ভোটার আইডি কার্ড বা জাতীয় পরিচয়পত্র সংশোধন ফি জমা দেওয়ার নিয়ম
দেখুন কিভাবে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে জাতীয় পরিচয়পত্রের সংশোধন ফি ও পুনমুদ্রণ ফি জমা দিবেন।
ADVERTISEMENT
মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে জাতীয় পরিচয়পত্রের সংশোধন ফি জমা দেওয়া যায়। এখানে আমি দেখাবো, কিভাবে আপনি সঠিকভাবে ও সহজে জাতীয় পরিচয়পত্র সংশোধন ফি জমা দিবেন।
প্রথমেই জানি জাতীয় পরিচয়পত্রের সংশোধন ফি কত।
ADVERTISEMENT
ভোটার আইডি কার্ড সংশোধন ফি কত
তথ্য সংশোধনের ধরণ অনুযায়ী জাতীয় পরিচয়পত্রের ফি বিভিন্ন হয়ে থাকে। নিচের সকল ফির সাথে ১৫% ভ্যাট অন্তর্ভুক্ত আছে।
তাছাড়া পরবর্তীতে আপনার ২য় বা ৩য় বার আবেদনের সময় ফির পরিমাণ বৃদ্ধি পাবে। নিচের ছকে সংশোধন ফি দেখুন।
ADVERTISEMENT
তথ্য সংশোধন ফি
জাতীয় পরিচয়পত্র বা স্মার্ট কার্ডে ছাপা আছে এমন তথ্য যেমন, নিজ নাম/ পিতা/ মাতা/ স্বামী-স্ত্রীর নাম/ ঠিকানা/ রক্তের গ্রুপ সংশোধন এবং ছবি ও স্বাক্ষর পরিবর্তন।
- ১ম বার- ২৩০ টাকা
- ২য় বার- ৩৪৫ টাকা
- ৩য় বার- ৫৭৫ টাকা
অন্যান্য তথ্য সংশোধন ফি
জাতীয় পরিচয়পত্র বা স্মার্ট কার্ডে ছাপা হয়নি এমন তথ্য যেমন, শিক্ষাগত যোগ্যতা, পেশা, ধর্ম, পার্সপোর্ট ও ড্রাইভিং লাইসেন্স নম্বর, মোবাইল নম্বর সংশোধন।
- ১১৫ টাকা
বিকাশের মাধ্যমে জাতীয় পরিচয়পত্র সংশোধন ফি (NID Fee) প্রদান
বিকাশের মাধ্যমে ফি দিতে বিকাশ এ্যাপ থেকে আপনার বিকাশ একাউন্টে লগইন করুন। এবং নিচের ধাপগুলো অনুসরণ করুন।
ADVERTISEMENT
- পে বিল অপশনে যান
- সরকারি ফি অপশনে ক্লিক করুন এবং NID Service অপশনটি বাছাই করুন।
- আপনার আইডি নম্বরটি ইংরেজিতে লিখুন
- আপনার আবেদনের ধরণ বাছাই করুন।
এরপর আপনার বিকাশ একাউন্টের পিন নম্বর দিয়ে ফি পরিশোধ করুন। সফল ভাবে ফি পরিশোধ হলে, আপনি একটি পেমেন্ট রিসিট পাবেন। ভবিষ্যত প্রয়োজনে এটি আপনার মোবাইলে Save করুন।
রকেটের মাধ্যমে জাতীয় পরিচয়পত্রের ফি পরিশোধ
Bill Pay অপশনটি সিলেক্ট করুন। এরপর সার্চবক্সে Biller Number- 1000 লিখে সার্চ করুন। EC Bangladesh এই বিলার কে সিলেক্ট করুন এবং নিচের মত অপশন পাবেন।
ধাপ ১ – আপনার ১৭ বা ১০ ডিজিটের জাতীয় পরিচয়পত্র বা স্মার্ট কার্ড নম্বরটি ইংরেজিতে লিখুন।
ADVERTISEMENT
ধাপ ২- Details এ ক্লিক করে আবেদনের ধরণ (Application Type) জেনে নিন অথবা নিচে দেওয়া ধরণ অনুসারে একটি নম্বর বাছাই করুন।
- NID Info Correction (তথ্য সংশোধন)
- Other Info Correction (অন্যান্য তথ্য সংশোধন)
- Both Info Correction (উভয় তথ্য সংশোধন)
- Duplicate Regular (পুনরায় ইস্যু সাধারণ)
- Duplicate Urgent (পুনরায় ইস্যু জরুরী)
যদি আপনি জাতীয় পরিচয়পত্রের নাম, পিতা-মাতার নাম, স্বামী-স্ত্রীর নাম বয়স বা ঠিকানা পরিবর্তন করেন সেই ক্ষেত্রে আবেদনের ধরণ হবে (1) অর্থাৎ তথ্য সংশোধন। সুতরাং আপনি Application Type এ 1 Type করবেন।
