পাসপোর্ট ডেলিভারি স্লিপ হারিয়ে গেলে করণীয়
পাসপোর্ট ডেলিভারি স্লিপ হারিয়ে গেলে নিকটস্থ থানায় জিডি করে পাসপোর্ট গ্রহণ করতে হবে। দেখুন জিডি আবেদন লেখার নিয়ম।
ADVERTISEMENT
আপনি ই পাসপোর্ট ডেলিভারি স্লিপ হারিয়ে ফেলেছেন? টেনশন নেওয়ার কোন কারণ নাই। আমি এখানে বলবো, পাসপোর্ট ডেলিভারি স্লিপ হারিয়ে গেলে কি করবেন এবং কিভাবে পাসপোর্ট সংগ্রহ করবেন। দেখুন বিস্তারিত।
প্রথমেই বলি, পাসপোর্ট এর ডেলিভারি স্লিপ হারিয়ে গেলে আপনার ঘাবড়ানো বা চিন্তিত হওয়ার কোন কারণ নেই। সব পরিস্থিতিতেই, কোন না কোন উপায় তো আছেই।
ADVERTISEMENT
পাসপোর্ট ডেলিভারী স্লিপ
পাসপোর্ট ডেলিভারী স্লিপ হচ্ছে পাসপোর্ট বই সংগ্রহ করার জন্য একটি অফিসিয়াল ডকুমেন্ট। এটি প্রমাণ করে যে, আপনি উক্ত পাসপোর্ট একটি পাসপোর্ট আবেদন করেছেন। এখানে পাসপোর্ট আবেদনের সকল তথ্য ইংরেজিতে প্রিন্ট করা থাকে।
আপনারা হয়তো জানেন যে বর্তমানে ই পাসপোর্টের আবেদন অনলাইনেই করতে হয়। অনলাইনে আবেদন করার পর আবেদন আপনার সংশ্লিষ্ট পাসপোর্ট অফিসে জমা দিতে হয়।
ADVERTISEMENT
আবেদন জমা দেয়ার পর, পাসপোর্ট অফিস আপনার বায়োমেট্রিক তথ্য যেমন, ফিঙ্গারপ্রিন্ট, আইরিশের ছবি এবং আপনার ছবি সংগ্রহ করে পাসপোর্টটির Enrolment সম্পন্ন করবে।
সফলভাবে আবেদন গ্রহণ ও বায়োমেট্রিক তথ্য নেয়ার পর একটি পাসপোর্ট ডেলিভারি স্লিপ দেয়া হয়। এই ডেলিভারী স্লিপ দেখিয়ে পরবর্তীতে আপনাকে পাসপোর্ট সংগ্রহ করতে হবে।
এই ডেলিভারী স্লিপটি হারিয়ে যাওয়া অস্বাভাবিক কোন ঘটনা নয়। অনেকেরই এমন ঘটনা ঘটতে পারে। তাই জেনে রাখুন, এটি হারালে কি করবেন।
ADVERTISEMENT
পাসপোর্ট ডেলিভারি স্লিপ হারিয়ে গেলে যা করবেন
পাসপোর্ট ডেলিভারি স্লিপ হারিয়ে গেলে প্রথমে আপনাকে নিকটস্থ থানায় একটি হারানোর জিডি করতে হবে। জিডিতে অবশ্যই পাসপোর্ট আবেদনে দেয়া, নাম, ঠিকানা, জাতীয় পরিচয়পত্র নম্বর, মোবাইল নম্বর, পাসপোর্টের মেয়াদ ও পৃষ্ঠা সংখ্যা এবং OID বা Application আইডি নম্বর উল্লেখ করবেন। তারপর যত দ্রুত সম্ভব জিডি কপি নিয়ে পাসপোর্ট অফিসে জানান।
থানায় সাধারণ ডায়েরি বা জিডি কপি দিয়েও আপনাকে পাসপোর্ট ডেলিভারি দিতে পারে। অথবা, জিডি কপি দেখিয়ে আপনি নতুন একটি ডেলিভারি স্লিপ সংগ্রহ করতে পারেন।
পাসপোর্ট এর ডেলিভারি স্লিপ হারানোর বিষয়ে থানায় সাধারণ ডায়েরী বা জিডি করতে গেলে আপনার যেসব তথ্যের প্রয়োজন হবে তা হচ্ছে,
ADVERTISEMENT
- পাসপোর্ট আবেদনের OID Number (Online Registration Number) বা Application ID Number বা Passport Delivery Slip Number (যে কোন একটি)
- আপনার জাতীয় পরিচয় পত্র নম্বর বা জন্ম নিবন্ধন নম্বর যা পাসপোর্ট আবেদনে ব্যবহার করেছেন।
- পাসপোর্ট আবেদনের সময় ব্যবহৃত মোবাইল নম্বর
- আপনার নাম ও ঠিকানা
পাসপোর্ট OID Number, Application ID number মনে না থাকলে, ই পাসপোর্ট ওয়েবসাইটে আপনার প্রোফাইলে লগইন করে দেখতে পারবেন। এজন্য epassport.gov.bd ওয়েবসাইটে আপনার ইমেইল ও পাসওয়ার্ড দিয়ে Sign in করুন।
