অনলাইনে ভোটার আইডি কার্ডের ঠিকানা পরিবর্তন করার নিয়ম

অনলাইনে জাতীয় পরিচয় পত্র বা ভোটার আইডি কার্ডের ঠিকানা পরিবর্তন করার নিয়ম। কিভাবে ভোটার এলাকা পরিবর্তন করবেন। কি কি কাগজপত্র লাগবে বিস্তারিত জানুন।

  • Save

ADVERTISEMENT

আপনার NID ঠিকানা পরিবর্তন করতে চান? এখানে আমি অনলাইনে ভোটার আইডি কার্ডের ঠিকানা পরিবর্তন ও বর্তমান ঠিকানা পরিবর্তন করার নিয়ম নিয়ে বিস্তারিত বলব।

অনলাইনে আপনি শুধুমাত্র আপনার হাউস নং এবং পোস্ট অফিস পরিবর্তন করতে পারেন। অর্থাৎ আপনি সম্পূর্ণভাবে জেলা, উপজেলা পরিবর্তন করতে পারবেন না। সম্পূর্ণ ঠিকানা যেমন বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা বা ভোটার এলাকা পরিবর্তনের জন্য আপনাকে শারীরিকভাবে NID ঠিকানা পরিবর্তন ফর্ম (ভোটার মাইগ্রেশন ফরম-১৩) জমা দিতে হবে।

ADVERTISEMENT

আমরা অনেকেই জরুরি কারণে আমাদের বাড়ির বাইরে আমাদের জাতীয় পরিচয়পত্র নিবন্ধন করি। এছাড়া, আমরা স্থানান্তর বা বদলির কারণে আমাদের বর্তমান অবস্থান পরিবর্তন করতে পারি। সুতরাং, আমাদের আইডি কার্ডে আমাদের বর্তমান ঠিকানা পরিবর্তন করার প্রয়োজন হতে পারে।

বর্তমান ঠিকানা পরিবর্তন বা ভোটার স্থানান্তর করার নিয়ম

জাতীয় পরিচয়পত্রের বর্তমান ঠিকানা পরিবর্তনের জন্য উপজেলা নির্বাচন অফিসে ভোটার স্থানান্তর ফরম ১৩ এর মাধ্যমে প্রয়োজনীয় কাগজপত্রসহ স্বশরীরে উপস্থিত হয়ে আবেদন করতে হবে।

ADVERTISEMENT

বর্তমান ঠিকানা পরিবর্তন করতে কি কি লাগে

বর্তমান ঠিকানা বা ভোটার এলাকা পরিবর্তনের জন্য আবেদনের সাথে যে কাগজপত্র জমা দিতে হবে;

  1. আবেদনকারীর NID ফটোকপি
  2. যে এলাকায় স্থানান্তর হবেন সে এলাকার নাগরিকত্ব সনদ,
  3. সে এলাকার বিদ্যুৎ/পানি বিল/ট্যাক্স রশিদ/জমির খতিয়ান/বাড়ি ভাড়ার প্রমানপত্র/ভাড়াটিয়া তথ্য ফরম
  4. ফরম-১৩ এর ২য় পৃষ্ঠায় আবেদনকারীকে সনাক্তকারী হিসেবে সংশ্লিষ্ট জনপ্রতিনিধির (মেম্বার/কাউন্সিলর) NID নাম্বার সহ নাম, স্বাক্ষর ও সিল থাকতে হবে।
  5. সংস্লিষ্ট উপজেলা/থানা নির্বাচন অফিসের চাহিদামত অন্যান্য কাগজপত্র।

ভোটার স্থানান্তর হলে নতুন আইডি কার্ড প্রদান করা হয় না। তাই কেউ ঠিকানা পরিবর্তন করে নতুন কার্ড নিতে চাইলে তাকে ২৩০/- টাকা রকেট বা বিকাশের মাধ্যমে এনআইডি ফি জমা দিয়ে নতুন কার্ড এর জন্য রিইস্যু আবেদন করে কার্ড সংগ্রহ করতে হবে।

যেসব কারণে আপনার ভোটার এলাকা বা বর্তমান ঠিকানা পরিবর্তন করতে হতে পারে,

ADVERTISEMENT

  • বাসা পরিবর্তন
  • বিয়ের কারণে নিজ ঠিকানা পরিবর্তন
  • এছাড়া অন্যান্য কারণ

ভোটার আইডি কার্ডের ঠিকানা পরিবর্তন বা ভোটার এলাকা স্থানান্তর ফরম

ভোটার স্থানান্তর ফরম
  • Save

ফরমটি ডাউনলোড করতে পারেন- ভোটার এলাকা স্থানান্তর বা জাতীয় পরিচয়পত্রের ঠিকানা পরিবর্তন ফরম

