পাসপোর্ট নাম্বার দিয়ে কাতার ভিসা চেক | Qatar Visa Check Online
অনলাইনে ভিসা ও পাসপোর্ট নাম্বার দিয়ে কাতারের ভিসা চেক করার নিয়ম (Qatar visa check by passport number) বিস্তারিত দেখুন।
ADVERTISEMENT
ইন্টারনেটের মাধ্যমে এখন প্রায় সব দেশের ভিসা অনলাইনে চেক করা যায়। প্রতারণা থেকে বাঁচতে অবশ্যই বিদেশ ভ্রমণের আগে অনলাইনে আপনার ভিসা যাচাই করে নিশ্চিত হোন আপনি সঠিক ভিসা পেয়েছেন
ভিসা যাচাই করার অবশ্যই প্রয়োজন আছে। অনেকে জানেন না কিভাবে ভিসা চেক করতে হয়। এতে দেখা যায়, তারা এই সামান্য কাজের জন্য সময় নস্ট ও হয়রানি হতে হয়।
ADVERTISEMENT
কারও সহায়তা ছাড়াই নিজ মোবাইল থেকেই ২/৩ ট্যাপেই অনলাইনে ভিসা চেক করা যায়। তাহলে দেখুন কিভাবে অনলাইনে শুধুমাত্র ভিসা অথবা পাসপোর্ট নাম্বার দিয়ে কাতার ভিসা চেক (Qatar visa check online) করবেন।
পাসপোর্ট নাম্বার দিয়ে কাতার ভিসা চেক
পাসপোর্ট নাম্বার দিয়ে কাতার ভিসা চেক করতে প্রথমে ভিজিট করুন https://portal.moi.gov.qa ওয়েবসাইটে। উপর থেকে Language English করে নিন। এরপর মেন্যু থেকে MOI Services > Inquiries > Visa Services > Visa Inquiry & Printing অপশনে যান। এখানে আপনার পাসপোর্ট অথবা ভিসা নাম্বার দিয়ে সার্চ করে কাতার ভিসা স্ট্যাটাস চেক করতে পারবেন।
ADVERTISEMENT
সরাসরি ভিসা চেক করার পেইজে যেতে কাতার ভিসা চেক লিংক এ যান। এবং Passport অথবা Visa নাম্বার দিন। এরপর Nationality সিলেক্ট করুন এবং ক্যাপচা কোড পূরণ করে Submit বাটনে ক্লিক করে ভিসা যাচাই করতে পারবেন।
অনলাইনে কাতারের ভিসা চেক করার নিয়ম নিচে ছবিতে দেখানো হলো,
কাতার ভিসা চেক অনলাইন (সহজ পদ্ধতি)
MOI Qatar ওয়েবসাইট থেকে সরসরি কাতারের ভিসা চেকিং পেইজে যেতে এই লিংকে যান – কাতার ভিসা চেক লিংক। এখানে শুধুমাত্র Passport Number ও আপনার Country সিলেক্ট করেই অনলাইনে কাতার ভিসা চেক করতে পারবেন।
ADVERTISEMENT
উপায় ২
ধাপ ১ঃ আপনার মোবাইল বা কম্পিউটারের Google Chrome এর অ্যাড্রেস বারে লিখে portal.moi.gov.qa সাইটে ভিজিট করুন। অথবা এই লিংকে https://portal.moi.gov.qa/ ক্লিক করেও ভিজিট করতে পারেন।
ধাপ ২ঃ সাইটটি আরবীতে লোড হলে, ইংরেজি ভাষায় দেখার জন্য উপর থেকে English ক্লিক করুন।
এবার Inquiries অপশনে যান। তারপর ২ নং অপশন Visa Services > Visa Inquiry and Printing অপশনে যান।
ADVERTISEMENT
এখানে Passport Number অপশনে টিক দিন এবং বক্সে পাসপোর্ট নম্বর সঠিকভাবে লিখুন। আপনার Nationality সিলেক্ট করতে হবে। এখানে Bangladesh সিলেক্ট করুন।
সবশেষে, ক্যাপচা কোডটি/ সংখ্যাটি লিখে Submit বাটনে ক্লিক করলে আপনার কাতার ভিসার তথ্য দেখতে পারবেন।
