বিদেশ যাওয়ার জন্য কি কি মেডিকেল টেস্ট করতে হয়?
কাজের ভিসায় বিদেশে যাবেন? বিদেশ যাওয়ার জন্য কি কি মেডিকেল টেস্ট করতে হয়, কোথায় করবেন ও বিস্তারিত তথ্য জেনে নিন।
ADVERTISEMENT
বিভিন্ন দেশে ভিসা পাওয়ার জন্য বিশেষ করে কাজের ভিসার জন্য মেডিকেল টেস্ট বাধ্যতামূলক। কিন্তু বিদেশ যাওয়ার জন্য কি কি মেডিকেল টেস্ট করতে হয় এগুলো সম্পর্কে অনেকেরই ধারণা নেই।
তাই, এই ব্লগে বিদেশ যাওয়ার জন্য সাধারণত কোন কোন মেডিকেল টেস্ট গুলো করা হয়, কোথায় করা হয়, কিভাবে করে ও টেস্টগুলো করতে কত খরচ হয়, এই সব বিষয়ে বিস্তারিত তথ্য দেওয়া হবে।
ADVERTISEMENT
বিদেশ যাওয়ার যেসব মেডিকেল টেস্ট করতে হয়
বিদেশ যাওয়ার জন্য সাধারণ রক্ত পরীক্ষা, চোখের পরীক্ষা, ইসিজি, এক্স-রে, হেপাটাইটিস বি ও সি, এইডস, যক্ষা, মল-মূত্র পরীক্ষা, যৌন ও অন্যান্য সংক্রামক রোগের মেডিকেল টেস্ট করা হয়। দেশ ভেদে মেডিকেল টেস্টের ধরন ও সংখ্যা কম বেশি হতে পারে।
বিদেশ যাওয়ার জন্য যেসব মেডিকেল টেস্ট করা হয় এগুলো হলো:
ADVERTISEMENT
- HIV1 & HIV2 (এইডস)
- Hepatitis B&C
- VDRL Test & TPHA (যৌনরোগ ও সংক্রমণ)
- Urine for RME (কিডনি ও লিভার)
- Blood for RBS, Blood Group, Hemoglobin, Urea
- Tuberculosis (যক্ষা)
- Leprosy (কুষ্ঠরোগ)
- Malarial Parasite (ম্যালেরিয়া)
- Stool RME
- Urine for Pregnancy
- DOPE Test for Opiate, Cannabis & Amphetamine (Yaba)
- X-ray Chest P/A View (ফুসফুস ও হৃৎপিন্ডের রোগ)
- Other Physical Test (Eye, Blood Pressure, Height and Weight measurements, etc)
বিদেশ যাওয়ার জন্য মেডিকেল করতে কি কি কাগজ লাগবে
বিদেশ যাওয়ার জন্য মেডিকেল করতে সাধারণত নিম্নলিখিত কাগজপত্রগুলো প্রয়োজন হতে পারে:
- পাসপোর্ট: আপনার বৈধ পাসপোর্টের ফটোকপি।
- মেডিকেল কুপন: দূতাবাস থেকে বা রিক্রুটিং এজেন্সি থেকে আপনি একটি কুপন পাবেন। এই কুপন নিয়ে মেডিকেল সেন্টারে গিয়ে পরীক্ষা করাতে হবে।
- দুটি পাসপোর্ট সাইজের রঙিন ছবি: সাধারণত সাদা ব্যাকগ্রাউন্ড এর ছবি প্রয়োজন হয়।
- এনআইডি কার্ডের ফটোকপি
কিছু ক্ষেত্রে আপনার রিক্রুটিং এজেন্সি বা দূতাবাস থেকে আরও কিছু কাগজপত্র চাইতে পারে।
গামকা মেডিকেল করতে কি কি লাগে
গামকা মেডিকেল করতে অনলাইনে গামকা মেডিকেল এপয়েন্টমেন্ট স্লিপ আবেদন করে, আবেদন কপি প্রিন্ট আউট করে নিতে হয়। সেই প্রিন্ট আউট কপি নিয়ে মেডিকেল টেস্ট করাতে হয়।