ধাপ ৩- যদি রকেট একাউন্ট নম্বরটি আপনার নিজের হয়, তাহলে Self সিলেক্ট করুন। আর যদি অন্য কারে একাউন্ট থেকে বা অন্য কারো জন্য ফি পরিশোধ করেন, Other অপশন সিলেক্ট করে, যার আইডি সংশোধন করছেন তার মোবাইল নম্বরটি ইংরেজিতে লিখুন।
এবার Validate বাটনে ক্লিক করুন এবং রকেট একাউন্টের পিন নম্বর দিয়ে জাতীয় পরিচয়পত্র ফি পরিশোধ করুন।
OK ওয়ালেটের মাধ্যমে জাতীয় পরিচয়পত্রের ফি পরিশোধ
One Bank Ltd. এর ওকে ওয়ালেট (OK Wallet) থেকেও জাতীয় পরিচয়পত্রের ফি পরিশোধ করা যাবে।
OK Wallet থেকে ফি পরিশোধের জন্য আপনার পিন নম্বর দিয়ে OK Wallet App এ লগ ইন করুন।
পড়ুন অনলাইনে জাতীয় পরিচয়পত্র সংশোধন করার নিয়ম
ADVERTISEMENT
আমি একটি ভোটার কাড অনলাইন আবেদন করছি বাট আমার কাছে কোন মেছেজ আসেনাই
পিলিজ দয়া করে বলবেন
জাতীয় পরিচয়পত্রের ওয়েবসাইটে, আপনার একাউন্টে লগ ইন করে দেখতে পারবেন আপনার আবেদনটি অনুমোদন হয়ছে কিনা। মেসেজ অনেক সময় আসেনা।
আমার স্মার্ট কার্ডে গ্রাম ভুল এখন আমি সেটা সংশোধন করতে অনলাইনে আবেদন করেছি এখন কি উপজেলা থেকে এপ্রুভ করতে হবে না অনলাইনের মাধ্যমে হয়ে যাবে
অটো হয়ে যাবে, অপেক্ষা করুন
আমার বয়স তিন বসর কম আছে কোন ডকুমেন্টস নেই এখন আমার করনীয় কী
আমার জন্ম 13/05/1984 সটিক / ভুল কমে 13/05/1964
সটিক চাই তাহা কিভাবে পাব
প্রুফ কি কি আছে? এসএসসি সার্টিফিকেট আর জন্ম নিবন্ধন ঠিক আছে? থাকলে অনলাইনে আবেদন করুন।
জন্ম নিবন্ধন, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, জেএসসি সনদ, নিকাহ নামা কোন না কোন ডকুমেন্ট লাগবেই
জাতীয় পরিচয় পত্রের নাম্বার যদি ভুল হয়, অর্থাৎ সংশোধন ফি যদি অন্য আইডি তে জমা হয়ে যায়, সেক্ষেত্রে করণীয় কি?
সঠিক আইডিতে আবার ফি জমা করতে হবে। এটা সংশোধনের কোন উপায় নেই। বিকাশে দিলে বিকাশ হেল্পলাইনে ফোন করে সংশোধন করতে পারেন কিনা চেষ্টা করতে পারেন।
স্যার, আমার ভোটার ID সাথে জন্ম নিবন্ধন নাম ও জন্ম তারিখ মিল নেই এখন জন্ম নিবন্ধনের সাথে ভোটার আই ডির মিল নাম জন্ম তারিখ ঠীক করতে হলে কি করতে হবে ?
আমার আইডি কার্ডে ইংরেজী J এর পরিবর্তে Z রয়েছে। আমি এখন Z এর পরিবর্পতে J করলে কতদিনের মধ্যে আমার নতুন কার্ড পেতে পারবো। দয়া করে জানাবেন।
বর্তমানে জাতীয় পরিচয়পত্র সংশোধন করতে ৫/৬ দিন লাগে।
অামার বাবা, মার ২০০৮ সালের NID,
NID Edit করার জন্য পেমেন্ট নিচ্ছে না। সব তথ্য সঠিক কিন্তু বিকাশে বলছে বিল-এর তথ্য সঠিক নয়। এখন কি করা যায়?
আপনার কোথাও ভুল হচ্ছে মনে হয়। এনআইডি নম্বর কোনটা দিচ্ছেন? প্রয়োজনে আমাদের ফেইসবুক পেইজে আপনার সমস্যা জানান।
আমি ই চালানে অন্যান্য তথ্য সংশোধনের জন্য ১১৫ টাকা জমা করেছি। কিন্তু জমা দেখাচ্ছে না।এ রকম দেখাচ্ছে-You have total deposit of 0 BDT
চালানে করলে ২/১ দিন টাইম লাগে জমা হতে। বিকাশের মাধ্যমে করলে ভাল ইনস্ট্যান্ট হয়ে যায়।