অনলাইনে কুয়েত ভিসা চেক করার নিয়ম | Kuwait Visa Check

ভিসা এপ্লিকেশন নাম্বার বা রেফারেন্স নাম্বার ও পাসপোর্ট নাম্বার দিয়ে অনলাইনে কুয়েত ভিসা চেক করা যায়। দেখুন কিভাবে আপনার কুয়েত ভিসার অবস্থা চেক করবেন।

Advertisement
কুয়েত ভিসা চেক করার নিয়ম
  • Save

কুয়েতের নতুন ভিসার জন্য আবেদন করে থাকলে, অনলাইনেই আপনার ভিসার অবস্থা যাচাই করতে পারেন। অথবা, ইতোমধ্যে যদি ভিসা পেয়ে থাকলে কুয়েত ভিসা চেক করে ভিসা সঠিক কিনা চেক করতে পারেন।

যেকোন দেশে ভ্রমণের পূর্বেই অবশ্যই আমাদের ভিসা চেক করে নেয়া ‍উচিত। বাংলাদেশ থেকে প্রতি বছর অনেক লোক ভ্রমণ ও কাজের ভিসায় কুয়েত ভ্রমণ করে থাকেন।

Advertisement

অনলাইনেই Visa Application Number ও পাসপোর্ট নাম্বার নিয়ে কুয়েত ভিসা চেক করা যায়। এই ব্লগে দেখাবো, কিভাবে আপনি নিজেই হাতে থাকা মোবাইলে ভিসা চেক করবেন।

কুয়েত ভিসা চেক করতে যা লাগবে

অনলাইনে কুয়েত ভিসা চেক করতে নিচের ৩টি তথ্য প্রয়োজন হবে, এগুলো হচ্ছে:

  • ভিসা এপ্লিকেশন নাম্বার (Visa Application Number)
  • পাসপোর্ট নাম্বার (Passport Number)
  • ভিসা রেফারেন্স নাম্বার (Visa Reference Number)

কুয়েত ভিসা চেক করার নিয়ম

কুয়েত ভিসা চেক করার জন্য নিচের সহজ ধাপগুলো অনুসরণ করুন:

Advertisement
  • ভিজিট করুন Kuwait Visa Application Status লিংকে;
  • Visa Application Number টি ইংরেজিতে লিখুন;
  • ক্যাপচা কোডটি সঠিকভাবে লিখুন;
  • নিচের ডান পাশের Submit বাটনে ক্লিক করুন;
  • ভিসা আবেদনের তথ্য দেখতে পাবেন।

ভিসা চেক করার প্রক্রিয়াটি নিচের ছবিতে দেখুন।

কুয়েত ভিসা চেক
  • Save

কুয়েত ভ্রমণ ই-ভিসা চেক

কুয়েতের ই ভিসা চেক করার জন্য আপনার প্রয়োজন হবে Visa Reference Number এবং পাসপোর্ট নাম্বার। ভিসা চেক করার জন্য সরসারি ভিজিট করুন Kuwait eVisa Status Check লিংকে। এখানে আপনার ভিসার আবেদনের রেফারেন্স নাম্বার ও পাসপোর্ট নাম্বার দিয়ে Ok বাটনে ক্লিক করুন।

কুয়েত ই-ভিসা চেক
  • Save

কুয়েত ভিসা সম্পর্কিত কিছু প্রশ্নোত্তর

কুয়েত ভিসা চেক করার জন্য https://rnt.moi.gov.kw/esrv/ লিংকে ভিজিট করে English ভাষা সিলেক্ট করুন। তারপর Visa Application Status অপশনে গিয়ে ভিসা চেক করতে পারবেন। কুয়েত ই ভিসা বা ভ্রমণ ভিসা চেক করতে ভিজিট করুন https://evisa.moi.gov.kw/ এবং Enquire Tourist e-Visa Status অপশনে যান।

কুয়েতের ভিসা প্রসেসিং হতে প্রায় ৩ মাস সময় লাগতে পারে।

Advertisement

বর্তমানে বাংলাদেশ থেকে কুয়েতের টুরিস্ট ভিসা, ফ্রি ভিসা, কোম্পানি ভিসার জন্য আবেদন করা যায়।

ভিসা চেক সম্পর্কিত আরও তথ্য

Advertisement

Similar Posts

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।