অনলাইনে জিপিএফ ব্যালেন্স চেক করার নিয়ম ২০২৪

অনলাইনে খুব সহজেই আপনার জিপিএফ ব্যালেন্স চেক (cafopfm gov bd GPF balance check bd 2022) করতে পারেন। দেখুন কিভাবে করবেন।

জিপিএফ ব্যালেন্স চেক
  • Save

ADVERTISEMENT

বর্তমানে অনলাইনেই শুধুমাত্র আপনার এনআইডি ও মোবাইল নম্বর দিয়ে অনলাইন থেকেই প্রভিডেন্ট ফান্ড বা জিপিএফ ব্যালেন্স চেক করতে পারেন। অনলাইনে সাধারণ প্রভিডেন্ট ফান্ড বা জিপিএফ হিসাব দেখার নিয়ম তা নিয়ে বিস্তারিত বলব। আশা করি আপনার কাজে লাগবে।

জিপিএফ কি?

জিপিএফ হচ্ছে General Provident Fund যার অর্থ সাধারণ ভবিষ্য তহবিল। যা শুধুমাত্র সরকারি কর্মচারীগণদের জন্য প্রযোজ্য হবে। বর্তমানে জিপিএফ বা সাধারণ ভবিষ্য তহবিলে সঞ্চয় বাধ্যতামূলক করা হয়েছে। 

ভবিষ্যৎ তহবিল বিধিমালা ১৯৭৯ অনুযায়ী জিপিএফ হলো সরকারি কর্মচারীগণ যাদের চাকরির বয়স দুই বছর হয়েছে। তারা চাইলে সাধারণ ভবিষ্যৎ তহবিল বা General Provident Fund-এ চাঁদা জমা করতে পারবেন। জিপিএফ হিসাবে চাঁদা জমাদানকারী কর্মচারী চাকরির মেয়াদ উত্তীর্ণ হলে ফান্ডে জমাকৃত অর্থের ১১% থেকে ১৩% হারে মুনাফা পাবেন।

জিপিএফ ব্যালেন্স চেক (GPF Balance Check)

জিপিএফ ব্যালেন্স চেক করার জন্য প্রথমে ভিজিট করুন-www.cafopfm.gov.bd। GPF Information এ ক্লিক করে আপনার NID ও Mobile Number দিয়ে সাবমিট করুন। এরপর আপনার মোবাইলে আসা OTP কোড ভেরিফিকেশন করে GPF Balance Check করতে পারবেন।

ADVERTISEMENT

পূর্বে জিপিএফ তথ্য জানার জন্য আর্থিক বছর শেষে অর্থাৎ জুলাই মাসে উপজেলা হিসাবরক্ষণ অফিস থেকে জিপিএফ একাউন্ট স্লিপ সংগ্রহ করতে হতো। যা বর্তমানে অনেক সহজ হয়ে গেছে। অনলাইনেই আপনি আপনার প্রভিডেন্ট ফান্ডের ব্যালেন্স জানতে পারছেন।

সরকারি চাকরীজীবিদের বেতন ও সুবিধা বন্টনের জন্য ইএফটি চালু করার পর জিপিএফ হিসাব পেনশন ও ফান্ড ম্যানেজমেন্ট শাখার অধীনে আনা হয়। তাই এখন থেকে পেনশন ও ফান্ড ম্যানেজমেন্ট শাখা জিপিএফ ফান্ডের হিসাব নিয়ন্ত্রণ ও সংরক্ষণ করবে।

অনলাইনে জিপিএফ ব্যালেন্স চেক করতে যা লাগে

অনলাইনে GPF Balance Check করা খুবই সহজ একটি প্রক্রিয়া। অনলাইনে জিপিএফ ব্যালেন্স চেক করতে নিচে উল্লেখিত জিনিসগুলো লাগবে।

ADVERTISEMENT

  • একটি স্মার্টফোন/ কম্পিউটার/ অথবা ট্যাব
  • ইন্টারনেট
  • NID / SMART ID নম্বর (পে ফিক্সেশন করার সময় যেটি ব্যবহার করেছেন)
  • Mobile Number (পে ফিক্সেশনে যেটি ব্যবহার করেছেন)

জিপিএফ হিসাব দেখার নিয়ম

অনলাইন জিপিএফ হিসাব দেখার জন্য আপনার কম্পিউটার বা মোবাইল ফোন থেকে ভিজিট করুন-www.cafopfm.gov.bd। GPF Information এ ক্লিক করুন এবং আপনার এনআইডি ও মোবাইল নম্বর দিয়ে সাবমিট করুন। সবশেষে OTP কোড ভেরিফিকেশন করে জিপিএফ ব্যালেন্স দেখতে পারবেন।

জি পি এফ ব্যলেন্স চেক করার বিস্তারিত প্রক্রিয়াটি নিচে দেখানো হল:

ধাপ ১: কম্পিউটার বা মোবাইলের Firefox বা Google Chrome ব্রাউজার থেকে www.cafopfm.gov.bd লিখে ভিজিট করুন।

