গুলো খেয়াল রাখবেন:
ADVERTISEMENT
- ফরমটি প্রিন্ট করে হাতে পূরণ করেও জমা দিতে পারবেন।
- অপ্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রে জন্ম নিবন্ধন নম্বর লিখতে হবে।
- পাসপোর্ট নাম্বার, পাসপোর্ট ইস্যুর তারিখ ও ছকে পাসপোর্টের তথ্যসমূহ পাসপোর্টে যেভাবে আছে অর্থাৎ ইংরেজিতে লিখলে ভাল হয়।
নিচে কম্পিউটারে কম্পোজ করা একটি অঙ্গীকারনামার নমুনা দেয়া হলো।
পাসপোর্ট সংশোধন সংক্রান্ত আরও তথ্যের লিংক
সংশোধন | পাসপোর্ট সংশোধন |
প্রজ্ঞাপন | পাসপোর্ট সংশোধন সংক্রান্ত সর্বশেষ প্রজ্ঞাপন |
ফি | ই পাসপোর্ট ফি কত |
চেক | পাসপোর্ট চেক |
ক্যাটাগরি | ই পাসপোর্ট |
হোমপেজ | Eservicesbd |
ADVERTISEMENT
আপনার মাধ্যমে কি পাসপোর্ট সংশোধন করা যাবে?
নাহ। আপনি নিজেই পারবেন অনলাইনে আবেদন করতে হবে আর আগের পাসপোর্ট MRP হলে আবার বায়োমেট্রিক দিতে হবে।
আসসালামুয়ালাইকুম ভাইয়া,আমি আমার বোনের ছেলের পাসপোর্ট সংশোধন করবো।কিন্তু অফিসের কেউ এ কাজটা নিতে চাচ্ছে না। আর দালালরা তো দের লাখ চেয়ে বসে থাকে, সেক্ষেত্রে আমি কি করতে পারি। সংশোধন হবে আবেদকারীর নাম,বয়স,বাবা মার নাম।ওর বয়স ১৪, JSC সারর্টিফিকেট আছে।আপনার কাছে কি জানাশোনা লোক আছে যারা অল্প টাকায় কাজ টা করে দিবে।
ওর জন্ম নিবন্ধন নাই? জন্ম নিবন্ধন লাগবে। আপনি ওর জন্ম নিবন্ধন কপি আর পাসপোর্টের কপি সহ আমাদের ফেসবুক পেইজে মেসেজ দিন। অনলাইনে আবেদন করে নিজেই পারবেন কোন লোক লাগে না।
আসসালামুয়ালাইকুম ভাইয়া আমার mrp পাসপোর্টে কিছু ভুল আছে। e passport করব নিবন্ধ অনুসারে করব। এমআরপি পাসপোর্ট এ আমার নাম জুবায়ের আহমেদ এখন আসবে আমার নাম জুবায়ের আহমেদ ভূঁইয়া ও আমার বাবার নাম মুখলেসুর রহমান এখন আসবে আমার বাবার নাম মুখলেসুর রহমান ভূঁইয়া। কি ধরনের ডকুমেন্ট প্রয়োজন
এনআইডি আর জন্ম নিবন্ধন ঠিক থাকলেই হবে।
আমি অংগীকারনামা পূরণ করেছি এবং সকল তথ্য সঠিক দিয়েছি। তারপরও আমার পাসফোর্ট সেন্ট ফর রিওয়ার্ক হয়েছে, এখন করনীয় কি??
আবেদনে কোন ভুল ছিল মনে হয়।
আমার মায়ের বাবার নাম আগের পাসপোর্ট ভূল ছিল। ই-পাসপোর্ট করতে চ্চাছি। এখন কি আবেদন করার সময় নাম জন্ম সনদের মত করে দিব? না কি, পাসপোর্ট যা আছে তাই দিব?
আপনার বয়স কত, এনআইডি অনুসারেই ই পাসপোর্ট হয়।
আসসালামু আলাইকুম। আমার MRP পাসপোর্ট এর স্থায়ী ঠিকানা এবং NID এর স্থায়ী ঠিকানায় মিল নেই। আমি এখন ই-পাসপোর্ট এ রিইশু করবো এবং NID এর স্থায়ী ঠিকানাই পাসপোর্ট এর স্থায়ী ঠিকানা হিসাবে দিব। এক্ষেত্রে কি সংশোধনী আবেদন করতে হবে নাকি রিইশ্যু আবেদন করলেই ঠিকানা অটো চেঞ্জ হয়ে যাবে পাসপোর্ট এ, আর এক্ষেত্রে কি পুলিশ ভ্যারিফিকেশন হবে?
স্থায়ী ঠিকানা সংশোধন করতে গেলে পুলিশ ভেরিফিকেশন আবার হবে। আর আবেদনে রিইস্যু বা সংশোধন এমন কিছু নেই। আগের পাসপোর্টের তথ্যের সাথে না মিললেই এটা সংশোধন ক্যাটাগরিতে পরে।
ভাইয়া,
আমি দীর্ঘকাল প্রবাসে ছিলাম, যার দরুন পাসপোর্টে বয়স বেশি নিয়ে কাটিয়ে দিয়েছি,এখন দেশে সার্টিফিকেট অনুযায়ী, জন্ম নিবন্ধন সংশোধন করেছি, এন আই ডি নেই,পাসপোর্ট রিনিউ করার সময় কি ৬বছর বয়স সংশোধন করতে পারবো?
এনআইডি ছাড়া পাসপোর্ট করা যাবে না। আগে এনআইডি করতে হবে। এদেশের নাগরিক হতে হবে আগে, তারপরই পাসপোর্ট পাবেন।