অনলাইনে ইতালি ভিসা চেক করার নিয়ম | Italy Visa Check
ইতালি ভিসা প্রসেসিং স্ট্যাটাস জানতে ঘরে বসেই অনলাইনে ইতালি ভিসা চেক করতে পারেন। প্রতারণা ও ভিসা জালিয়াতি থেকে রক্ষা পেতে অবশ্যই ভিসা চেক করুন।
ADVERTISEMENT
ইতালির ভিসা চেক করার জন্য ভিজিট করুন visa.vfsglobal.com/bgd/en/ita/ এবং Track your application অপশন থেকে Track Now ক্লিক করুন। Visa Application এর Reference Number ও আপনার Last Name লিখুন। I’m not a robot এ টিক দিয়ে ক্যাপচা পূরণ করুন। সবশেষে Submit বাটনে ক্লিক করে ভিসা চেক করতে পারবেন।
ইতালির ভিসা প্রসেসিং করতে প্রায় ২.৫ মাস সময় লেগে থাকে। অনলাইনে ইতালি ভিসা চেক করার প্রক্রিয়াটি ধাপে ধাপে ছবি সহ দেখানো হলো।
ADVERTISEMENT
- প্রথমে https://visa.vfsglobal.com/bgd/en/ita/ ওয়েবসাইটে সাইটে ভিজিট করুন;
- মোবাইল থেকে ব্যবহার করলে উপরের ডানদিকে থাকা 3 Line মেনুতে ক্লিক করলে ওয়েবসাইটের মেনু ও সকল সার্ভিস সমূহ দেখতে পাবেন। Track your application এ ক্লিক করুন;
- Track your application থেকে Track Now ক্লিক করুন;
- ভিসা আবেদনের Reference Number ও আবেদনকারীর Last Name লিখুন;
- I’m not a Robot টিক দিয়ে ক্যাপচা পূরণ করুন;
- Submit বাটনে ক্লিক করে আপনার Visa Status চেক করতে পারবেন।
এখানে Reference Number এ আপনার ভিসা এপ্লিকেশন নম্বরটি দিন। আপনি যেখান থেকে ভিসার জন্য আবেদন করবেন সেখান থেকে আপনাকে একটি ইনভয়েস দেওয়া হবে। সেই ইনভয়েস থেকে এই রেফেরেন্স নাম্বার দিতে হবে।
বিভিন্ন দেশের ভিসা যাচাইয়ের ধরণ আলাদা আলাদা হয়ে থাকে। তাই বিভিন্ন দেশের ভিসা চেক করার নিয়ম নিয়ে নিচের লেখা পোস্টটি দেখুন।
আরও পড়ুন- ইতালি ভিসা আবেদন করার নিয়ম
ADVERTISEMENT
ক্যাটাগরি পেইজে যান | Visa |
সকল দেশের ভিসা চেক | ভিসা চেক |
হোমপেইজ | Eservicesbd |
ADVERTISEMENT