অনলাইনে ভোটার আইডি কার্ডের ঠিকানা পরিবর্তন করার নিয়ম

  • Save

অনলাইন থেকে আপনি কেবল আপনার বাড়ি নং, ডাকঘর এবং পোস্ট কোড (অবস্থান পরিবর্তন) পরিবর্তন করতে পারেন। এছাড়া, ভোটার এলাকা, উপজেলা ও জেলা পরিবর্তনের জন্য জাতীয় পরিচয়পত্রের ঠিকানা পরিবর্তন ফরমটি পূরণ করে নির্বাচন অফিসে জমা দিতে হবে।

এখানে, আমি দেখাব কিভাবে সবকিছু করতে হয়।

ADVERTISEMENT

অনলাইনে ভোটার আইডি কার্ডের ঠিকানা পরিবর্তন করার জন্য আপনার কেবল ৫ টি ধাপ রয়েছে।

  • এনআইডি ওয়েবসাইটে নিবন্ধন
  • আপনার অনলাইন জন্ম নিবন্ধন বা ইউটিলিটি বিলের কপি বা জাতীয়তার সার্টিফিকেট হিসেবে আপনার ঠিকানা পরিবর্তন করুন।
  • জাতীয় পরিচয়পত্র সংশোধন ফি প্রদান করুন
  • প্রমাণপত্র বা ডকুমেন্ট আপলোড করুন এবং আবেদন জমা দিন।

কিভাবে অনলাইনে ভোটার আইডি কার্ডের ঠিকানা পরিবর্তন করবেন

অনলাইনে জাতীয় পরিচয়পত্রের বাসা নম্বর, পোস্ট অফিস ও পোস্ট কোড পরিবর্তন করতে পারবেন। এজন্য আপনাকে নিচের ধাপগুলো অনুসরণ করতে হবে।

ধাপ ১: এনআইডি ওয়েবসাইটে নিবন্ধন – NID Wing Account Registration

প্রথমে আপনাকে জাতীয় পরিচয় শাখায় আপনার অ্যাকাউন্ট নিবন্ধন করতে হবে। এর জন্য আপনাকে আপনার নিড বা স্মার্ট কার্ড নম্বর, জন্ম তারিখ, বর্তমান এবং স্থায়ী ঠিকানা উপজেলা জানতে হবে।

আপনাকে সেলফি দিয়ে আপনার মুখ যাচাই করতে হবে। নিচের লিংকে দেখুন কিভাবে এনআইডি ওয়েবসাইটে একাউন্ট করবেন।

কিভাবে NID ওয়েবসাইটে একাউন্ট নিবন্ধন করতে হয়

ধাপ ২: জাতীয় পরিচয়পত্রের ঠিকানা পরিবর্তন

এখন আপনার NID/ স্মার্ট কার্ড নম্বর দিয়ে NID ওয়েবসাইটে লগইন করুন। ঠিকানায় ক্লিক করুন (ঠিকানা)

ভোটার আইডি কার্ডের ঠিকানা পরিবর্তন করার নিয়ম
  • Save
  • Save


তারপর এডিট বাটনে ক্লিক করুন। আপনি এডিট করার অপশন দেখতে পাবেন। নিচের ছবিটি দেখুন।

লাল এরো চিহ্নিত বর্তমান ঠিকানার পাশে টিক দিবেন যদি আপনি বর্তমান ঠিকানায় ভোটার থাকতে চান। অথবা স্থায়ী ঠিকানায় ভোটার হতে চাইলে, নিচে স্থায়ী ঠিকানার পাশে টিক দিবেন।

এরপর আপনার  বাসা বা হোল্ডিং নম্বর, পোস্ট অফিস এবং পোস্ট কোড সঠিকভাবে লিখুন। এরপর Next (পরবর্তী) বাটনে ক্লিক করুন।

আপনার করা পরিবর্তনগুলি চেক করে দেখুন। যদি সবকিছু ঠিক থাকে, আবার পরবর্তী ক্লিক করুন। তারপর আপনাকে NID ফি দিতে হবে।

ধাপ ৩: জাতীয় পরিচয়পত্র ফি প্রদান করুন

এখন আপনাকে বিকাশ, রকেট বা অন্য কোন মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে জাতীয় পরিচয়পত্রের তথ্য পরিবর্তন ফি (230 টাকা) পরিশোধ করতে হবে।

এখানে দেখুন কিভাবে জাতীয় পরিচয়পত্র সংশোধন ফি প্রদান করবেন

ধাপ ৪: আপনার ডকুমেন্ট বা প্রমাণপত্র আপলোড করুন এবং আবেদন জমা দিন

সবশেষে, নতুন ঠিকানা প্রমাণের জন্য আপনাকে প্রয়োজনীয় কাগজপত্র আপলোড করতে হবে। এজন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন।

