মুক্তপাঠ রেজিস্ট্রেশন করার নিয়ম – মুক্তপাঠ অনলাইন কোর্স

২০২৩ সালে মুক্তপাঠ অনলাইনে কোর্স করতে চাচ্ছেন? তাহলে জেনে নিন মুক্তপাঠ রেজিস্ট্রেশন ও কোর্স করার নিয়ম এবং সকল প্রয়োজনীয় তথ্য।

মুক্তপাঠ রেজিস্ট্রেশন
  • Save

ADVERTISEMENT

বর্তমানে জাতীয় শিক্ষাক্রম রূপরেখা ২০২২ বিষয়ভিত্তিক অনলাইন কোর্সগুলো করা শিক্ষকদের জন্য বাধ্যতামূলক করা হয়েছে। এছাড়াও মুক্তপাঠ অনলাইন কোর্স করার নিয়মে অন্যান্য প্রাতিষ্ঠানিক কোর্স করে জ্ঞান ও দক্ষতা বৃদ্ধি করতে পারবেন।

বাংলা ভাষায় নির্মিত এসব কোর্সগুলো করলে মুক্তপাঠ সার্টিফিকেট পাবেন, যা আপনার চাকরি জীবনে সহায়ক হতে পারে।

ADVERTISEMENT

মুক্তপাঠ কি, মুক্তপাঠ রেজিস্ট্রেশন করার নিয়ম ও কোর্সে এনরোল করার নিয়ম, কি কি কোর্স করা যায় ও সুবিধাসমূহ নিয়ে আজকের আলোচনা।

মুক্তপাঠ কি?

মুক্তপাঠ সকলের জন্য উন্মুক্ত একটি সরকারি e learning platform। এই প্লাটফর্ম থেকে সকল শ্রেনী পেশার মানুষ যেকোন সময় ও যেকোন স্থান থেকে Online Course করতে পারবে। পেশাগত জ্ঞান ও দক্ষতা, সাধারন শিক্ষা, কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা এবং জীবনব্যাপী শিক্ষার জন্য এই কোর্সগুলো অত্যন্ত কার্যকর।

ADVERTISEMENT

বিভিন্ন সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান এবং ব্যক্তিগত প্রশিক্ষকেরা Muktopath Course তৈরি করে থাকে। শিক্ষক, শিক্ষার্থী, যুবসবাজ, বিদেশগামী কর্মী, সরকারি ও বেসরকারি কর্মকর্তা, প্রবাসী, কৃষক, গৃহিণী ইত্যাদি সকলেই এই প্লাটফর্মের ব্যবহারকারী। অনলাইনে ভিডিও লেসন ও লাইভ সেশনের মাধ্যমে কোর্স করে সকলেই সার্টিফিকেট সংগ্রহ করতে পারবে।

মুক্তপাঠ অনলাইন কোর্স করার নিয়ম

কোর্স করার জন্য প্রথমে মুক্তপাঠ ওয়েবসাইটে লার্নার হিসেবে রেজিস্টার করুন। তারপর একাউন্টে লগইন করে আপনার প্রোফাইক অপশন থেকে আপনার প্রয়োজনীয় তথ্য আপডেট করুন। কোর্সসমূহ থেকে ক্যাটাগরি অনুযায়ী সার্চ করে আপনার প্রয়োজনীয় কোর্সটি খুঁজুন। এরপর আপনার এমপ্লয় আইডি ও জন্ম তারিখ দিয়ে এনরোল করলে মুক্তপাঠ কোর্স করতে পারবেন। 

বর্তমানে শিক্ষকদের জাতীয় শিক্ষাক্রম রূপরেখা ভিত্তিক কোর্স করার জন্য শিক্ষকদের শিক্ষাবোর্ডে নিবন্ধনকৃত এমপ্লয় আইডি প্রয়োজন হবে।

