ব্যাংক থেকে বিকাশে টাকা আনার নিয়ম

২টি উপায়ে ব্যাংক থেকে বিকাশে টাকা আনা যায়, ব্যাংক একাউন্ট লিংক করে এবং ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে। দেখুন ব্যাংক থেকে বিকাশে টাকা আনার নিয়ম।

ব্যাংক থেকে বিকাশে টাকা আনার নিয়ম
  • Save

ADVERTISEMENT

প্রযুক্তিগত উন্নয়নের ফলে একজন গ্রাহক চাইলে ঘরে বসে ব্যাংক থেকে বিকাশে টাকা আনতে পারবেন। এছাড়া ইন্টারনেট ব্যাংকিং ব্যবহার করে যে কারো বিকাশ একাউন্টে সরাসরি ব্যাংক থেকে টাকা পাঠাতে পারবেন। ব্যাংক থেকে বিকাশে টাকা আনার নিয়ম সম্পর্কে এই লেখাটিতে বিস্তারিত আলোচনা করা হয়েছে। 

বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ইন্টারনেট ব্যাংকিং মাধ্যম বিকাশ। আপনার নিকটে যদি কোন ব্যাংক শাখা না থাকে সেক্ষেত্রে আপনারা সরাসরি ব্যাংক থেকে বিকাশে টাকা নিয়ে বিকাশ থেকে টাকা উঠাতে পারবেন।

ADVERTISEMENT

আরও পড়ুন- বিকাশ থেকে কার্ডে টাকা পাঠানোর নিয়ম

ব্যাংক থেকে বিকাশে টাকা আনার নিয়ম

ব্যাংক থেকে বিকাশে টাকা আনার জন্য প্রথমে Bkash অ্যাপসে প্রবেশ করে Add Money থেকে Bank to Bkash সিলেক্ট করে। ব্যাংক সিলেক্ট করে Account no. প্রদান করে ব্যাংক একাউন্ট যোগ করুন। Amount বসিয়ে “নিশ্চিত করুন”  বাটনে ক্লিক করুন। 

ADVERTISEMENT

নূতন ব্যাংক একাউন্ট যোগ করার ক্ষেত্রে OTP ভেরিফিকেশন প্রয়োজন। আপনারা খুব সহজেই ব্যাংক থেকে বিকাশে টাকা আনতে পারবেন। ব্যাংক থেকে দুইভাবে বিকাশে টাকা যোগ করতে পারবেন।

  • ব্যাংক একাউন্ট লিংকিং
  • ইন্টারনেট ব্যাংকিং

ব্যাংক একাউন্ট লিংক করে বিকাশে টাকা আনার উপায় 

সরাসরি ব্যাংক একাউন্ট থেকে আপনার বিকাশ একাউন্টে টাকা যোগ করার জন্য নিচে দেখানো পদ্ধতি অনুসরণ করুন। 

ধাপ ১: যদি আপনার মোবাইল ফোনে বিকাশ অ্যাপস ইনস্টল করা না থাকে তাহলে Google PlayStore থেকে সম্পূর্ণ ফ্রিতে বিকাশ অ্যাপ ইনস্টল করে নিবেন। অথবা বিকাশ অ্যাপ ইনস্টল করার জন্য bKash লিংকে ক্লিক করুন। 

ADVERTISEMENT

ধাপ ২:  বিকাশ অ্যাপ ইনস্টল শেষ হলে আপনার বিকাশ একাউন্ট নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে একাউন্ট লগইন করুন।

ব্যাংক থেকে বিকাশে টাকা আনার নিয়ম
  • Save

ধাপ ৩: একাউন্টে প্রবেশের পরে “অ্যাড মানি” বাটনে ক্লিক। যেহেতু আমরা ব্যাংক থেকে বিকাশে টাকা আনবো সেহেতু “ব্যাংক টু বিকাশ” সিলেক্ট করুন। এরপরে “ব্যাংক একাউন্ট” সিলেক্ট করুন। 

ধাপ ৪: ব্যাংক একাউন্ট সিলেক্ট করার পরে – আপনার যেই ব্যাংকে একাউন্ট করা তথা আপনি যেই ব্যাংকের একাউন্ট থেকে বিকাশে টাকা আনতে চান সেই ব্যাংকের নাম সিলেক্ট করুন। এখান থেকে আপনাদের বিকাশ একাউন্টের সাথে উক্ত ব্যাংক লিংক করাতে হবে।