  • ডকুমেন্টের ক্যাটাগরি বা ধরণ সিলেক্ট করুন
  • স্ক্যান করা ডকুমেন্টগুলো আপলোড করুন
  • আবেদন জমা দিতে সাবমিট (সাবমিট) বাটনে ক্লিক করুন।

ভোটার আইডি কার্ডের ঠিকানা পরিবর্তন বা ভোটার এলাকা স্থানান্তর ফরম

ভোটার আইডি কার্ডের ঠিকানা পরিবর্তন ফরম
  • Save

জাতীয় পরিচয়পত্রের সকল সমস্যার সমাধান, পরামর্শ ও প্রশ্নের উত্তর পেতে ভিজিট করুন- জাতীয় পরিচয়পত্র

ADVERTISEMENT

Similar Posts

23 Comments

    1. আমার এক স্টুডেন্ট এর NID তে মাতার নাম প্রতিভা বিশ্বাস। তার সকল শিক্ষাগত যোগ্যতার সনদ, জন্ম নিবন্ধন সনদ ও পাসপোর্টে মাতার নাম প্রতিভা ধর। তার মাতা এবং আর কোন ভাইবোনও নেই। শুধু পিতা জীবিত আছে। মাতা ১৯৯২ সালে জন্মের সময় মারা গেছেন। এখন তার মাতার নাম সংশোধন করার উপায় কি? NID কার্ড ও শিক্ষাগত যোগ্যতার সনদের মাতার নামে অমিল থাকায় তার বিভিন্ন কাজ করতে সমস্যার সম্মুখিন হতে হচ্ছে।

      1. অনলাইনে জাতীয় পরিচয় পত্র সংশোধন করার আবেদন করুন। প্রমাণ হিসেবে এসএসসির সনদ ও পাসপোর্টের স্ক্যান কপি আপলোড করুন। ৫-৭ দিনের মধ্যে সংশোধন হয়ে যাবে হয়তো। দেখুন- জাতীয় পরিচয়পত্র সংশোধন করার নিয়ম

  1. আমার স্থায়ী ঠিকানা ভুল আসছে। কিভাবে সংশোধন করতে পারি জানাবেন।
    আমার স্থায়ী ঠিকানা হবে :-
    অঞ্চল :- চট্টগ্রাম, বিভাগ :- চট্টগ্রাম, জেলা :- চট্টগ্রাম, উপজেলা :- আনোয়ারা, পোষ্ট :- বৈরাগ, গ্রাম :- গুয়াপঞ্চক।
    কিন্তু আমার বর্তমান আইডিতে আসছে :-
    অঞ্চল :- কুমিল্লা, বিভাগ :- চট্টগ্রাম,জেলা :- চাঁদপুর, উপজেলা,,,,,, পোষ্ট :- বৈরাগ, গ্রাম :- গুয়াপঞ্চক।

  2. আমার ভোটার এলাকা আব্দুলপুর আছে আমি সংশোধন করে পোলতাডাঙ্গা করতে চায়।এখন আমার করণীয় কী???

    1. স্থায়ী ঠিকানা,,,আর বর্তমান ঠিকানা কি আলাদা ভাবে করা যায়,,??
      মানে স্থায়ী বাসিন্দা এক এলাকার আর ভোটার অন্য এলাকার এমন টা কি হয়

  3. ভাই সব কিছুই ঠিক আছে কিন্তু আমি নিজে ভোটার এলাকা স্থান অন লাইনে কিভাবে পরিবর্তন করবো যদি বলে দেন ভালো হয়

  4. ভোটার এলাকা স্থানান্তর করলে সেই আইডি দিয়ে কি পাসপোর্ট করা যাবে?জন্ম সনদে যদি স্থায়ী ঠিকানা অন্যটা থাকে?

  5. আমার জাতীয় পরিচয়পত্রে স্থায়ী ও বর্তমান ঠিকানা একই। বর্তমান ঠিকানায় ভোটার উল্লেখ আছে। এখন আমার নিজ ঠিকানায় ভোটার হতে চাই। এবং এখানেও স্থায়ী ও বর্তমান ঠিকানা একই হবে। কিভাবে আবেদন করবো।

  6. আমার আইডি কার্ডে পোস্ট অফিসের নাম এবং পোস্ট কোডের নাম্বার দেওয়া নাই।
    এখন অনলাইনে ঠিকানা পরিবর্তন করার সময় বর্তমান ঠিকানায় পোস্ট অফিসের নাম এবং পোস্ট কোড বসাব নাকি স্থায়ী ঠিকানায় বসাব।
    আমার ফরমে স্থায়ী ঠিকানায় ভোটার লেখা।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।