ADVERTISEMENT

মুক্তপাঠ অনলাইন কোর্সসমূহ

মুক্তপাঠ ওয়েবসাইটে বর্তমানে জাতীয় শিক্ষাক্রম রূপরেখা ২০২২ বিষয়ভিত্তিক অনলাইন প্রশিক্ষণ চালু রয়েছে। বাংলাদেশের সকল শিক্ষক শ্রেনীর দক্ষতার জন্য এই কোর্সগুলো আদর্শ। এছাড়াও মুক্তপাঠে কোর্স করার নিয়মে ১২ কেটাগরির ২০০+ কোর্স রয়েছে। যেমন- 

  • মাধ্যমিক স্তরের শিক্ষকদের জন্য মানসিক স্বাস্থ্যসেবা বিষয়ক ফার্স্ট এইড প্রশিক্ষণ;
  • শিক্ষকদের জন্য এবং বিদ্যালয়ে শিক্ষক হতে প্রশিক্ষণমূলক কোর্স;
  • শিক্ষাভিত্তিক গবেষণামূলক কোর্স;
  • স্কুলের নৈতিকতা মূল্যবোধ ও সহানুভূতি বিষয়ক কোর্স;
  • ধর্ম বিষয়ক কোর্সগুলো সহ বাংলা, ইংরেজি, গণিত বিষয় দক্ষতা অর্জনের জন্য নানা কোর্স;
  • কৃষিভিত্তিক: গবাদি পশু পালন, ফসল উৎপাদন ইত্যাদি বিষয়ে প্রশিক্ষণ;
  • তথ্যপ্রযুক্তি: উদ্ভাবনী নানা প্রযুক্তি ও কৃষি প্রযুক্তি, দৈনন্দিন জীবনে প্রয়োজনীয় মোবাইল, কম্পিউটার ও ল্যাপটপ সহ নানা প্রযুক্তির ব্যবহার প্রশিক্ষণ;
  • দক্ষতা উন্নয়ন: বিভিন্ন বিষয়ে দক্ষতার উন্নয়নমূলক কোর্স;
  • স্বাস্থ্য: সাধারণ মানুষ, ডাক্তার, নার্স, স্বাস্থ্য বিষয়ক প্রশিক্ষণার্থীদের জন্য অনলাইন কোর্স;
  • ফ্রিল্যান্সিং: ফ্রিল্যান্সিংয়ের বিভিন্ন দক্ষতা মূলক কোর্স;
  • আত্মকর্মসংস্থান: আত্মকর্মসংস্থান সৃষ্টিতে উদ্যোক্তাদের প্রশিক্ষণমূলক কোর্স;
  • গণিত বিষয়ক;
  • ব্যক্তিগত উন্নয়ন, নৈতিকতা ও ইসলামিক জীবন ধারনামূলক কোর্স;
  • সাংবাদিকতা ও বৈদেশিক কর্মসংস্থান সম্পর্কিত অন্যান্য কোর্স।

মুক্তপাঠে কোর্স করার নিয়ম অনুযায়ী এসকল কোর্সে অংশগ্রহণ করতে পারবেন।

মুক্তপাঠ রেজিস্ট্রেশন করার নিয়ম

মুক্তপাঠ রেজিস্ট্রেশন করার জন্য প্রথমে ভিজিট করুন https://muktopaath.gov.bd/ ওয়েবসাইটে। হোমপেইজ থেকে লার্নার অপশন সিলেক্ট করে “ফ্রি রেজিস্ট্রেশন করুন” বাটনে ক্লিক করুন। এখানে আপনার নাম, পেশা, মোবাইল নম্বর ও পাসওয়ার্ড দিয়ে রেজিস্ট্রেশন করুন। মোবাইলে আসা OTP ভেরিফিকেশন করলে রেজিস্ট্রেশন সম্পন্ন হবে।

ADVERTISEMENT

মুক্তপাঠের কোর্সগুলো করার জন্য প্রথমেই আপনাকে একটি একাউন্ট রেজিস্টার করে নিতে হবে। রেজিস্টার করার জন্য- muktopath – এই লিংকে ভিজিট করুন। এবার নিচের ছবিসহ দেখানো ধাপগুলো অনুসরন করুন-

