আলবেনিয়া ভিসা চেক করার নিয়ম ২০২৪

আপনি কি আলবেনিয়া যাচ্ছেন? আপনার ভিসা প্রস্তুত হয়েছে কিনা বা ভিসার তথ্য সঠিক কিনা তা যাচাই করতে অনলাইনে আলবেনিয়া ভিসা চেক করুন।

আলবেনিয়া ভিসা চেক

বাংলাদেশ থেকে অনেক মানুষ আলবেনিয়া ভ্রমনের উদ্দেশ্যে বা কাজের উদ্দেশ্যে যায়। ভিসা এজেন্সি থেকে বা দালালের মাধ্যমে ভিসা করে বিদেশ গমনের পর অনেকেই প্রতারিত হয়।

তাই প্রতারণা এড়ানে ভ্রমণের আগে অবশ্যই অনলাইনে ভিসা চেক করা উচিত। আসুন জেনে নিই আলবেনিয়া ভিসা চেক করার নিয়ম বিস্তারিত তথ্য।

অনলাইনে আলবেনিয়া ভিসা চেক করার নিয়ম

আলবেনিয়া ভিসা চেক করার জন্য ভিজিট করতে হবে https://e-visa.al/track লিংকে। এখানে আপনার ভিসা আবেদনের Tracking Number লিখে Track বাটনে ক্লিক করে ভিসা স্ট্যাটাস চেক করতে পারবেন।

আলবেনিয়া ভিসা চেক

অনলাইনে ভিসা আবেদনের পর প্রাপ্ত ইনভয়েসে Tracking Number পাবেন। আপনার ট্র্যাকিং নম্বর সঠিক থাকলে থাকলে কয়েক সেকেন্ডের মধ্যে ভিসা আবেদনের অবস্থা দেখা যাবে।

ই-মেইলের মাধ্যমে আলবেনিয়া ভিসা চেক

ইমেইলের মাধ্যমে আলবেনিয়া ভিসা চেক করতে আপনার পাসপোর্ট এর কপি এবং আবেদনের সময় প্রাপ্ত ওয়ার্ক পারমিট এর কপি মেইল করুন [email protected] এই ইমেইল এড্রেসে। মেইল করার ৪-৫ দিনের মধ্যে তারা আপনার ই-মেইল এড্রেসে আপনার আলবেনিয়া ভিসার সকল তথ্য জানিয়ে দিবে। আপনার ভিসা আসল নাকি নকল তাও জানতে পারবেন।

অনলাইনে Albania Visa Check করার অন্য একটি উপায় হলো ই-মেইল এর মাধ্যমে ভিসা চেক। আপনি যদি ওয়ার্ক পারমিট ভিসায় আলবেনিয়া যেতে চান তাহলে ওয়ার্ক পারমিট ভিসা চেক করার জন্য ই-মেইলে যোগাযোগ করতে পারবেন। অনলাইনে আলবেনিয়া ভিসা চেক করার ইমেইল হচ্ছে: [email protected]

আলবেনিয়ার কি কি ভিসা পাওয়া যায় 

আমাদের দেশ থেকে অধিকাংশ মানুষ কাজের জন্য আলবেনিয়া গমন করে। এক্ষেত্রে কাজে ভিসা বা ওয়ার্ক পারমিট ভিসায় যেতে হয়। তবে অনেকে ভ্রমণের জন্য টুরিস্ট ভিসা, পড়ালেখা করার জন্য স্টুডেন্ট ভিসা,ব্যবসার জন্য বিজনেস ভিসা নিয়ে আলবেনিয়া ভ্রমন করে। 

আলবেনিয়া ভিসা পাওয়ার উপায়

আলবেনিয়া ভিসা পাওয়ার উপায় সম্পর্কে কি আমরা জানি? বাংলাদেশে ভিসা এজেন্সির বা কোন নিকট আত্নীয় এর মাধ্যমে আপনি আলবেনিয়া ভিসার জন্য আবেদন করতে পারবেন।

আপনার প্রয়োজনীয় তথ্য এবং কাগজপত্র দিয়ে আবেদন ফরম ফিলাপ করে Albania Visa পাওয়ার জন্য আবেদন করতে হবে। ভিসা আবেদনের পর কয়েক মাসের মধ্যেই ভিসা প্রসেসিং হয়ে যাবে। এভাবেই আপনি আলবেনিয়া ভিসা পেতে পারবেন।

আলবেনিয়া ভিসা খরচ

আলবেনিয়া ভিসা খরচ সম্পর্কে সঠিক তথ্য অনেকেই জানে না। বর্তমানে আলবেনিয়া ভিসার দাম ৯০ হাজার টাকা। এটি শুধুমাত্র ভিসার মূল্য। ওয়ার্ক পারমিট ভিসায় আলবেনিয়া যেতে প্রায় ৩ থেকে ৫ লক্ষ টাকা খরচ হয়। এছাড়াও টুরিস্ট ভিসা, স্টুডেন্ট ভিসা, বিজনেস ভিসার ক্ষেত্রে আলবেনিয়া ভিসা খরচ আরো কম বেশি হতে পারে।

আলবেনিয়া ভিসা চেক সম্পর্কিত প্রশ্নোত্তর (FAQ’s)

আলবেনিয়া ভিসা চেক করার ওয়েবসাইট হচ্ছে https://e-visa.al/track

বর্তমানে বাংলাদেশের নাগরিকদের জন্য আলবেনিয়া ভিসা খোলা আছে।

[email protected] এই ইমেইল এ্যাড্রেসে মেইলের মাধ্যমে আলবেনিয়া ভিসার তথ্য পেতে পারেন।

আজকের আলোচনায় আলবেনিয়া ভিসা চেক করার নিয়ম, আলবেনিয়া ভিসা পাওয়ার উপায়, আলবেনিয়া ভিসা খরচ, আলবেনিয়ার কি কি ভিসা পাওয়া যায় এসব সম্পর্কে বিস্তারিতভাবে সঠিক তথ্য দেয়ার চেষ্টা করেছি। আশা করি আপনাদের ভালো লেগেছে, আসসালামু আলাইকুম।

অন্যান্য দেশের ভিসা চেক:

সৌদি আরবসৌদি আরব ভিসা চেক
মালয়েশিয়ামালয়েশিয়া ভিসা চেক
সিঙ্গাপুরসিঙ্গাপুর ভিসা চেক
বাহরাইনবাহরাইন ভিসা চেক
সকল দেশের ভিসা চেকভিসা চেক

Similar Posts

মন্তব্য করুন