সংযুক্ত আরব আমিরাত থেকে ই পাসপোর্ট ফি জমা
ADVERTISEMENT সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতের আবু ধাবী ও দুবাই থেকে ই পাসপোর্টের আবেদন চালু হয়েছে। আবু ধাবী ও দুবাই থেকে পাসপোর্ট রিনিউ ই পাসপোর্টের ফি জমা দেয়া যাবে। Abu Dhabi: আবু ধাবী থেকে বাংলাদেশ দূতাবাসের কাউন্টারে অথবা আবুধাবি, আল আইন এবং মদিনাত জায়েদে সংযুক্ত আরব আমিরাত এক্সচেঞ্জের যেকোনো শাখায় পাসপোর্ট ফি জমা করা যাবে। বাংলাদেশ…
ADVERTISEMENT
সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতের আবু ধাবী ও দুবাই থেকে ই পাসপোর্টের আবেদন চালু হয়েছে। আবু ধাবী ও দুবাই থেকে পাসপোর্ট রিনিউ ই পাসপোর্টের ফি জমা দেয়া যাবে।
Abu Dhabi: আবু ধাবী থেকে বাংলাদেশ দূতাবাসের কাউন্টারে অথবা আবুধাবি, আল আইন এবং মদিনাত জায়েদে সংযুক্ত আরব আমিরাত এক্সচেঞ্জের যেকোনো শাখায় পাসপোর্ট ফি জমা করা যাবে। বাংলাদেশ দূতাবাসের কাউন্টারে আবেদনকারী সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এমআরপি ফি জমা দিতে পারবেন।
ADVERTISEMENT
Dubai: দুবাই বাংলাদেশ দূতাবাসের কাউন্টারে ই পাসপোর্ট ফি জমা করা যেতে পারে। এ বিষয়ে এখনো আমরা বিস্তারিত তথ্য পাইনি। তথ্য পাওয়ার সংগে সংগে আপডেট করব।
UAE থেকে ই পাসপোর্ট ফি
পাসপোর্টের ধরণ | আবেদনকারীর ধরণ | ফি’র পরিমাণ |
---|---|---|
৪৮ পৃষ্ঠা ও ৫ বছর মেয়াদি | সাধারণ আবেদনকারী | সাধারণ ৪০৫ দিরহাম জরুরি ৬১০ দিরহাম |
৪৮ পৃষ্ঠা ও ৫ বছর মেয়াদি | শিক্ষার্থী ও সাধারণ শ্রমিক | সাধারণ ১২৫ দিরহাম জরুরি ১৮৫ দিরহাম |
৪৮ পৃষ্ঠা ও ১০ বছর মেয়াদি | সাধারণ আবেদনকারী | সাধারণ ৫১০ দিরহাম জরুরি ৭১০ দিরহাম |
৪৮ পৃষ্ঠা ও ১০ বছর মেয়াদি | শিক্ষার্থী ও সাধারণ শ্রমিক | সাধারণ ২০৫ দিরহাম জরুরি ৩০৫ দিরহাম |
৬৪ পৃষ্ঠা ও ৫ বছর মেয়াদি | সাধারণ আবেদনকারী | সাধারণ ৬১০ দিরহাম জরুরি ৮১০ দিরহাম |
৬৪ পৃষ্ঠা ও ৫ বছর মেয়াদি | শিক্ষার্থী ও সাধারণ শ্রমিক | সাধারণ ৬১০ দিরহাম জরুরি ৮১০ দিরহাম |
৬৪ পৃষ্ঠা ও ১০ বছর মেয়াদি | সাধারণ আবেদনকারী | সাধারণ ৭১০ দিরহাম জরুরি ৯১০ দিরহাম |
৬৪ পৃষ্ঠা ও ১০ বছর মেয়াদি | শিক্ষার্থী ও সাধারণ শ্রমিক | সাধারণ ৭১০ দিরহাম জরুরি ৯১০ দিরহাম |
আরো পড়তে পারেন, বাংলাদেশ থেকে ই পাসপোর্টের টাকা জমা দেওয়ার নিয়ম ।
ADVERTISEMENT
আছছালামু আলাইকুম, আমার পাসপোর্ট এর মেয়াদ ৬ মাস আছে এখন কি আমি রিনিউ করার জন্য আবেদন করতে হবে এটা জানতে চাইছিলাম প্লিজ ? আর কত দিরহাম দুবাই এমবাসিতে জমা করতে হবে, আমি দুবাই থেকে রিনিউ করতে হবে,
আসসালামু আলাইকুম,
আমি বাংলাদেশ একজন নাগরিক, আমি ২০২১ সালের এপ্রিলে মাসে ১১ তারিখে আমিরাতে এসেছি।। আমার পাসপোর্ট এর মিয়াদ আর ৫ মাস আচে। আমার পাসপোর্ট এর কিছু ভুল আছে যেমন নাম, বয়েস,তারপরে বাবা-মা সব কিছু ফ্রেক আইডি দিয়া পাসপোর্ট তৈরি করেছিলাম এখন আমার পাসপোর্ট সংসুধন করতে চাই কেমনে কি করে করতে পারব একটু বল্লে উপকৃত হব।
পাসপোর্ট সংশোধন করলে ভিসাতে সমস্যা হবে না?
আমি দুবাই ভিজিট এসেছি ২ মাসের ১ মাস হলো বাকি ১ মাস আছে আমি কি আমার এমআরপি পাসপোর্ট রিনিউ করে ই-পাসপোর্ট করাতে কারবো। এবং কত টাকা আর কত দিন সময় লাগতে পারে একটু জানাবেন।
20-25 দিন লাগে কমপক্ষে। এ্যাম্বাসিতে গিয়ে কথা বলে দেখতে পারেন।
জরুরি ই পাসপোর্ট করতে কতদিন সময় লাগবে
১০/১২ দিন লাগতে পারে।
আসসালামু আলাইকুম ভাই আমি শারজাহ থেকে ভাই আমার পাসপোর্টের মেয়াদ বাকি তিন মাস ভিসার মেয়াদ চার দিন এখন আমার কোম্পানী বলতেছে ভিসা লাগানোর জন্য পাসপোর্টের মেয়াদ চয় মাস থাকতে হয় এখন আমি কি করবো জানালে উপক্রিত হবো আরজেন কত দিনে পাবো কতো দিরহাম লাগবে জানাবেন ভাইয়া
এনআইডি কার্ড ঠিক আছে? এম্বাসীতে গিয়ে পাসপোর্ট রিনিউ করেন কিছু করার নাই। ভিসা লাগাতে পারবেন না এখন, পাসপোর্ট পাওয়ার পরই পারবেন। এতদিন করেন নাই কেন।
এমআরপি পাসপোর্ট করতে কত দেরহাম করতে হবে দুবাইতে আর পাসপোর্টে ভিসা লাগানো আছে
এখন এমআরপি পাসপোর্ট হয় না। ই পাসপোর্ট।
ভাই আমি দুবাই থাকি কোম্পানিতে কাজ করি আমার পাসপোর্ট হারিয়ে গেছে আমার জরুরি ভাবে ছুটিতে জেতে হবে এই অবস্থায় আমি এখন কি করবো
থানায় জিডি করে পাসপোর্টের আবেদন করেন এম্বাসীতে গিয়ে।
আমার পাসপোর্ট হারিয়ে গেছে নতুন পাসপোর্ট বানাইতে চাই কি করতে হবে এখন আমাকে
নতুন পাসপোর্ট বানাতে পারবেন না। পাসপোর্ট হারানোর জিডি করতে হবে। আগের পাসপোর্ট রিনিউ করতে হবে।