ADVERTISEMENT

ব্যাংক থেকে বিকাশে টাকা আনার নিয়ম
  • Save

ব্যাংক একাউন্ট সিলেক্ট করার পরে – আপনার যেই ব্যাংকে একাউন্ট করা তথা আপনি যেই ব্যাংকের একাউন্ট থেকে বিকাশে টাকা আনতে চান সেই ব্যাংকের নাম সিলেক্ট করুন। এখান থেকে আপনাদের বিকাশ একাউন্টের সাথে উক্ত ব্যাংক লিংক করাতে হবে।

ব্যাংক সিলেক্ট করার পরে অ্যাকাউন্ট লিংক করানোর জন্য “ব্যাংক একাউন্ট লিংক করুন” বাটনে ক্লিক করুন। এরপরে আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার টাইপ করে “এগিয়ে যান” বাটনে ক্লিক করুন।

আরও পড়ুন- বিদেশ থেকে বিকাশে টাকা পাঠানোর নিয়ম

ধাপ ৫: এরপরে আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট হোল্ডারের নাম প্রদান করুন। ব্যাংক একাউন্টে থাকা মোবাইল নাম্বারে একটি OTP কোড পাঠানো হবে। উক্ত কোড প্রদান করে ভেরিফিকেশন এর জন্য Submit বাটনে ক্লিক করুন। অভিনন্দন আপনার ব্যাংক একাউন্ট সংযুক্ত হয়েছে।

অগ্রণী ব্যাংক থেকে বিকাশে টাকা আনার নিয়ম
  • Save

ধাপ – ৬: এরপরে পুনরায় বিকাশ একাউন্টে প্রবেশ করে “অ্যাড মানি” বাটনে প্রবেশ করে “ব্যাংক টু বিকাশ এবং ব্যাংক একাউন্ট” সিলেক্ট করুন।

বিঃ দ্রঃ –  অগ্রণী ব্যাংকে আমার একাউন্টে না থাকায় বাকি পদ্ধতি সোনালী ব্যাংক থেকে দেখানো হলো। একই পদ্ধতিতে আপনারা যেকোন ব্যাংক থেকে কাজটি সম্পন্ন করতে পারবেন।

সোনালী ব্যাংক থেকে বিকাশে টাকা ট্রান্সফার
  • Save

এরপরে সেভ করে রাখা ব্যাংক থেকে একটু আগে আমরা যেই একাউন্ট সেভ করেছি সেটি সিলেক্ট করুন। অ্যাড মানির জন্য ব্যাংক একাউন্ট বাছাই করে কত টাকা ট্রান্সফার করতে চাচ্ছেন সেটি সিলেক্ট করুন।

আরও পড়ুন- সোনালী ব্যাংক থেকে বিকাশে টাকা আনার নিয়ম

ধাপ ৭: এরপর আপনাদের ব্যাংক সংযুক্ত মোবাইল নাম্বারে একটি OTP (one time password) পাঠানো হবে। উক্ত OTP কোডটি যথাক্রমে বসিয়ে Submit বাটনে ক্লিক করুন। কিছু সময়ের মধ্যে আপনাদের মোবাইল নাম্বারে ট্রানজেকশন মেসেজ চলে আসবে এবং বিকাশ অ্যাপ থেকে আপনারা দেখতে পাবেন। অভিনন্দন ব্যাংক একাউন্ট থেকে অ্যাড মানি সফল হয়েছে।

সোনালী ব্যাংক থেকে বিকাশে টাকা আনার নিয়ম
  • Save

ইন্টারনেট ব্যাংকিং এর মাধ্যমে বিকাশে টাকা আনার উপায়

বর্তমানে ইন্টারনেট ব্যাংকিং এর চাহিদা দিন দিন অনেক বৃদ্ধি পাচ্ছে। ইন্টারনেট ব্যাংকিং এর মাধ্যমেও আপনারা বিকাশে টাকা আনতে পারবেন। বিষয়টা একটু জটিল মনে হলেও অনেক সহজ। ইন্টারনেট ব্যাংকিং এর মাধ্যমে বিকাশে টাকা আনার পদ্ধতি নিচে ধাপ অনুসারে বর্ণনা করা হলো। 