ধাপ ১: রেজিস্ট্রেশন পেজে প্রবেশ করুন

মুক্তপাঠ ওয়েবসাইটে ভিজিট করার পর তারপর রেজিস্টার অপশনে ক্লিক করুন। তারপর ৩ টি অপশন দেখতে পাবেন। যথা-

  • লার্নার;
  • ইন্সট্রাক্টর/ কন্ট্রিবিউটর;
  • পার্টনার হোন।

কোর্স করার জন্য এখান থেকে লার্নার অপশনে ক্লিক করুন। পরবর্তী পেজে রেজিস্ট্রেশনের জন্য একটি ফর্ম আসবে।

মুক্তপাঠ রেজিস্ট্রেশন করার নিয়ম
  • Save

ধাপ ২: নিবন্ধনের তথ্য পূরন

মুক্তপাঠ রেজিস্ট্রেশন করতে নিম্নোক্ত তথ্যগুলো সঠিকভাবে পূরন করুন:

  • কোর্সে অংশগ্রহনকারীর নাম (শিক্ষক হলে, জাতীয় শিক্ষাক্রমে যেই নাম রেজিস্টার করা আছে/ এনআইডি কার্ড অনুযায়ী সঠিক তথ্য লিখুন;
  • আপনার পেশা সিলেক্ট করুন;
  • আপনার শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট অনুযায়ী ইংরেজিতে আপনার সম্পূর্ণ নাম লিখুন;
  • লিঙ্গ নির্বাচন করুন;
  • আপনার একটি সচল মোবাইল নাম্বার বা ইমেইল এড্রেস দিন;
  • একটি পাসওয়ার্ড লিখুন (কমপক্ষে ৬ অক্ষরের) এবং কনফার্ম করার জন্য পাশের ঘরে তা পুনরায় লিখুন;
  • অংশগ্রহণ কারীর প্রতিবন্ধিতা আছে কিনা সিলেক্ট করুন।

সর্বশেষ ‘ফ্রি রেজিস্ট্রেশন করুন‘ বাটনে ক্লিক করুন।

মুক্তপাঠ রেজিস্ট্রেশন করার নিয়ম
  • Save

ধাপ ৩: একাউন্ট ভেরিফাই করুন

আপনার দেওয়া মোবাইল নাম্বার/ ইমেইল এড্রেসে একটি ৪ সংখ্যার ভেরিফিকেশন কোড পাঠানো হবে। সেই কোডটি ওয়েবসাইটের পেজে লিখে ‘সাবমিট করুন’ লেখাতে ক্লিক করলেই আপনার মুক্তপাঠ একাউন্টে প্রবেশ করতে পারবেন।

মুক্তপাঠ রেজিস্ট্রেশন করার নিয়ম
  • Save

একাউন্টের প্রবেশের পর ড্যাশবোর্ড থেকে প্রোফাইল অপশনে গিয়ে, আপনার প্রোফাইলের যাবতীয় তথ্য আপডেট করে নিন। রেজিস্ট্রেশন সম্পন্ন হলে মুক্তপাঠে কোর্স করার নিয়মে দক্ষতা বৃদ্ধি করতে পারবেন।

মুক্তপাঠ লগইন করার নিয়ম

মুক্তপাঠ লগইন করার জন্য muktopath.gov.bd ওয়েবসাইট থেকে লগইন অপশনে যান। আপনার রেজিস্টার করা মোবাইল নাম্বার বা ইমেইল লিখুন। রেজিস্ট্রেশনের সময় আপনার সেট করা পাসওয়ার্ড দিয়ে লগইন বাটনে ক্লিক করলে লগইন করতে পারবেন।

মুক্তপাঠ লগইন করার নিয়ম
  • Save

মুক্তপাঠ অনলাইন কোর্স করার নিয়ম

কোর্স করার জন্য প্রথমে মুক্তপাঠের ওয়েবসাইটে লার্নার হিসেবে রেজিস্টার করুন। তারপর একাউন্টে লগইন করে আপনার প্রোফাইল অপশন থেকে আপনার প্রয়োজনীয় তথ্য আপডেট করুন। কোর্সসমূহ থেকে সার্চ করে আপনার প্রয়োজনীয় কোর্সটি খুঁজুন। এরপর আপনার Employee ID ও জন্ম তারিখ দিয়ে এনরোল করলে মুক্তপাঠ কোর্স করতে পারবেন।

