সৌদি আরব Final Exit বা “খুরুজ নিহাই” সম্পর্কে বিস্তারিত

সৌদি আরবে Final Exit Visa নিয়ে বিভ্রান্ত? জানুন ফাইনাল এক্সিট নিয়ে বিস্তারিত সকল তথ্য এবং কফিল পরিবর্তনের নিয়ম ও সতর্কতা যাতে আইনি জটিলতা এড়াতে পারেন।

ফাইনাল এক্সিট (final exit visa) নিয়ে বিস্তারিত
  • Save

ADVERTISEMENT

ফাইনাল এক্সিট বা “খুরুজ নিহাই” সৌদি আরবে বসবাসরত প্রবাসীদের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয়। বিষয়টি নিয়ে অনেকেরই কিছুটা বিভ্রান্তি আছে বা Final Exit নিয়ে সঠিক ধারণা না থাকার কারণে ভুল সিদ্ধান্ত নিতে পারেন বা ঝামেলায় পড়তে পারেন।

Final Exit Visa বা “Khurooj Nihai” পেলে কি দেশে চলে আসতে হবে কিনা, ফাইনাল এক্সিট কীভাবে বাতিল করা যায়, ফাইনাল এক্সিট থাকা অবস্থায় কফিল পরিবর্তন বা কাফেলা হওয়া যাবে কিনা, কিভাবে কাফেলা হওয়া যাবে এসব বিষয় নিয়ে বিস্তারিত তথ্য নিয়ে এই ব্লগে আলোচনা করবো ইনশাআল্লাহ।

ADVERTISEMENT

ফাইনাল এক্সিট (Final Exit) কী?

ফাইনাল এক্সিট হল একটি আইনি প্রক্রিয়া, যার মাধ্যমে কোনো প্রবাসী সৌদি আরব স্থায়ীভাবে ত্যাগ করতে পারেন। একমাত্র নিয়োগকর্তা অর্থাৎ “কফিল” এই Final Exit Visa ইস্যু করতে পারেন বা ইস্যু করা ফাইনাল এক্সিট বাতিল করতে পারেন।

ফাইনাল এক্সিট ভিসা বা খুরুজ নিহাই ইস্যু করা হলে আপনাকে এসএমএসের মাধ্যমে জানানো হবে। এসএমএস পাওয়ার পর আপনার কাছে সৌদি আরব ত্যাগ করার জন্য ৬০ দিন সময় দেয়া হবে। যদি এই ৬০ মধ্যে তিনি দেশ ত্যাগ না করেন, তাহলে তাকে সৌদি আরবে আপনার অবস্থায় অবৈধ হবে।

ADVERTISEMENT

ফাইনাল এক্সিটের প্রক্রিয়া

ফাইনাল এক্সিটের প্রক্রিয়া শুরু হয় নিয়োগকর্তার মাধ্যমে। নিয়োগকর্তা তাদের ব্যবসায়িক আবসার একাউন্টে লগইন করে Final Exit Visa Issue করেন। এরপর আপনার মোবাইলে একটি এসএমএস পাবেন যে ফাইনাল এক্সিট ইস্যু করা হয়েছে।

এমতাবস্থায় আপনাকে ৬০ দিনের মধ্যে ফ্লাইট বুকিং এবং সৌদি আরব ত্যাগ করার বাধ্যবাধকতা রয়েছে। যদি এই সময়সীমা পেরিয়ে যায়, আপনি “অবৈধ” হিসাবে আইনি জটিলতায় পড়বেন।

তবে আপনি চাইলে, ৬০ দিনের মধ্যে আপনার কফিলের মাধ্যমে ফাইনাল এক্সিট বাতিল করে কাফালা হতে পারেন অর্থাৎ কফিল পরিবর্তন করতে পারেন। তবে, Final Exit থাকা অবস্থায় কোনভাবেই কাফালা হওয়ার কোন সুযোগ নাই।

ADVERTISEMENT

ফাইনাল এক্সিট বাতিল করার নিয়ম

৬০ দিনের মধ্যে কফিল চাইলে ফাইনাল এক্সিট বাতিল করতে পারেন। এক্ষেত্রে কফিল তার Absher অ্যাকাউন্টে লগইন করে এটি সহজেই রিভার্স করতে পারেন। তবে, ৬০ দিন পেরিয়ে গেলে, কফিলকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে যেতে হবে এবং ১০০০ সৌদি রিয়াল জরিমানা দিয়ে ফাইনাল এক্সিট বাতিল করতে হবে।

তাই যদি Final Exit বাতিল করাতে চান, যত দ্রুত সম্ভব আপনার কফিলকে অনুরোধ করে এটি বাতিল করিয়ে নিন। তারপর আপনি অন্য কফিলের কাছে কাফালা হতে পারবেন।

আরও পড়ুন:

ADVERTISEMENT

Final Exit কিছু ভুল ধারণা

একটি প্রচলিত ভুল ধারণা হল, ফাইনাল এক্সিট থাকা সত্ত্বেও প্রবাসী কফিল পরিবর্তন করতে পারেন বা নতুন রেসিডেন্সি পারমিটের জন্য আবেদন করতে পারেন। এটি সম্পূর্ণ ভুল।

ফাইনাল এক্সিট থাকার পর কোনো প্রবাসী কফিল পরিবর্তন বা রেসিডেন্সি সম্পর্কিত কোনো প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন না। এমনকি নতুন কফিলের অফার পেলেও, ফাইনাল এক্সিট ক্যানসেল করার আগে অন্য কফিলের সাথে কাজ করার প্রক্রিয়া এগিয়ে নেওয়া সম্ভব নয়।