ধাপ ১: বিকাশ অ্যাপসে প্রবেশের পরে “অ্যাড মানি” বাটনে ক্লিক করে “ব্যাংক টু বিকাশ” সিলেক্ট করুন। যেহেতু আমরা ইন্টারনেট ব্যাংকিং এর মাধ্যমে বিকাশে টাকা আনার চাচ্ছি সেহেতু “ইন্টারনেট ব্যাংকিং” সিলেক্ট করুন। 

ধাপ ২: এরপরে আপনাদের যে ব্যাংকে  ইন্টারনেট ব্যাংকিং একাউন্ট আছে উক্ত ব্যাংক সিলেক্ট করুন। অথবা যদি আপনাদের ফোনে ইন্টারনেট ব্যাংকিং অ্যাপস থাকে সেক্ষেত্রে উক্ত অ্যাপসে প্রবেশ করুন।

সিটি ব্যাংক থেকে বিকাশে টাকা আনার নিয়ম
  • Save

এরপরে আপনার ইন্টারনেট ব্যাংকিং এর User ID এবং Password দিয়ে Login করুন। এরপরে Beneficiary List বাটনে ক্লিক করে Bkash সিলেক্ট করুন। বিকাশ একাউন্টে ইন্টারনেট ব্যাংকিং এর মাধ্যমে টাকা নিতে হলে প্রথমে উক্ত বিকাশ একাউন্ট Beneficiary হিসেবে সেইভ করতে হবে।

বেনিফিশিয়াল একাউন্ট সেভ করার জন্য ইন্টারনেট ব্যাংকিং পেইজে প্রবেশ করে Manage Beneficiary অপশনে ক্লিক করুন এরপরে একাউন্ট সেইভ করার জন্য +Add new  বাটনে ক্লিক করুন। যথাক্রমে অ্যাকাউন্ট নাম্বার এবং ভেরিফিকেশন কোড প্রদান করে একাউন্ট লগইন করুন।

ধাপ ৩: এরপরে Transfer From থেকে আপনাদের  ব্যাংক অ্যাকাউন্ট সিলেক্ট করবেন এবং Amount বসিয়ে Transfer বাটনে ক্লিক করুন।  পরবর্তীতে ব্যাংক অ্যাকাউন্টের সাথে সংযুক্ত মোবাইল নাম্বারে OTP কোড পাঠানো হবে। যথাক্রমে কোডটি বসিয়ে ভেরিফিকেশন সম্পূর্ণ করে Confirm  বাটনে ক্লিক করুন।

  • Save

এরপরে Transfer From থেকে আপনাদের  ব্যাংক অ্যাকাউন্ট সিলেক্ট করবেন এবং Amount বসিয়ে Transfer বাটনে ক্লিক করুন।  পরবর্তীতে ব্যাংক অ্যাকাউন্টের সাথে সংযুক্ত মোবাইল নাম্বারে OTP কোড পাঠানো হবে। যথাক্রমে কোডটি বসিয়ে ভেরিফিকেশন সম্পূর্ণ করে Confirm  বাটনে ক্লিক করুন। 

অভিনন্দন Your Transfer is Successful – সফলভাবে আপনার ইন্টারনেট ব্যাংকিং থেকে বিকাশে টাকা ট্রানজেকশন সম্পূর্ণ হয়েছে। বিদেশ থেকেও একই পদ্ধতিতে ইন্টারনেট ব্যাংকিং এর মাধ্যমে বিকাশে টাকা ট্রানজেকশন করতে পারবেন।

যদি ইন্টারনেট ব্যাংকিং এর অ্যাপস সাপোর্ট না করে সেক্ষেত্রে একই পদ্ধতিতে উক্ত ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিং ওয়েবসাইট থেকে কাজটি সম্পাদন করতে পারবেন।

কোন কোন ব্যাংক থেকে বিকাশে টাকা আনা যায়

যে সকল ব্যাংক থেকে বিকাশে টাকা ট্রান্সফার করতে পারবেন সেগুলো হল –

ব্যাংক একাউন্ট লিংকিংয়ের মাধ্যমে

  • অগ্রণী ব্যাংক
  •  এবি ব্যাংক লিমিটেড
  •  ঢাকা ব্যাংক লিমিটেড
  •  কমিউনিটি ব্যাংক বাংলাদেশ
  •  আই-এফ-আই-সি ব্যাংক লিমিটেড
  •  সোনালী ব্যাংক
  •  এন-আর-বি-সি ব্যাংক লিমিটেড
  • দি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড

