এ চালান কি? অনলাইনে এ চালান করার নিয়ম
জানুন অটোমেটেড চালান বা এ চালান কি, এ চালানের ব্যবহার ও সুবিধা এবং এ চালান কিভাবে করতে হয়।
ADVERTISEMENT
আপনারা অনেকেই এ চালান শব্দটি হয়তো শুনেছেন। এখানে আমি জানাব, স্বয়ংক্রিয় চালান পদ্ধতি বা অটোমেটেড চালান সিস্টেম বা এ চালান কী (A Challan bd – Automated Challan System), এ চালানের সুবিধা, ও এ চালান কিভাবে করতে হয় তা নিয়ে বিস্তারিত।
আসুন প্রথমেই জানি এ চালান বা Automated Challan কি।
ADVERTISEMENT
অটোমেটেড চালান সিস্টেম বা এ চালান কি
বিভিন্ন ধরনের সরকারি সেবার ফি অনলাইনে জমা দিতে চালু হয়েছে স্বয়ংক্রিয় বা অটোমেটেড চালান সিস্টেম (এ-চালান পদ্ধতি)। এখন থেকে বিভিন্ন ধরনের সরকারি সেবার ফি এ চালানের মাধ্যমে অনলাইনে জমা দেওয়া যাবে।
প্রাথমিকভাবে সেবা প্রদানের ক্ষেত্রে শুধুমাত্র পাসপোর্ট ফি, ট্যাক্স, ভ্যাট এর জন্য এ ব্যবস্থা চালু করা হয়েছে। পরবর্তীতে পর্যায়ক্রমে সরকারের সকল মন্ত্রণালয় বা সংস্থার সরকারি ফি আদায়ের জন্য এ চালান ব্যবহার করা হবে।
ADVERTISEMENT
পূর্বে ব্যাংক কাউন্টারে লাইনে অপেক্ষা করে চালান জমা দেয়া হত। এটা ছিল নাগরিকদের সময়ের অপচয়। তাছাড়া পূর্বের চালানে আমানতকারীর সঠিক পরিচয় দিয়ে লেনদেন সংরক্ষণ করা হতনা। ফলে, সরকারের রাজস্ব ব্যবস্থায় যাচাই এবং স্বয়ংক্রিয় করার ব্যপারটি কঠিন হয়ে পড়ে।
এ জন্য বাংলাদেশ সরকারের অর্থ বিভাগ স্বয়ংক্রিয় চালান সিস্টেম (এ চালান) শুরু করেছে এখন, একজন নাগরিক অনলাইন থেকে এ-চালানের মাধ্যমে বিভিন্ন সরকারি ফি যেমন ভ্যাট, কর, পাসপোর্ট ও অন্যান্য ফি অটোমেটেড চালানের মাধ্যমে পরিশোধ করতে পারেন। এজন্য তাকে ব্যাংক কাউন্টারের দীর্ঘ লাইনে অপেক্ষা করতে হবে না।
এ চালান করার নিয়ম
এ চালান করার জন্য আপনাকে ভিজিট করতে হবে – Automated Challan System লিংকে। এখানে ফি এর ধরন সিলেক্ট করুন। তারপর আপনার জাতীয় পরিচয় পত্র বা জন্ম নিবন্ধন নাম্বার দিন, মোবাইল নাম্বার দিয়ে ব্যাংক অথবা মোবাইল ব্যাংকিং অপশন সিলেক্ট করে চালান পেমেন্ট করুন।
ADVERTISEMENT
বর্তমানে, আপনি শুধুমাত্র অনলাইন ব্যাংকিং ও মোবাইল ব্যাংকিং রকেট ও বিকাশের মাধ্যমে অনলাইনে এ চালান পেমেন্ট করতে পারবেন। এছাড়া সোনালী ব্যাংক পেমেন্ট গেটওয়ের মাধ্যমে, যে কোন ব্যাংকের ভিসা কার্ড দিয়ে এ চালান পরিশোধ করতে পারবেন।