ADVERTISEMENT

জিপিএফ ব্যালেন্স চেক
  • Save
GPF Balance Check

এরপর উপরের মত কয়েকটি অপশন দেখতে পাবেন। এখান থেকে GPF Information (জিপিএফ ইনফর্মেশন) অপশন থেকে Click Here বাটনে ক্লিক করুন।

জিপিএফ ব্যালেন্স চেক
  • Save

ধাপ ২ঃ এখানে আপনার জাতীয় পরিচয় পত্র নম্বর (NID/ Smart ID নম্বর) দিন। তারপর, আপনার মোবাইল নম্বর দিন যে নম্বরটি আপনার পে ফিক্সেশন বা ইএফটি করার সময় দিয়েছিলেন।

Fiscal Year অপশন থেকে যে অর্থবছরের GPF হিসাব দেখতে চান তা সিলেক্ট করেন। এবার Submit বাটনে ক্লিক করুন।

ধাপ ৩ঃ Submit বাটনে ক্লিক করার পর Employee Verification এর জন্য আপনার মোবাইলে ৪ ডিজিটের একটি OTP কোড পাঠানো হবে। ওটিপি কোডটি দিয়ে আবার Submit করুন।

অনলাইনে জিপিএফ ব্যালেন্স চেক
  • Save

পরের পেইজে আপনার নাম, এনআইডি নম্বর এবং জিপিএফ এর হিসাব নম্বর সহ সকল জিপিএফ তথ্য দেখতে পাবেন। তার নিচে একটি ছকে Opening Balance, Subscription, Refund, Profit, Withdrawal and Closing Balance দেখতে পাবেন।

জিপিএফ হিসাব দেখার নিয়ম
  • Save

আপনি চাইলে, উপরের ডান পাশের Print বাটনে ক্লিক করে জিপিএফ স্টেটমেন্ট ডাউনলোড করে নিতে পারবেন। জিপিএফ এর টাকা উত্তোলনের জন্য এই প্রিন্ট কপি ব্যবহার করা যাবে। এতে কোন প্রকার অফিসিয়াল স্বাক্ষরের প্রয়োজন হয় না।

জিপিএফ নিয়ে আরও তথ্য

জিপিএফ হিসাব ক্যালকুলেটর

জিপিএফ হিসাব ক্যালকুলেটরের সাহায্যে সাধারণ ভবিষ্য তহবিল বা জিপিএফ এর বছরের শুরুর স্থিতি ও মাসিক কর্তনের পরিমাণ দিয়ে বছরান্তে স্থিতি জানতে পারবেন।

এজন্য আপনার মোবাইল বা কম্পিউটার থেকে ভিজিট করতে হবে- জিপিএফ ক্যালকুলেটর

জিপিএফ ক্যালকুলেটর
  • Save

কিভাবে জিপিএফ ক্যালকুলেটরের সাহায্যে জিপিএফ এর হিসাব দেখবেন

GPF বা General Provident Fund এর হিসাব দেখার জন্য, বছরের শুরুর স্থিতি লিখুন। এরপর মাসিক কর্তনের পরিমাণ লিখুন। অগ্রিম উত্তোলন থাকলে লিখুন ও উত্তোলনের তারিখ দিন, না থাকলে এড়িয়ে যান। এরপর মাসিক কর্তনের পরিমাণ লিখুন। সবশেষে ফলাফল বাটনে ক্লিক করে জিপিএফ হিসাব করুন।

মাসিক কর্তনের ক্ষেত্রে সকল মাসের কর্তন সমান হলে হ্যাঁ দিন। না হলে না সিলেক্ট করুন এবং প্রত্যেক মাসের আলাদা আলাদা কর্তনের পরিমাণ লিখুন। কর্তনসমূহ প্রতি মাসের ৫ তারিখের মধ্যে পরিশোধিত হলে হ্যাঁ সিলেক্ট করতে হবে।

FAQ’s

জিপিএফ এর অর্থ হচ্ছে জেনারেল প্রভিডেন্ট ফান্ড (General Provident Fund) যা বাংলাদেশের সরকারি কর্মচারীদের জন্য একটি অবসরকালীন তহবিল। সরকারি কর্মচারী-কর্মকর্তাদের বেতন হতে একটি নির্দিষ্ট হারে চাঁদা কর্তন করে এই তহবিলে জমা করা হয়।

উপজেলা হিসাবরক্ষণ অফিস থেকে GPF Slip সংগ্রহ করে GPF Balance Check করা যায়। তাছাড়া অনলাইনে জিপিএফ ব্যালেন্স চেক করতে www.cafopfm.gov.bd ভিজিট করে GPF information অপশনে যেতে হবে।

ADVERTISEMENT

Similar Posts

3 Comments

  1. আমার পূর্বের নাম্বার ছিল ০১৭৩৪-১৯৯১১৮ এই নাম্বারটি হারিয়ে যাওয়ার কারণে এই নাম্বারে ওটিপি করা সম্ভব নয় এবং এই নম্বরটি পরবর্তীতে উঠাতে পারেনি এখন আমার বর্তমান নাম্বার ০১৭৫৫-১৯৬৩১২ এই নম্বরে ওটিপি আসলে আমার জিপিএফ একাউন্টের হিসাব দেখা এবং স্লিপ ডাউনলোড করা আমার জন্য সুবিধা হয়

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।