পাসপোর্ট নাম্বার দিয়ে দুবাই ভিসা চেক | Dubai Visa Check
কিভাবে পাসপোর্ট নাম্বার দিয়ে দুবাই ভিসা চেক করবেন। ভিসা আসল না নকল যাচাই করবেন। পাসপোর্ট নম্বর দিয়ে ভিসার স্ট্যাটাস যাচাই করার নিয়ম বিস্তারিত
ADVERTISEMENT
বিদেশ গমনের পূর্বে ভিসা সংক্রান্ত জালিয়াতি ও প্রতারণা থেকে রক্ষা পেতে ভিসা চেক করা খুবই গুরুত্বপূর্ণ। ভিসা চেক করার মাধ্যমে আপনার ভিসার বর্তমান অবস্থা ও ধরণ সহজেই জেনে নিতে পারবেন। এই ব্লগে দেখাবো, কিভাবে ফাইল নম্বর ও পাসপোর্ট নাম্বার দিয়ে দুবাই ভিসা চেক করবেন।
এছাড়া আরও জানতে পারেন দুবাই ভিজিট ভিসা খরচ সম্পর্কে।
ADVERTISEMENT
পাসপোর্ট নাম্বার দিয়ে দুবাই ভিসা চেক করার নিয়ম
পাসপোর্ট নাম্বার দিয়ে দুবাই ভিসা চেক করার জন্য ভিজিট করুন- ICP Smart Services. Public Services মেন্যুর নিচের দিক থেকে File Validity অপশনে ক্লিক করুন। Passport No, Passport Expiry date ও Nationality বাছাই করে সার্চ করে আপনার ভিসার তথ্য জানতে পারবেন।
এবার বিস্তারিত প্রক্রিয়াটি নিচে ছবিসহ দেখানো হলে।
ADVERTISEMENT
দুবাইয়ের ওয়ার্ক ভিসা বা দুবাই ভিজিট ভিসা চেক করার নিয়ম জানতে নিচের ধাপগুলো দেখুন।
- ভিজিট করুন- ICP Smart Services । তাছাড়া গুগলে ICA Smart Services লিখে সার্চ করলেও ওয়েবসাইটের লিংক পাবেন। এখান থেকে Public Services মেন্যুতে ক্লিক করুন।
- পেইজের নিচের দিক থেকে File Validity অপশনে যান।
- এরপর, নিচের মত একটি পেইজ আসবে। এখানে Search By অপশনে Passport Information সিলেক্ট করুন এবং Type অপশনে Visa সিলেক্ট করুন।
- তারপর Passport No, Passport Expire Date ও আপনার Nationality সিলেক্ট করুন। I’m not a robot এর পাশের টিক বক্সে ক্লিক করে ক্যাপচা পূরণ করুন। সবশেষে নিচের Search বাটনে ক্লিক করে আপনার ভিসার স্ট্যাটাস দেখতে পারবেন।
বিদেশ যাওয়ার পূর্বে অবশ্যই আপনার ভিসা আসল কিনা, ভিসার ধরণ, ভিসার মেয়াদ সবকিছু ঠিক আছে কিনা দেখে নিতে হবে। সাধারণত পাসপোর্ট নাম্বার দিয়ে ভিসা চেক করা যায়, এজন্য পাসপোর্টের নম্বর, মেয়াদ, ন্যাশনালিটি ইত্যাদি তথ্যের প্রয়োজন হয়।
দুবাই ভিজিট ভিসা চেক করার নিয়ম
উপরে দেখানো পদ্ধতিতে আপনি দুবাই ভিজিট ভিসা চেক করতে পারবেন। ভিজিট ভিসা চেকের জন্য আলাদা কোন নিয়ম নেই।
ADVERTISEMENT
বিভিন্ন দেশের ভিসা যাচাইয়ের ধরণ আলাদা আলাদা হয়ে থাকে। তাই বিভিন্ন দেশের ভিসা চেক করার নিয়ম নিয়ে নিচের লেখা পোস্টটি দেখুন। ভাল থাকুন সুস্থ থাকুন।
ADVERTISEMENT
thank you so much for your guide