বর্তমানে শিক্ষকদের জাতীয় শিক্ষাক্রম রূপরেখা ভিত্তিক কোর্স করার জন্য শিক্ষকদের শিক্ষাবোর্ডে নিবন্ধনকৃত এমপ্লয় আইডি প্রয়োজন হবে।

মুক্তপাঠে কোর্স করার নিয়ম ধাপে ধাপে দেখানো হলো:

ধাপ ১: কোর্স বাছাই ও কোর্স শুরু করুন

আপনি মুক্তপাঠ ওয়েবসাইটের কোন কোর্স টি করতে চান তা সিলেক্ট করে ক্লিক করুন। সেই কোর্সের শিরোনামে ক্লিক করলে বিস্তারিত পেজে নিয়ে যাবে সেখানে কোর্সের বিবরন, উদ্দেশ্য, নির্দেশনা ইত্যাদি সকল তথ্য পাবেন। এখান থেকে কোর্স শুরু করুন অপশনে ক্লিক করে পরবর্তী ধাপে যান।

মুক্তপাঠ অনলাইন কোর্স
  • Save

ধাপ ২: কোর্সে এনরোল করুন

এই ধাপে, কোর্সের শিরোনাম দেখতে পাবেন। কিছু কোর্স বাংলা ও ইংরেজি উভয় চাষাতেই পাওয়া যায়। আপনি যাই কোর্সটি করতে চান তার পাশে থাকে এনরোল করুন লেখাটিতে ক্লিক করুন।

মুক্তপাঠ অনলাইন কোর্স
  • Save

ধাপ ৩: অংশগ্রহনকারী তথ্য যাচাই

অংশগ্রহণকারী তথ্য যাচাই করার জন্য আপনার এমপ্লয় আইডি ও জন্ম তারিখ লিখুন। এমপ্লয় আইডি হচ্ছে আপনার শিক্ষকতার প্রমাণপত্র। বর্তমানে মুক্তপাঠে কোর্স করার নিয়মে এটি বাধ্যতামূলক।

এটি জানা না থাকলে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকে আপনার রেজিস্টারকৃত তথ্য জেনে নিতে পারবেন। ১ টি এমপ্লয় আইডি দিয়ে শুধুমাত্র ১টি মুক্তপাঠ একাউন্ট ভেরিফাই করতে পারবেন।

মুক্তপাঠ অনলাইন কোর্স
  • Save

তথ্য পূরণের পর ভেরিফাই করুন লেখাতে ক্লিক করলে কোর্স শুরু করতে পারবেন।

মুক্তপাঠ অনলাইন কোর্স

Muktopath Online Course গুলো করলে বিভিন্ন বিষয়ে পেশাগত জ্ঞান ও দক্ষতা অর্জন করতে পারবেন। অনলাইনে মুক্তপাঠ কোর্সের ভিডিও ক্লাস আপলোড করা থাকে। নির্দিষ্ট কোর্স বাছাই করে, কোর্স শুরু করুন অপশনে ক্লিক করলে এমপ্লয় আইডি ও জন্ম তারিখ দিয়ে ভেরিফাই করুন। তারপর মুক্তপাঠের কোর্সগুলো অনলাইনে করে নিজের দক্ষতা বৃদ্ধি করতে পারবেন।

মুক্তপাঠে কোর্স করার সুবিধা

মুক্তপাঠে একজন শিক্ষার্থী হিসেবে অংশগ্রহণ করে যেকোনো বয়সের ও যেকোন পেশার লোকজন নিজের দক্ষতা বৃদ্ধি করতে পারে। এছাড়াও অন্যান্য সুবিধার মধ্যে রয়েছে- 

  • বিনামূল্যে কোর্সে এনরোল করা যায়;
  • শিক্ষামূলক ও কারিগরি দক্ষতা বৃদ্ধি পায়;
  • কোর্স শেষ করার পর সার্টিফিকেট দেওয়া হয়;
  • নিজস্ব ব্লগ, টিউটোরিয়াল প্রকাশের সুযোগ রয়েছে;