এই ধরণের একটি পেইজ পাবেন। পেইজটি প্রিন্ট করতে চাইলে, প্রিন্ট বাটনে ক্লিক করে PDF হিসেবে সেভ করে নিতে পারেন।
এখানে আপনার ভিসার ধরণ (Visa Type), ভিসার উদ্দেশ্য (Purpose of Visa) ও কোম্পানীর নাম (Sponsor Name) চেক করে নিবেন।
Sponsor নেম সাধারণত আরবীতে লেখা থাকবে। তাই লেখাটি কপি করে Google Translator থেকে Engish এ অনুবাদ করে নিতে পারবেন।
কাতার ভিসা অনুবাদ যেভাবে করবেন
এখানে আপনার ভিসার ধরণ (Visa Type), ভিসার উদ্দেশ্য (Purpose of Visa) ও কোম্পানীর নাম (Sponsor Name) চেক করে নিবেন।
Sponsor নেম সাধারণত আরবীতে লেখা থাকবে। তাই লেখাটি কপি করে Google Translator থেকে Engish এ অনুবাদ করে নিতে পারবেন।
অনুবাদ করার জন্য, আরবী লেখা কপি করে গুগল সার্চে পেস্ট করুন। তারপর আরবী লেখার পর লিখুন, ইংরেজি অনুবাদ। এবার Google Search করুন।
ভিসা চেক করার ক্ষেত্রে সতর্কতা
- ভিসা চেক করার সময় তাড়া-হুড়া করবেন না। এতে Typing ভুল হতে পারে।
- আপনি যদি মোবাইল থেকে কাতার ভিসা চেকিং করেন তাহলে, প্রথম ভিসা চেক লিংকে সরাসরি ক্লিক করেই ভিজিট করতে পারেন।
- পাসপোর্ট নম্বরের শুরুতে ইংরেজি বর্ণ (Letter) গুলো অবশ্যই লিখবেন।
- সবশেষে ক্যাপচা কোড লিখতে সঠিক ক্যাপচা কোডটি ডান পাশের বক্সে লিখুন
অনলাইনে ভিসা চেক করার সুবিধা
ভিসা চেক করার জন্য আপনাকে কারো কাছেই যেতে হবে না এখন। কারও সহায়তা ছাড়াই নিজেই নিজের ভিসা চেক করতে পারবেন।
তাছাড়া আপনার ভিসা সঠিক কিনা, যে কাজের জন্য ভিসা পেয়েছেন তা ঠিক আছে কিনা, কোম্পানীর নাম সব ঠিক আছে কিনা যাচাই করে নিতে পারবেন। এতে বিদেশ গিয়ে কোন ধরণের বিপদে পড়া বা প্রতারণার শিকার থেকে বাঁচেতে পারবেন।
কাতার ভিসা চেক সম্পর্কিত প্রশ্নোত্তর (FAQ)
কাতার ভিসা চেক করতে ভিজিট করুন https://portal.moi.gov.qa ওয়েবসাইটে। এরপর Language English সিলেক্ট করে মেন্যু থেকে MOI Services > Inquiries > Visa Services > Visa Inquiry & Printing অপশনে যান। এখানে Passport অথবা Visa Number দিয়ে সার্চ করে কাতার ভিসা চেক করতে পারবেন।
কাতার ভিসা চেক করার ওয়েবসাইট লিংক – https://portal.moi.gov.qa ।
অনলাইনে কাতারের ভিসাা চেক করতে শুধুমাত্র Passport Number লাগে।
শেষকথা
যারা বিদেশ যাচ্ছেন বা যাবেন, সবারই উচিত ভ্রমেণের পূর্বে ভিসা চেক করে নেয়া। ভিসা সঠিক কিনা, ভিসার ধরণ, পেশা ও কোম্পানীর নাম ঠিক আছে কিনা এসব এখন অনলাইনে যাচাই করা যায়।
প্রতারণার হাত থেকে বাঁচতে অবশ্যই আমাদের ভিসা চেক করা উচিত। সকল দেশের ভিসা চেক অনলাইনে কিভাবে করবেন তা জানতে দেখুন এই পেইজ – ঘরে বসে ভিসা চেক।
ভিসা চেক সংক্রান্ত আরো তথ্য
- সৌদি ভিসা চেক
- দুবাই ভিসা চেক
- সিঙ্গাপুর ভিসা চেক
- মালয়েশিয়া ভিসা চেক
- ওমান ভিসা চেক
- সকল দেশের ভিসা চেক করুন
ADVERTISEMENT