এই সকল ব্যাংকের মাধ্যমে সরাসরি ব্যাংক একাউন্ট থেকে বিকাশে টাকা অ্যাড মানি করতে পারবেন। 

ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে

  • বাংলাদেশ ডেভলপমেন্ট ব্যাংক লিমিটেড
  • বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক
  • ব্যাংক এশিয়া
  • ব্রাক ব্যাংক
  • সিটি ব্যাংক
  • সিটিজেন্স ব্যাংক পি-এল-সি
  • কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেড
  • ঢাকা ব্যাংক
  • ইস্টার্ন ব্যাংক লিমিটেড
  • ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড
  • এক্সিম ব্যাংক
  • ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড
  • যমুনা ব্যাংক
  • মিডল্যান্ড ব্যাংক
  • মেঘনা ব্যাংক লিমিটেড
  • মধুমতি ব্যাংক লিমিটেড
  • এন-সি-সি ব্যাংক 
  • মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক
  • এন-আর-বি ব্যাংক লিমিটেড
  • এন-আর-বি-সি ব্যাংক
  • ন্যাশনাল ব্যাংক লিমিটেড
  • পদ্মা ব্যাংক লিমিটেড
  • প্রাইম ব্যাংক লিমিটেড
  • পূবালী ব্যাংক লিমিটেড
  • রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক
  • শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেড
  • সোশ্যাল ইসলামী ব্যাংক
  • সাউথ বাংলা এগ্রিকালচার এন্ড কমার্স ব্যাংক লিমিটেড
  • সাউথইস্ট ব্যাংক লিমিটেড
  • স্টান্ডার চার্টার্ড ব্যাংক 
  • সীমান্ত ব্যাংক লিমিটেড
  • স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড
  • ট্রাস্ট ব্যাংক লিমিটেড
  • ইউনিয়ন ব্যাংক লিমিটেড
  • উরি ব্যাংক বাংলাদেশ 

এই সকল ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিং ব্যবহার করে বিকাশে টাকা অ্যাড মানি করতে পারবেন। 

বিঃ দ্রঃ –  বিকাশ কর্তৃপক্ষ ও ব্যাংক যেকোনো সময় ব্যাংক অ্যাড ফিচার অথবা রিমুভ করতে পারে।

FAQs

ব্যাংক থেকে বিকাশে টাকা আনার নিয়ম কি?

ব্যাংক থেকে বিকাশে টাকা আনার জন্য বিকাশ অ্যাপ থেকে অ্যাড মানি > ব্যাংক টু বিকাশ > ব্যাংক একাউন্ট অপশনে যান। তারপর ব্যাংক সিলেক্ট করুন এবং একাউন্ট নম্বর দিন। ব্যাংক একাউন্টের সাথে যুক্ত মোবাইলে আসা OTP দিয়ে ভেরিভাই করুন। এরপর বিকাশ একাউন্টের সাথে ব্যাংক একাউন্ট যুক্ত হয়ে যাবে এবং প্রয়োজন মত ব্যাংক থেকে বিকাশে টাকা আনতে পারবেন। এছাড়া, ইন্টারনেট ব্যাংকিংয়ে লগইন করেও আপনার ব্যাংক থেকে বিকাশে টাকা আনা যাবে।

বিকাশের সাথে ব্যাংক একাউন্ট কিভাবে লিংক করব?

বিকাশের সাথে ব্যাংক একাউন্ট লিংক করার জন্য বিকাশ অ্যাপ থেকে অ্যাড মানি > ব্যাংক টু বিকাশ > ব্যাংক একাউন্ট অপশনে যান। তারপর ব্যাংক সিলেক্ট করুন এবং একাউন্ট নম্বর দিন। ব্যাংক একাউন্টের সাথে যুক্ত মোবাইলে আসা OTP দিয়ে ভেরিভাই করার পর বিকাশ একাউন্টের সাথে ব্যাংক একাউন্ট যুক্ত হয়ে যাবে

ক্যাটাগরিবিকাশ
হোমপেইজEservicesbd

ADVERTISEMENT

Similar Posts

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।