লার্নার ছাড়াও ইন্সট্রাক্টর, কন্ট্রিবিউটার ও পার্টনারদের জন্য বিভিন্ন সুবিধা রয়েছে।

মুক্তপাঠের সার্টিফিকেট ডাউনলোড 

মুক্তপাঠ সার্টিফিকেট ডাউনলোড করার জন্য, muktopaath.gov.bd এই লিংকে ভিজিট করুন। লগইন অপশনে গিয়ে Email ও Password দিয়ে লগইন করুন। ড্যাশবোর্ড থেকে বামপাশের সার্টিফিকেট অপশনে ক্লিক করুন। দেখুন কিভাবে মুক্তপাঠ সার্টিফিকেট ডাউনলোড করবেন

মুক্তপাঠে কোর্স করার নিয়মে যেকোন কোর্স ১০০% সম্পন্ন হওয়ার পর সার্টিফিকেট পাবেন। ১০০% সম্পন্ন করা কোর্সের সার্টিফিকেটের জন্য আবেদন করুন। কয়েকদিনের মধ্যেই আবেদন অনুমোদন হয়ে যাবে এবং Muktopath Certificate Download করতে পারেন।

মুক্তপাঠ সার্টিফিকেট কি কাজে লাগে

মুক্তপাঠের কোর্সগুলো দক্ষতা বিকাশের জন্য সরকারি ও বেসরকারি বিভিন্ন সনামধন্য প্রতিষ্ঠান তৈরি করেন। দক্ষতা অর্জনের প্রমানপত্র হিসেবে এউ সার্টিফিকেট বিভিন্ন চাকরির আবেদনে ব্যবহার করতে পারেন। জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে এই প্লাটফর্মের সার্টিফিকেট গ্রহনযোগ্য ও সমাদৃত।

তাছাড়া বর্তমানে বাংলাদেশ সরকার দেশের শিক্ষকদের জন্য মুক্তপাঠের শিক্ষা বিষয়ক কোর্সগুলোকে গুরুত্বপূর্ণ করেছেন। শিক্ষার্থীদের সঠিকভাবে পরিচালনার জন্য দক্ষতার প্রমানপত্র হিসেবে শিক্ষকদের এই কোর্সের সার্টিফিকেট দেখাতে হবে।

FAQ’s

মুক্তপাঠের ফ্রি ও পেইড কোর্স উভয়ই আছে। তবে অধিকাংশ কোর্সই বিনামূল্যে করতে পারবেন। বিশেষ করে শিক্ষক ও অন্যান্য সরকারি কর্মকর্তাদের জন্য তৈরি করা সরকারি প্রতিষ্ঠানভিত্তিক কোর্সগুলো বিনামূল্যে করা যায়।

শিক্ষক, শিক্ষার্থী, যুবসবাজ, বিদেশগামী কর্মী, সরকারি ও বেসরকারি কর্মকর্তা, প্রবাসী, কৃষক, গৃহিণী ইত্যাদি সকলেই মুক্তপাঠের কোর্সগুলো করতে পারবে।

হ্যাঁ, আপনি মুক্তপাঠের একজন কন্ট্রিবিউটর হয়ে আপনার তৈরি ভিডিও লেসন মুক্তপাঠে প্রকাশ করতে পারবেন।

শেষকথা

মুক্তপাঠে কোর্স করা প্রাতিষ্ঠানিক জ্ঞান বৃদ্ধির পাশাপাশি আন্তঃব্যক্তিক, কর্মসংস্থানভিত্তিক ও অন্যান্য দক্ষতা অর্জনে সহায়তা করে। বিনামূল্যে কোর্স করার সুযোগ থাকায় এটি সকলের জন্যই উপযোগী। উপরের মুক্তপাঠে কোর্স করার নিয়মে খুব সহজেই কোর্সগুলো করতে পারবেন।

ADVERTISEMENT

Similar Posts

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।