Final Exit থাকলে কফিল পরিবর্তন করার নিয়ম

ফাইনাল এক্সিট থাকলে আপনি সরাসরি কফিল পরিবর্তন করতে পারবেন না। এজন্য প্রথমে আপনাকে আপনার পূর্বের কফিলের মাধ্যমে Final Exit Status বাতিল করতে হবে। এরপর আপনার নতুন কফিল তার Qiwa Account থেকে Employee Transfer করার জন্য তলব (Request) পাঠাতে হবে।

নতুন কফিল তলব (Request) পাঠানোর পর প্রথমে আপনি আপনার Qiwa একাউন্টে লগইন করে Request Accept করতে হবে। তারপর, পূর্বের কফিলের নিকট Request যাবে এবং তাকেও তার Qiwa একাউন্ট থেকে Accept করতে হবে।

এরপর আপনার নতুন কফিল Absher একাউন্টের মাধ্যমে Employee Transfer Fee পরিশোধ করার পর Transfer Request Approved হবে এবং আপনার কফিল পরিবর্তন হয়ে যাবে। তারপর নতুন কফিল আপনার নতুন ইকামা তৈরির জন্য প্রক্রিয়া শুরু করতে পারবেন। এজন্য অবশ্যই আপনার পাসপোর্টের মেয়াদ থাকতে হবে।

কফিল পরিবর্তন করার জন্য প্রথমবার আবেদনের ক্ষেত্রে Employee Transfer Fee ২০০০ সৌদি রিয়াল, ২য় বার আবেদনের ক্ষেত্রে ৪০০০ রিয়াল এবং ৩য় বার থেকে ৬০০০ রিয়াল ফি পরিশোধ করতে হবে।

এই হচ্ছে, ফাইনাল এক্সিট থাকলে কাফালা হওয়ার নিয়ম, যেখানে আগে ফাইনাল এক্সিট তুলে তারপর কাফালা হওয়া যাবে অর্থাৎ কফিল পরিবর্তন করা যাবে।

Final Exit নিয়ে সতর্কতা ও প্রতারণার ঝুঁকি

আপনার “খুরুজ নিহাই” বা ফাইনাল এক্সিট থাকা সত্ত্বেও, কাফালা প্রক্রিয়া সম্পন্ন করিয়ে দেয়ার কথা বলে অনেক দালাল টাকা নেয়। প্রকৃতপক্ষে, Final Exit Status সমাধান করার আগে, কখনই কাফেলা প্রক্রিয়া বা কফিল পরিবর্তন করার প্রক্রিয়া সম্পন্ন করা সম্ভব নয়।

ফাইনাল এক্সিটের স্ট্যাটাস সমাধান করার সময় অনেক প্রবাসী প্রতারণার শিকার হন। অর্থ লেনদেন করার আগে অবশ্যই সতর্ক থাকতে হবে। কেউ যদি রেসিডেন্সি বা কফিল সমস্যার সমাধানের প্রতিশ্রুতি দেয়, তবে তার দাবির বৈধতা যাচাই করুন। অনেক প্রবাসী অর্থ প্রদান করেও তাদের সমস্যার সমাধান পাননি।

কফিল পরিবর্তন বা ফাইনাল এক্সিট বাতিল করার নামে বড় অঙ্কের অর্থ প্রদান থেকে বিরত থাকুন। প্রক্রিয়াটি ব্যর্থ হলে আপনি আর্থিক সমস্যায় পড়তে পারেন এবং অর্থ ফেরত পাওয়ার কোনো উপায় থাকবে না।

প্রবাসীদের জন্য কিছু পরামর্শ

যদি আপনি ফাইনাল এক্সিটের মুখোমুখি হন, আপনি যাই করেন চিন্তা-ভাবনা ও সতর্কতার সাথে পদক্ষেপ নিন। নিচে কিছু পরামর্শ দেওয়া হলো:

  • যেকোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান কাফালা করিয়ে দেয়ার কথা বললে তার বৈধতা যাচাই করুন।
  • আর্থিক লেনদেন করার আগে, প্রক্রিয়াটি সম্পূর্ণ বিষয়টি বুঝে নিন।
  • আপনার রেসিডেন্সি স্ট্যাটাস সম্পর্কে প্রয়োজনে উকিলের সাথে পরামর্শ করুন।
  • ফাইনাল এক্সিটের সময়সীমা সম্পর্কে আপনাকে খেয়াল রাখতে হবে।

শেষ কথা

ফাইনাল এক্সিটের সমস্যায় পড়লে অবশ্যই জেনে শুনে সঠিক পদক্ষেপ নিতে হবে। ফাইনাল এক্সিট সম্পর্কিত জটিলতা ও সমাধান সম্পর্কে সৌদি প্রবাসীদের অবশ্যই জানা উচিত। এজন্য উপরের তথ্যগুলো আশা করি আপনার উপকারে আসবে।

ব্লগটি পড়ার জন্য ধন্যবাদ, অনুগ্রহ করে এটি Social Media তে শেয়ার করুন, যাতে অন্য প্রবাসীরা এই ধরনের সমস্যা সমাধানে প্রয়োজনীয় তথ্য পায়।

তথ্যসূত্র:

  1. How to manage employee transfer request

ADVERTISEMENT

Similar Posts

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।