কানাডা যেতে কত পয়েন্ট লাগে?

কানাডা যেতে কত পয়েন্ট লাগে তা নির্ভর করে ভিসার ধরন ও কাজের ধরনের উপর। জানুন স্টাডি ও ওয়ার্ক পারমিট ভিসায় কানাডা যেতে IELTS কত পয়েন্ট লাগে।

কানাডা যেতে কত পয়েন্ট লাগে
  • Save

ADVERTISEMENT

কানাডা যেতে কত পয়েন্ট কত লাগে তা মূলত নির্ভর করে আপনার ভ্রমন বা ভিসার ধরণের উপর। যেমন পড়াশুনার জন্য যেতে চাইলে সেক্ষেত্রে সর্বনিম্ন 6.5, সাধারণ অভিবাসনের জন্য সর্বনিম্ন 6 এবং ওয়ার্ক পারমিটের ক্ষেত্রে নিয়োগকারী প্রতিষ্ঠানের চাহিদার উপর তা নির্ভর করে।

এই ব্লগে আমি আলোচনা করবো, কানাডায় বিভিন্ন ধরণের ভিসায় কত পয়েন্ট লাগে তা নিয়ে। আশা করি ব্লগটি আপনার কাজে লাগবে।

ADVERTISEMENT

কানাডা যেতে IELTS কত পয়েন্ট লাগে

স্টাডি ভিসায় কানাডা যেতে IELTS পয়েন্ট সর্বনিম্ন 6.5 পয়েন্ট লাগে। তাছাড়া আপনি যে প্রতিষ্ঠান এবং প্রোগ্রামে আবেদন করছেন তার উপর নির্ভর করে IELTS Score এর চাহিদা ভিন্ন হয়ে পারে। সাধারণত, কানাডার বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোর জন্য সামগ্রিক IELTS স্কোর 6.5 বা তার বেশি প্রয়োজন, যেখানে আলাদাভাবে ৪টি ভাষা দক্ষতায় নুন্যতম 6.0 পয়েন্ট থাকতে হবে।

আবার আপনি যদি কানাডায় অভিবাসনের জন্য আবেদন করেন, তাহলে আপনাকে IELTS পয়েন্ট নুন্যতম 6 প্রয়োজন হবে। আপনাকে IELTS-এর জেনারেল ট্রেনিং মডিউল নিতে হবে এবং চারটি ভাষার দক্ষতা (Reading, Writing, Listening and Speaking) প্রতিটিতে আলাদাভাবে ন্যূনতম 6.0 স্কোর করতে হবে।

ADVERTISEMENT

আরও পড়ুন:

কানাডা যেতে কত পয়েন্ট লাগে
  • Save

Work Permit ভিসায় কানাডা যেতে IELTS লাগে কিনা?

হ্যাঁ, কানাডায় ওয়ার্ক পারমিট ভিসার আবেদন করতে IELTS প্রয়োজন হতে পারে। ওয়ার্ক পারমিট ভিসায় কানাডা যেতে আই ই এল টি এস প্রয়োজন হবে কিনা তা নির্ভর করে, আপনার পেশার ধরণ, প্রতিষ্ঠান এবং আপনি যে প্রদেশ বা অঞ্চলে কাজ করবেন তার উপর। যেমন ডাক্তার ভিসায় সর্বনিম্ন 7 পয়েন্ট এবং ইন্জিনিয়ার হিসেবে সর্বনিম্ন 6.5 পয়েন্ট প্রয়োজন হতে পারে।

ডাক্তারদের জন্য, আপনি কানাডার যে প্রদেশে যাওয়ার পরিকল্পনা করছেন সেখানে College of Physicians and Surgeons আইইএলটিএসের প্রয়োজনীয়তা নির্ধারণ করবে। কিছু প্রদেশে, ন্যূনতম IELTS স্কোর 7.0 বা তার বেশি প্রয়োজন হতে পারে।

ADVERTISEMENT

আবার ইঞ্জিনিয়ারদের জন্য, ফ্যাক্টরির ধরণ ও পেশার উপর নির্ভর করে IELTS পয়েন্ট থাকার প্রয়োজনীয়তা আলাদা হতে পারে। Engineers Canada Organization ইঞ্জিনিয়ারদের Language Ability এর জন্য জাতীয় মান নির্ধারণ করে এবং তারা প্রতিটি ভাষার দক্ষতায় সর্বনিম্ন 6.0 স্কোর সহ সর্বনিম্ন IELTS স্কোর 6.5 থাকার প্রয়োজনীয়তা ঠিক করে।

এখানে আপনাকে লক্ষ্য করতে হবে যে কাজের ভিসার জন্য সব ক্ষেত্রে IELTS Point এর প্রয়োজন হয় না। আর কিছু ক্ষেত্রে হলেও তার নির্দিষ্ট কোন মান নেই। এটি সম্পূর্ণ নির্ভর করবে আপনার পেশার ধরণ ও নিয়োগকারী প্রতিষ্ঠানের উপর। ভিসা আবেদনের পূর্বে Job Circular থেকেও আপনি আইইএলটিএস কত পয়েন্ট লাগবে তা জেনে নিতে পারবেন।

কানাডা ভিসা আবেদন ফরম

ADVERTISEMENT

ভ্রমণ ভিসায় কানাডা যেতে IELTS প্রয়োজন হয় কিনা?

না, কানাডায় ভ্রমণ ভিসার জন্য IELTS এর প্রয়োজন নেই। আপনি যদি পর্যটনের জন্য কানাডায় যান, পরিবার বা বন্ধুদের সাথে দেখা করতে বা কানাডায় কাজ করার সাথে জড়িত না এমন ব্যবসায়িক উদ্দেশ্যে, আপনার IELTS Score প্রয়োজন হবে না।

তবে এটা মনে রাখতে হবে যে আপনার ভ্রমণ ভিসার জন্য IELTS নেওয়ার প্রয়োজন না থাকলেও, কানাডায় প্রবেশ করার সময় আপনাকে ইংরেজি বা ফরাসি ভাষায় কথা বলা অর্থাৎ Communicate করার দক্ষতা প্রদর্শন করতে হতে পারে। বর্ডার সার্ভিস অফিসার তাদের প্রশ্নে আপনার প্রতিক্রিয়া এবং অন্যান্য বিষয়ের উপর ভিত্তি করে আপনার ভাষার দক্ষতা মূল্যায়ন করবেন।

ADVERTISEMENT

Similar Posts

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।