পাসপোর্ট নাম্বার দিয়ে ইন্ডিয়ান ভিসা চেক করার নিয়ম

আপনার ইন্ডিয়ান ভিসা আবেদনের অবস্থা জানতে পারবেন ঘরে বসে অনলাইনেই। দেখুন কিভাবে অনলাইনে ইন্ডিয়ান ভিসা চেক করবেন।

ইন্ডিয়ান ভিসা চেক করার নিয়ম
  • Save

ADVERTISEMENT

বিভিন্ন দেশে যেতে আমাদের ভিসা সংগ্রহ করতে হয়। তবে ভিসা প্রসেসিং করার ক্ষেত্রে অনেক সময় আমাদের এজেন্সি বা এজেন্ট দ্বারা প্রতারনার স্বীকার হতে হয়। কখনো কখনো এজেন্টরা জাল ভিসা প্রদান করে থাকে ফলে কাঙ্খিত দেশে যেতে সমস্যা হয়। এছাড়াও ভিসা প্রসেসিং করা হয়ে গেলেও এজেন্সির মাধ্যমে ভিসা পেতে দেড়ি হয়। 

তাই অনলাইনে ভিসা প্রসেসিং এর স্ট্যাটাস জানার মাধ্যমে সেই প্রতারনা থেকে সতর্ক হওয়া যায় ও প্রসেসিং শেষ হলে তাড়াতাড়ি ভিসা হাতে পেয়ে কাজ শুরু করা যায়। বিশ্বের প্রায় সকল দেশের অনলাইনে ভিসা চেক করার সুবিধা রয়েছে।

ADVERTISEMENT

আসুন দেখি অনলাইনে ভারতীয় ভিসা চেক করার বিস্তারিত প্রক্রিয়া।

ইন্ডিয়ান ভিসা চেক করার নিয়ম

ইন্ডিয়ান ভিসা চেক করার জন্য প্রথমে ভিজিট করুন passtrack.net এই ওয়েবসাইটে। ভিসার ধরণ অনুযায়ী Regular Visa Application অথবা, Port Endorsement, RAP/PAP ক্লিক করুন। এরপর ক্যাপচা কোড লিখুন এবং আপনার ভিসা আবেদনের Web File No লিখে সাবমিট করলে ভিসার স্ট্যাটাস চেক করতে পারবেন।

পাসপোর্ট নাম্বার দিয়ে ইন্ডিয়ান ভিসা চেক করার কোন সুযোগ নেই। ভিসার চেক করার জন্য Visa Application এর প্রিন্ট কপির বাম পাশে থাকা Web File No দিয়ে অনলাইনে ভিসা চেক করতে হয়।

ADVERTISEMENT

আপনি যদি নতুনভাবে ইন্ডিয়ান ভিসার আবেদন করতে চান, কিভাবে আবেদন করবেন তার বিস্তারিত প্রক্রিয়া দেখুন- ইন্ডিয়ান ভিসা আবেদন করার নিয়ম

আমাদের প্রতিবেশি দেশ ইন্ডিয়া। ইন্ডিয়াতে যাওয়া অন্যান্য দেশের থেকে তূলনামূলক সহজ। তবে এখানে ভিসা প্রসেসিং করতে হয়। ইন্ডিয়ান ভিসা প্রসেসিং করতে ৩-৭ কর্মদিবস সময় লাগে।

www ivacbd com থেকে আপনার ভিসার আবেদন ট্র্যাক করতে পারবেন। কিভাবে ইন্ডিয়ান ভিসা চেক করবেন তার সম্পূর্ণ টিউটোরিয়াল দেওয়া হলো।

ADVERTISEMENT

ইন্ডিয়ান ভিসা চেক করার নিয়ম
  • Save

ধাপ ১: ইন্ডিয়ান ভিসা চেক করার জন্য প্রথমে ভিজিট করুন www.ivacbd.com ওয়েবসাইটে। এবার বাম দিকের মেন্যুতে ৩ নং অপশন টি অর্থাৎ – ভিসা আবেদন ট্র্যাক অপশনে ক্লিক করুন।

ইন্ডিয়ান ভিসা চেক করার নিয়ম
  • Save

ধাপ ২: আপনার আবেদন ট্র‍্যাকিং জন্য এখানে ক্লিক করুন লিংকে ক্লিক করুন। অথবা সরাসরি ভিজিট করুন পারেন https://passtrack.net/

Advertisement
ইন্ডিয়ান ভিসা চেক করার নিয়ম
  • Save

এখানে ২টি অপশন পাবেন, Regular Visa Application Port Endorsement। আপনার ভিসার ধরন অনুযায়ী তা সিলেক্ট করে নিতে হবে। সাধারণ ভিসার জন্য Regular Visa Application ক্লিক করুন।

ADVERTISEMENT

ইন্ডিয়ান ভিসা চেক করার নিয়ম
  • Save

ধাপ ৩: এখানে Please Type Above Code অংশে উপরে থাকা ক্যাপচা লেখাটিতে যেই অক্ষরগুলো লেখা আছে তা সঠিকভাবে টাইপ করতে হবে। এটি ভূল হলে ফলাফল পাবেন না। প্রয়োজনে Change Text এ ক্লিক করে লেখাটি পরিবর্তন করে নিতে পারবেন।

Advertisement

তারপর Web File Number এ আপনার ভিসা এপ্লিকেশন নাম্বারটি লিখুন এবং Submit এ ক্লিক করুন। Web File Number টি আপনার Visa Application Form এর বাম পাশে লম্বালম্বিভাবে প্রিন্ট করা থাকবে। নিচের ছবিতে Web File Number এর Sample দেখুন।

Indian Visa Web File No
  • Save

সাবমিট এ ক্লিক করার পর আপনার নাম, Passport Number, WebFile No এবং ভিসা স্ট্যাটাস দেখতে পাবেন।

  • Step-1: আপনার এপ্লিকেশন টি গ্রহন করা হলে Done দেখায়।
  • Step-2: আপনার এপ্লিকেশন টি হাই কমিশনে পাঠানো হলে Done দেখায়।
  • Step-3: আপনার এপ্লিকেশন টি ডেলিভারি দেওয়ার জন্য প্রস্তুত হলে Done দেখায়।
  • Step-4: আপনার ভিসা ডেলিভারি দেওয়া হলে স্ট্যাটাস Done দেখাবে অন্যথায় তা খালি ঘর দেখাবে।

সুতরাং এখানে আপনার Step-3 Done হলেই আপনি আপনি ভিসা সংগ্রহ করতে পারবেন।

পাসপোর্ট ও ভিসা সংক্রান্ত বিভিন্ন আপডেট তথ্যের জন্য নিয়মিত ভিজিট করুন Eservicesbd.com । তাছাড়া প্রকাশিত হওয়ার সাথে সাথে সকলে পোস্টের আপডেট পেতে আমাদের ফেসবুক পেইজ ফলো করুন- Eservicesbd

ক্যাটাগরিভিসা চেক
হোমপেইজে যানEservicesbd

ADVERTISEMENT

Similar Posts

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।