ADVERTISEMENT
গামকা মেডিকেল করার জন্য প্রয়োজনীয় কাগজপত্র সমূহ-
- GAMCA মেডিকেল এপয়েন্টমেন্ট স্লিপ এর জন্য অনলাইনে আবেদন করে ১৫০০ টাকা জমা দিয়ে মেডিকেল এপয়েন্টমেন্ট স্লিপ প্রিন্ট আউট করে নিতে হয়।
- আসল পাসপোর্ট এবং পাসপোর্ট এর ফটোকপি
- পাসপোর্ট সাইজের ৪ কপি ছবি। শুধুমাত্র ওমানের জন্য ছবির ব্যাকগ্রাউন্ড নীল হতে হবে। অন্যান্য সকল অন্যান্য GCC দেশের জন্য ব্যাকগ্রাউন্ড সাদা হবে।
- সৌদি আরবের জন্য ভিসার নম্বর, ভিসার তারিখ এবং MOFA নম্বর প্রয়োজন।
- কুয়েতের মূল ভিসার জন্য হার্ড কপি প্রয়োজন।
এই সকল কাগজপত্র নিয়ে মেডিকেল টেস্ট করাতে যেতে হবে। মেডিকেল টেস্ট ফি ৮৫০০ টাকা।
বিদেশ যাওয়ার জন্য মেডিকেল টেস্ট কোথায় করা হয়
আপনি যে দেশে যেতে চান, সেই দেশের ভিসা নিয়ম অনুযায়ী আপনাকে কিছু নির্দিষ্ট মেডিকেল টেস্ট করতে হবে। এই টেস্টগুলো কোন হাসপাতালে করবেন, সেটা জানতে আপনাকে যে দেশে যাবেন, সেই দেশের দূতাবাস বা কনস্যুলেটে যোগাযোগ করতে হবে। তারা আপনাকে জানাবে কোন কোন হাসপাতালে গিয়ে এই টেস্টগুলো করতে পারবেন।
ADVERTISEMENT
মধ্যপ্রাচ্যের দেশগুলোতে যাওয়ার জন্য মেডিকেল করার সুবিধাকে আরও সহজ করে তুলেছে গামকা। এর মাধ্যমে নির্ধারিত মেডিকেল স্লিপ ফি দিলে, মেডিকেল স্লিপ দেওয়া হয় এবং নির্ধারিত কিছু মেডিকেলে টেস্ট করার জন্য অনুমতি দেওয়া হয়।
গামকা নির্ধারিত মেডিকেল সমূহের মধ্যে ঢাকাতে হয়েছে ৪৪ টি, চট্টগ্রামে রয়েছে ১২টি এবং সিলেট রয়েছে ৯টি। মেডিকেল গুলোতে মেডিকেল স্লিপ দেখালে ও নির্ধারিত মেডিকেল ফি দিয়ে মেডিকেল টেস্ট করানো যায়। তবে মনে রাখতে হবে মেডিকেল স্লিপ ফি অনলাইনে দিতে হয়। আর মেডিকেল পরীক্ষার ফি নগদে দিতে হয়।
বিদেশ যাওয়ার জন্য মেডিকেল টেস্ট রিপোর্ট
বিদেশ যাওয়ার মেডিকেল রিপোর্ট অনলাইনে চেক করা যায়। শুধুমাত্র আপনার পাসপোর্ট নাম্বারটি দিয়ে মেডিকেল টেস্ট রিপোর্ট পেয়ে যাবেন। বাড়িতে বসেই পাসপোর্ট নাম্বার দিয়ে মেডিকেল রিপোর্ট চেক করতে পারেন ঝামেলাহীন ভাবে।
FAQs
এই আর্টিকেলটিতে বিদেশ যাওয়ার আগে যেসব মেডিকেল টেস্ট করতে হয়, সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। আশা করি, বিদেশ গমনের আগে মেডিকেল টেস্ট সম্পর্কিত সকল প্রশ্নের উত্তর পেয়েছেন।
ADVERTISEMENT