অনলাইনে না করতে চাইলে, আপনি সরসরি যে কোন ব্যাংকের মাধ্যমে এ চালান করতে পারবেন। ব্যাংকে গিয়ে যে খাতে টাকা জমা দিতে চান, বা যে ফি পরিশোধ করতে চান ব্যাংকের ক্যাশ কাউন্টারে বলুন।
অনলাইনে এ চালান পেমেন্ট করার মাধ্যমসমূহ:
- সোনালী ব্যাংক/ ডাচ বাংলা ব্যাংক একাউন্ট
- যেকোন ব্যাংকের ভিসা কার্ড
- ডিবিবিএল নেক্সাস কার্ড – DBBL Nexus Card
- মোবাইল ব্যাংকিং- রকেট ও বিকাশ
এ চালান লেনদেনের সময়
বর্তমানে, এ চালান লেনদেনের সময় সকাল 10 টা থেকে বিকেল 4 টা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে কারণ সিস্টেমটি খুবই নতুন। কিন্তু শীঘ্রই এটি 24/7 পাওয়া যাবে।
ADVERTISEMENT
অনলাইনে এ চালানের মাধ্যমে ই পাসপোর্ট ফি জমা দেওয়ার নিয়ম
এখানে আমি একটি পাসপোর্টের জন্য এ চালান পেমেন্ট করে দেখাবো। নিচের ধাপগুলো অনুসরণ করুন।
ধাপ ১: অনলাইনে এ চালান পেমেন্ট করার জন্য Automated Challan System Bangladesh (A Challan) সিস্টেমে ভিজিট করুন এখান থেকে।
ধাপ ২: পাসপোর্ট অপশন থেকে ই পাসপোর্ট ফি সিলেক্ট করুন। তারপর আপনার সামনে নিচের মত একটি উইন্ডো ওপেন হবে।
ধাপ ৩: এখান থেকে পাসপোর্টের ধরণ, মেয়াদ ও ডেলিভারীর ধরণ বাছাই করুন। স্বয়ংক্রীয়ভাবে টাকার পরিমাণ ও ভ্যাটসহ মোট টাকার পরিমাণ দেখাবে। নিচ থেকে OK বাটন ক্লিক করুন।
ধাপ ৪: এবার যে ব্যক্তির পক্ষ থেকে এ চালান পরিশোধ করা হবে, তার জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন নম্বর সনাক্তকরণ নম্বর হিসেবে দিতে হবে।
মনে রাখবেন, যদি জাতীয় পরিচয়পত্র দ্বারা পাসপোর্টের আবেদন করা হয় অবশ্যই জাতীয় পরিচয়পত্র নম্বর দিবেন। আর যাদের বয়স ২০ বছরের কম, জাতীয় পরিচয়পত্র নেই, তারা জন্ম নিবন্ধন নম্বর দিবেন।
অর্থ পরিশোধের বিবরণ থেকে পেমেন্ট অপশন – অনলাইন ব্যাংকিং বাছাই করুন (2 নং চিহ্নিত)।
সোনালী ব্যাংক একাউন্ট, যেকোন ব্যাংকের ভিসা, মাস্টারকার্ড, আমেরিকান এক্সপ্রেস কার্ড, অথবা মোবাইল ব্যাংকিং সেবা বিকাশ, নগদ ও রকেটের মাধ্যমে পেমেন্ট করতে চাইলে ব্যাংক অপশনে SONALI BANK LTD গেটওয়ে সিলেক্ট করুন।
তারপর মোট টাকার পরিমাণ লিখে Add বাটনে ক্লিক করুন। এখানে সর্বমোট প্রদেয় টাকার পরিমাণ দেখাবে।
ধাপ ৫: এখন Save বাটনে ক্লিক করুন। আপনাকে সোনালী ব্যাংকের পেমেন্ট গেটওয়েতে নেয়া হবে।
