নামজারি আবেদনের সর্বশেষ অবস্থা যাচাই | নামজারি আবেদন চেক
অনলাইনে নামজারি আবেদন করার পর আবেদনের সর্বশেষ অবস্থা চেক করতে পারবেন শুধুমাত্র আবেদনের আইডি ও এনআইডি নম্বর দিয়ে। দেখুন কিভাবে করবেন।
ADVERTISEMENT
অনলাইনে ভূমি মন্ত্রণালয়ের অফিসিয়াল ওয়েবসাইট https://mutation.land.gov.bd এ ভিজিট করে আবেদনের সকল তথ্য সঠিকভাবে দিয়ে আপনারা খুব সহজেই নামজারি আবেদনের অবস্থা বা স্ট্যাটাস চেক করতে পারবেন।
নামজারি আবেদন যাচাই করতে প্রয়োজন হবে আবেদনের আইডি নম্বর এবং আবেদনকারীর জাতীয় পরিচয় পত্র নম্বর।
ADVERTISEMENT
চলুন নামজারি আবেদনের সর্বশেষ অবস্থা যাচাই করা সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেয়া যাক।
কি কি প্রয়োজনীয় তথ্য লাগবে
ই নামজারি আবেদন করার পর আবেদনের স্ট্যাটাস বা সর্বশেষ অবস্থা যাচাই করার জন্য অনলাইনের মাধ্যমে ওয়েবসাইটে প্রবেশ করে কিছু প্রয়োজনীয় তথ্য দিতে হয়।
ADVERTISEMENT
নামজারি আবেদনের স্ট্যাটাস চেক করার জন্য বা সর্বশেষ অবস্থা যাচাই করার জন্য আবেদনকারীর যে সকল তথ্য লাগবে তা হলো-
- নামজারি আবেদনের আইডি নম্বর।
- আবেদনকারীর এন আই ডি কার্ড বা জাতীয় পরিচয়পত্রের নম্বর।
- নামজারির বিভাগ।
ওয়েবসাইটে প্রবেশ করার পর উপরোক্ত তথ্যগুলো দিয়ে আপনি অনলাইনে নামজারি আবেদনের স্ট্যাটাস বা অবস্থা যাচাই করতে পারবেন।
নামজারি আবেদনের সর্বশেষ অবস্থা যাচাই
নামজারি আবেদনের সর্বশেষ অবস্থা যাচাই করার জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন:
ADVERTISEMENT
- ভিজিট করুন ই নামজারি আবেদনের সর্বশেষ অবস্থা লিংকে
- বিভাগ সিলেক্ট করুন;
- আবেদনের আইডি লিখুন;
- আবেদনকারীর NID নম্বর লিখুন;
- গাণিতিক ক্যাপচার উত্তর লিখে “খুজুন” বাটনে ক্লিক করুন।
সাধারণত একটি জমির নামজারি প্রক্রিয়া ২৮ দিনের মধ্যে নিস্পত্তি হয়ে থাকে। সহকারী কমিশনার ভূমি এই আবেদনের চূড়ান্ত অনুমোদনের আদেশ করার পর আপনার নামে অনলাইনে খতিয়ান প্রস্তুত করা হবে। নামজারি খতিয়ান প্রস্তুত হলে অনলাইনে নাম দিয়ে জমির মালিকানা যাচাই করা যাবে।
খতিয়ান প্রস্তুত হলে ডিসিআর (DCR) ফী পরিশোধের জন্য আপনার মোবাইলে SMS পাঠানো হবে। এ পর্যায়ে mutation.land.gov.bd তে গিয়ে ”আবেদনের বর্তমান অবস্থা” অপশন থেকে আবেদন আইডি ও জাতীয় পরিচয় পত্র নম্বর নম্বর দিয়ে সার্চ করুন।
নামজারি আবেদন নামঞ্জুর হলে করণীয়
অনলাইনের নামজারি আবেদন করার পর এবং নামজারির জন্য প্রয়োজনীয় ফি জমা দেওয়ার পরও যদি নামজারি আবেদন নামঞ্জুর হয় তাহলে অবশ্যই আপনাকে কিছু প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে।
ADVERTISEMENT
নামজারি আবেদন নামঞ্জুর হলে আপনাকে যে সকল পদক্ষেপ গ্রহণ করতে হবে তা হলো:
- ভূমি মন্ত্রণালয়ের সহকারী কমিশনারের আদেশের বিরুদ্ধে শুনানির পর সর্বোচ্চ ৩০ দিনের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসকের কাছে আপিল করতে হবে।
- জেলা প্রশাসকের কাছে আবেদন না মঞ্জুর হলে আদেশের বিরুদ্ধে অতিরিক্ত বিভাগীয় কমিশনারের কাছে সর্বোচ্চ ৬০ দিনের মধ্যে আবার আপিল করতে হবে।
- এরপর বিভাগীয় কমিশনারের আদেশের বিরুদ্ধে ভূমি আপিল বোর্ডে সর্বোচ্চ ৯০ দিনের মধ্যে পুনরায় আপিল করতে হবে।
আপনার নামজারি আবেদন অনুমোদন না হলে হলে উপরোক্ত পদক্ষেপগুলো গ্রহণ করে সর্বোচ্চ ৯০ দিনের মধ্যে আপিল করতে হবে এবং আপিল রিভিউ করার পর সর্বশেষ অবস্থা জানতে পারবেন।
ADVERTISEMENT