এছাড়া অন্য সকল তথ্য আপনার জানা থাকার কথা। এখন কিভাবে জিডির আবেদন লিখবেন। এলাকার যে কোন কম্পিউটার সেবার দোকান থেকে এটি লিখে নিতে পারেন। তা না হলে, সরাসরি হাতে ও লিখতে পারেন।
জিডির আবেদন অবশ্যই ২ কপি করে থানায় নিয়ে যাবেন।
পাসপোর্ট ডেলিভারি স্লিপ হারানোর জিডি আবেদন লেখার নিয়ম
পাসপোর্ট ডেলিভারি স্লিপ হারানোর জিডির নমুনা নিচে দেখানো হলো। নাম ঠিকানা অবশ্যই পাসপোর্ট আবেদনের হুবহু মিলিয়ে লিখবেন।
তারিখঃ
বরাবর,
অফিসার ইনচার্জ,
থানার নাম,
উপজেলা, জেলা।
বিষয়ঃ সাধারন ডায়েরির জন্য আবেদন।
জনাব,
যথা বিহীত সম্মান পূর্বক বিনীত নিবেদন এই যে, আমি আপনার নাম, পিতা/স্বামীঃ পিতা/স্বামীর নাম, গ্রামঃ গ্রামের নাম, ডাকঘরঃ আপনার ডাকঘর, উপজেলাঃ উপজেলার নাম, জেলাঃ জেলার নাম, আমি থানায় হাজির হয়ে এই মর্মে লিখিতভাবে জানাচ্ছি যে, গত হারানোর তারিখ তারিখে আমার নিজ বাসা হতে যেকোন একটি স্থানের নাম যাওয়ার পথে অজ্ঞাত স্থানে আমার পাসপোর্টের ডেলিভারি স্লিপটি হারিয়ে ফেলি। যার বিস্তারিত নিম্নরূপ-
পাসপোর্টের ডেলিভারী স্লিপের নম্বর/ পাসপোর্ট OID Number/পাসপোর্ট Application ID-
আবেদনকারীর নাম- MD KAMAL UDDIN
আবেদনকারীর জাতীয় পরিচয়পত্র নং- 689xxxxx85
মোবাইল নম্বর- 01815xxxxxx
সম্ভাব্য কিছু স্থানে অনেক খোঁজাখুঁজি করেও স্লিপটি পাওয়া যায়নি। এমতাবস্থায় বিষয়টি সাধারণ ডায়েরিভুক্ত করা একান্ত প্রয়োজন।
অতএব, উপরোক্ত বিষয়ে সাধারণ ডায়েরিভুক্ত করতে আপনার সু-আজ্ঞা হয়।
নিবেদক
এখানে স্বাক্ষর
(এখানে আপনার নাম)
মোবাইলঃ
ঠিকানাঃ
শেষকথা
যদি পাসপোর্ট অফিস কাছাকাছি থাকে, অফিসে গিয়ে আপনার স্লিপ হারানোর বিষয়টি জানিয়ে অনুরোধ করে দেখতে পারেন।
এক্ষেত্রে আপনাকে পাসপোর্টের ডেলিভারি স্লিপ নম্বর, OID বা Application ID নম্বর ও জাতীয় পরিচয়পত্র নম্বর জানাতে হবে। এক্ষেত্রে আপনার কাছে ডেলিভারি স্লিপের ছবি তোলা থাকলে খুব ভাল হয়।
তবে অফিসিয়াল এবং সঠিক পদ্ধতি হচ্ছে থানায় জিডি করে পাসপোর্ট অফিসে যাওয়া।
সাধারণ প্রশ্ন ও উত্তর
থানায় সাধারণ ডায়েরি করতে কোন টাকা লাগে না।
আপনি লিখিত আবেদন নিয়ে গেলে আপনার জিডি গ্রহন করতে সর্বোচ্চ ৩০ মিনিট লাগতে পারে
পাসপোর্ট আবেদনের OID Number (Online Registration Number) বা Application ID Number বা Passport Delivery Slip Number (যে কোন একটি), এনআইডি নম্বর বা জন্ম নিবন্ধন নম্বর যা পাসপোর্ট আবেদনে ব্যবহার করেছেন এবং মোবাইল নম্বর, আপনার নাম ও ঠিকানা জিডি আবেদনে উল্লেখ করতে হবে।
হা, যে কোন হারানো বিষয়ক ঘটনার জন্য অনলাইনে জিডি করতে পারবেন। তবে সবচেয়ে দ্রুত সময়ের মধ্যে করতে চাইলে সরাসরি থানায় উপস্থিত হয়ে সাধারণ ডায়েরি করাই ভাল।
ই পাসপোর্ট সংক্রান্ত আরো তথ্য
- ই পাসপোর্ট আবেদন করার নিয়ম
- ই পাসপোর্টের টাকা জমা দেয়ার নিয়ম
- পাসপোর্ট হারিয়ে গেলে করণীয়
- সরকারি চাকরীজীবিদের পাসপোর্ট করার নিয়ম
- সংযুক্ত আরব আমিরাত থেকে ই পাসপোর্ট ফি জমা
- ই পাসপোর্ট রিনিউ করার নিয়ম
- ই পাসপোর্ট চেক করার নিয়ম
ADVERTISEMENT