ধাপ ৬: এখান থেকে Account অথবা Visa/ Master Card/ Amex Card অথবা Mobile Banking অপশন সিলেক্ট করে পেমেন্ট করুন।
চালান কপি প্রিন্ট করতে না পারলে, চালান নম্বর দিয়ে এ চালান ভেরিফিকেশন ওয়েবসাইট থেকে প্রিন্ট নিতে পারবেন।
যদি চালান নম্বর নিতে পারেন, সেই ক্ষেত্রে সোনালী ব্যাংক পেমেন্ট গেটওয়ের ফেইসবুক সাপোর্ট গ্রুপ SPG Support Group – যোগাযোগ করলে আপনার চালান নম্বর ও পেমেন্ট স্লিপ সংগ্রহ করতে পারবেন।
বিকাশের মাধ্যমে এ চালান পরিশোধ করার নিয়ম
যেহেতু বিকাশ সবচেয়ে বেশি ব্যবহৃত মোবাইল ব্যাংকিং সেবা, হতে পারে আপনার ও বিকাশ একাউন্ট রয়েছে। আপনার বিকাশ একাউন্ট থেকেই পাসপোর্ট ফি সহ অন্যান্য সরকারি ফি এ চালানের মাধ্যমে জমা দিতে পারবেন।
বিকাশের মাধ্যমে এ চালান জমা দেয়ার জন্য, পূর্বের মত একইভাবে ৫ নং অপশন (অর্থ পরিশোধের বিবরণ) থেকে অনলাইন ব্যাংকিং সিলেক্ট করবেন। ব্যাংক অপশন থেকে, SONALI BANK LTD সিলেক্ট করুন।
তারপর মোট টাকার পরিমাণ লিখে Add বাটনে ক্লিক করুন। এখানে সর্বমোট প্রদেয় টাকার পরিমাণ দেখাবে।
এখন Save বাটনে ক্লিক করুন। আপনাকে সোনালী ব্যাংকের পেমেন্ট গেটওয়েতে নেয়া হবে। এখানে Mobile Banking বাটনে ক্লিক করে পেমেন্ট করুন।
বিকাশ লোগোতে ক্লিক করুন
এখানে, Pay with bKash বাটনে ক্লিক করুন। বিকাশের পেমেন্ট অপশন আসলে, আপনার মোবাইল নম্বর দিন। তারপর আপনার বিকাশ মোবাইল নম্বরে এসএমএসের মাধ্যমে একটি ভেরিফিকেশন কোড আসবে।
ভেরিফিকেশন কোড ও আপনার বিকাশের পিন দিয়ে পেমেন্ট করুন।
* সাবধানতা- অনলাইনে পেমেন্ট করার সময় সাবধান থাকবেন যেন আপনার কম্পিউটার বা মোবাইল ডিভাইস বন্ধ বা ইন্টারনেট কানেকশন যেন বিচ্ছিন্ন না হয়।
পেমেন্ট করার সময় যদি আপনার ডিভাইস বন্ধ বা ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হয়, আপনার টাকা কর্তন হলেও চালানের প্রিন্ট কপি নাও পেতে পারেন। এমন সমস্যা হলে, সোনালী ব্যাংকের ফেইসবুক সাপোর্ট গ্রুপ SPG Support Group – যোগাযোগ করলে আপনার চালান নম্বর ও পেমেন্ট স্লিপ সংগ্রহ করতে পারবেন।
রকেটের মাধ্যমে এ-চালান পরিশোধ করার নিয়ম
রকেট থেকে এ চালান জমা দেয়ার জন্য সব কিছু আগের মতই থাকবে, শুধুমাত্র ৫ নং- অর্থ পরিশোধের বিবরণ থেকে , মোবাইল ব্যাংকিং ও রকেট সিলেক্ট করুন। নিচের ছবিতে খেয়াল করুন।
এখন Save বাটনে ক্লিক করুন। আপনাকে Dutch Bangla Bank Rocket এর পেমেন্ট গেটওয়েতে নেয়া হবে। নিচের ছবিতে দেখুন কিভাবে রকেট থেকে এ চালান জমা দিবেন।
আপনার রকেট একাউন্ট নম্বরটি লিখুন (আপনার মোবাইল নম্বর ১১ ডিজিট + একাউন্ট ডিজিট ১ ডিজিট = একাউন্ট ১২ ডিজিট)।
তারপর আপনার রকেট একাউন্টের ৪ ডিজিটের পিন নম্বরটি লিখুন এবং SUBMIT বাটনে ক্লিক করে চালানের টাকা পরিশোধ করুন।
* সাবধানতা- টাকা পরিশোধের সময় সাবধান থাকবেন যেন আপনার কম্পিউটার বা মোবাইল ডিভাইস বন্ধ বা ইন্টারনেট কানেকশন যেন বিচ্ছিন্ন না হয়।
এ চালান অনুসন্ধান বা যাচাই
এ চালান যাচাই করার জন্য, ই চালান ভেরিফিকেশন সাইটে গিয়ে চালান নম্বর দিয়ে Verify বাটনে ক্লিক করে এ চালান যাচাই করতে পারবেন।
তাছাড়া যদি আপনি চালানের প্রিন্ট কপি নিতে না পারেন, চিন্তার কোন কারণ নেই। চালান নম্বর দিয়ে Automated Challan Verification পেইজ থেকে আপনার এ চালানের প্রিন্ট কপি নিতে পারবেন।
এ চালান বিষয়ে আপনার কোন প্রশ্ন থাকলে নিচে কমেন্টে জানাতে পারেন, আমরা অতিসত্ত্বর উত্তর দেয়ার চেষ্টা করব। এ চালান বিষয়ে সচরাচর জিজ্ঞাসিত প্রশ্নগুলোর উত্তর নিচে দেয়া হবে।
ADVERTISEMENT
খুব ভালো আর্টিকেল, ধন্যবাদ
আমি একটি ই-পাসপোর্ট এর চালান এর নামের মধ্যে ভূল করেছি, NURUL ISLAM এর স্থলে NURUL IALAM হয়ে গেছে। এখন কী করণীয়। এটা সংশোধনের কোন ব্যবস্থা আছে কী
After submitting payment in online, Do I have to go to the bank to verify, or this slip can be submitted as payment?
অনলাইনে পেমেন্ট হলে অনলাইন থেকেই চালান কপি পাবেন। ব্যাংকে যেতে হবে না। ওই চালান কপি প্রিন্ট করে আবেদনের সাথে জমা দিবেন।
আস সালামু আলাইকুম,
আমি সার্ভার প্রব্লেম এর কারণের এক এন আই ডি দিয়ে এ চালান এর মাধ্যমে ২বার চালান কেটে ফেলেছি। এখন কিভাবে আমি আমার একটি চালানের টাকা ফেরত পেতে পারি?
ami ekti chalan amar name korechi vule, ekhn sei chalaner taka ki ferot pabo?
na, challan er taka return hoy na.
আসসালামুয়ালাইকুম কেমন আছেন আমি পাসপোর্ট করছি আমার সিলিপ দিয়ে চেক করার উপায় আমার পাসপোর্ট হয়েছে কি না
চেক করতে পারবেন এই লিংক থেকে পাসপোর্ট চেক
আমি ই পাসপোর্ট এর ফি বিকাশে পেমেন্ট করি এখন আমার payment slip কিভাবে প্রিন্ট করবো
কোন ওয়েবসাইট থেকে পেমেন্ট করেছেন? পাসপোর্ট ওয়েবসাইটের Online Payment মেথডে, নাকি A Challan ওয়েবসাইট থেকে।